02/08/2025
জুলাই আগস্ট শহিদদের এক বছর পার হলেও হয় নাই কোন বিচার
মোঃ নিয়াজ মাসুদ নরসিংদী
জুলাই শহীদদের এক বছর পার হয়ে গেলও এখনো হত্যাকারীদের হয়নি কোন বিচার, আদও বিচার হবে কিনা নিরাশায় ভুকছেন শহীদ পরিবার । আজ শনিবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহিদদের সদস্যদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন।
শহিদদের, মায়েরা বলেন, একজন মায়ের কাছে সন্তান অমুল্যরতন, যার মুল্য পৃথিবীর সমস্ত সম্পদ মুল্যহীন।
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট, জুলাইয়ের মায়েরা নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু তাহের সামসুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটমোঃ মেহেদী হাছান পাটোয়ারীর সঞ্চালনায় জুলায় মায়েরা অনুষ্ঠানে জুলাই-আগস্ট বর্ষপতি উপলক্ষ্যে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন মাধ্যমে প্রামান্য চিত্র দেখানো হয়।
গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে পরিবারবর্গ স্মৃতিচারণ আন্দোলনের বিভিন্ন বিষয়ে আলোকপাত শেষে মোনাজাতে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য ও একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের জন্য দোয়া প্রার্থনা শেষে সমাপ্ত করা হয়।
শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নরসিংদী স্থানীয় সরকার উপ-পরিচালক মো: মনোয়ার হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা,নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম, নরসিংদী সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিক্যাল অফিসার ডাঃ তৃষা জাফরীন, শহীদ তাহমিদের বাবা , শহীদ আমজাদের মা, শহীদ ইমনের বাবা সহ অন্যান্যরা । এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম,জেলা মহিলা বিষয়ক অফিসার সেলিনা বেগম এবং জুলাই শহীদদের সদস্যরা