RH HASAN

RH HASAN Assalamu-aliqum !
*সৌন্দর্য সময়ের সাথে ফুরন্ত
উত্তম চরিত্র অফুরন্ত।। 💕❣️
(3)

এই ভালোবাসা সিনেমা এবং গল্প কে হার মানায়। ভদ্রলোকের নাম আকরাম আবুবকর। তিনি একজন ফিলিস্তিনের মুক্তি যুদ্ধা। যাকে ইসরাইল ...
21/10/2025

এই ভালোবাসা সিনেমা এবং গল্প কে হার মানায়। ভদ্রলোকের নাম আকরাম আবুবকর। তিনি একজন ফিলিস্তিনের মুক্তি যুদ্ধা। যাকে ইসরাইল যাবত জীবন কাড়াদন্ড ঘোষণা করে। জেলখানায় বন্দী হওয়ার পর স্ত্রী কে তালাক দেন এই জন্য স্তীর জীবন যাতে নষ্ট না হয়। স্ত্রী কে মুক্ত জীবন যাপন করার জন্য বলেন। কিন্তু স্ত্রীর ভালবাসা আরো শক্তিশালী। দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করছে। এই অপেক্ষা মৃত্যুর আগ পর্যন্ত হতো। স্ত্রী জীবনে আর বিয়ে করেননি বরং ভালবাসা আরো শক্তিশালী হয়েছে। যুদ্ধ বিরতির পর আকরাম আবুবকরের নাম দেখতে পেয়ে কায়রুতে হাজির হন স্বামী কে আনতে। দীর্ঘ ২৩ বছর দুইজনের দেখা হয়। ছোট্ট করে আয়োজন করে আবার বিয়ে করেন দুইজন।
যা ছিল এক মহা ভালোবাসার দৃষ্টান্ত।
কি উপমা দিবো তাদের জানান আপানারা।
RH HASAN

পৃথিবীতে প্রত্যেক সৃষ্টি ই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে আমার আপনার কাছে সব সৃষ্টি গুরুত্বপূর্ণ নয় ততক্ষণ...
20/10/2025

পৃথিবীতে প্রত্যেক সৃষ্টি ই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে আমার আপনার কাছে সব সৃষ্টি গুরুত্বপূর্ণ নয় ততক্ষণ পর্যন্ত প্রয়োজন না পরে।
ঠিক তেমনি এক জন মানুষ সবার কাছে যোগ্য হয়ে ওঠতে পারে না। কিন্তু আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। যার কাছ থেকে আপনি গুরুত্বহীন বলে অযোগ্য ঘোষণা করেছে। অপর একজন আপনার জন্য মহা আয়োজন করে রেখেছেন ।
যোগ্য, গুরুত্বপূর্ণ বিবেচনা মূলত সময় এবং অবস্থানে। তাই যোগ্য ও গুরুত্বপূর্ণ বিবেচনার জন্য সময় এবং স্থান পরিবর্তন করেন।‌
সুতরাং নিজেকে কখনও অযোগ্য ও গুরুত্বহীন ভাবার অবকাশ নেই।
RH HASAN

ফুল দিয়ে ভুল 🌹কেউ গোলাপে মুগ্ধ,🌹 লালচে আনন্দে নাচেআবার কেউ গোলাপের কাঁটার বিদ্ধ , বাস্তবতায় বাঁচে।আমি অধম এগুলো দেখতে ...
19/10/2025

ফুল দিয়ে ভুল 🌹
কেউ গোলাপে মুগ্ধ,🌹 লালচে আনন্দে নাচে
আবার কেউ গোলাপের কাঁটার বিদ্ধ , বাস্তবতায় বাঁচে।
আমি অধম এগুলো দেখতে দেখতে তৃক্ত ,
রবের প্রেমে মজে হতে চাই বৃদ্ধ।

চট্টগ্রামে সি ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট এবং সশস্ত্র বাহিনী আগুন নিভাতে কাজ করছে।
16/10/2025

চট্টগ্রামে সি ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট এবং সশস্ত্র বাহিনী আগুন নিভাতে কাজ করছে।

 #চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ও...
16/10/2025

#চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবিরের মো. ইব্রাহিম হোসেন ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব। অন্যদিকে এজিএস (সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান।

*এই ভূমিধস জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৪৪ বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল 'সম্প্রীতির শিক্ষার্থী জোট'-এর প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৬টি পদের মধ্যে মোট ২৪টি পদে নির্বাচিত হয়েছেন।

*এর বাইরে এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের প্যানেলের আইয়ুবুর রহমান জয় পেয়েছেন।

*আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আমার কাকু খাবর সিলেক্ট নিয়ে বিপাকে পড়েছেন।কাচ্চি স্টার নরসিংদী।  আজকে ট্রিট দিলেন ।
12/10/2025

আমার কাকু খাবর সিলেক্ট নিয়ে বিপাকে পড়েছেন।
কাচ্চি স্টার নরসিংদী। আজকে ট্রিট দিলেন ।

**অপরাধীর বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।তারা তাজুল ইসলামের মতো একজন অকুতোভয়, সৎ, দক্ষ, নির্ভিক ও দুঃসাহসী আইনজীবী উপহ...
11/10/2025

**অপরাধীর বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
তারা তাজুল ইসলামের মতো একজন অকুতোভয়, সৎ, দক্ষ, নির্ভিক ও দুঃসাহসী আইনজীবী উপহার দিতে পেরেছে। যার আর্গুমেন্ট শুনে একজন বিচারক তাকে স্যার বলে সম্বোধন করতে বাধ্য হয়। তিনি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর। হাসিনার আমলে যিনি ছিলেন একই আদালতে জামায়াত নেতাদের আইনজীবী। এই আদালত আজ ওয়াকারের দক্ষিণহস্তখ্যাত বর্তমান ও সাবেক ২৫ সেনা অফিসারের বিরুদ্ধে চার্জ গঠন করেছে। ২২ অক্টোবরের মধ্যে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। ওয়াকার তাদেরকে বাঁচাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে অবশেষে ব্যর্থ হলো। ওয়াকার নিশ্চয়ই এখন চোখে সরিষার ফুল দেখছেন। অদৃশ্য ফাঁসির রশি তার চোখের সামনে ভাসছে। এই চার্জ গঠনের মাধ্যমেই গুম খুনের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো বাংলাদেশে। গোটা দুনিয়ায় এ ঘটনায় তোলপাড় শুরু হলেও বাংলাদেশের মিডিয়াগুলো একেবারেই চুপ। শোকে যেনো ওরা বিহ্বল হয়ে পড়েছে। কোনো সাড়া নেই মিডিয়ায়। বামপাড়ায় পড়েছে শোকের মাতম। আশা করছি, নতুন দিগন্তের পথে বাংলাদেশ আজ পা বাড়ালো। পিলখানা হত্যাকান্ডের বিচারের কাজও একদিন শুরু হবে বলে আমরা আশা করছি।

© Dr-Md Kamruzzaman
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সামরিক বাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, তার মধ্যে ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। একজন পালিয়েছে।

তবে একজন এখনো লাপাত্তা। সেনাবাহিনীর দৃষ্টিতে, মেজর জেনারেল কবীর আহাম্মদ কর্মস্থলে ‘অবৈধভাবে’ অনুপস্থিত।

সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক মিলিয়ে মোট ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হলেও চাকরিরত ১৫ জনকে হেফাজতে রাখা হয়েছে।

লাপাত্তা একজনের বাইরে আটজন সামরিক বাহিনী থেকে এরই মধ্যে অবসর নিয়েছেন। একজন রয়েছেন অবসরের প্রক্রিয়ায়।

আজ শনিবার বিকেলে সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, 'গুম কমিশন করা হয়েছে। ...আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি। সেনাবাহিনী বিচারের পক্ষে। ইনসাফের সঙ্গে কোনো কপ্রোমাইজ হবে না।'

সূত্র:TBS, প্রথম আলো

 #বাংলাদেশ ফুটবল ফেডারেশন  #খোলা চিঠি।হামজারে খুঁজে বের করে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসার পুরো ক্রেডিট একদল ক্রেজি ফুটবল ফ্...
09/10/2025

#বাংলাদেশ ফুটবল ফেডারেশন
#খোলা চিঠি।
হামজারে খুঁজে বের করে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসার পুরো ক্রেডিট একদল ক্রেজি ফুটবল ফ্যান পোলাপানের। যখন বাংলাদেশের ফুটবল দেখতো না, জামাল ভূঁইয়া বারবার বলতো আপনারা মাঠে আসেন খেলা দেখেন, আমাদের সাপোর্ট করেন।তখন থেকে দিনরাত ঘুম হারাম করে এরা এসব কাজ করে গেছে। হামজা আসার কারণে বাকিরা আসছে, কিন্তু এদেরকেও খুঁজে বের করছে এই ফুটবল ফ্যানরাই। বাফুফে জাস্ট ফর্মমালিটিস মেন্টেইন করছে সেটাও নিজেদের লাভের জন্য।

এরপর কত নোংরামি করলো, যাদের কারণে গ্যালারি ফুল তাদেরকে টিকেট না দিয়ে টিকেট দেয়া হইলো সব বাগছাসের পোলাপানদের।

নোংরামি করা হলো ফাহমিদুলকে নিয়ে। এই ছেলেরে পরে ফিরিয়ে আনার জন্য আবার বিভিন্ন প্রোগ্রাম করা হলো, আন্দোলন করা হলো, কারা করলো? ওই ফুটবল ফ্যানরাই নিজের পকেটের টাকা খরচ করে।

আজকে চরম নোংরামি করা হলো স্কোয়াড নিয়ে! ফাহমিদুল, জামাল, সামিত সোমের মত পরীক্ষিত প্লেয়ার বসাই রেখে নামানো হলো বসুন্ধরা গ্রুপকে। মূলত যাদের খেলা দেখার জন্যেই এত ক্রেজ, এত আয়োজন তারা নাই!

বাংলাদেশর ফুটবল ফ্যানরা দিনের পর দিন পরিশ্রম করেছে, মানুষকে ফুটবলমুখী করেছে।

পৃথিবীতে এমন কোন দেশ আছে যাদের ফুটবল ফ্যানরা ফুটবলকে দাঁড় করানোর জন্য এরকম লড়াই করে? বাংলাদেশের ফ্যানরা করেছে।

এদের শ্রম, এদের ত্যাগ নিজের চোখে দেখেছি।

ম্যাচটা হয়তো আমরা স্কোর লাইনের হিসেবে শুধু হারিনি, আমরা আগেই সিন্ডিকেটের কাছে হেরে গেছি। জায়ান, সামিত, ফাহমিদুল, জামালদের শুরুতে নামাইলে এই ম্যাচটা নিশ্চিত জিততাম।

এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। এসব নোংরামি বাদ দেন। নাইলে ফুটবল নিয়ে যে আমেজ সৃষ্টি হইসে, যাদের কারণে সৃষ্টি হইসে এরা মুখ ফিরিয়ে নিলে সবকিছু আবার আগের জায়গায় না শুধু আরো নিচে নেমে যাবে।

09/10/2025

#হাজমা #গোল

কে এই ওমর ইয়াগি  ়ানেস_ইয়াগি৯ ফেব্রুয়ারী, ১৯৬৫ (বয়স ৬০)ফিলিস্তিনের বাস্তুহারা পরিবার আশ্রয় নেয় জর্ডান। বাবার কথায়...
09/10/2025

কে এই ওমর ইয়াগি

়ানেস_ইয়াগি
৯ ফেব্রুয়ারী, ১৯৬৫ (বয়স ৬০)
ফিলিস্তিনের বাস্তুহারা পরিবার আশ্রয় নেয় জর্ডান। বাবার কথায় সেখান থেকে পারি জমায় মার্কিন যুক্তরাষ্ট্রে। ঐসময় তার বয়স ছিল ১৫ বছর।
মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেন নতুন জীবনের সূচনা।
বর্তমান যে যে দেশের নাগরিকত্ব রয়েছে --
ফিলিস্তিন, জর্ডান, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র।
*পড়ালেখা
যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি হাডসন ভ্যালি কমিউনিটি কলেজে ক্লাস শুরু করেন এবং পরে অ্যালবানির স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক- এ স্থানান্তরিত হন, যেখানে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি আরবানা-চ্যাম্পেইনের ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াশোনা করেন এবং ১৯৯০ সালে ওয়াল্টার জি. ক্লেম্পেরারের নির্দেশনায় পিএইচডি অর্জন করেন ।
**শিক্ষা প্রতিষ্ঠান
ইয়াগি তার শিক্ষাজীবন শুরু করেন অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে (১৯৯২-১৯৯৮)। এরপর তিনি মিশিগান বিশ্ববিদ্যালয়ে রবার্ট ডব্লিউ. প্যারি রসায়নের অধ্যাপক হিসেবে (১৯৯৯-২০০৬) দায়িত্ব পালন করেন।
এরপর ক্রিস্টোফার এস. ফুট রসায়নের অধ্যাপক হিসেবে এবং লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভৌত বিজ্ঞানের আরভিং এবং জিন স্টোন চেয়ার হিসেবে (২০০৭-২০১২) দায়িত্ব পালন করেন।

২০১২ সালে, তিনি বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চলে আসেন , যেখানে তিনি জেমস এবং নীলজে ট্রেটার রসায়ন বিভাগের অধ্যাপক। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরিতে মলিকুলার ফাউন্ড্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বার্কলে গ্লোবাল সায়েন্স ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক এবং কাভলি এনার্জি ন্যানোসায়েন্সেস ইনস্টিটিউটের সহ-পরিচালক , যা ইউসি বার্কলে এবং লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির মধ্যে একটি অংশীদারিত্ব। তিনি ক্যালিফোর্নিয়া রিসার্চ অ্যালায়েন্স বাই বিএএসএফ এবং বাকার ইনস্টিটিউট অফ ডিজিটাল ম্যাটেরিয়ালস ফর দ্য প্ল্যানেটের সহ-পরিচালনাও করেন ।

২০২৫ সালে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রিজেন্টস ইয়াঘিকে বিশ্ববিদ্যালয় অধ্যাপক পদে উন্নীত করে, যা সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মানের পণ্ডিতদের জন্য সংরক্ষিত সিস্টেমের সর্বোচ্চ সম্মান।
***অন্যান্য পুরষ্কার
1.নিউকম্ব ক্লিভল্যান্ড পুরস্কার (২০০৭)
2.শতবর্ষ পুরষ্কার (২০১০)
3.কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (২০১৫)
4.মুস্তাফা পুরস্কার (২০১৫)
5.আলবার্ট আইনস্টাইন বিশ্ব বিজ্ঞান পুরস্কার (২০১৭) বেসিক সায়েন্সেসে
6.বিবিভিএ ফাউন্ডেশন ফ্রন্টিয়ার্স অফ নলেজ পুরস্কার (২০১৮)
7.রসায়নে উলফ পুরস্কার (২০১৮)
8.জলের জন্য প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ 9.আন্তর্জাতিক পুরস্কার (২০১৮) শক্তির জন্য
10.ইএনআই পুরস্কার (২০১৮)
11.গ্রেগরি আমিনফ পুরস্কার (২০১৯)
12.ভিনফিউচার পুরস্কার (২০২১)
13.উইলহেম এক্সনার পদক (২০২৩)
14.ট্যাং পুরস্কার (২০২৪)
15.বালজান পুরস্কার (২০২৪)
16.ভন হিপ্পেল পুরস্কার (২০২৫)
17. #রসায়নে নোবেল পুরস্কার (২০২৫)
আরো...
ওনার জীবন জোরে এই বীরত্বগাঁথা পুরষ্কার।
সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করলাম।
RH HASAN

বিসিবি নির্বাচনে অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। আজ রাজধানীর লেকশোর হোটেলে ক...
08/10/2025

বিসিবি নির্বাচনে অংশ নিলে জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের।

আজ রাজধানীর লেকশোর হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

আপনার এই কথার সাথে সবাই একমত। কিন্তু একটু সমস্যা আছে।
সমস্যা আলোচনা করি, তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের এই পর্যন্ত বেস্ট ব্যাটসম্যান কোনো সন্দেহ নেই। নিদাহাসে যা দেখিয়েছেন তাও দেশের মানুষের মনে আছে। বিশ্ব ক্রিকেটের মধ্যে আপনার নাম ডাক আছে সবাই জানে।
ক্রিকেট বিশ্বের যারা রাজত্ব দিয়েছেন একটা সময় খেলা থেকে অব্যহতি নিয়ে দেশের কাজে মনোনিবেশ করতে দেখা গেছে। যেমন, ভারতের ক্রিকেটার, সচিন টেন্ডুলকার চাইলেই বর্তমান বিজেপির ভালো নেতা হতে পারতেন কিন্তু তা করেন নি। খেলোয়াড়দের দেশ ও দেশের বাহিরে জনপ্রিয়তা আছে। এই জনপ্রিয়তার ফলে ইমরান খান প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আমাদের দেশের খেলোয়াড় সাকিব, মাশরাফি, তামিম দেশের মানুষের জন্য নতুন কিছু করতে পারতেন। কিন্তু তারা তা করেনি মাশরাফি, সাকিব, পথেই হেঁটেছেন। তামিম ইকবাল বিসিবির নির্বাচন নিয়ে বিএনপির ইসরাক হোসেন কে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন। এই থেকে বুঝা যায় আপনাদের দেশের জন্য কিছু করার নয় সারা বছর টাকা এবং ক্ষমতার মোহে কাটিয়েছেন। দেশের মানুষ কি ব্যাক্তি তামিম ইকবাল কে চিনেন না? তাহলে কেন অন্য একজন একটা দলের লোক এনে হুমকি ধামকি দিয়ে নির্বাচনে যেতে হবে। আপানাদের ভিতরে সৎ সাহস নেই, যার জন্য এই অবস্থা। নিজের সম্মান নিজেই ধূলায় মিশাচ্ছেন।
RH HASAN

তোমাকে দেখিয়াছি যতোবার স্রোতে হারিয়েছি বার বার।।।
10/02/2025

তোমাকে দেখিয়াছি যতোবার
স্রোতে হারিয়েছি বার বার।।।

Address

Narsingdi
West Bangla
1620

Opening Hours

Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801754317634

Website

Alerts

Be the first to know and let us send you an email when RH HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share