LIFE STYLE BY SHOVO

LIFE STYLE BY SHOVO Shovo saha

17/01/2025

শুধু শিক্ষায় শিক্ষিত হলেই হয় না???

12/01/2025

😥মানুষকে কাঁদিয়ে ভগবানকে পুজো করে লাভ নেই কোনো 😭

03/01/2025
23/12/2024

এক নিশি রাতের গল্প 😱😱

23/12/2024

নিশি রাতের গল্প এক জমিদারের গ্রাম 😱

শুভ গীতা জয়ন্তী🙏🏻পবিত্র শ্রীমদ্ভগবদগীতার ৫১৬১তম আবির্ভাব তিথি "গীতা জয়ন্তী" উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।বৈদিক ...
12/12/2024

শুভ গীতা জয়ন্তী🙏🏻
পবিত্র শ্রীমদ্ভগবদগীতার ৫১৬১তম আবির্ভাব তিথি "গীতা জয়ন্তী" উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

বৈদিক জ্ঞানের সমস্ত ভান্ডার হচ্ছে শ্রীমদ্ভাগদগীতা।
গীতা মানব জীবনের পরশমণি,গীতার শ্লোকে দীক্ষিত হলে মৃত্যু ভয় থাকে না..।

৫১৬১বছর পূর্বে মোক্ষদা একাদশী তিথিতে আজকের এই দিনে ভারতের হরিয়ানা প্রদেশের কুরুক্ষেত্র রণাঙ্গনে অষ্টাদশ অক্ষৌহিণী সেনাদের মাঝে জীব ও জগতের কল্যাণ হেতুর জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে শ্রীমদ্ভবগদগীতার অমৃতময় জ্ঞান প্রদান করেছিলেন।

গীতা পাঠের মাহাত্ম্য:
গীতা শাস্ত্রমিদং পুণ্যং যঃ পাঠেন্নিত্যং নরঃ,
সর্বপাপ বিমুক্তো ভবতি পরমং পদম্।।
অর্থ: যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং পরম পদ (মোক্ষ) লাভ করে।

'শ্রীমদ্ভগবদ্গীতা' মানব জীবনের দর্পণ। এখানে ভগবান শ্রী কৃষ্ণের শিক্ষা আমাদের ধর্ম, কর্তব্য ও সত্যের পথ দেখায়। অর্জুনের মতো আমরাও যেন গীতার বাণী হৃদয়ে ধারণ করে মনুষ্য জীবন সার্থক করতে পারি।
হরে কৃষ্ণ 🙏
জয় গীতা। 🙏
সংগ্রহ করা পোস্ট

🔱🔱🔱🔱🔱হর হর মহাদেব 🌼🌺🌺🔱🙏🙏🙏হে পরমেঈশ্বর ভোলানাথ তুমি ছাড়া আমার জীবন অন্ধকার তুমি আমার পথ দেখিয়ে দিয়ো 🙏
11/12/2024

🔱🔱🔱🔱🔱হর হর মহাদেব 🌼🌺🌺🔱🙏🙏🙏
হে পরমেঈশ্বর ভোলানাথ তুমি ছাড়া আমার জীবন অন্ধকার তুমি আমার পথ দেখিয়ে দিয়ো 🙏

মা গো তোমার এমন দর্শন পাওয়া তো অনেক জন্মের ভাগ্যের ফল জয় মা তাঁরা 🌺🪔🙏🙏 মায়ের দর্শন পেয়ে একবার বলুন 🙏🙏 🌺🌺🌺🌺🌺 জয় মা ত...
09/12/2024

মা গো তোমার এমন দর্শন পাওয়া তো অনেক জন্মের ভাগ্যের ফল জয় মা তাঁরা 🌺🪔🙏🙏
মায়ের দর্শন পেয়ে একবার বলুন 🙏🙏
🌺🌺🌺🌺🌺 জয় মা তাঁরা 🌺🙏🙏🙏🙏

26/11/2024

গীতায় অর্জুন যখন বলেছিলো, "ওরা সংখ্যায় বেশী, মাধব '
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেছিলো, "ওরা সবাই
হারবে, পার্থ।'🚩
হে পার্থ! উঠে দাঁড়াও। লড়াই করো।
সত্যের পথ যারা আঁকড়ে ধরে,
অবশেষে তাদেরই জয় হয়।🚩
- শ্রীমদভগবদগীতা।

শ্রীকৃষ্ণের ভাতৃদ্বিতীয়াভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হল কার্তিক মাসের শুক্লপক্ষের (উজ্জ্বল পাক্ষিক) দ্বিতীয় চান্দ্র দিনে ...
03/11/2024

শ্রীকৃষ্ণের ভাতৃদ্বিতীয়া

ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া হল কার্তিক মাসের শুক্লপক্ষের (উজ্জ্বল পাক্ষিক) দ্বিতীয় চান্দ্র দিনে পালিত একটি মঙ্গল অনুষ্টান। এই তিথিতে যে বোন তার ভাইয়ের কপালে তিলক পড়িয়ে দিয়ে সহস্তে ভোজন করান তাহলে সেই ভাই বিত্ত, সৌভাগ্য ও উত্তম ধন প্রাপ্ত হন।

🌼 ভাইফোঁটার সুচনাঃ
একসময়ে লীলাচ্ছলে নারায়ণ বলির হাতে পাতালে বন্দি হন। আর বিষ্ণু না থাকায় দেবতারা বিপদে পড়ে যান। কোনওভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না, তখন নারায়ণকে বলির হাত থেকে উদ্ধার করতে সকলে লক্ষ্মীর শরণ নেন। লক্ষ্মী উপায় হিসেবে বলিকে ভাই ডেকে কপালে তিলক এঁকে দেন। সেটাও ছিল কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথি। ফোঁটা পেয়ে বলি লক্ষ্মীকে উপহার দিতে চান। আর তখনই লক্ষ্মী, ভগবান বিষ্ণুর মুক্তি উপহার চান।

আবার, দ্বাপরে কৃষ্ণলীলায় নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে প্রতিবছর ভাইফোঁটা উৎসব জগতে প্রচলিত হয়ে আসছে।

এই দিনে যমুনা কর্ত্তৃক যমরাজদেব অতিশয় ভগিনী স্নেহহেতু পূর্ণ ভোজন প্রাপ্ত হইয়াছিলেন। তাই এই তিথিকে যমদ্বিতীয়া বলা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে এই তিথিতে ভগিনী হস্ত হইতে যে মানব ইহলোকে ভোজন করেন তিনি বিত্ত, সৌভাগ্য ও উত্তম ধন প্রাপ্ত হন।

আজ পবিত্র যমদ্বিতীয়া, ভক্তরা ফলাকাংঙ্খি নয় তারা বিত্ত, সৌভাগ্য, ধন লাভ করার আশা করেন না। বৈষ্ণবগণও বোনের হাতে ভোজন করতে পারেন যদি বোন সদাচারী ভক্ত হয়।

হরেকৃষ্ণ!🪔🙏🙏
সংগ্রহ করা পোস্ট,

31/10/2024

Facebook নিয়ে এলো নতুন চমক!
লিখলে লেখা টা রঙ্গীন হয়ে যাচ্ছে।
প্রোফাইল reachdown হলে হবে না। 🌸🙏

28/10/2024

বাড়ি থেকে দুরে কোথাও যাওয়ার সময়!!
পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটি কে..??
🥰🥰

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when LIFE STYLE BY SHOVO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LIFE STYLE BY SHOVO:

Share