Rodela Bithi

Rodela Bithi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rodela Bithi, Video Creator, Narsingdi.

ফুল গাছে পানি দিতে নিয়ে যাচ্ছিলাম,এতে লাইট মারার কি আছে?🙄😒
11/01/2025

ফুল গাছে পানি দিতে নিয়ে যাচ্ছিলাম,
এতে লাইট মারার কি আছে?🙄😒

Need this in Bangladesh 🇧🇩 urgently 😂
04/01/2025

Need this in Bangladesh 🇧🇩 urgently 😂

Now waiting for squid game season 3 🙂
02/01/2025

Now waiting for squid game season 3 🙂

Squid Game কি শুধু একটা সিরিজ? নাকি শেখার মত অনেক কিছু আছে?অন্যদের কথা জানি না....তবে আমি এই সিরিজটা দেখি একটু ভিন্ন কার...
01/01/2025

Squid Game কি শুধু একটা সিরিজ? নাকি শেখার মত অনেক কিছু আছে?

অন্যদের কথা জানি না....
তবে আমি এই সিরিজটা দেখি একটু ভিন্ন কারনে!!!

আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন
এই সিরিজের যে গেমগুলো দেখানো হয়....

- হিউম্যান সাইকোলজির উপর চিন্তা করে বেশ জটিলভাবে ডিজাইন করা
- মানুষের আর্থিক/সামাজিক অবস্থানের সাপেক্ষে পরিবর্তন
- ইমোশনাল ইন্টেলিজেন্স (EQ) এর বেশ বড়সড় ভুমিকা
- লিডারশীপ, টিমওয়ার্ক, ট্রাস্ট, রিস্ক, নেটওয়ার্কিং এই স্কিলগুলো কিভাবে আপনাকে অনেক জটিল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে

চলেন আজকে এই সিরিজের গেমগুলোকে একটু অন্যভাবে দেখি...
কিছু জিনিস শিখি যেটা আমার আপনার ক্যারিয়ারের জন্য দারুন কিছু হতে পারে

🌟 Red Light, Green Light:
এই গেমটা সিরিজের ২টো সিজনেই আছে।
Green Light হলেই সামনে দৌড়তে হবে....
কিন্তু সিগন্যাল (Red Light!) আসলেই থেমে যেতে হবে।
এক মুহূর্তের অসাবধানতায় কেউ একটু নড়লেই—বিপদ।

👉 আমরা যখন ক্যারিয়ারে দৌড়াচ্ছি, তখন কখন থামতে হবে আর কখন এগিয়ে যেতে হবে—এটা বুঝতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ!
জীবনে শুধু ছুটে চললেই হবে না, মাঝে মাঝে থেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, নিজেকে প্রশ্ন করা অত্যন্ত জরুরী।

🌟Dalgona Candy:
একটা ক্যান্ডিতে শেপ দেয়া থাকবে... শেপটা খোদাই করে বের করে আনতে হবে।
যদি একটু ভুল হয়, সব শেষ!
শেষ মুহূর্তে আমাদের হিরো টিপিক্যাল ওয়েতে কাজ না করে....
ক্যান্ডিটা চাটতে শুরু করে....যাতে এটা পাতলা হয়ে যায়
আর খোদাই করা সহজ হয়ে পড়ে!!

👉 ফোকাস আপনার সবচেয়ে বড় বন্ধু...
আর সাহস হারানো যাবে না কোনভাবেই।
কখনো কখনো সমস্যার সমাধানের জন্য একটু 'আউট অফ দ্য বক্স' চিন্তা করতে হয় ✨

🌟Tug of War:
এটা আমাদের দেশের নরমাল দড়ি টানা খেলার মতই!
দুই টিমে ভাগ হয়ে খেলবে...
শুধু তফাত হলো এখানে হারলে বেচে ফিরে আসা কোন উপায় থাকবেনা!!!

👉 লাইফে বড় কিছু এচিভ করতে গেলে টিমওয়ার্ক ছাড়া অসম্ভব।
আর এই টিমওয়ার্ক ঘটবে বিশ্বাস আর নিজের জায়গা থেকে বেস্ট এফোর্ট দেয়ার মাধ্যমে

🌟Marbles:
আপনি অবশ্যই ছোট বেলায় মার্বেল খেলেছেন।
সেই গেমটাই এখানেও খেলবেন। কিন্তু টুইস্ট হলো...
গেমের শুরুতে আপনাকে একজন পার্টনার সিলেক্ট করতে বলে...
আপনি হয়ত ভেবে বসে আছেন আপনি তার সাথে খেলবেন...মোটেই না!!
আপনাকে খেলতে হবে তার বিপক্ষে...অর্থাৎ যেকোন একজন জিতবে!!
আরেকজনকে হারতেই হবে!!

👉 ক্যারিয়ারে কিছু কিছু জায়গায় আপনাকে আপনার ইমোশনকে সরিয়ে রেখে লজিক্যাল ডিসিশন নিতে হবে। হয়ত সেই ডিসিশন আপনার নিজেরও পছন্দ নাইই হতে পারে।

🌟 Glass Bridge:
আপনার সামনে কাচের সেতু। এই সেতুর কিছু গ্লাসে পা রাখলেই ভেংগে যাবে...
আবার কিছু গ্লাসে পা রাখলে অন্যদের চেয়ে এগিয়ে যাবেন...

নিয়ম হলো:
যে আগে পৌছাবে সে বেশি টাকা পাবে... যে পরে সে কম
সমস্যা হলো:
যে আগে যাবে সে কিন্তু কোন হিন্ট পাবে না....
অপরদিকে যে পরে যাবে সে অন্যদের পরে যাওয়া দেখে বেটার ডিসিশন নিতে পারবে

রিস্ক বেশী > রিওয়ার্ড বেশী
রিস্ক কম > রিওয়ার্ড কম

👉 আপনার ক্যারিয়ার বা লাইফটাও অনেকটা এমন।
বুঝে শুনে ক্যালকুলেটেড রিস্ক নিতে পারলে অনেক কিছুই এচিভ করা সম্ভব।
অন্যদের ভুল থেকে শেখার চেষ্টা করুন...দেখবেন বেটার ডিসিশন নিতে পারবেন।
আবার চিন্তা ভাবনা ছাড়া যদি রিস্ক নেন তাহলে বিপদের পড়ার সুযোগই বেশী!!

🌟 Six Legs:
সিজন ২ এর নতুন গেম এটা।
একসাথে ৫ জনের পা বাধা থাকবে এক টিমে!
সামনে থাকবে ৫ টা মিনিগেম। এই গেমগুলো খেলবে টিমের সবাই মিলে
একজন একটা গেমই খেলতে পারবে!
তারমানে সবাইকে খুব বুঝে শুনে নিজের জন্য একটা গেম বাছাই করতে হবে।
একজন না পারলে পুরো টিম শেষ!!!

👉এই গেমের সাথে আমি লীডারশিপের বেশ ভালো একটা মিল খুজে পাই।
আপনি যদি সঠিক জায়গায় সঠিক লোককে বসাতে না পারেন...
দিনশেষে সেই একজন আপনার পুরো টিম এফোর্টকে নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট!!
তাই টিম মেম্বার নেয়া এবং তার এবিলিটি অনুযায়ী কাজ ঠিক করে দিতে পারাটা খুবই গুরত্বপূর্ণ!

🌟 Mingle:
সব প্লেয়াররা একটা রুমে জড়ো হয়েছে...
মাইকে একটা নম্বর ঘোষণা করা হবে।
সেই নম্বর অনুযায়ী আশে পাশের লোকজন নিয়ে আপনাকে একটা গ্রুপ বানিয়ে ফেলতে হবে...
এরপর সেই গ্রুপসহ দৌড়ে রুমে ঢুকে যেতে হবে সময় শেষ হবার আগেই!!

ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো ধরেন ১ম রাউন্ডে নাম্বার উঠলো ৬!!
আপনি ৬ জন নিয়ে খুশি মনে একটা রুমে চলে গেলেন!
পরের রাউন্ডে উঠলো ৩!!...আপনি এখন কোন ৩ জনকে বাদ দিবেন?
খুব কঠিন হয়ে গেলো না ব্যাপারটা? কিভাবে ডিসিশন নিবেন?

👉আপনি কতটা ফ্লেক্সিবল, নেটওয়ার্কিং কেমন করতে পারেন, যেকোন ধরনের সিচুয়েশন ডিল করার মত এডাপ্টিভ কিনা এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই গেমটিতে। এবং ক্যারিয়ারে ভালো কিছু করতে গেলেও এই সফট স্কিলগুলোর বিকল্প নেই।

সিজন ১ আর ২ মিলিয়ে এই গেমগুলোই এই পর্যন্ত বের হয়েছে।
প্রত্যেকটা গেম খুবই ব্রিলিয়ান্টভাবে ডিজাইন করা হয়েছে।

লার্নিং চাইলে যেকোন জায়গা থেকেই নেয় যায়।

সবাই তো শুধু বিনোদন নিচ্ছে...
আপনি কি নিবেন সেটা একান্তই আপনার ব্যাপার 😉

Don't ask anything at all 🙂🫤
28/12/2024

Don't ask anything at all 🙂🫤

,, মুভিটা কিন্তু সেই😩💜💜
20/12/2024

,, মুভিটা কিন্তু সেই😩
💜💜

Bruhhhh🤣🤣🤣
18/12/2024

Bruhhhh🤣🤣🤣

প্রতিশোধ, প্রেম, এবং টাইম ট্রাভেল-এর মিশ্রণে তৈরি কোরিয়ান ড্রামা  Marry My Husband (2024) । এটি একটি জনপ্রিয় ওয়েব নোভ...
17/12/2024

প্রতিশোধ, প্রেম, এবং টাইম ট্রাভেল-এর মিশ্রণে তৈরি কোরিয়ান ড্রামা Marry My Husband (2024) । এটি একটি জনপ্রিয় ওয়েব নোভেল উপর ভিত্তি করে নির্মিত, যেখানে নায়িকা কাং জি-উন তার স্বামী এবং সেরা বন্ধুর বিশ্বাসঘাতকতার শিকার হন। তার মৃত্যুর পরে, তিনি দশ বছর আগের জীবনে ফিরে যান এবং তার জীবন নতুন করে গড়ার প্রতিজ্ঞা করেন।

ড্রামাটি শুধুমাত্র প্রতিশোধের গল্প নয়; এটি নতুন আশা খুঁজে পাওয়া এবং নিজের অধিকার পুনরুদ্ধারের এক অনন্য গল্প। যারা আবেগঘন ও জটিল গল্প ভালোবাসেন তাদের জন্য এটি অবশ্যই দেখার মতো।

K-Drama : Marry My Husband (2024)

🥲
17/12/2024

🥲

"Vincenzo"এর মতো দেখতে সুন্দর,লম্বা,উচ্চ শিক্ষিত,বড়লোক মাফিয়া কি সত্যিকার দুনিয়ায় রিয়েল লাইফে exist করে?🥹
16/12/2024

"Vincenzo"এর মতো দেখতে সুন্দর,লম্বা,উচ্চ শিক্ষিত,বড়লোক মাফিয়া কি সত্যিকার দুনিয়ায় রিয়েল লাইফে exist করে?🥹

ফেসবুকে ফটো আপলোড দেওয়ার পর quality ফুচক হইয়া যায়।🙂
16/12/2024

ফেসবুকে ফটো আপলোড দেওয়ার পর quality ফুচক হইয়া যায়।🙂

_ Maybe in another world , I'll find you again<      💔💔💔
14/12/2024

_ Maybe in another world , I'll find you again<


💔💔💔

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rodela Bithi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category