SN24.Tv

SN24.Tv যারা না দেখেও তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।
(সূরা আল-মূলক /আয়াত-১২)

এ মানুষ গুলো কি মারা যাবে না,একজন মৃত মানুষের জানাযায় লাখো মানুষের অংশগ্রহণে কান্না কাতর পরিস্থিতিতে কিছু জনতা সুন্দর স...
20/12/2025

এ মানুষ গুলো কি মারা যাবে না,একজন মৃত মানুষের জানাযায় লাখো মানুষের অংশগ্রহণে কান্না কাতর পরিস্থিতিতে কিছু জনতা সুন্দর সাদা পাঞ্জাবি টুপি পড় লুটপাট এর উদ্দেশ্যে সংসদে প্রবেশের জন্য দৌড়ায়,ব্যাক্তি হিসেবে আমরা লজ্জিত আপনাদের এমন কর্ম কান্ডে😓

লাখো লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা সম্পন্ন। শহীদ শরিফ ওসমান হাদী চিরকাল বেঁচে থাকবে ইনসাফি তওহীদি জনতার বুক...
20/12/2025

লাখো লাখো মানুষের উপস্থিতিতে ওসমান হাদির জানাজা সম্পন্ন।

শহীদ শরিফ ওসমান হাদী চিরকাল বেঁচে থাকবে ইনসাফি তওহীদি জনতার বুকে,বীররা কখনো মরে না তারা বেঁচে রয় কোটি মানুষের কণ্ঠে হৃদয়ে, তুমি ছিলে লাখো মানুষকে না বলতে পারা কণ্ঠ মণি, ছিলে শহিদ নির্যাতিত,নিপিড়ীত কলি হাড়ানো পরিবারের অনুপ্রেরণার ধ্বনি।
আল্লাহ হাদিকে শহীদি মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন 💖 -আমিন

হাদির ক*বরস্থান এটা 😥। ঢাবিকে এবং নজরুলকে কালচারাল ফ্যা-সিস্টরা, দি_ল্লির দালালরা এবং শাহবাগীরা জবরদখল করে রেখেছে স্বাধী...
20/12/2025

হাদির ক*বরস্থান এটা 😥। ঢাবিকে এবং নজরুলকে কালচারাল ফ্যা-সিস্টরা, দি_ল্লির দালালরা এবং শাহবাগীরা জবরদখল করে রেখেছে স্বাধীনতার পর থেকেই।
সেই ঢাবির মাটিতে খোদ নজরুলের পাশে ভlরতীয় আ-গ্রাসন বিরোধী মুভমেন্টের আইকনিক ফিগারকে সমাহিত করতে পারাটা ছোটখাটো বিষয় না। অন্য সময় হলে এই নামই মুখে নিতে পারতেন না।
শাহবাগীরা মশাল মিছিল করতো আরো অনেক কিছু। এখন তারা কেন এটা থামাতে পারছে না? সোজা হিসাব গায়ের জোর। জুলাইয়ের গায়ের জোর। এর নাম ক্ষমতা। হাদীর ক্ষমতা এতই বেশি শাহবাগ চুপ মেরে আছে জানে কিছু বললে ছাইও খুজে পাবে না কেউ।
এখন থেকে শতবছর তরুনরা এই আঙ্গিনায় পড়তে আসবে আর জিজ্ঞেস করবে এটা কার কব-র। উত্তর আসবে বাংলার সূর্য সন্তান শরীফ ওসমান হাদী। ঢাবির মাটিতে মিশে থাকা হাদির অস্তিত্ব শাহবাগকে অস্বস্তি দিবে বছরের পর বছর । শাহবাগের বিরুদ্ধে হাদী জিতেই গেলেন।
কবির পাশে সমাহিত হবে তার জীবন্ত কবিতা।

জীবনদশায় এই প্রথম কোনও রাজনীতিবিদদের জন্য সাধারণ মানুষকে কাঁদতে দেখছি ! কি দারুণ চলে যাওয়া ! যেন হাজার বছর রাজত্ব করে ...
19/12/2025

জীবনদশায় এই প্রথম কোনও রাজনীতিবিদদের জন্য সাধারণ মানুষকে কাঁদতে দেখছি ! কি দারুণ চলে যাওয়া ! যেন হাজার বছর রাজত্ব করে গেছেন তিনি ! এই মৃত্যু খুব লোভ হচ্ছে , বিশ্বাস করেন , খুব লোভ হচ্ছে ! এমন একটা মানুষ নাই যে দোয়া করছে না , আফসোস করছে না , যার মন খারাপ না ! ৬৫ হাজার বর্গকিলোমিটার আকাশ আজ অন্ধকার ! আল্লাহ এমন শক্তি, নির্ভীক শব্ধ এই দেশের মানুষের কথা কেউ কি কোনও দিন আর বলবে সাহস করে !?
©rjnirob

জাতির এই বীরের মৃত্যুতে আমরা শোকাহত 😓 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
18/12/2025

জাতির এই বীরের মৃত্যুতে আমরা শোকাহত 😓 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

শরিফ ওসমান হাদির জানাজার নামায সকাল ১০ ঘটিকায় সিঙ্গাপুর আগুলিয়া মসজিদে  অনুষ্ঠিত হবে।যাদের সুযোগ আছে উক্ত জানাজায় শরিক ...
18/12/2025

শরিফ ওসমান হাদির জানাজার নামায সকাল ১০ ঘটিকায় সিঙ্গাপুর আগুলিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।যাদের সুযোগ আছে উক্ত জানাজায় শরিক হয়ে হাদি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করিবেন।

17/12/2025

Sharif osman HADI conditions is very critical 🇸🇬

হাদি হত্যা মামলায় নরসিংদী থেকে গ্রেফতার হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন...
16/12/2025

হাদি হত্যা মামলায় নরসিংদী থেকে গ্রেফতার

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুনকে ফয়সালের শ্বশুর বাড়ি নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় পুকুর থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

14/12/2025

সিঙ্গাপুর মাদক মামলায় বাংলাদেশী অভিবাসী শ্রমিক গ্রেফতার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা; বাম কানের নিচে গুলি ...
12/12/2025

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা; বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।

#ব্রেকিং_নিউজ #ঢাকা

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে তিনটি বাইক এসে গু*লি করে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে এ ...
12/12/2025

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে তিনটি বাইক এসে গু*লি করে

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে বলেন, দুপুর আড়াইটার পরপরই হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিজয়নগরে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলেন হাদি। এ সময় তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। পরে হাদীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় তারা।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই, আমাদের টিম পাঠিয়েছি। টিম আমাদের কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

উল্লেখ্য, ১৪ নভেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওসমান হাদি লিখেছিলেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ
12/12/2025

ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

Address

Singapore River

Alerts

Be the first to know and let us send you an email when SN24.Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SN24.Tv:

Share