গঙ্গাঋদ্ধি

গঙ্গাঋদ্ধি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গঙ্গাঋদ্ধি, Media/News Company, Chairman Market, Khalpar, Narsingdi.

নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভিত্তি করে সমকালীন স্থানীয় মানুষের সৃজন ও মননের উদ্বোধন ঘটাতে এবং তাদের গৌরব ও আশাব্যঞ্জনার গল্প শোনাতে চায় 'গঙ্গাঋদ্ধি'…

নীতিনিষ্ঠ শিক্ষক ও রাজনীতিক আতাউর রহমান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গঙ্গাঋদ্ধি'র পক্ষ থেকে তাঁর প্রতি রইলো বিনম্র শ...
21/05/2025

নীতিনিষ্ঠ শিক্ষক ও রাজনীতিক আতাউর রহমান ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গঙ্গাঋদ্ধি'র পক্ষ থেকে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা…

তাঁর সময়ের বহু রাজনীতিক যেখানে আদর্শ, ব্যক্তিত্ব এবং গণমানুষের মুক্তির স্বপ্ন বিকিয়ে দিয়ে ভোগ-দখলের রাজনীতির পা....

"বর্তমানে যে-ব্যবসায়িক পরিবেশ-প্রতিবেশ বিদ্যমান, এখানে ব্যাকরণগত যে-ব্যবসা হওয়া উচিত, সেটা হচ্ছে না। এখন ব্যবসায়ীরা আসলে...
13/05/2025

"বর্তমানে যে-ব্যবসায়িক পরিবেশ-প্রতিবেশ বিদ্যমান, এখানে ব্যাকরণগত যে-ব্যবসা হওয়া উচিত, সেটা হচ্ছে না। এখন ব্যবসায়ীরা আসলে ম্যানেজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে যার যার ব্যবসাটা আমরা ম্যানেজ করছি। সেখানে নানা ধরনের অসঙ্গতি আছে। যেমন ধরেন, ব্যাংকিং সেক্টর, সেখানে ঋণের প্রাপ্যতা নিয়ে ব্যাপক সংকট আছে, ডলারের একটা সংকট আছে। তাছাড়া গ্যাসের একটা সংকট আছে, ইলেকট্রিসিটির সংকট আছে, শ্রমবাজারে সংকট আছে। আবার আন্তর্জাতিক বিশ্বে নানা ধরনের কনফ্লিক্ট আছে।"

এটার জন্যে একটু মূলে যাওয়া দরকার। সুতা উৎপাদনের যে-প্রক্রিয়া, অর্থাৎ সুতার ফ্যাক্টরি করতে একটা লার্জ এমাউন্টের ই...

মেজর রেনেল কর্তৃক জরিপের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র’র মূল প্রবাহের প্রধান স্রোতধারা মনোহরদী উপজেলার সর্ব-উত্তরে আড়ালিয়া ন...
12/05/2025

মেজর রেনেল কর্তৃক জরিপের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র’র মূল প্রবাহের প্রধান স্রোতধারা মনোহরদী উপজেলার সর্ব-উত্তরে আড়ালিয়া নামক স্থানে দক্ষিণ দিক দিয়ে মনোহরদীর হাতিরদিয়া, শিবপুরের লাখপুর, পলাশ উপজেলার চরসিন্দুর, পারুলিয়া, চর্ণগরদী, জিনারদী হয়ে পাঁচদোনা, শীলমান্দী, শেখেরচর (বাবুরহাট), মাধবদী থেকে আড়াইহাজার উপজেলার পশ্চিম প্রান্ত বরাবর প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের দক্ষিণ দিয়ে দক্ষিণ-পশ্চিমে অগ্রসর হয়ে শীতলক্ষ্যা-ধলেশ্বরী ও মেঘনা নদীর সঙ্গমস্থল কলাগাছিয়া নামক স্থানে মেঘনার সাথে মিলিত হয়। হিন্দু সম্প্রদায়ের প্রধান তীর্থস্থান লাঙ্গলবন্দের কাছে নদীটি এখনো সচল। নদীর এই অংশে হিন্দু সমাজের পুণ্যস্নানের পঞ্চমীঘাট রয়েছে। ব্রহ্মপুত্র’র এই প্রবাহের বিভিন্ন অংশে, বিশেষ করে পাঁচদোনা, বানিয়াদী, মাধবদী, আলগী, মহজমপুর এবং মনোহরদীতে পুণ্যস্নানের ঘাট অতীতে থাকলেও এখন নদী শুকিয়ে যাওয়া এবং দূষণের কারণে তা স্নানের অনুপযোগী। এসব এখন ইতিহাস-কিংবদন্তীর অংশ।

বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ। তদ্রুপ নরসিংদীর নদীগুলোও নরসিংদীর প্রাণ। নরসিংদীতে নদীর প্রধান প্রবাহ ব্রহ্.....

‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, নরসিংদী’ কর্তৃক আয়োজিত হয় ‘মহসিন খোন্দকারের কবিতাগ্রন্থ ব্যথার বঙ্গানুবাদ-এর পাঠ-পরাপাঠ’ শীর্...
10/05/2025

‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, নরসিংদী’ কর্তৃক আয়োজিত হয় ‘মহসিন খোন্দকারের কবিতাগ্রন্থ ব্যথার বঙ্গানুবাদ-এর পাঠ-পরাপাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। নবধারা প্রি-স্কুল প্রাঙ্গণে বিকেল ৩ টা ৩০ মিনিটে আরম্ভ হয় অনুষ্ঠানটি। উপস্থিত ছিলেন নরসিংদীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কবি-লেখক-সংস্কৃতিকর্মী এবং সাহিত্যপ্রেমীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রগতি লেখক সংঘের সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট। কবি মহসিন খোন্দকার রচিত ‘ব্যথার বঙ্গানুবাদ’ কাব্যের যুক্তিনিষ্ঠ পক্ষ-বিপক্ষের বাক-বিতণ্ডায় অনুষ্ঠানটি মুখরিত ছিলো।

‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, নরসিংদী’ কর্তৃক আয়োজিত হয় ‘মহসিন খোন্দকারের কবিতাগ্রন্থ ব্যথার বঙ্গানুবাদ-এর পাঠ-পর.....

বৈকুণ্ঠ গান লিখতেন ‘দ্বিজদাস’ ছদ্মনামে। নিদারুণ জীবন বাস্তবতা ও স্পষ্টভাষ্যে। গানের কথায় গভীর জীবনবোধ নিরপেক্ষ বাস্তবতার...
22/04/2025

বৈকুণ্ঠ গান লিখতেন ‘দ্বিজদাস’ ছদ্মনামে। নিদারুণ জীবন বাস্তবতা ও স্পষ্টভাষ্যে। গানের কথায় গভীর জীবনবোধ নিরপেক্ষ বাস্তবতার আলোকে তাঁকে বস্তুবাদী বলে থাকেন অনেকে। এ-কথার সত্যতা কতোটা? জানতে হলে ডুব দিতে হবে দ্বিজদাসের গানের ভুবনে। তাঁর গানের কথায় যেমন সত্যতা আছে, আবার আছে ভাবনার উদ্রেককারী অনেক উপসর্গ। বরাক নদীর জল যেখান থেকে বাংলায় প্রবাহিত হয়, দ্বিজদাসের জন্মস্থান থেকে সে-পর্যন্ত তাঁর গানের ব্যপক প্রভাব।

বৈকুণ্ঠনাথ চক্রবর্তী। মাতৃহারা; পিতার আদরের দুলাল। দুই বিবাহ করেছিলেন। নিঃসন্তান। পালক পুত্র ছিলো। ছিলেন রাজকর...

21/04/2025

সারা দেশের যেকোনো জায়গা থেকে অর্ডার করুন। ক্যাশ অন ডেলিভারি, নরসিংদীতে ফ্রি শিপিং। ৪ টি সংখ্যা নিন ২০০ টাকায়।

গঙ্গাঋদ্ধি | নরসিংদী জেলার কাগজ

নিজের একান্ত চারপাশ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ ও সঙ্গত কর্মসূচি প্রণয়ণের দৃঢ়চিত্তশীল নাগরিক তৈরি করাই 'গঙ্গাঋদ্ধি' প্রকাশনার প্রথম ভাবনা। নরসিংদী জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ভিত্তি করে সমকালীন স্থানীয় মানুষের সৃজন ও মননের উদ্বোধন ঘটাতে এবং তাদের গৌরব ও আশাব্যঞ্জনার গল্প শোনাতে চায় 'গঙ্গাঋদ্ধি'…

আমাদের রাষ্ট্রের সমস্যা হলো স্ট্রাকচার তৈরি না হওয়ার সমস্যা, প্রতিষ্ঠান তৈরি না হওয়ার সমস্যা। প্রতিষ্ঠান তার দীর্ঘ ইতিহা...
16/04/2025

আমাদের রাষ্ট্রের সমস্যা হলো স্ট্রাকচার তৈরি না হওয়ার সমস্যা, প্রতিষ্ঠান তৈরি না হওয়ার সমস্যা। প্রতিষ্ঠান তার দীর্ঘ ইতিহাসের মধ্যে সেই মর্যাদা অর্জন করে, যে-মর্যাদা দশজনের স্বীকৃতি পায়। আমাদের এখানে এই বিতর্ক শুধু বাংলা একাডেমি পুরস্কার নিয়েই হয় না। প্রথমত, একটা পুরস্কার অন্তত আপনি দেখাতে পারবেন না, যে-পুরস্কার নিয়ে বিতর্ক হয় নাই। তার মানে, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক যে-অপূর্ণতা, এবং তার সাথে স্বীকৃতির যে-সম্পর্ক, জনসম্মতির যে-সম্পর্ক, এটার যে-অভাব, এই পুরো ব্যাপারটি নিয়ে আলাপ না করলে আমরা এর কোনো সুরাহা করতে পারবো না। আমি বলবো যে, আমাদের পুরো সংস্কৃতির মধ্যে এই ব্যাপারটা নিয়ে ঘোরতর সংকট আছে। আমাদের কাজ হবে, প্রতিষ্ঠানকে জোরালো করে, কাঠামোকে জোরালো করে এই সংস্কৃতিকে অতিক্রম করে যাওয়া।

আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের রাষ্ট্রের সমস্যা হলো স্ট্রাকচার তৈরি না হওয়ার সমস্যা, প্রতিষ্ঠান তৈরি না হওয়ার সম.....

একটি পুরো জাতিকে কৃষিজীবী বলে দেয়া; জাতির ইতিহাসকে কৃষকের ইতিহাস বলে দেয়ার ভেতরে রয়ে গেছে অনেক বড়ো মাপের ষড়যন্ত্র কিংবা ...
14/04/2025

একটি পুরো জাতিকে কৃষিজীবী বলে দেয়া; জাতির ইতিহাসকে কৃষকের ইতিহাস বলে দেয়ার ভেতরে রয়ে গেছে অনেক বড়ো মাপের ষড়যন্ত্র কিংবা ক্ষমার অযোগ্য নির্বুদ্ধিতা। কৃষি-অর্থনীতি বা কৃষকের সন্তান বলে গর্ব করার ভেতরে যে-বোকামিটুকু আছে, তাকে বিশ্বের অন্যান্য মানুষেরা পুঁজি করে আমাদের পদানত করতে পারে সহজেই।

একটি পুরো জাতিকে কৃষিজীবী বলে দেয়া; জাতির ইতিহাসকে কৃষকের ইতিহাস বলে দেয়ার ভেতরে রয়ে গেছে অনেক বড়ো মাপের ষড়যন্ত্.....

নরসিংদী জেলার কাগজ 'গঙ্গাঋদ্ধি'র সকল লেখক-পাঠক-বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীকে জানাই নববর্ষের শুভেচ্ছা—
14/04/2025

নরসিংদী জেলার কাগজ 'গঙ্গাঋদ্ধি'র সকল লেখক-পাঠক-বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীকে জানাই নববর্ষের শুভেচ্ছা—

রায়পুরার চর আড়ালিয়ায় দুই কিশোরী ধর্ষণকাণ্ডের চারদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার তীব...
12/04/2025

রায়পুরার চর আড়ালিয়ায় দুই কিশোরী ধর্ষণকাণ্ডের চারদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার তীব্র ক্ষোভ জানিয়ে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে ‘সচেতন নাগরিক সমাজ, নরসিংদী জেলা’র ব্যানারে ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন আয়োজিত হয়।

রায়পুরার চর আড়ালিয়ায় দুই কিশোরী ধর্ষণকাণ্ডের চারদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এই ....

 #বিস্তারিত_লিংক_কমেন্টে“যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে/ হারালো ধারা,/ জানি হে জানি তাও/ হয় নি হারা”— প্রত...
16/03/2024

#বিস্তারিত_লিংক_কমেন্টে

“যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে, যে নদী মরুপথে/ হারালো ধারা,/ জানি হে জানি তাও/ হয় নি হারা”— প্রত্যন্ত গ্রামে নীরবে-নিভৃতে কাব্যসাধনায় আত্মমগ্ন লোককবি দারোগ আলীও হারিয়ে যাবার নয়, তিনি তাঁর অবদানের মধ্যেই বেঁচে থাকবেন।

 #বিস্তারিত_লিংক_কমেন্টেঘোড়াশালের ঐতিহ্যবাহী মিঞা বাড়ির কৃতী পুরুষ খায়রুল কবির দৈনিক ‘সংবাদ’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসে...
15/03/2024

#বিস্তারিত_লিংক_কমেন্টে

ঘোড়াশালের ঐতিহ্যবাহী মিঞা বাড়ির কৃতী পুরুষ খায়রুল কবির দৈনিক ‘সংবাদ’-এর প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে যতোটা না পরিচিত, এরচেয়ে বেশি আলোচিত জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা হিসেবে। শুধুমাত্র প্রতিষ্ঠাতা নয়, বর্তমান প্লটটি প্রেস ক্লাবের নামে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে খায়রুল কবিরের অবদান ছিলো সবচেয়ে বেশি। তিনি এই ক্ষেত্রে এগিয়ে না এলে হয়তো এতো বড়ো একটি প্লট প্রেস ক্লাবের নিজস্ব সম্পত্তি হতো না।

Address

Chairman Market, Khalpar
Narsingdi
1602

Alerts

Be the first to know and let us send you an email when গঙ্গাঋদ্ধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গঙ্গাঋদ্ধি:

Share