সপ্ন চূড়া

সপ্ন চূড়া This is my digital create entertaining and business related work page.

20/05/2025

সব সমকামিদের একসাথে করে কোনো একটা নির্জন দ্বীপে ছেড়ে দেওয়া উচিত।

বংশবিস্তার করতে না পেরে এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে!😆

🚫সাবধান,ওর স্যালাইনকে শরবত বা জুস ভা'বা ব'ন্ধ করুন❌এবং অবশ্যই ঔ'ষধ মনে করুন…!!!!  ২১ বছর বয়সের একজন ছেলের র'ক্তে সোডিয়াম...
19/05/2025

🚫সাবধান,ওর স্যালাইনকে শরবত বা জুস ভা'বা ব'ন্ধ করুন❌এবং অবশ্যই ঔ'ষধ মনে করুন…!!!!

২১ বছর বয়সের একজন ছেলের র'ক্তে সোডিয়াম লবণ পাওয়া গেছে ১৬০ কিন্তু স্বাভাবিক হল তার ইতিহাস থেকে জানলাম প'রশুদিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে এক গ্লা'সে মিশিয়ে খেয়েছে…

এরপর থেকে তার অ'স্থি'রতা, মাংস ব্য'থা, মাথা ঘু'রানো এবং তীব্র ব'মি ভাব হচ্ছে…
প্রাপ্ত বয়স্ক যু'বক মানুষ হয়েও ভু'ল পদ্ধতিতে স্যালাইন খেয়ে এই অবস্থা। আর যদি বা'চ্চাদের খাওয়ানো হতো তাহলে যে কি হতো?

জ'টিলতায় চ'রম পর্যায়ে উঠে ব্রেইন কো'মায় যেতেও পারতো অতঃপর মৃ'ত্যু । মৃ'ত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন ম'রে গেল…!

ডা,য়রি'য়া কিংবা পানি শূ'ন্যতায়
স্যালাইন খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

©

সকল শিশুর বাবা-মায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু শিশু আপনার। তাই শিশুর লালন-পালনের দায়িত্ব আপনাদেরই।তাই এই বিষয়ে সচ...
15/05/2025

সকল শিশুর বাবা-মায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু শিশু আপনার। তাই শিশুর লালন-পালনের দায়িত্ব আপনাদেরই।তাই এই বিষয়ে সচেতন থাকার জন্য সকল শিশুর বাবা-মায়ের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আপনি কি জানেন, কিছু ভাইরাস শিশুর জন্য মারাত্মক হতে পারে, এমনকি প্রাণঘাতীও হতে পারে? সম্প্রতি (ছবিতে দেখানো )ছোট্ট রিভার্স নামে শিশুর জীবনে ঘটেছে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমাদের সবাইকে সচেতন হওয়ার বার্তা দেয়।

গত সপ্তাহে রিভার্সকে তার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল একজিমা ও ঠোঁটে একটি ছোট লাল দাগের জন্য। প্রথমে চিকিৎসক এটি হ্যান্ড-ফুট-মাউথ ডিজিজ (HFMD) বলে মনে করেছিলেন। কিন্তু কিছু ঘণ্টার মধ্যেই তার শরীরে দাগগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।

পরবর্তী কয়েকদিন রিভার্স প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, অসহ্য যন্ত্রণায় কাঁদতে থাকে। অবশেষে, তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন, এটি HFMD নয়, বরং এক বিরল এবং ভয়ানক ভাইরাস “একজিমা হারপেটিকাম (Eczema Herpeticum)”।

⚠️ এই ভাইরাস মূলত চুমুর মাধ্যমে ছড়ায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষ, যিনি নিজেও হয়তো জানেন না যে তার শরীরে হারপেস ভাইরাস রয়েছে, তার চুমু থেকেই শিশুর মধ্যে এ ভয়ংকর সংক্রমণ ছড়াতে পারে।

🔴 একজিমা হারপেটিকাম কেন ভয়ানক?
✅ এটি শিশুর মস্তিষ্ক, চোখ, গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করতে পারে।
✅ যদি দ্রুত চিকিৎসা না করা হয়, এটি প্রাণঘাতীও হতে পারে।
✅ শিশুকে বাঁচাতে তাকে IV অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিভাইরাল চিকিৎসা দিতে হয়।

শিশুদের দেখলে আদর করতে ইচ্ছা করবে এটা স্বাভাবিক, কিন্তু অনুরোধ রইলো— অন্যের শিশুকে চুমু দেবেন না! কারণ আপনার শরীরে লুকিয়ে থাকা ভাইরাস তার জীবনের জন্য হুমকি হতে পারে।

শিশুর সুস্থতার জন্য আমাদের সবাইকে আরও সতর্ক হতে হবে। ছবিতে দেয়া শিশুটির মতো যেন আর কোনো শিশু এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার না হয়। সবাই সচেতন হোন, শিশুদের নিরাপদ রাখুন!

শেয়ার করুন, যেন সবাই এই গুরুত্বপূর্ণ বার্তাটি জানতে পারে!

07/05/2025

অবশেষে অনেক নাটকীয়তার পর পাক-ভারত যুদ্ধ শুরু হলো। ভারত পাকিস্তানে আক্রমণের ৫ মিনিটের মধ্যেই পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে। এটি যুদ্ধের ইতিহাস এক বিরল ঘটনা!
হামলা পাল্টা হামলার পরপর উভয় দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভারত হামলা করে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে কি যে ভুল করেছে। ভারত অতিদ্রুত প্রতিআক্রমণের শিকার হবে, তা আশা করেনি।
১. মিডিয়ার তথ্যানুযায়ী পাক বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান, ১টি হেলিকপ্টার, ৪টি নজরদারী ড্রোন ধ্বংস করেছে। ২২ ভারতীয় সেনা মারা গেছে। তবে পাকিস্তান ব্লুমবার্গকে জানিয়েছে যে, তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং কিছু ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে।
২. ভারত পাকিস্তানের ১টি এফ১৬ যুদ্ধ বিমান ধ্বংস করেছে। ৭ পাক সেনা ও এক শিশু মারা গেছে।
৩. ভারত হামলা চালিয়েছে তিন জায়গায় ৯ বার, পাকিস্থান হামলা চালিয়েছে ৫ জায়গায় ১৫ বার।
৪. ভারত শহীদ করেছে একটি মসজিদ। পাকিস্তান ধ্বংস করে শ্রীনগরের ভারতীয় এক এয়ারবেইজ।
৫. ভারত ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, পাকিস্তান ক্রুজ ও ব্যালিস্টিক ১৫টি ছুড়েছে।
৬. ভারত পাকিস্তানের একটি বাড়ি ধ্বংস করেছে, পাকিস্তান ৪টি ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করেছে।
বর্তমান অবস্থা: ভারতীয়রা পাক সীমান্তের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তবে দেড় শতাধিক পাক সেনা জম্মুর ভিতরে প্রবেশ করে স্থালাভিযান শুরু করেছে।
তথ্যসূত্র: আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া

আজিজুল হক ভাইয়ের ওয়াল থেকে

তরল দুধ কেনার সময় বুঝে শুনে কিনুন  ,,,এখন ৩ ক্যাটাগরির তরল দুধ পাওয়া যায়,১। পাস্তরিত দুধ (১০০% গুনাগুন) ২। পাস্তরিত স্ট...
07/05/2025

তরল দুধ কেনার সময় বুঝে শুনে কিনুন ,,,

এখন ৩ ক্যাটাগরির তরল দুধ পাওয়া যায়,

১। পাস্তরিত দুধ (১০০% গুনাগুন)
২। পাস্তরিত স্ট্যান্ডার্ড দুধ (৭০%গুনাগুন)
৩। টোনড দুধ (৫০% গুনাগুন)
গুনাগুন যত কম দোকানদারের লাভ ততবেশি আর এটা মাথায় রেখেই এতো ভ্যারিয়েন্ট আনা হয়েছে,

♦️ভাগা কোরবানি ♦️জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা হুদায়বিয়ার সনে উট সাতজনের পক্ষ থেকে এবং গরুও সাত জনের...
03/05/2025

♦️ভাগা কোরবানি ♦️
জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমরা হুদায়বিয়ার সনে উট সাতজনের পক্ষ থেকে এবং গরুও সাত জনের পক্ষ থেকে কোরবানী করেছিলাম। (সহীই মুসলিম হা- ২৩২২, আবুদাউদ হা- ২৮০৯, তিরমিযী হা- ১৪২২, ইবনু মাজাহ হা- ৩১৩২)
এই হাদিসে ৭ জনের কথা বলা হয়েছে ৭ , ৫ , ৩ পরিবার নয়।ভাগে কোরবানি দিলে ব্যক্তির কুরবানী হবে, পরিবার এর নয়,মানে পরিবার এর বাকি সদস্য দের হবে না।

হযরত ইবনে আব্বাস (রাযি:) হতে বর্ণিত, তিনি বলেন: আমরা সফরে ছিলাম। এমতাবস্থায় কুরবানীর সময় উপস্থিত হল। তাই আমরা একটি গাভীতে সাত জন শরীক হলাম এবং উটে দশ জন।
[সূত্রঃ তিরমিযী, হাদীস ১৫৩৭; নাসাঈ, হাদীস ৪৪০৪; ইবনু মাজাহ, হাদীস ৩১৩১/ মুসনাদ আহমদ ৩/৩০৩]।

এই হাদীসটি তেও ৭ জন ও উল্টে ১0 জন এর কথা বলা হয়েছে ৭ বা ১০ পরিবার নয়।

আবু দাউদ - ২৮০৮। জাবির ইবনু ‘আব্দুল্লাহ (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (একটি) গরু সাতজনের পক্ষ থেকে এবং (একটি) উট সাতজনের পক্ষ থেকে (কুরবানী করা যাবে)।[1]
এই হাদীসটি তেউ ৭ জনের কথা বলা হয়েছে ৭ পরিবার নয়।

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যুগে তামাত্তু হাজ্জ করতাম এবং সাতজন মিলে একটি গরু কুরবানী করতাম। অনুরূপভাবে একটি উটেও সাতজন শরীক হয়ে কুরবানী করেছি। আবু দাউদ ২৮০৭.

এই হাদীসটি তেও ৭ জন এর কথা বলা হয়েছে ৭ পরিবার নয়।

উপরের হাদীস থেকে বোঝা যায় যে একটি গরুতে ৭ জন অংশগ্রহণ করবে ভালো করে বুঝবেন ৭ জন ৭ পরিবার এক জিনিস নয়।
পৃথিবীতে যদি কারোর কাছে এমন হাদিস থাকে যে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে তাহলে সেই হাদীসটি আমাকে জানাবেন।।।
আমার জানাবার দায়িত্ব জানিয়ে দিলাম মানার ব্যাপারটা তোমার কারণ তোমার বিষয়ে হিসাব আল্লাহকে তুমি নিজে দেবে আমি নয় আর এইটা পড়ার পর তুমি আল্লাহকে এটাও বলতে পারবে না যে আল্লাহ গো আমি জানতাম না?
আরেকটি বিষয় নবী সা: আমাদের শিখিয়েছেন সন্দেহের বিষয় থেকে বেঁচে থাকতে।
নবী সাঃ সন্দেহের জিনিস থেকে বেঁচে থাকার আদেশ করেছেন যে বিষয়ে সন্দেহ আছে সেই বিষয় থেকে বেঁচে থাকতে হবে এটি ইসলামের নীতি। (সহিহ বুখারি, হাদিস : ২৪৩১) (সহিহ মুসলিম, হাদিস : ৪১৭৮ (সুনানে তিরমিজি, হাদিস : ২৫১৮)।

শিশু যদি অন্যের গায়ে হাত তোলে🤷‍♀️, করণীয় কী?শিশুরা বড় হওয়ার পথে তাদের আবেগ প্রকাশের সঠিক উপায় সবসময় জানে না। কখনো কখনো ত...
30/04/2025

শিশু যদি অন্যের গায়ে হাত তোলে🤷‍♀️, করণীয় কী?

শিশুরা বড় হওয়ার পথে তাদের আবেগ প্রকাশের সঠিক উপায় সবসময় জানে না। কখনো কখনো তারা রাগ, হতাশা বা মনোযোগ আকর্ষণের জন্য অন্যের গায়ে হাত তুলতে পারে। এই আচরণ স্বাভাবিক হলেও, সঠিক সময়ে সঠিক দিকনির্দেশনা না পেলে এটি অভ্যাসে পরিণত হতে পারে। তাই বাবা-মা ও অভিভাবকদের দায়িত্ব হলো ধৈর্যের সাথে শিশুকে শেখানো — কীভাবে অনুভূতি প্রকাশ করতে হয়, সহনশীলতা বজায় রাখতে হয়।

যখন শিশু গায়ে হাত তোলে, তখন করণীয়:💁‍♀️

১. শান্তভাবে থামানো👶
প্রথমেই শিশুর আচরণ থামাতে হবে, তবে চিৎকার বা শাস্তির মাধ্যমে নয়। নরম অথচ দৃঢ় কণ্ঠে বলুন, "না, গায়ে হাত দিতে নেই " সোনা"।" শিশুর চোখের দিকে তাকিয়ে এই বার্তা দিন যাতে সে গুরুত্ব অনুভব করে।

২. কারণ খোঁজা👶

শিশু কেন এমন করল তা বোঝার চেষ্টা করুন। সে কি ক্লান্ত? ক্ষুধার্ত? মনোযোগ চাইছে? না বুঝে খেলছে? কারণ বুঝলে সমস্যার সমাধান সহজ হবে। অবশ্যই তার ছোট্ট আচরনকেও খেয়াল করুন।
৩. বিকল্প আচরণ শেখানো👶

শুধু "না" বললেই হবে না, বরং শিশুকে দেখাতে হবে সঠিক আচরণ কেমন। বলুন, "যদি কিছু চাও, কথা বলো," বা "বন্ধুর সাথে আলতো করে হাত ধরো।" প্রয়োজনে ছোট নাটক বা খেলাধুলার মাধ্যমে চর্চা করানো যেতে পারে। নিজেই হতে পারেন তার রোল মডেল। আপনারাও অন্যদের সাথে বিনয়ের সাথে কথা বলুন।
৪. কঠোরতা নয়, দৃঢ়তা👶

রাগ না করে শান্তভাবে নিজের সীমারেখা স্পষ্ট করুন। শিশুর প্রতি সহানুভূতি দেখান, কিন্তু আচরণের জন্য তাকে দায়ী না করে সমস্যার প্রতি মনোযোগ দিন।
৫. নিরাপত্তা নিশ্চিত করা👶

যদি পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়, তাহলে সংশ্লিষ্ট শিশুদের আলাদা করুন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করুন। শিশুরা নিরাপদ বোধ করলেই শেখার পরিবেশ তৈরি হয়।
৬. ঘটনা পরবর্তী আলোচনা👶

ঘটনার পর যখন সবাই শান্ত, তখন শিশুর সাথে আলাপ করুন। সহজ ভাষায় ব্যাখ্যা দিন কেন গায়ে হাত তোলা অন্যায় এবং কীভাবে অন্যভাবে তার অনুভূতি প্রকাশ করা যায়।

৭. ইতিবাচক আচরণের প্রশংসা করা👶

যখন শিশু শান্তভাবে বা ঠিকভাবে তার আবেগ প্রকাশ করে, সাথে সাথে তাকে উৎসাহ দিন। এতে করে ভালো আচরণের পুনরাবৃত্তি বাড়বে। এতে করে বারবার সে ভালো কাজ করতে উৎসাহ পাবে।
বিদ্র:

শিশুদের আচরণ শেখানো ধৈর্যের কাজ। মনে রাখতে হবে, শিশুরা বড়দের আচরণ থেকেই শেখে। তাই আমাদের নিজেদেরও নম্র, দৃঢ় ও ধৈর্যশীল হতে হবে। শিশুকে ভালোবাসা ও নির্দেশনার মাধ্যমে বেড়ে উঠার সঠিক পথ দেখান — তবেই সে ভবিষ্যতে একজন আত্মবিশ্বাসী, সহানুভূতিশীল মানুষ হয়ে উঠবে। তার ইমোশন বোঝার চেষ্টা করুন, আপনি তার সকল ভরসার স্থান, অসহায়ের মতো তাকে না বুঝে মিসগাইড করে, একা ছেড়ে দেবেন না।
ধন্যবাদ 🙏

ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাক...
22/04/2025

ইনফেকশনে আক্রান্ত দেশীয় দোকানের ব্রয়লার মুরগীগুলো! ছড়াতে পারে মানুষেও!

জাপানের বাজারে মুরগির মাংসে সম্প্রতি নতুন এক ব্যাকটেরিয়া সনাক্ত হয়। নাম— ইশেরিশিয়া আলবার্টি বা ই. আলবার্টি। এটি ই. কোলাইয়ের একটি ভ্যারিয়েশন। শতাধিক জাপানি এই মাংস খেয়ে রোগাক্রান্ত হন। দেখা দেয় ফুড পয়জনিং, ডায়রিয়া, কিডনি জটিলতার মতো রোগ।

এ ঘটনার পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান। চারটি জেলা থেকে ১৭টি নমুনা মুরগি সংগ্রহ করেন তাঁরা। বিস্ময়করভাবে সবগুলো মুরগিতেই ই. আলবার্টি ব্যাকটেরিয়া খুঁজে পাওয়া যায়।

ই. আলবার্টি 'জুনোটিক' জীবাণু। এরা অন্য প্রাণী থেকে মানুষে ছড়ায়। শুধু ডায়রিয়া, খাদ্যে বিষক্রিয়ার মতো পেটের অসুখই নয়, এই মাংস খেলে আপনার দেহ অন্তত একটি অ্যান্টিবায়োটিক ওষুধের প্রতিরোধি হয়ে উঠবে। সেই সম্ভাবনা ৯৪ ভাগ। অ্যান্টিবায়োটিকসহ অন্যান্য ওষুধ আপনার দেহের রোগ সারাতে ব্যর্থ হবে। এমনকি আপনার অনাগত সন্তানও একই সমস্যা নিয়ে জন্ম নেবে।

শুধু মুরগির মাংসেই নয়, মুরগির দোকানে ছুরি, ব্লিডিং কোন এমনকি কর্মীর হাতেও এই জীবাণু পাওয়া গেছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

সূত্র: Dr. Jayedul Hassan, IJFM, Mar 2025.

👉আগামী ১৫ই মার্চ ২০২৫ রোজ শনিবার ভিটামিন  'এ' প্লাস ক্যাম্পেইন  অনুষ্ঠিত হবে?!!!‼️৬\১১মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের...
14/03/2025

👉আগামী ১৫ই মার্চ ২০২৫ রোজ শনিবার ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে?!!!

‼️৬\১১মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের ১ থেকে ৫ বছর সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
✅✅শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন
👉এ ক্যাম্পেন শুধু একদিনের জন্য হবে।
👉 সকাল থেকে বিকেল পর্যন্ত ক্যাম্পেন হবে।

Good morning everyone. 🌹🌹🌹🌹Have a good day ❤️❤️❤️❤️
17/02/2025

Good morning everyone. 🌹🌹🌹🌹
Have a good day ❤️❤️❤️❤️

Good morning everyone. 🌹🌹🌹🌹
16/02/2025

Good morning everyone. 🌹🌹🌹🌹

Good morning everyone. Have a good day. 🌹🌹🌹🌹🌹
14/02/2025

Good morning everyone.
Have a good day. 🌹🌹🌹🌹🌹

Address

Hossain Sorder Road, Azmerybag
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when সপ্ন চূড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share