14/12/2021
ইচ্ছে হলেই পড়বেন কথা গুলো ,,উপকার হবে আশা করি
't_Be_Angry_with_me_for_this
কেউ অনেক সুন্দর কথা বলেছে,
গন্তব্য সে পায় না যার স্বপ্ন বড় হয়৷ বরং গন্তব্য সে পায়, যে জেদ করে!!
অনুমান করে কারোর যোগ্যতা বিচার করবেন নাহ, কারণ দাড়িয়ে থাকা নদীর গভীরতা বেশি হয়৷
যে মানুষ তার জীবনে যত বেশি শান্ত থাকবে, বুঝে নিবেন সে তার জীবনে ততো বড় চিন্তা করে এবং তার স্বপ্নটাও ততোটাই বড় হয়। আর আগামীতে সে অনেক বড় কিছু করতে পারবে।
যদি আপনি পৃথিবীতে রাজত্ব করতে চান, তাহলে এই ৪টি লাইন কে সব সময় মনে রাখবেন।
১ঃ-আকাশে উড়লেই সবাই ঈগল হতে পারে নাহ। দুর্বলের হাতে কখনও ক্ষমতা থাকতে পারে নাহ। যে অভ্যাস করেছে মাথা নিচু করে বাঁচার, সে কখনোই সফল হতে পারে নাহ৷ যদি আপনি সেটা পেতে চান যা আজ পর্যন্ত আপনি পান নি, তাহলে আপনাকে সেটা করতে হবে, যা আজ পর্যন্ত আপনি করেন নি।
২ঃ-এতে কিছু যায় আসে নাহ যে আপনি কতটা জোরে পরে গেছেন। গুরুত্বপূর্ণ হলো, আপনি কতটা দ্রুত উঠে দাঁড়াতে পারেন। কখনো না কখনো সবাই-ই পরে যায়। কিন্তু সফল সেই হয় যে ভুল থেকে শিক্ষা নিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় এবং নতুন করে চলা শুরু করে।
৩ঃ-এই পৃথিবীর একটা নিয়ম আছে, এখানে সন্মান সেই পাবে যে দাঁড়াবে নাহ৷ তাই সব সময় ভালো কাজ করতে থাকুন। কেউ আপনার প্রসংশা করুক বা না করুক। কারণ পৃথিবীর অর্ধেক মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সূর্য উঠে পরে। সূর্য তার কাজ করা কখনোই ছাড়ে নাহ। আর এই কারণেই পৃথিবী ওই সূর্যকে সালাম করে।
৪ঃ-জীবনে মনের মানুষ বারবার পাওয়া যায় নাহ। তাই যে কাছে আছে তাকে সামলে রাখুন। কারণ যা একবার হারিয়ে যায় সেটা দুবার পাওয়া যায় নাহ। মনে রাখবেন, পরকে আপন করাটা অতটা কঠিন নয়, যতটা কঠিন আপন'কে আপন করে রাখা। তাই সম্পর্ককে গুরুত্ব দিন।
**জীবন শুধু হয় একা আর শেষও হয় একা। কিন্তু জীবনের এই সাফরে একটি জিনিস যা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপন জনের ভালোবাসা। তাই আপন জনের গুরুত্ব দিন....**
লেখক- আতিকুর রহমান লিমন
পোস্ট করেছি- শরিফ মিয়া