Life in focus

Life in focus _ ইনশাল্লাহ সবাইকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করব,🖤😍

শোক সংবাদ 😭 একটি জানাযা শেষ না করতেই আরেকটি মৃত্যু সংবাদ।😭মেঘনা বাজার এলাকার,বালাপুরের চর পশ্চিম পাড়া-নিবাসী, জনাব মোঃ ...
03/08/2025

শোক সংবাদ 😭
একটি জানাযা শেষ না করতেই আরেকটি মৃত্যু সংবাদ।😭
মেঘনা বাজার এলাকার,বালাপুরের চর পশ্চিম পাড়া-
নিবাসী, জনাব মোঃ আব্দুল বাসেত কাকা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😢

দীর্ঘ দিন তাদের এলাকায় ছিলাম,আমাকে অত্যান্ত ভালোবাসতেন, এবং সবসময় খোঁজ খবর নিতেন।😢

ছোট ছোট দুইটা সন্তান রেখে গেছেন।😢
🤲 আল্লাহ পাক তাদের সহায় হোন, এবং উনার জীবনের ভুলভ্রান্তি মাফ করে জান্নাতবাসী করেন, শোকাহত পরিবার পরিজন সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন 🤲

27/07/2025

_কমলাপুর রেলস্টেশনে একটি শিশু বাচ্চা টেনের নিচে পড়ে যায়
এই বাচচাটির একটি হাত ছলে গেছে
হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করুন_

এই পোস্ট না করলেই নয়৷ সবাই যখন রিকশা ভাড়া বেশি আর পানির দাম বেশি চাচ্ছে সেখানে 'sDine যকটুকু পারছে ফ্রিতে পানি বিতরণ কর...
23/07/2025

এই পোস্ট না করলেই নয়৷ সবাই যখন রিকশা ভাড়া বেশি আর পানির দাম বেশি চাচ্ছে সেখানে 'sDine যকটুকু পারছে ফ্রিতে পানি বিতরণ করছে৷ আপনাদের প্রতি ভালেবাসা বেড়ে গেলো৷ আপনারা বুঝিয়ে দিলেন! আপনারা শুধু ব্যবসায়ী না বরং আপনারা মানুষ ♥

Rolls Royce Spectre দুর্ঘটনার শিকার ৩০০ ফিট হাইওয়েতে!এখন পর্যন্ত অন্যতম দামী এক্সিডেন্ট। সবাই সাবধানে গাড়ি চালান।আমাদে...
19/07/2025

Rolls Royce Spectre দুর্ঘটনার শিকার ৩০০ ফিট হাইওয়েতে!
এখন পর্যন্ত অন্যতম দামী এক্সিডেন্ট। সবাই সাবধানে গাড়ি চালান।

আমাদের প্রার্থনা যাত্রীদের এবং গাড়ির মালিকের সঙ্গে রয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো Rolls Royce Spectre দুর্ঘটনায় পড়েছে। ❤️‍🩹

আমরা আশা করি চালক ও যাত্রীরা নিরাপদ আছেন। দুর্ঘটনার কারণ এখনও অজানা। তবে আমরা সকলের প্রতি অনুরোধ জানাই, ভুক্তভোগীদের প্রতি সম্মান রেখে দয়া করে কেউ মন্তব্যে কোনো খারাপ কথা লিখবেন না।

#সতর্কচালক #দুর্ঘটনা

🖤 ছেলের মৃত্যুর খবর শুনে মা ও মারা গেলেন…চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল রাতের বেদনাদায়ক ঘটনা।ওবায়দুল্লাহ নামের এক যুবক মোট...
19/07/2025

🖤 ছেলের মৃত্যুর খবর শুনে মা ও মারা গেলেন…

চট্টগ্রামের ফটিকছড়িতে গতকাল রাতের বেদনাদায়ক ঘটনা।
ওবায়দুল্লাহ নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ছুটে আসেন তার মা, হাসিনা খাতুন। কিন্তু সন্তানের এমন অবস্থা দেখে শোকে-দুঃখে সঙ্গে সঙ্গেই স্ট্রোক করেন তিনি। শেষমেশ হাসপাতালে নেওয়ার আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন সেই মা।

কাভার্ড ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করলেও, একজনের ভুলে এক পরিবারের জীবন এভাবে তছনছ হয়ে যাবে, তা কেউ ভাবেনি।

💔 একজন আহত, আর একজন আর ফিরবেন না…

👉 জীবনে গাড়ি চালানোর সময় সাবধানতা, নিয়ম মেনে চলা – এই ছোট্ট ব্যাপারগুলোই কাউকে বাঁচাতে পারে, আবার এক নিমেষে কেড়েও নিতে পারে সব।

🕊️ আল্লাহ যেন মায়ের জান্নাত নসীব করেন আর ছেলেকে দ্রুত সুস্থতা দান করেন।
আমিন।




#মা_আর_ফিরবেনা

19/07/2025

ঢাকা যেন আজ মিছিলের নগরী। যে মিছিলে অংশগ্রহণ করছে সর্বস্তরের মানুষ।

#সফলতা #অনুপ্রেরনা

17/07/2025

চাচা বউ মানে কি
#সফলতা

কিছুক্ষণ আগে নরসিংদী জিরো পয়েন্টে রেললাইনের পাশে এই ছেলেটির মরদেহ পাওয়া গেছে। সম্ভবত ট্রেন থেকে পরে গিয়েছে বা ধাক্কা খেয়...
13/07/2025

কিছুক্ষণ আগে নরসিংদী জিরো পয়েন্টে রেললাইনের পাশে এই ছেলেটির মরদেহ পাওয়া গেছে। সম্ভবত ট্রেন থেকে পরে গিয়েছে বা ধাক্কা খেয়ে মৃত্যু বরন করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলািহি রাজিউন।

কিন্তু এলাকার কেউ তাকে চিনতে পারছেনা সবাই বেশি করে শেয়ার করে দেন।

আপনার একটি শেয়ারে যেনো তার পরিবারের মানুষের কাছে খবরটা পৌঁছে যায়।

টি একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক খবর! যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের লিতুন জিরা নামের এক অদম্য মেধাবী শিক্ষ...
10/07/2025

টি একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক খবর! যশোরের মণিরামপুর উপজেলার সাতনল খানপুর গ্রামের লিতুন জিরা নামের এক অদম্য মেধাবী শিক্ষার্থী জন্ম থেকেই হাত-পা না থাকা সত্ত্বেও শুধুমাত্র মুখ ও কনুই দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) অর্জন করেছে। সে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়েছে।
লিতুন জিরার এই সাফল্য তার দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের ফল। এর আগেও সে পিইসি এবং জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। সে ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা করতে চায়।
তার এই কৃতিত্ব সত্যিই প্রশংসার দাবিদার এবং অনেক মানুষের জন্য অনুপ্রেরণা। ছবি সংগৃহীত
#সফলতা
#অনুপ্রেরনা

09/07/2025

৩ জন মিলে মেয়েটিকে গণধ*র্ষণ করে,ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তাকে জ*বাই করে হ*ত্যার চেষ্টা করে,ঘটনাস্থল কিশোরগঞ্জ এই হল বাংলাদেশের অবস্থা।

ঈদ কারো জন্য  সুখের কারো জন্য দুখের।🥲 ঈদের নামাজ পড়া হলো না বগুড়ার নয় মাইলের চাঁন মিয়া ও তার ৬ বছরের শিশু বাচ্চা আব্দ...
07/06/2025

ঈদ কারো জন্য সুখের কারো জন্য দুখের।🥲
ঈদের নামাজ পড়া হলো না বগুড়ার নয় মাইলের চাঁন মিয়া ও তার ৬ বছরের শিশু বাচ্চা আব্দুল্লাহর!🥺

ঈদের নামাজ আদায়ের জন্য বাচ্চাটিকে নিয়ে ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলেন, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি এসে তাদের প্রাণ কেড়ে নেয়!💔🥺

Jamuna Television Azizen NTV Ahmadullah

- আরাফার দিন -নবীজি (সা.) বলেন, শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্ত...
05/06/2025

- আরাফার দিন
-নবীজি (সা.) বলেন,
শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। দোয়া হিসেবে সর্বোত্তম হলো ওই দোয়া, যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন। তা হলো—

‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শায়ইন কাদির।’

(অর্থ) আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁর জন্য, আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।
📖___(সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৮৫)

Jamuna TV Jamuna Television Sad Status Jamuna Sports

Address

South-Birampur, Madhabdi
Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Life in focus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life in focus:

Share