
06/08/2025
দেড় বছরের বাচ্চা খেলেই বমি করে। অনেক ডাক্তার দেখিয়ে, পরীক্ষা নীরিক্ষা করে কিছু না পেয়ে শিশু হাসপাতালে এসেছে মা আশা নিয়ে যদি কোনো সমাধান পাওয়া যায়।
মাকে নিয়ে হিসেব করতে বসলাম, সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাচ্চাকে উনি কি কি খাওয়ান। মা জানালেন ২৪ ঘন্টায় সে বাচ্চাকে ৩ ঘন্টা পর পর ৫বার বাড়তি খাবার খাওয়ান কিন্তু অল্প খেয়ে বাচ্চা আর খেতে চায় না , বমি করে দেয়। এতদূর পর্যন্ত ঠিক ছিল। জিজ্ঞেস করলাম তাহলে বুকের দুধ কতবার খাওয়ান? জানা গেলো, দুইটা বাড়তি খাবারের মাঝখানে তিনি দুই তিন বার করে বুকের দুধ দেন, এমনকি ঘুমের মধ্যেও বুকের দুধ খাওয়ান।
অর্থাৎ হিসেব করে দাড়ালো, বাচ্চাটা ২৪ ঘন্টায় মোট ২০ বারের মতো খায়। তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম, " আপনি বাচ্চাকে প্রয়োজনের অতিরিক্ত খাওয়াচ্ছেন, এজন্য বমি করছে মনে হচ্ছে। একটা ১ বছরের বাচ্চা বড়দের মত ৩ বেলা ভারী খাবে এবং ২ বেলা হালকা খাবার খাবে ; এরপর খেতে চাইলে বুকের দুধ আরো ৩ থেকে ৫ বার দেয়া যাবে। প্রতিটা খাবারের মাঝে যেনো ৩/৪ ঘন্টা গ্যাপ থাকে। খাওয়ার কম বেশি হলে এই গ্যাপেরও কম বেশি হতে পারে তবে সেটা বাচ্চার মর্জি বুঝে দিতে হবে। " সব শুনে মা শেষ পর্যন্ত বললেন, " কিন্তু বাচ্চা তো খেতেই চায় না! "
আমি বাকরুদ্ধ....... 🥴🥴🥴। মাঝে মাঝে মায়েদের কথা শুনলে আমার মনে হয়, ছবির মতো তাদের বাচ্চা সারাদিন খাবারের থালাতেই থাকে, খায় আর ঘুমায় ।