Noor & Nafa

Noor & Nafa আত্মার শান্তির খোঁজে—নুর ও নাফার সাথে চলুন হেদায়েতের পথে।
(1)

03/01/2026

হাদি চত্বর (শাহবাগ) থেকে 👇

Good morning
03/01/2026

Good morning

আল্লাহ তায়ালা আমাদের জীবনের গোনাহগুলো মাফ করে দিন।২৫সালের ভুলগুলোকে চিন্তিত করে নির্ভুল হওয়ার তাওফিক দিন।সকল মাজলুমকে সর...
31/12/2025

আল্লাহ তায়ালা আমাদের জীবনের গোনাহগুলো মাফ করে দিন।২৫সালের ভুলগুলোকে চিন্তিত করে নির্ভুল হওয়ার তাওফিক দিন।সকল মাজলুমকে সর্বপ্রকারের জুলুম থেকে মুক্তি দান করুন।🤲

—অধম সারওয়ার

তিন দিনে ১০ লাখ না হলে ভয়ানক বিপর্যয় হয়ে যাবে ইনআম ভাই এর। লেখাটি  কত কষ্টে লিখছি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসুননা সকল...
31/12/2025

তিন দিনে ১০ লাখ না হলে ভয়ানক বিপর্যয় হয়ে যাবে ইনআম ভাই এর। লেখাটি কত কষ্টে লিখছি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসুননা সকলে একটু এগিয়ে আসি। হাত জোড় করে অনুরোধ করছি। প্রিয় ভাইটিকে একটু বাঁচতে দিন প্লিজ। অনুদান সরাসরি তাদের দিন। যাকাত, সদকাসহ সকল ধরণের অর্থ দেয়া যাবে।

ACCOUNT NUMBER: 0861120126728
ROUTING NUMBER: 015263429
AL-ARAFAH ISLAMI BANK LIMITED
NATUN BAZAR BARIDHARA BRANCH, DHAKA-1212
SWIFT CODE: ALARBDDH086
যোগাযোগ নম্বর:
+8801880-476060 (বিকাশ/নগদ পার্সোনাল)
+8801806575688 (বিকাশ/রকেট পার্সোনাল)
+8801611-283404 (নগদ পার্সোনাল)

কেয়ামতের দিন এই ধরণের সাহায্য অনেক কাজে আসবে ইনশাআল্লাহ।

ডাক্তার এস্কান্দার সাহেবকে কানে কানে বলেছিলেন - মেয়ের নাম “শান্তি” রেখে দিন।কিন্তু এস্কান্দার সাহেব রাখলেন "খালেদা খানম"...
30/12/2025

ডাক্তার এস্কান্দার সাহেবকে কানে কানে বলেছিলেন -
মেয়ের নাম “শান্তি” রেখে দিন।
কিন্তু এস্কান্দার সাহেব রাখলেন "খালেদা খানম"।
আর ডাকনাম রাখলেন- পুতুল।

১৯৪৫ থেকে ২০২৫,
এই দীর্ঘ পথচলায় “পুতুল” যেন সত্যিই পুতুলের মতোই এক জীবন কাটালেন।
কখনো ঘরের কোণে, কখনো রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে।
জীবনের ছন্দে ছন্দে কত উত্থান-পতন।
শেষমেশ ইতিহাস তাকে চিনল এক নামে -
আপোষহীন নেত্রী।

ঘরের পুতুল থেকে রাজপথের আপোষহীন হয়ে ওঠার গল্প কেবল রাজনীতি নয়,
এটা এক জীবন্ত ইতিহাস।

আমি প্রথম তাকে দেখি ২০০৫ সালে।
নানার হাত ধরে আড়িয়াল খাঁ ব্রিজের উদ্বোধন দেখতে গিয়েছিলাম।
অদূরে শাড়ি পরা এক সৌম্য সুন্দরী নারী।
চোখ আটকে গিয়েছিল সেখানেই।
নানার মুখে শুনেছি বেগম জিয়ার অজস্র গল্প।
শুনেছি, একদিনে ৩৮টি জনসভায় তিনি ভাষণ দিয়েছিলেন।
আজকের রাজনীতিবিদরা হয়তো কল্পনাও করতে পারবেন না সেই দৃশ্য।

তিনি রাজনীতিকে ভালোবেসেছেন সন্তানের মতো।
আর দেশকে ভালোবেসেছেন নিঃশর্তভাবে।

দল-মতের ঊর্ধ্বে উঠে
জিয়া পরিবারের জন্য আমার দোয়া থাকবে সব সময়।
আল্লাহ খালেদা খানম—
আমাদের সেই পুতুল কে রহমতে আগলে রাখুন।

—উসাইদ

30/12/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

বেগম খালেদা জিয়া এতো অসুস্থ,এতো নির্যাতন,এতো এতো হত্যার হুমকি সহ্য করেও বাংলাদেশ থেকে চলে জাননি।খুনি হাসু তাকে অফার দিয়েছিলো বিদেশে গেলে আলিশান বাড়ি গাড়ি সবকিছু দিবে কিন্তু তিনি বলেছেন আমার সবকিছুই আমার দেশ বাংলাদেশ।

তিনি আলেমদের বলেছিলেন~আপনারা দেশে ইসলাম কায়েম করুন,আমি ইসলামকে ভালোবাসি।

আল্লাহ তার গোনাহ মাফ করুন।তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।🤲

সকাল ফুরিয়ে বিকেল নামেসব যাবে একদিন হঠাৎ থেমে।
27/12/2025

সকাল ফুরিয়ে বিকেল নামে
সব যাবে একদিন হঠাৎ থেমে।

হাদি চত্বরে আসছি...
27/12/2025

হাদি চত্বরে আসছি...

আমাদের কিছু ভাই, যারা অতিদ্রুত এই মানসম্মত কাজটি করেছে। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন আমিন। সামনে এমন আরো অনেক কা...
26/12/2025

আমাদের কিছু ভাই, যারা অতিদ্রুত এই মানসম্মত কাজটি করেছে। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন আমিন। সামনে এমন আরো অনেক কাজ চাই, হবেও ইনশাআল্লাহ। লিংক কমেন্টেঃ



25/12/2025

Good night

আগামীর ইমারতে ইসলামিয়া বাংলাদেশ।ইনশাআল্লাহ।
25/12/2025

আগামীর ইমারতে ইসলামিয়া বাংলাদেশ।ইনশাআল্লাহ।

নির্বাচনের আগ পরের মুখ আর কাজ যেনো একই থাকে আল্লাহ।🤲
25/12/2025

নির্বাচনের আগ পরের মুখ আর কাজ যেনো একই থাকে আল্লাহ।🤲

Address

Fatulla
Narayanganj
1421

Alerts

Be the first to know and let us send you an email when Noor & Nafa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share