সাইফুল ইসলাম

সাইফুল ইসলাম Digital creator

সত্যি কথা গুলো সবসময় বক্তৃতার মতো শোনায়,মিথ্যা গুলো শোনায় কবিতার মতো।
22/06/2025

সত্যি কথা গুলো সবসময় বক্তৃতার মতো শোনায়,মিথ্যা গুলো শোনায় কবিতার মতো।

✍️কখনো কখনো মনে হয়,একজন থাকা দরকার,খুব আপন-যার সামনে নির্ভয়ে নিজেকে প্রকাশ করা যাবে।যে মানুষটা আমার চুপ করে থাকা শুনবে,ভ...
07/06/2025

✍️কখনো কখনো মনে হয়,
একজন থাকা দরকার,খুব আপন-
যার সামনে নির্ভয়ে নিজেকে প্রকাশ করা যাবে।

যে মানুষটা আমার চুপ করে থাকা শুনবে,
ভাঙা কথাগুলো জোড়া লাগাবে হাত ধরে।
যে অভিমান বুঝবে চোখ দেখেই,
হেসে বলবে- “থাক না, আমি তো আছি।”

যে মানুষটা আমার দুঃস্বপ্নের রাতগুলোতে
চোখের জল মুছে দিবে পাশে বসে।
যে ভালোবাসবে শুধু সুখের জন্য নয়,
ভালোবাসবে ভাঙাচোরা আমাকেও।

একজন দরকার,
যার ভালোবাসায় কোনো শর্ত থাকবে না।
শুধু পাশে থাকবে- নিঃশর্ত ভাবে।

আসসালামু আলাইকুমএই ঈদে ছুটি নেই, তবু ক্লান্তি নেই, অভিযোগ নেই।কারণ, দেশের প্রতিটি নাগরিক যখন নিরাপদ, তখনই আমাদের ঈদের আন...
06/06/2025

আসসালামু আলাইকুম
এই ঈদে ছুটি নেই, তবু ক্লান্তি নেই, অভিযোগ নেই।
কারণ, দেশের প্রতিটি নাগরিক যখন নিরাপদ, তখনই আমাদের ঈদের আনন্দ পূর্ণতা পায়। সবাইকে ঈদ মোবারক ❤️

কখনো ভেবে দেখেছো কি, পৃথিবীতে এতো মানুষ থাকতেও একটা মানুষ তোমাকে খুব ভালোবাসে, তোমার সাথে কথা না বলতে পারলে ছটফট করে, তো...
05/06/2025

কখনো ভেবে দেখেছো কি, পৃথিবীতে এতো মানুষ থাকতেও একটা মানুষ তোমাকে খুব ভালোবাসে, তোমার সাথে কথা না বলতে পারলে ছটফট করে, তোমার সু- মিষ্টি কন্ঠ না শুনতে পেলে অস্থির হয়ে যায়, তোমায় না দেখতে পেলে পাগলামি করে,তোমার জন্য অপেক্ষা করে চোখের কোনে অশ্রু ঝরায়, তোমার সামান্য অভিমানে,,!! "
এগুলো কি শুধু শুধু করে?.??.
একটা মানুষ কতটা ভালোবাসলে তার ভিতরে এমন অনুভতি হতে পারে, তা আমার জানা নেই।।
প্রতিটি সম্পর্ক সুন্দর, প্রতিটি ভালোবাসা সুন্দর, যদি মানুষটা সঠিক হয়,,,❤️❤️(সাইফুল)

অভিমান সেখানে সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মুল্য দেই,,,অভিমান, আদুরে একটা শব্দ,, যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি...
03/06/2025

অভিমান সেখানে সুন্দর যেখানে প্রিয় মানুষটা অভিমানের মুল্য দেই,,,অভিমান, আদুরে একটা শব্দ,, যেখানে লুকিয়ে থাকে যত্নের খামতি আরও বেশি ভালোবাসা পাওয়ার বাহানা❤️মানুষ সবার উপরে রাগ করতে পারে,তবে সবার উপর অভিমান করতে পারে না!অভিমান হয় একান্তই নিজের মানুষের উপর,যার উপর অধিকার আছে🫶অধিকার বোধ থেকেই অভিমানের জন্ম হয়😌❤️
মানুষ তার সবচেয়ে কাছের কিংবা খুব শখের মানুষটার সাথেই অভিমান বেশি করে,,,অভিমান ঠিকঠাক বুঝতে হয়,,, যত্ন নিতে হয়,,,গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়,,,সেখানেই সম্পর্ক টা সুন্দর,,অভিমান সুন্দর

একে অপরের সাথে সুখী❤️😌সাইফুল

আমরা প্রত্যেকেই খুব বেশি কথা বলতে চাই  কিংবা দিনশেষে সমস্ত কিছু কারো না কারো কাছে মন খুলে বলতে চাই। কিন্তু সেটা সবার সাথ...
03/06/2025

আমরা প্রত্যেকেই খুব বেশি কথা বলতে চাই কিংবা দিনশেষে সমস্ত কিছু কারো না কারো কাছে মন খুলে বলতে চাই। কিন্তু সেটা সবার সাথে না।তার জন্য কিছু বিশেষ মানুষ লাগে, যে আমাদের কে শুনবে, বুঝবে, বুঝাবে, আগলে রাখবে কথা জমিয়ে রাখার বিশ্বস্ত সঙ্গী হবে।শুধু কথা বলে যে শান্তি পাওয়া যায় তা বোধ হয় পৃথিবীতে আর কোনো কিছুতে নেই।, 🫶🤌সাইফুল

জীবন তো কুড়ি বছর পর্যন্তই...তারপর শুধু যুদ্ধ –কখনো টিকে থাকার, কখনো ভালো থাকার,আবার কখনো শুধু অন্যের চোখে ভালো থাকার!সময়...
02/06/2025

জীবন তো কুড়ি বছর পর্যন্তই...
তারপর শুধু যুদ্ধ –
কখনো টিকে থাকার, কখনো ভালো থাকার,
আবার কখনো শুধু অন্যের চোখে ভালো থাকার!
সময়, সম্পর্ক, স্বপ্ন – সবই এক এক করে পরীক্ষার খাতায় দাঁড়ায়।
আর আমরা? যুদ্ধের সৈনিক হয়ে, কেবলই লড়ি...
কেউ জেতে, কেউ শুধু বাঁচে।

কে বলেছে জীবনে শুধু প্রেমিক প্রেমিকাই হতে হবে??এসব ছাড়াও আমাদের সবার লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কিছুক্ষণ একটু...
01/06/2025

কে বলেছে জীবনে শুধু প্রেমিক প্রেমিকাই হতে হবে??এসব ছাড়াও আমাদের সবার লাইফে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কিছুক্ষণ একটু মন খুলে কথা বললেই সমস্ত মন খারাপ এক নিমিষেই কোথায় যেন উধাও হয়ে যায়। সমস্ত ক্লান্তি যেন ভেনিস হয়ে যায় নিমিষেই। তাদের সাথে মনের সব কথা শেয়ার করলে মনে হয় জীবনের সমস্ত সমস্যা কেমন একাই সল্ভ হয়ে গেল। আমাদের জীবনে কোথা থেকে যেন এসব মানুষ গুলো হঠাৎ করে চলে আসে। এমন মানুষগুলো আমাদের জীবনে আসে এবং আমাদের জীবনকে কেমন যেন সুন্দর করে দেয়। হঠাৎ করেই তারা আমাদের জীবনে আসে। এই মানুষগুলো না একটা ম্যাজিসিয়ান হয়। তারা জানে কিভাবে আমাদের ঠোঁটের কোণে হাসি ফোটাতে হয়। মাঝেমধ্যে আমরা যখন সবকিছু হারিয়ে নিজেকে একা রাখতে শুরু করি আর ভাবি যে জীবনে কেউ হয়তো একজন থাকা দরকার,, ঠিক তখনই এই মানুষগুলো আমাদের জীবনে এসে পরে। তারা আমাদের মন বুঝতে শুরু করে দেই। আমাদের মন খারাপ,,আমাদের গোমরা মুখ এক নিমিষেই ঠিক করে দেয়। যদি তোমার জীবনে এমন মানুষ থাকে তবে কখনো তাকে হারিয়ে যেতে দিও না। যেভাবেই হোক না কেন তাকে তোমার জীবনে জায়গা দিও।

পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত !যারা সামান্য ভালোবাসা, আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হ...
01/06/2025

পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত !
যারা সামান্য ভালোবাসা, আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয় ! যাদের চাহিদা খুবই নগন্য, যারা অল্পতেই খুশি হয়, যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে, তারাই হয় পৃথিবীতে চরম অসুখী !

খেয়াল করে দেখবেন, আপনি যাকে পাশে পেলে, কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন, ঠিক সেই থাকবে আপনার ধরাছোঁয়ার বাইরে ! আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হোন, তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের ।

সামান্য ভালোবাসা, আদর যার চাহিদা, তার চাহিদা কখনোই পূরণ হয় না ! মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না ।

পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় ! যারা কেবল ভালোবাসা চায়, তারা ভালোবাসা পায় না । প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায়, ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন !

অথচ কেউ দেখে না, সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা, আঘাত– যন্ত্রণা সইতে সইতে সুনসান নীরবতায় হারিয়ে যায়, চোখের পলকে !

31/05/2025

কিছুক্ষণ রেস্টুরেন্ট পুরান ঢাকার ঐতিহ্যবাহী সূপ,,,,

31/05/2025

যে কহিল প্রেমে পড়িবার আগে ভাবা উচিৎ ছিলো,
সে কি জানে? ভেবে-চিন্তে ষড়যন্ত্র করা হয়, প্রেম নয়..!

Address

Narsingdi
Narsingdi
1650

Alerts

Be the first to know and let us send you an email when সাইফুল ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাইফুল ইসলাম:

Share