টিউনার হিমু - Tuner Himu

  • Home
  • টিউনার হিমু - Tuner Himu

টিউনার হিমু - Tuner Himu Get expert support for your computer, laptop, and mobile apps. We also provide professional digital marketing services to help your business grow.

With over 15 years of experience, we've been a trusted partner to our happy customers. নারায়ণগঞ্জে HikVision-এর অথরাইজড সার্ভিস প্রোভাইডার: সিসি টিভি সেটআপ, বিক্রয় এবং সার্ভিস

আমরা গর্বের সাথে জানাচ্ছি যে, নারায়ণগঞ্জের মধ্যে HikVision-এর অথরাইজড সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা বিশ্বস্ত ও পেশাদার পরিষেবা প্রদান করছি।

আপনার বাসা-বাড়ি, অফিস, দোকান বা প্রতিষ্ঠানের জন্য সিসি টিভি সেটআপ করতে আমাদের নির

্ভরযোগ্য পরিষেবাগুলো ব্যবহার করুন। আমাদের কাছ থেকে আপনি পাবেন:

সিসি টিভি ক্যামেরা ও এক্সেসরিজ বিক্রয়

পেশাদার এবং দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে নির্ভুল সেটআপ

সিসি টিভি রক্ষণাবেক্ষণ এবং দ্রুত সার্ভিস সুবিধা

আমাদের মাধ্যমে HikVision ব্র্যান্ডের সিসি টিভি ব্যবহার করার ফলে আপনি পাচ্ছেন উন্নত মানের নিরাপত্তা এবং সর্বোত্তম গ্রাহক সেবা।

সুবিধাসমূহ:

নির্ভুল এবং সময়মতো ইনস্টলেশন

ব্যয় সাশ্রয়ী এবং মানসম্মত পণ্য

নিরবচ্ছিন্ন গ্রাহক সহায়তা

যোগাযোগ করুন এখনই এবং নিশ্চিন্তে আমাদের সেবা গ্রহণ করুন। নিরাপত্তার জন্য HikVision-এর পণ্য ও পরিষেবাগুলোই হতে পারে আপনার সেরা পছন্দ।

আপনার ব্যবসা ব্র্যান্ড তৈরি এবং ডিজিটাল মার্কেটিংয়ে পূর্ণ সহযোগিতা

আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত আপনার ব্যবসায়িক ব্র্যান্ড তৈরি ও ডিজিটাল মার্কেটিং কার্যক্রমকে আরো কার্যকরী করতে। আমাদের ৩৬০ ডিগ্রি বিজনেস সলিউশন প্যাকেজ আপনাকে সম্পূর্ণ সমাধান দেবে, যার মধ্যে রয়েছে:

ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার (Business Management Software): আপনার ব্যবসার প্রতিদিনের কার্যক্রম সহজ করতে অত্যাধুনিক সফটওয়ার।

POS (Point of Sale): স্মার্ট ও দ্রুত বিক্রয় ব্যবস্থাপনা সলিউশন।

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট: অত্যাধুনিক এবং SEO-অপ্টিমাইজড ওয়েবসাইট তৈরি।

ডিজিটাল মার্কেটিং: আপনার অনলাইন ব্যবসায়িক পরিধি বৃদ্ধি করার জন্য কৌশলগত মার্কেটিং সমাধান।

আমাদের সেবাগুলো আপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে সফলভাবে ব্যবসার পরিধি বৃদ্ধি করতে সাহায্য করবে।

যোগাযোগ করুন: আপনার ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতে আমাদের সাথে যুক্ত হন। আমাদের পেশাদার দল আপনার ব্যবসার প্রতিটি দিক নিয়ে কাজ করতে প্রস্তুত।



This Page As Like a online support center about computer-Laptop, Mobile Apps and game . People Can Learn About Internet & Technology exclusive idea . Hare You Can Get Lot Of Software, Free Paid Apps, Software & Game Serial, And Many More. Follow And Stay With Us .....


Tuner Himu
( মেতে উঠুন প্রযুক্তির সুরে )

01/11/2025

এক প্রজাতির লোক আছে যারা সুন্দর কিছু দেখলেই বলবে-
এগুলো তো AI দিয়ে বানানো ! 😡😡😡

যাইহোক ভাই AI দিয়ে সুন্দর কিছু বানাতেও এক ধরনের যোগ্যতার প্রয়োজন হয়। আর যাদের সেটা থাকে না তারা এ ধরনের কমেন্টগুলো করে।

17/10/2025

সখের মাটির ব্যাংকে জমানো কিছু টাকা দিয়ে সেই সাথে নিজের কিছু টাকা এড করে প্রিয় মানুষটির জন্য ছোট্ট এক জোড়া কানের জিনিস কিনে দিলাম।
আল্লাহ কে ধন্যবাদ এইটুকু সামর্থ দেয়ার জন্য।

14/10/2025

একজন বড় ভাইয়ের স্কুলের জন্য বিজ্ঞাপনটি বানানো হয়েছে। যারা কাছাকাছি থাকেন তারা আপনাদের সন্তানকে এই স্কুলে ভর্তি করাতে পারেন।
আর যারা এ ধরনের বিজ্ঞাপন বানাতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

14/10/2025

মীরসরাই বা জোরারগঞ্জের আশেপাশে আপনার বাসার ফ্যান, মোটর, আইপিএস বা অন্য কোনো ইলেকট্রনিক পণ্য কি নষ্ট হয়ে গেছে? চিন্তার কোনো কারণ নেই!
"বিসমিল্লাহ ইলেকট্রিক" এখন আপনার হাতের নাগালেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ABC লাইসেন্স প্রাপ্ত এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ আস্থার সাথে আপনার সকল ইলেকট্রনিক্স পণ্যের সার্ভিসিং করে থাকে।
🔧 তাদের সেবা সমূহ:
যেকোনো ফ্যান ও মোটরের কয়েল বাঁধা হয়।
ব্লেন্ডার, ওয়াশিং মেশিন এবং সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্যের যত্ন সহকারে মেরামত করা হয়।
আইপিএস (IPS) সার্ভিসিং করা হয়।
📍 ঠিকানা:
হাজী মার্কেট, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম।
📞 যোগাযোগের নম্বর:
01812 981 359
📢 আপনার ব্যবসাকেও কি এভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চান?
আপনার প্রতিষ্ঠান বা পণ্যের প্রচারের জন্য যেকোনো ধরনের বিজ্ঞাপন বা মার্কেটিং ভিডিও তৈরি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা স্বল্প খরচে আপনার জন্য আকর্ষণীয় ভিডিও তৈরি করে দেবো।

#মিরসরাই #চট্টগ্রাম
#ভিডিওমার্কেটিং #বিজ্ঞাপন

30/09/2025

I gained 26,256 followers, created 99 posts and received 3,393 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address


Alerts

Be the first to know and let us send you an email when টিউনার হিমু - Tuner Himu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টিউনার হিমু - Tuner Himu:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

বর্তমানে SEO (Search Engine Optimization ) expert রা তাদের Spam মূলক লিঙ্ক দিয়ে তৈরি করছে SPAM web Site. যার ফলে আমরা Search করে আমাদের নির্দিষ্ট Game , Software বা Apps গুলো খুজে পাই না । বরং ভুল করে আমরা বিভিন্ন Spam Apps/Software নামিয়ে থাকি। এতে করে আমাদের কম্পিউটার/Laptop দিন দিন Slow হয়ে যাচ্ছে বা Hang করে আমার কাজের নানাবিধ সমস্যা তৈরি করছে। অনেক সময় ডিভাইসে থাকা অনেক দরকারি ফাইল নষ্ট হয়ে যাচ্ছে। তাই সঠিক সাইট ও সঠিক ফাইল না চিনতে পারলে অনলাইন জগত টা প্রতিটি মানুষের জন্যই বিপদজনক। এ থেকে কি মুক্তি পাওয়া যাবে না ? উত্তর ৯০% না ।

কারন আমরা সবাই এ ব্যাপারে এক্সপার্ট হতে পারিনি । তবে ভয় নেই । টিউনার হিমু... তো আছেই , যে বিশ্বস্ততার সাথে আইটিগত নানাবিধ সমস্যা সমাধান করে আসছে অনেকটা বাল্য কাল থেকেই। আপনাদের কম্পিউটার/ল্যাপটপ, ইন্টারনেট, সিকিউরিটি ক্যামেরা, সফটওয়্যার ও ওয়েব সংক্রান্ত যে কোন সমস্যার জন্য আমারদের সাথে কানেক্টেড থেকে জানাবেন। আমরা অনলাইন ও অফলাইন দুটি প্লাটফর্মে আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করে আসছি।

সাধারণত এই পেইজের মাধ্যমে আপনি বিনামূল্যেই অনেক আপডেট পেয়ে যাবেন । সে জন্য চেষ্টা করবেন লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের কেও জানাতে। আপনাদের কোন মতামত বা প্রশ্ন থাকে তবে সেটা আমারদের ইনবক্স এ জানাবেন। আমরা আপনাদের যে কোন Game , Software, Apps এর সঠিক ও ঝামেলা মুক্ত লিংক প্রদান করতে পারব। যা থেকে আপনি খুব সহজেই যে কোন কিছু Download করতে পারবেন । এবং কোন ঝামেলা হলে আমাকে জানাতে পারবেন । আপনাদের নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ারিং এর মাধ্যমেই পেয়ে যাবেন অনেক ধরনের Paid সুযোগ-সুবিধা । তাছাড়া আপনাদের সুবিধার্থে সমস্যা ও সমাধানের জন্য আমাদের কিছু বাংলা ভিডিও টিউটরিয়াল রয়েছে । যা বর্তমান সব চেয়ে জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম YouTube Channel http://Youtube.Com/TunerHimu তে ভিজিট করলেই পাবেন । এছাড়া আপনাদের কম্পিউটার রিলেটেড যে কোন সমস্যার সমাধানের জন্য রয়েছে আমাদের হোম সার্ভিস । নারায়নগঞ্জ এর যে কোন স্থানে কম্পিউটার / ল্যাপটপ সার্ভিস মাত্র ৫০০-১০০০ । সিদ্ধিরগঞ্জ এবং মিজমিজি এলাকার জন্য হোম সার্ভিস চার্জ মাত্র ৫০০ টাকা । আমাদের সার্ভিস পেতে হলে আপনাকে যা করতে হবেঃ আমাদের পেইজে আপনার কম্পিউটার বা, ল্যাপটপ এর সমস্যার ছোট্ট একটি বিবরণ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের অন্যান্য সেবা সমূহ