09/10/2025
#বাংলাদেশ ফুটবল ফেডারেশন
#খোলা চিঠি।
হামজারে খুঁজে বের করে বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসার পুরো ক্রেডিট একদল ক্রেজি ফুটবল ফ্যান পোলাপানের। যখন বাংলাদেশের ফুটবল দেখতো না, জামাল ভূঁইয়া বারবার বলতো আপনারা মাঠে আসেন খেলা দেখেন, আমাদের সাপোর্ট করেন।তখন থেকে দিনরাত ঘুম হারাম করে এরা এসব কাজ করে গেছে। হামজা আসার কারণে বাকিরা আসছে, কিন্তু এদেরকেও খুঁজে বের করছে এই ফুটবল ফ্যানরাই। বাফুফে জাস্ট ফর্মমালিটিস মেন্টেইন করছে সেটাও নিজেদের লাভের জন্য।
এরপর কত নোংরামি করলো, যাদের কারণে গ্যালারি ফুল তাদেরকে টিকেট না দিয়ে টিকেট দেয়া হইলো সব বাগছাসের পোলাপানদের।
নোংরামি করা হলো ফাহমিদুলকে নিয়ে। এই ছেলেরে পরে ফিরিয়ে আনার জন্য আবার বিভিন্ন প্রোগ্রাম করা হলো, আন্দোলন করা হলো, কারা করলো? ওই ফুটবল ফ্যানরাই নিজের পকেটের টাকা খরচ করে।
আজকে চরম নোংরামি করা হলো স্কোয়াড নিয়ে! ফাহমিদুল, জামাল, সামিত সোমের মত পরীক্ষিত প্লেয়ার বসাই রেখে নামানো হলো বসুন্ধরা গ্রুপকে। মূলত যাদের খেলা দেখার জন্যেই এত ক্রেজ, এত আয়োজন তারা নাই!
বাংলাদেশর ফুটবল ফ্যানরা দিনের পর দিন পরিশ্রম করেছে, মানুষকে ফুটবলমুখী করেছে।
পৃথিবীতে এমন কোন দেশ আছে যাদের ফুটবল ফ্যানরা ফুটবলকে দাঁড় করানোর জন্য এরকম লড়াই করে? বাংলাদেশের ফ্যানরা করেছে।
এদের শ্রম, এদের ত্যাগ নিজের চোখে দেখেছি।
ম্যাচটা হয়তো আমরা স্কোর লাইনের হিসেবে শুধু হারিনি, আমরা আগেই সিন্ডিকেটের কাছে হেরে গেছি। জায়ান, সামিত, ফাহমিদুল, জামালদের শুরুতে নামাইলে এই ম্যাচটা নিশ্চিত জিততাম।
এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। এসব নোংরামি বাদ দেন। নাইলে ফুটবল নিয়ে যে আমেজ সৃষ্টি হইসে, যাদের কারণে সৃষ্টি হইসে এরা মুখ ফিরিয়ে নিলে সবকিছু আবার আগের জায়গায় না শুধু আরো নিচে নেমে যাবে।