সপ্ন চূড়া

সপ্ন চূড়া This is my digital create entertaining and business related work page.

দেড় বছরের বাচ্চা খেলেই বমি করে। অনেক ডাক্তার দেখিয়ে, পরীক্ষা নীরিক্ষা করে কিছু না পেয়ে শিশু হাসপাতালে এসেছে মা আশা নিয়ে ...
06/08/2025

দেড় বছরের বাচ্চা খেলেই বমি করে। অনেক ডাক্তার দেখিয়ে, পরীক্ষা নীরিক্ষা করে কিছু না পেয়ে শিশু হাসপাতালে এসেছে মা আশা নিয়ে যদি কোনো সমাধান পাওয়া যায়।

মাকে নিয়ে হিসেব করতে বসলাম, সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাচ্চাকে উনি কি কি খাওয়ান। মা জানালেন ২৪ ঘন্টায় সে বাচ্চাকে ৩ ঘন্টা পর পর ৫বার বাড়তি খাবার খাওয়ান কিন্তু অল্প খেয়ে বাচ্চা আর খেতে চায় না , বমি করে দেয়। এতদূর পর্যন্ত ঠিক ছিল। জিজ্ঞেস করলাম তাহলে বুকের দুধ কতবার খাওয়ান? জানা গেলো, দুইটা বাড়তি খাবারের মাঝখানে তিনি দুই তিন বার করে বুকের দুধ দেন, এমনকি ঘুমের মধ্যেও বুকের দুধ খাওয়ান।

অর্থাৎ হিসেব করে দাড়ালো, বাচ্চাটা ২৪ ঘন্টায় মোট ২০ বারের মতো খায়। তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, " আপনি বাচ্চাকে প্রয়োজনের অতিরিক্ত খাওয়াচ্ছেন, এজন্য বমি করছে মনে হচ্ছে। একটা ১ বছরের বাচ্চা বড়দের মত ৩ বেলা ভারী খাবে এবং ২ বেলা হালকা খাবার খাবে ; এরপর খেতে চাইলে বুকের দুধ আরো ৩ থেকে ৫ বার দেয়া যাবে। প্রতিটা খাবারের মাঝে যেনো ৩/৪ ঘন্টা গ্যাপ থাকে। খাওয়ার কম বেশি হলে এই গ্যাপেরও কম বেশি হতে পারে তবে সেটা বাচ্চার মর্জি বুঝে দিতে হবে। " সব শুনে মা শেষ পর্যন্ত বললেন, " কিন্তু বাচ্চা তো খেতেই চায় না! "

আমি বাকরুদ্ধ....... 🥴🥴🥴। মাঝে মাঝে মায়েদের কথা শুনলে আমার মনে হয়, ছবির মতো তাদের বাচ্চা সারাদিন খাবারের থালাতেই থাকে, খায় আর ঘুমায় ।

ছবিতে যে দুটি শিশুকে দেখছেন, তাদের বাস্তব ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য।এই যমজ শিশু দুটির নাম কাইরি ও ব্রিয়েল জ্যাকসন। ১৯...
04/08/2025

ছবিতে যে দুটি শিশুকে দেখছেন, তাদের বাস্তব ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য।

এই যমজ শিশু দুটির নাম কাইরি ও ব্রিয়েল জ্যাকসন। ১৯৯৫ সালে, তারা নির্ধারিত সময়ের প্রায় ১২ সপ্তাহ আগে আমেরিকার ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করে। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের দুজনকেই ইনকিউবেটরে রাখা হয়।

দুই বোনের মধ্যে কাইরির অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিলো এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। কিন্তু ছোট বোন ব্রিয়েলের অবস্থা ছিলো খুবই আশঙ্কাজনক। তার শ্বাসকষ্ট হচ্ছিলো, হৃদস্পন্দন অনিয়মিত ছিলো এবং অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে যাচ্ছিলো। ডাক্তাররা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।

ঠিক সেই সংকটময় মুহূর্তে, “একজন নার্স” প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এক যুগান্তকারী প্রস্তাব দেন। তিনি বলেন, “দুই বোনকে একই ইনকিউবেটরে পাশাপাশি রাখলে কেমন হয়?”

এরপর যা ঘটেছিলো, তা এক কথায় অবিশ্বাস্য!

দুর্বল ব্রিয়েলকে তার শক্তিশালী বোন কাইরির পাশে শোয়ানোর সাথে সাথেই কাইরি তার ছোট্ট হাত দিয়ে বোনকে জড়িয়ে ধরে, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। আর আশ্চর্য ব্যাপার হলো, এই আলিঙ্গনের পর থেকেই ব্রিয়েলের শ্বাস-প্রশ্বাস স্থিতিশীল হতে শুরু করে, তার হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে। ধীরে ধীরে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে!

এই ঘটনাটি “The Rescuing Hug” বা “জীবনরক্ষাকারী আলিঙ্গন” নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।

বিজ্ঞানের চোখে এই ঘটনা:

এই একটি ঘটনাই চিকিৎসা জগতে “ক্যাঙ্গারু কেয়ার“ (Kangaroo Care) বা ত্বকের সাথে ত্বকের স্পর্শের (Skin-to-Skin Contact) গুরুত্বকে প্রতিষ্ঠিত করে। গবেষণায় দেখা যায়, মায়ের বা কাছের কারো ত্বকের স্পর্শ পেলে অপরিণত শিশুর হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা তাদের দ্রুত বেড়ে উঠতে ও সুস্থ হতে সাহায্য করে।

আজ বিশ্বজুড়ে অপরিণত নবজাতকদের চিকিৎসায় “ক্যাঙ্গারু কেয়ার” একটি অতিজরুরি ও স্বীকৃত পদ্ধতি। আর এর পেছনের অন্যতম অনুপ্রেরণা হলো কাইরি ও ব্রিয়েলের সেই ছোট্ট একটি আলিঙ্গন।

।।। সংগৃহীত ।।।

✅ জ্বরের মাঝে বাচ্চাকে যে খাবারগুলো দেওয়া যেতে পারে:🥣 ১. চিকেন স্যুপ ▪️সহজে হজম হয়▪️পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ▪️গলায় ব্...
02/08/2025

✅ জ্বরের মাঝে বাচ্চাকে যে খাবারগুলো দেওয়া যেতে পারে:

🥣 ১. চিকেন স্যুপ

▪️সহজে হজম হয়

▪️পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ

▪️গলায় ব্যথা থাকলে আরাম দেয়

🍚 ২. সাদা ভাত + ডাল বা আলু ভর্তা

▪️হালকা খাবার

▪️পেট ভরায় কিন্তু হজমে সহজ

▪️ডালে প্রোটিন থাকে

🥔 ৩. সেদ্ধ আলু, মিষ্টি কুমড়া, গাজর

▪️নরম করে দিয়ে খাওয়াতে পারেন

▪️ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ

🍌 ৪. কলা

▪️শক্তি দেয়

▪️হালকা ও পেট ঠান্ডা রাখে

▪️ডায়রিয়া থাকলে ভালো

🥛 ৫. দুধ (যদি সহ্য করে) বা ফর্মুলা মিল্ক

▪️শিশু যদি বুকের দুধ খায় তাহলে চালিয়ে যান

▪️ফর্মুলা দুধও চলবে, তবে জোর করে খাওয়াবেন না

🍵 ৬.খিচুড়ি

▪️চাল-ডাল-সবজি দিয়ে নরম খিচুড়ি রান্না করুন

▪️খুব পাতলা বা নরম রাখলে হজমে সুবিধা হয়

🍎 ৭. ফল বা ফলের জুস

▪️ভিটামিন সি-যুক্ত ফল যেমন কমলা বা লেবুর রস হালকা করে দেয়া যেতে পারে (ডাক্তারের পরামর্শে)

💧 ৮. পর্যাপ্ত পানি ও তরল খাবার

▪️ORS (ওরস্যালাইন)

▪️ডাবের পানি

▪️শরবত (চিনি না দিয়ে, লবণ দিয়ে হালকা)

---

❌ যেসব খাবার এড়িয়ে চলবেন:

▪️অতিরিক্ত তেল-মসলা বা ঝাল খাবার

▪️ঠান্ডা বা ফ্রিজের খাবার

▪️মিষ্টিজাতীয় খাবার বেশি

▪️বাইরের খাবার বা জাঙ্ক ফুড

---

📝 মনে রাখবেন:
বাচ্চার যদি খেতে ইচ্ছা না করে, জোর করবেন না। অল্প অল্প করে বারবার খাওয়ান। পর্যাপ্ত বিশ্রাম ও তরল খাওয়ার দিকে গুরুত্ব দিন।

🤣এত বুদ্ধি নিয়ে কি করে ঘুমাই 😌
31/07/2025

🤣এত বুদ্ধি নিয়ে কি করে ঘুমাই 😌

ভ্যস্টিজিয়াল টেল বা ট্রু ইউমান টেইল নিয়ে জন্মগ্রহন করা এক শিশু।
31/07/2025

ভ্যস্টিজিয়াল টেল বা ট্রু ইউমান টেইল নিয়ে জন্মগ্রহন করা এক শিশু।

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫।
30/07/2025

টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫।

চাইলে আমিও  রাখতে পারি এমন বড় বড় নখ,🤭🤭🤭🤭🤭🤭🤭🤭কিন্তু সমস্যা হলো বাসা তো একটা, 🤔🤔🤔🤔🤔
29/07/2025

চাইলে আমিও রাখতে পারি এমন বড় বড় নখ,
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
কিন্তু সমস্যা হলো বাসা তো একটা,
🤔🤔🤔🤔🤔

এত কনফিডেন্স কোথায় পায় এরা।🤔🤔🤔🤔🤔🤔
29/07/2025

এত কনফিডেন্স কোথায় পায় এরা।
🤔🤔🤔🤔🤔🤔

দের মাস সংসার করার পর জানতে পারলো বউ পোলা। 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
29/07/2025

দের মাস সংসার করার পর জানতে পারলো বউ পোলা।

🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

একদিন এক মশা আরেকটি মশাকে বলে-১ম মশা : এই তুই বড় হইয়া কি হবি? 🤭🔥২য় মশা : আমি ডাক্তার হমু, ✨ তুই কি হবি? 🤩🌷১ম মশা : আম...
29/07/2025

একদিন এক মশা আরেকটি মশাকে বলে-
১ম মশা : এই তুই বড় হইয়া কি হবি? 🤭🔥
২য় মশা : আমি ডাক্তার হমু, ✨ তুই কি হবি? 🤩🌷
১ম মশা : আমি, 😜 আমি বড় হইয়া ইঞ্জিনিয়ার হইমু চিন্তা করতাছি এমন সময় একজন এসে মশা মা/রা/র ওষুধ ছিটালো। 🌼💥 তখন মশাগুলো অ-জ্ঞান হতে হতে বলে উঠল-
মশা : ধুর, 💯 ক্যারিয়ারটাই বরবাদ কইরা দিলো 😲😬😊💐

Collected

তুমি ছিলে বলেই আজ আমি পূর্ণ পেয়েছি সবই যা ছিল আমার জন্য, ভাগ্য করে তোমায় পেয়েছি আমিআল্লাহ জানে তুমি আমার কাছে কতটা দামী।
28/07/2025

তুমি ছিলে বলেই আজ আমি পূর্ণ

পেয়েছি সবই যা ছিল আমার জন্য,

ভাগ্য করে তোমায় পেয়েছি আমি

আল্লাহ জানে তুমি আমার কাছে কতটা দামী।

মায়েরা রাত জেগে ফোন চাপে কেন জানেন?কেন তারা দেরিতে ঘুমায়। এই সময়টা একটুখানি শান্ত, কেউ ডাকছে না, কেউ কিছু চাচ্ছে না, ...
27/07/2025

মায়েরা রাত জেগে ফোন চাপে কেন জানেন?কেন তারা দেরিতে ঘুমায়। এই সময়টা একটুখানি শান্ত, কেউ ডাকছে না, কেউ কিছু চাচ্ছে না, কারো কিছু লাগবে কিনা কারো কিছু প্রয়োজন কিনা এই চিন্তাটা মাথায় তখন থাকে না। তখন আমরা চুপচাপ ফোন দেখি, একটু বিশ্রাম করি। যে বিশ্রাম টা হয় টেনশন মুক্ত।🙂

জানি রাত শেষ হলে আবার সে ক্লান্তিকর, দিন শুরু হবে 😞সবকিছু এক হাতে সামলাতে হবে। তবুও এই সময়টুকু আমাদের মানসিকভাবে স্বস্তি দেয়। ❤️
এই দেরি করে ঘুমানো রাতগুলো একটু সময়ের জন্য নিজস্বতা ফেরত দেয়।💕

Address

Hossain Sorder Road, Azmerybag
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when সপ্ন চূড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share