নবাব

নবাব তুমি সুন্দর নবাব❤️

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?‎‎জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।‎‎তব...
05/10/2025

মানুষের জীবনে বড়ো একটা লস কী, জানেন?

‎জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

‎তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা, জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।

‎যেদিন বুঝবেন, আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত, সে আপনাকে আর ভালোবাসে না, সেদিন বুকে চিনচিন ব্যথা করবে, ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

‎আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন, তার জন্য নয়; বরং আপনাকে ভালোবাসত, এমন কাউকে হারিয়েছেন, এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন। আপনি যাকে ভালোবাসেন, তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে, কিন্তু আপনাকে ভালোবাসত, এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

‎পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে, যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন, আবার ভুলেও যাবেন। কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে, এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন; বেশিরভাগ সময়ই, এক জন‌ও পাবেন না।

‎বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন, গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন, জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

‎আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত, সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌ আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না, সে এখনও মরে যেতে দ্বিধা করে না, তবে তা আপনার জন্য নয়। আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত, সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

‎এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন, এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

‎মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

‎কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই, আপনি তাকে এক বারও ধরে আটকালেন না, হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না। মনে করলেন, সে তো থাকতেই চায়, আটকাতে চায়, তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

‎অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন, ঝড় থেমে গেছে, জোয়ার নেমে গেছে, কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে। অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও, আটকে রাখতে না জানলে, ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

‎আপনি তাকে ছুঁয়ে দেখবেন, তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন, আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন, মানুষটার ছোঁয়ায়, মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

‎ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়, বড়ো লসটা হয়ে গেল।

‎মানুষটা আছে, অথচ মানুষটা নেই।

‎এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন, মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

‎হাজার-কোটি মানুষ আছে চারিদিকে, অথচ আপনার কোনো মানুষ নেই। আপনাকে পায়, এমন হাজারো মানুষ আছে; অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

‎এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না, এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

‎হয় না, হয় না, সত্যিই হয় না। একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

‎তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করুতে শিখুন...
#সংগৃহীত

 #হুম #আসলেই 🙂
27/09/2025

#হুম
#আসলেই 🙂

09/09/2025

এত আগ্রহ নিয়ে এসএসসি ফলাফলের জন্যও অপেক্ষা করিনি।যতটা ডাকসুর নির্বাচনি ফলাফলের জন্য করতেছি🤔

 #বনলতা সেন 🖤
02/09/2025

#বনলতা সেন 🖤

 #আমিও
01/09/2025

#আমিও

তুমি স্পেশাল বুঝলা নবাব😎
28/08/2025

তুমি স্পেশাল
বুঝলা নবাব😎

নবাব 😎 #তোমার জন্য লিখি কিন্তু তুমি পড়ো না🙂😎
27/08/2025

নবাব 😎
#তোমার জন্য লিখি কিন্তু
তুমি পড়ো না🙂😎

 #চলেন 😎
27/08/2025

#চলেন 😎

26/08/2025

#বুঝছো?

25/08/2025

বহু বছর আগে আমার একজনের সাথে সামান্য আলাপ হয়েছিলো। পরিচয় পর্ব পেরিয়ে আলাপ যখন আরও খানিকটা এগোচ্ছিলো ঠিক তখনই আমি আর কথা বাড়াতে চাইনি। এরপর কিছুদিন যোগাযোগ হীনতা চলতে চলতে একদিন হুট করে তিনি আমার কাছে জানতে চাইলেন, 'কী ব্যাপার? আপনি আর কথা বলতে চান না যে?'
আর কোনো উত্তর খুঁজে না পেয়ে আমি তাকে বললাম, 'কী বলবো বলুন? বলার মতোন কিছু তো ঘটেনি।'
সে ছেলেটি চট করে জবাব দিয়েছিলো, 'আজ ভাতটা একটু নরম হয়েছে ; এও তো একটা গল্প!'

এই সামান্য একটা বাক্যের মর্ম বুঝতে আমার কতো গুলো বছর যে কেটে গ্যাছে! আজ বুঝি তিনি আমাকে কী নিদারুণ একটা সত্য শিখিয়ে গ্যালেন নিজের অজান্তেই।

সব কথার সার কথা তো এই ; যে আপনার সাথে কথা বলতে আগ্রহী তার কাছে বলবার মতোন কথার অভাব পড়ে না। আর যে বলে 'কী কথা বলবো? বলার মতোন তো কিছু হয়নি ' কিংবা 'আমি তেমন কথা বলতে পারি না'; এসবই তো নিছক অজুহাত! কেবলই বাহানা। সত্য এড়ানোর পায়তারা।
That person simply doesn’t want to talk to you, that's it.
তিনি আপনার সাথে আর কথা বলেন না কারণ তিনি কথা বলতে চান না। আপনার সাথে কিছু শেয়ার করবার আর্জটুকুই তার মাঝে নেই। As simple as that. কথা বলতে চাইলে কথা কখনও ফুরোবে না।

ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, কথা বলতে চাইলে তেমনি গল্পেরও অভাব হয় না।
ওইযে 'আজ ভাতটা একটু নরম হয়েছে', এও তো একটা গল্প!

©Noboni ahmed

07/11/2024

Address

Monohardi
Narshingdi

Telephone

+8801814974502

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবাব:

Share