Fiha's Planet

  • Home
  • Fiha's Planet

Fiha's Planet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fiha's Planet, Digital creator, .

11/08/2025

আসসালামু আলাইকুম....
শুভ সকাল 🥰




সবাইকে জুম্মা মোবারক❤️   ゚viralシviralシfypシ゚viralシalシ
08/08/2025

সবাইকে জুম্মা মোবারক❤️


゚viralシviralシfypシ゚viralシalシ

08/08/2025

আসসালামু আলাইকুম....
শুভ সকাল 🥰





Just wow....😍😍.
31/07/2025

Just wow....😍😍.





31/07/2025

🍽️ Anniversary Special Biriyani Ranna 💕

ভিডিওটা হয়তো একলা হাতে করার কারণে সম্পূর্ণ পারফেক্ট হয়নি,
বিরিয়ানি কিন্তু সবাই অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ 🥰






আসসালামু আলাইকুম.... শুভ সকাল 🥰সকালবেলা ট্রেনের হুইসেল যেন একটা নতুন দিনের ডাক।জীবনের মতোই ট্রেন—কখনো দেরি করে, কখনো ছুট...
31/07/2025

আসসালামু আলাইকুম....
শুভ সকাল 🥰

সকালবেলা ট্রেনের হুইসেল যেন একটা নতুন দিনের ডাক।
জীবনের মতোই ট্রেন—
কখনো দেরি করে, কখনো ছুটে যায় ঠিক সময় মতো।
পেছনে ফেলে যায় অনেক কিছু…
কিন্তু সামনে নিয়ে যায় আশা, স্বপ্ন আর নতুন পথের খোঁজে।

“সকাল মানে শুধু সময়ের একটা অংশ নয়,এটা একটা নতুন সম্ভাবনার দরজা,যেখানে তুমি নিজেকে খুঁজে পেতে পারো।”— হুমায়ূন আহমেদশুভ...
30/07/2025

“সকাল মানে শুধু সময়ের একটা অংশ নয়,
এটা একটা নতুন সম্ভাবনার দরজা,
যেখানে তুমি নিজেকে খুঁজে পেতে পারো।”
— হুমায়ূন আহমেদ

শুভ সকাল 🌞




সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি  আমলসন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি ক...
23/07/2025

সন্তানকে যে কোনো দুর্ঘটনা ও বিপদ থেকে রক্ষা করার ৩টি আমল

সন্তানের জন্য প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় বের করে নিচের ৩টি কুরআনিক আমল করুন। ইনশাআল্লাহ, আপনার সন্তান থাকবেন আল্লাহর রক্ষণাবেক্ষণে।

---
★১. সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’

রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।

➡️ নিয়ম:

সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।

না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।

★২. আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা

হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।

➡️ নিয়ম:

সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।

ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।

★৩. ৬ দিক থেকে হেফাজতের দোয়া

এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।

📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।

➡️ নিয়ম:

সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি অন্তত একবার হলেও পড়ুন।

🌿 ছোট্ট একটা গাছ যার নাম Mexican Mint (বা Cuban Oregano) – কিন্তু উপকারিতায় বিশাল! 🌿অনেকেই হয়তো এই গাছটাকে চেনো “পাথরকুচ...
19/07/2025

🌿 ছোট্ট একটা গাছ যার নাম Mexican Mint (বা Cuban Oregano) – কিন্তু উপকারিতায় বিশাল! 🌿

অনেকেই হয়তো এই গাছটাকে চেনো “পাথরকুচি জাতীয় পাতার মত দেখতে একটা গাছ” হিসেবে। তবে এর ভেষজ গুণাগুণ জানলে অবাক হয়ে যাবে!

🍃 এই গাছ শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, বরং শরীর ও স্বাস্থ্যের জন্য একেবারে প্রাকৃতিক চিকিৎসা।

✨ উপকারিতাগুলো একটু জেনে নিই:

✅ কাশি ও ঠান্ডায় উপকারী
পাতা গরম পানিতে সেদ্ধ করে খেলে বা পাতার রস খেলে কাশি, ঠান্ডা ও গলায় খুসখুসে ভাব দূর হয়।

✅ হজমশক্তি বাড়ায়
এটি হজমে সাহায্য করে। খাবারের পরে একটি পাতা চিবিয়ে খেলে গ্যাস ও বদহজম থেকে মুক্তি পাওয়া যায়।

✅ শ্বাসকষ্ট ও অ্যাজমা কমাতে সহায়ক
এই গাছের পাতার নির্যাস গরম করে পান করলে বুকের জমে থাকা কফ সরে যায়, নিঃশ্বাস নিতে সুবিধা হয়।

✅ ত্বকের যত্নে উপকারী
পাতার রস লাগালে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণের কারণে ত্বকের ফুসকুড়ি, চুলকানি ইত্যাদি কমে।

✅ জ্বর ও ব্যথার উপশমে সাহায্য করে
পাতা দিয়ে সেঁক দিলে শরীরের ব্যথা উপশম হয়, জ্বরেও উপকার পাওয়া যায়।

✅ প্রাকৃতিক মশা ও পোকা তাড়ায়
এই গাছের পাতার গন্ধ মশা ও কিছু পোকামাকড় দূরে রাখে। তাই ঘরের বারান্দা বা জানালার পাশে রাখলে বাড়তি সুরক্ষা পাওয়া যায়।

✅ রান্নাতেও ব্যবহার হয়!
এই পাতা দিয়ে অনেক দেশে মাংস বা ভাজাভুজি জাতীয় খাবারে গন্ধ বাড়াতে ব্যবহার করা হয়। অরেগানোর মতো স্বাদ ও ঘ্রাণ দেয়।

🌱 ঘরের কোণে যদি থাকে এমন একটি গাছ — তাহলে সেটা শুধু সাজই নয়, হবে স্বাস্থ্যরক্ষার সাথীও।

👉 আপনারা কি আগে কখনও Mexican Mint ব্যবহার করেছেন? না হলে আজই একটা গাছ এনে রাখেন আপনাদের বারান্দায়। একটু যত্নেই বড় হয়ে উঠবে, আর তার গুণাগুণ উপভোগ করতে পারবেনপ্রতিদিন!


19/07/2025

আইসক্রিম পছন্দ কার কার..... 😍


🔥 যারা কষ্ট দেয়, তারাই তোমায় গড়ে তোলে 🔥কেউ কষ্ট দিলে ভেঙে পড়ো না—মনে রেখো, আগুনে পোড়ে বলেই সোনা খাঁটি হয়।তোমাকে যা...
19/07/2025

🔥 যারা কষ্ট দেয়, তারাই তোমায় গড়ে তোলে 🔥
কেউ কষ্ট দিলে ভেঙে পড়ো না—
মনে রেখো, আগুনে পোড়ে বলেই সোনা খাঁটি হয়।

তোমাকে যারা অবহেলা করেছে,
তাদের জন্য নয় — নিজেকে প্রমাণ করো নিজের জন্য।
চুপচাপ লড়ো, একটা দিন আসবে…
তুমি হাসবে, আর তারাই চুপ থাকবে।


19/07/2025

শুভ সকাল....🌞
এক কাপ গরম চা দিয়ে শুরু হোক দিনের শুরুটা শান্তি আর সতেজতায়।
মন ভালো থাকলে, দিনও ভালো কাটে। ☕🏵️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiha's Planet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share