সখের-𝐃𝐢𝐚𝐫𝐲

  • Home
  • সখের-𝐃𝐢𝐚𝐫𝐲

সখের-𝐃𝐢𝐚𝐫𝐲 Best friend ��

16/11/2025

_যদি একতরফা হতো, তাহলেও মানিয়ে নিতাম কিন্তু ভালোবাসি কথাটা সেও বলেছিলো..!💔😅

09/11/2025

ফাঁসির মঞ্চে দাঁড়ানো কালো কাপড়ের মুখোশ পরা মৃত্যুমুখী মানুষটি কখনো আর পৃথিবী দেখতে পায় না। তেমনি করে তোমাকেও আমার দেখা হয়নি..!তুমি আছো বিষণ্ণতায়

14/09/2025

তুমি ‘থাকবো’ বলে এমন ভাবে থাকো
যেনো মনে হয়; আকাশ মাটিকে বলছে; আমি আছি, আজীবন তোমাকে ছুঁয়ে!
তুমি ‘ভালোবাসি’ এমন ভাবে বলো
যেনো মনে হয়; “আমাকে আর ভালোবাসো না!”

07/07/2025

"ভিক্ষুক দুইবার চাইলে মুখ ফিরিয়ে নেয়,
আমি তো আজও মুখ ফিরাতে
পারিনি
কারণ, আমি তোমাকে চাইনি,
আমি তোমাকেই চেয়েছি!"

05/07/2025

মূল্য হারানোর চেয়ে স্থান ত্যাগ করা শ্রেয় 😅

28/06/2025

পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নাই, আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে সম্পর্ক নাই☺️

24/06/2025

নীরবতার পাশে আমি

তুমি আজ চুপ, বলা হয় না কিছু,
হৃদয়টা কাঁদে, জমে ওঠে গুঞ্জন-রাতের পিছু।
তোমার সেই হেসে ওঠা, মিষ্টি বাক্যভরা দিন,
সব যেন এখন নিঃশব্দ, বেদনাতে ভীষণ বিনিম।

তোমার না বলা কথাগুলো বাজে মনে,
ভালোবাসা বুঝি আজ হারিয়ে গেছে কোন বাঁকে!
তবুও আমি বসে থাকি, আশায় বাঁচি তবু,
হয়তো একদিন বলবে তুমি— “রাগ করিনি, ভালোবাসি শুধু।”

31/05/2025

friendship is no more ❤️‍🩹

31/05/2025

পাশে থাকলেই কাছে থাকা হয় না।
মীর জাফরও সিরাজউদ্দৌলার পাশেই
ছিলো।
স্বার্থ দিয়ে গড়া সম্পর্ক।
স্বার্থ দিয়েই শেষ হয়।
নিজের স্বার্থের জন্য মানুষ কিসব করতে পারে কিছু মানুষ জীবনে না আসলে বুজতেই পারতাম না। এই দুনিয়ায় কেউ কারো আপন না। এক সেকেন্ডে ভুলে যাবে, আবার হঠাৎ স্বার্থেরটানে তার আগমন। স্বার্থ শেষ সম্পর্ক শেষ।

31/05/2025

কিছু কথা না যানাই ভালো ছিল যেনে মনে হয় বেশি ক্ষতি হয়ে গেলো 🤣

#0.2a

10/05/2025

তুমি আমার সাথে যেমন আমি ও তোমার সাথে তেমন 🥱🥱

19/04/2025

সেদিন বিচ্ছেদ হয়নি-তোমার ইচ্ছে পূরণ হয়েছিলো"আর আমার হয়েছিলো ধ্বংস.!☺️💔🥀

Address


Telephone

+8801912544725

Website

Alerts

Be the first to know and let us send you an email when সখের-𝐃𝐢𝐚𝐫𝐲 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সখের-𝐃𝐢𝐚𝐫𝐲:

  • Want your business to be the top-listed Media Company?

Share