পুতিন বাহিনী

পুতিন বাহিনী humanity

08/08/2025

ইজরাইল প্রতিদিন শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি কে হত্যা করছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন কার বাল ছিঁড়ার জন্য বসে আছে আল্লাহ জানে 🤔

08/08/2025

কি হচ্ছে এসব দেশে? এসবের শেষ কোথায়? দেশটা কি সন্ত্রাসীরা আখড়া খানা হয়ে গেল?

07/08/2025

মাইর থেকে বাঁচার জন্য কিছুটা এক্টিং ছিল আর কিছুটা বাস্তবতা ছিল। তবে দোলায় ভালই খাইছে।

06/08/2025

একটা মোবাইল চুরির ঘটনা কে কেন্দ্র করে। চোরকে মারতে মারতে তেজপাতা করে ফেলছে...

03/08/2025

তিন দিন যাবত মরে পড়ে আছে।দরজা কেটে বডি উদ্ধার করা হয়েছে।

03/08/2025

এক হিন্দু লোক বাড়ি বরিশাল চাকরি করে গাজীপুর গার্মেন্টসে। গত বৃহস্পতিবার এ অফিস থেকে এসে তার ভাড়া বাসার রুমে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। শনিবার এবং রবিবার অফিসে না যাওয়ায় অফিস থেকে লোকজন তাকে খুঁজতে এসে তার বাসা ভিতর থেকে লাগানো দেখে। এবং প্রচন্ড দুর্গন্ধ আসে তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা কেটে ঘরের ভিতর গিয়ে দেখে উনি মরে পড়ে আছে। এবং রুমের ভিতরের ফ্যান এবং লাইট দুইটাই চালানো ছিল। ঘুমন্ত অবস্থায় হয়তো হার্ট অ্যাটাক বা ব্রেন স্টোক কোন একটা হইছে।

03/08/2025
03/08/2025

৪ লক্ষ টাকার পণ্য সামগ্রী চুরি হয়ে যায় এই দোকান থেকে।
প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে এভাবে চুরি ডাকাতি ছিনতাই বেড়েই যাচ্ছে। এগুলোর আসলে শেষ কোথায়? জনসচেতনতা বৃদ্ধি করা ছাড়া এসব নিরসন করা সম্ভব না। আপনার বাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জনিত স্বার্থে সিসি ক্যামেরা ব্যবহার করতে পারেন।

28/07/2025

আবারো সুজুকি বাইকের মারাত্মক দুর্ঘটনা। আপনার সন্তানের হাতে একটি বাইক তুলে দেয়ার আগে১০০ বার ভেবেচিন্তে দিন,বাইকের যদি এ অবস্থা হয় বাইকে থাকা মানুষটির কি অবস্থা হয়েছে একবার ভেবেচিন্তে দেখুন..

25/07/2025

৭ লক্ষ টাকার অলংকার ও মালামাল কিভাবে চুরি হলো দেখুন।যে সমস্ত পরিবারের লোকজন কম থাকেন দিনে এবং রাতে, নিরাপত্তা জনিত কারণে আপনারা বাসায় এবং তার আশপাশের সিসি ক্যামেরা লাগাতে পারেন।

23/07/2025

আপনারা হয়তো এই জায়গাটা আরো অনেক অনেক নাটকে দেখছেন।

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when পুতিন বাহিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পুতিন বাহিনী:

Share


Other Narsingdi media companies

Show All