সপ্ন চূড়া

সপ্ন চূড়া This is my digital create entertaining and business related work page.

জীবনে প্রথমবার লেখলাম আদার পরিবার। 😲😲😲😲😲😲😲
29/09/2025

জীবনে প্রথমবার লেখলাম আদার পরিবার।
😲😲😲😲😲😲😲

টাকফাটা রোদে বসে আছি দুপুর বেলা।
28/09/2025

টাকফাটা রোদে বসে আছি দুপুর বেলা।

27/09/2025

দেখলে শুধু দেখতেই মন চায়।

রায়হান ছয় বছরের চঞ্চল বাচ্চা। স্কুলে যায়, খেলাধুলা করে, তবে একটা ঝামেলা আছেবারবার গলা ব্যথা হয়, খেতে পারে না, কখনো জ্বর,...
27/09/2025

রায়হান ছয় বছরের চঞ্চল বাচ্চা। স্কুলে যায়, খেলাধুলা করে, তবে একটা ঝামেলা আছে
বারবার গলা ব্যথা হয়, খেতে পারে না, কখনো জ্বর, কখনো কাশি। মা–বাবা চিন্তায় পড়ে যান
“বারবার টনসিল কেন হয়?”

আসলে টনসিল হলো আমাদের শরীরের দরোয়ান। মুখ–নাক দিয়ে জীবাণু ঢুকতে চাইলে টনসিল আগে লড়ে। কিন্তু যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া বেশি শক্তিশালী হয়, তখন টনসিল ফুলে যায়
এই ফুলে যাওয়া আর ব্যথাকেই আমরা বলি টনসিলাইটিস

কেন বারবার হয়:-

কারও জেনেটিক কারণে টনসিল দুর্বল হয়।

কারও ইমিউন সিস্টেম গড়মিল করে, ঠিকমতো জীবাণু ঠেকাতে পারে না।

আবার স্কুলে বা ভিড় জায়গায় গেলে সংক্রমণ ছড়ায় সহজে।

মা–বাবার করণীয়:-

বাচ্চাকে হাত ধোয়ার অভ্যাস করান।

গরম–নরম খাবার দিন, প্রচুর পানি পান করান।

বিশ্রাম দিন, ঘুম ঠিক রাখুন।

ডাক্তার ছাড়া ওষুধ দেবেন না।

বারবার হলে বিশেষজ্ঞের সাথে আলোচনা করে অপারেশনের সিদ্ধান্ত নিন।

যেগুলো এড়িয়ে চলতে হবে:-

ঠান্ডা পানি, আইসক্রিম, কোল্ড ড্রিংকস

ঝাল–মশলাদার খাবার

ধুলোবালি ও ধোঁয়া

নিজের ইচ্ছায় এন্টিবায়োটিক খাওয়ানো

টনসিল কোনো দুর্বলতা নয়, বরং শিশুর শরীরের প্রথম রক্ষাকবচ। তবে বারবার সমস্যা হলে সচেতনতা আর সঠিক চিকিৎসাই পারে শিশুকে মুক্তি দিতে।

শেয়ার করুন
Dr-Abdur Rahman

এই আপুকে দেখে inspired  হয়ে ভাবছি  আমিও  ফুটপাতে একটা দোকান দেব!
26/09/2025

এই আপুকে দেখে inspired হয়ে
ভাবছি আমিও ফুটপাতে একটা দোকান দেব!

আমরা কিন্তু দেখিনি আপনি পাকিস্তানি  ইনস্পায়ার বলে সেল দেন।আমরা দেখলাম আপনি পাকিস্তানি লোন বলে সেল দেন। এভাবে কারচুপি না...
26/09/2025

আমরা কিন্তু দেখিনি আপনি পাকিস্তানি ইনস্পায়ার বলে সেল দেন।
আমরা দেখলাম
আপনি পাকিস্তানি লোন বলে সেল দেন।

এভাবে কারচুপি না করলেও পারতেন।😠😠😠

25/09/2025

টাকা ইনকাম ছাড়া একটা ছেলের কোন মূল্য নেই—
এটাই সমাজের কঠিন বাস্তবতা।
ছেলের কষ্ট, সংগ্রাম, অশ্রু কেউ দেখে না,
সবাই শুধু হিসাব করে— কত টাকা সে আয় করে।

🙁
একটা ছেলে যতই ভালো হোক না কেন,
টাকা না থাকলে তার স্বপ্নগুলো তুচ্ছ হয়ে যায়।
বন্ধুরা দূরে সরে যায়,
আত্মীয়রা সম্মান দিতে ভুলে যায়,
আর প্রিয় মানুষটাও একসময় অভিযোগ করে বসে—
“তুমি কিছুই করতে পারো না।”

💔
কিন্তু কেউ ভাবে না—
একটা ছেলে চুপচাপ হাজারো চাপ সহ্য করে,
হাজারো অস্বস্তি লুকিয়ে রাখে।

,        সচেতনতা মূলক বয়স ২৫ বছর । চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিনিময়ে তাকে কিছু বকশিশ দেয়। একদি...
24/09/2025

, সচেতনতা মূলক

বয়স ২৫ বছর । চুল কাটার পর একটু ঘাড়-পিঠ মালিশ করে নেয় ৫-১০ মিনিট। বিনিময়ে তাকে কিছু বকশিশ দেয়। একদিন ঘাড় মালিশ করার সময় কট করে একটা আওয়াজ হয়, একটু সামান্য ব্যথাও করে উঠেছিল। কিন্তু ছেলেটি অতটা গ্রাহ্য করেনি। দু-এক দিন পর সে ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগল। ক্রমে ব্যথা বাড়ছে। মা ভাবলেন, হয়তো উল্টাপাল্টাভাবে শোয়ার জন্য ঘাড়ে ব্যথা হয়েছে। মা প্রতিদিন ঘাড়ে গরম সেঁক দিতে শুরু করলেন। কিন্তু কিছুতেই ব্যথা কমছে না; বরং দিনদিন বাড়ছেই। একপর্যায়ে ব্যথা হাতের মধ্য আঙ্গুল পর্যন্ত আসতে শুরু করল। ব্যথার জন্য ঘাড় নাড়ানোও তার জন্য কষ্টকর হয়ে উঠল। শেষ পর্য়ন্ত চিকিৎসকের শরণাপন্ন হলে, চিকিৎসক পরীক্ষা করে বললেন, সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়েছে ।

ঘাড়ের এম আর আই (MRI) ও নার্ভ কনডাকশন স্টাডি পরীক্ষা করে সেটি প্রমাণিত হলো। মেরুদণ্ডের দু্টি হাড়ের মাঝে এক ধরনের ডিস্ক থাকে সেখান থেকে স্মায়ুগুলো বের হয়ে এসে আমাদের হাতে ছড়িয়ে পড়ে। যখন কোন কারণে ওই ডিস্ক সরে যেয়ে স্মায়ুর উপর চাপ দেয় তখন ব্যথা ঘাড় থেকে হাতের দিকে আসে এটাকে সারভাইক্যাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রলেপস বলে ।

এক্ষেত্রে চিকিৎসা হল ঔষধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রাম অর্থাৎ হাটাচলা বা মুভমেন্ট করা যাবে না, এমন অবস্থায় ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এক্ষেত্রে রোগীর অবস্থা অনুযায়ী ২-৪ সপ্তাহ হাসপাতালে ভর্তি থেকে দিনে ২-৩ বার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। এটাতে অবস্থার উন্নতি না হলে অপারেশনও লাগতে পারে।

আলোচ্য বালকটির এই সমস্যাটি কেন হলো ? খোঁজ নিয়ে জানা গেল, নরসুন্দর ঘাড়- পিঠ মালিশ করে বিভিন্ন ভঙ্গিমায়ে কোন কোন সময় মাথার ওপর চাপ দেয়, কখনো ঘাড় বাঁ দিকে ও ডান দিকে কাত করে। এসব মালিশ ঘাড়ের জন্য খুবই ক্ষতিকর। এতে ঘাড়ের স্মায়ুতে চাপ পড়ার আশঙ্কা থাকে।

পরামর্শঃ

* সেলুনে গিয়ে কখনো ঘাড় বা মাথা মালিশ করাবেন না।
* ঘাড় কখনো খুব বেশি পেছনে বা পাশে কাত করতে দেবেন না। এতে হঠাৎ করে সারভাইক্যাল ডিস্ক প্রলেপস হয়ে যেতে পারে।

Collected

Address

Hossain Sorder Road, Azmerybag
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when সপ্ন চূড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share