02/04/2025
মোহাম্মদ ইউসুফ এর ওয়াল থেকে: বরবাদ Review!
★ বরবাদের একদম সাচ্চা অনেস্ট রিভিউঃ
✅ বরবাদ একটি পয়সা উসুল মুভি। (অবশ্য পয়সা নিজের না হলে উসুলের হিসাব একটু আলাদা)
✅ বরবাদ একটি সময় উসুল মুভি। (অর্থাৎ, এই সময়টা অন্য কোথাও নষ্ট করার দরকার পড়বে না)
✅ বরবাদ একটি মাথা নষ্ট মুভি। (কিন্তু সেই মাথা নষ্ট হওয়াটা পজিটিভ সেন্সে)
✅ বরবাদ একটি হৃদয়স্পর্শী মুভি। (তবে হৃদয়ের কোন অংশে স্পর্শ করবে, সেটা নির্ভর করছে আপনার এক্সপেরিয়েন্সের ওপর)
★ কিছু টেকনিক্যাল আলোচনা (নাকি আর্টিস্টিক?):
🎵 গানগুলো আহামরি লাগেনি, কিন্তু হলে বসে শুনলে ইয়ারফোনের গান থেকে ভালো লাগতে পারে।
🔥 অ্যাকশন সিকোয়েন্সগুলো একদম চোস্ত! (কিছু জায়গায় মনে হতে পারে, শাকিব খান নাকি জন উইক!)
😎 শাকিবের সোয়াগ নিয়ে কোনো কথা হবে না! (ভাই, এখনো বুঝতে পারছেন না, শাকিব মানেই স্টাইল?)
🥰 ইধিকা পালের কিউটনেস অতি মাত্রায় চোস্ত! (শুধু কিউট বললে কম বলা হবে, ওনার চাহনি দিয়ে একবারে মার ডাল্লা! যাক, বেশি কিছু বলা গেল না। বউ দেখলে মাইন্ড করবে 🙂)
🎭 যিশুকে আরও স্ক্রিন টাইম দিলে ভালো লাগত। (কারণ, শিরায় শিরায় রক্ত, আমি যিশুর ভক্ত!)
🎥 সিনেমাটোগ্রাফি লা-জওয়াব! (ক্যামেরার কাজ এত ভালো যে, মাঝে মাঝে মনে হবে পরিচালক নিজেই ক্যামেরার মধ্যে ঢুকে গেছেন!)
📖 গল্পের গাথুনি আরেকটু স্ট্রং হলে মুভিটা মাস্টারপিস হতে পারত। (কিছু জায়গায় গল্প একটু ডগমগ করে, কিন্তু হু কেয়ারস?)
★ পারসোনাল এক্সপেরিয়েন্সঃ
❤️ মুভি দেখে বউ খুশি। (এই লাইনে কোনো ফাঁকি নেই, এটা অতি গুরুত্বপূর্ণ রিভিউ পয়েন্ট!)
😎 মুভি দেখে আমিও খুশি। (কারণ, মুভি দেখে বউ খুশি!)
★ কিছু তুলনা-টুলনা দিইঃ
🌀 তুফানের চেয়ে বরবাদ ফার ব্যাটার। (এই ব্যাপারে তর্ক করা নিষিদ্ধ। কেউ অযথা ত্যানা প্যাচালে অগ্রিম রিপ্লাইটা কী দেব বলে দিচ্ছি-"আপনার মহামূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂"
🎬 রাফির চেয়ে মেহেদী হাসানের ডিরেকশন বেশি পোক্ত। (ডিরেক্টর রাফি এই পোস্ট দেখলে মন খারাপ করতে পারেন! ভাই, "তান্ডব" আমি ফার্স্ট ডে না হলেও সেকেন্ড ডে ফার্স্ট শো দেখব, কথা দিলাম।)
💰 বাজেটের প্রোপার ইউটিলাইজেশন হয়েছে। (মানে, "প্রোডাকশন ডিজাইন" বলতে কিছু একটা দেখেছি!)
যারা যারা গতকাল থেকে ইনবক্স, ফোনকল, মেসেঞ্জারে পিং দিয়ে মুভির রিভিউ চাচ্ছিলেন, এখন আমার বিকাশ নাম্বারে সালামি পাঠান। সালামির অঙ্ক ঠিক না করলে, "বরবাদ" না হয়ে যাবেন "ক্ষতিগ্রস্ত"!
এখন সবশেষে আমার ব্রুটাল লেভেলের অনেস্ট অপিনিয়ন (রিভিউ না) দেই?
অনেকে বলে, "সিনেমা মানেই বিনোদন!" আবার কেউ বলে, "সিনেমা মানেই আর্ট!"
বরবাদ দেখতে যাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে—আপনি কোন দলে?
আপনি যদি সিনেমাটাকে বিনোদন হিসেবে দেখেন...
🔥 বড় ক্যানভাসের গল্প উপভোগ করতে পারেন,
🔥 লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স নিতে চান,
🔥 হলে বসে শিস দিতে ভালোবাসেন,
🔥 শাকিব খানের সোয়াগ দেখে মুগ্ধ হন,
🔥 একটু ওভার দ্য টপ একশন, একটু ড্রামা, একটু ইমোশন চাই—
তাহলে বলব, বরবাদ দেখুন, খুশি থাকুন!
কিন্তু আপনি যদি সিনে-বোদ্ধা হন...
🧐 ক্যামেরার অ্যাঙ্গেল, কালার গ্রেডিং, স্ক্রিপ্টের গঠন—সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন,
🧐 হিরোর জাম্প দেখে নিউটনের থিওরি মিলিয়ে নিতে চান,
🧐 গল্পের প্রতিটি মোড়ে লজিক খোঁজেন,
🧐 প্রত্যেক দৃশ্যের আর্টিস্টিক ভ্যালু যাচাই করা আপনার অভ্যাস,
তাহলে ভাই/আপু, মারহাবা! আপনার অভিযোগের শেষ থাকবে না।
যেমন:
❌ "লবণ হয় নাই!" (মানে, ফ্লেভার কম!)
❌ "মশলা হয় নাই!" (মানে, গল্পের রেসিপি ঠিকঠাক লাগে নাই!)
❌ "হেন বানাইছে!" (মানে, জমে নাই!)
❌ "তেন বানাইছে!" (মানে, আশা পূরণ হয় নাই)
❌ "বাল হয়েছে!" (মানে, শাউয়া ঘরানার মুভি)
❌ "ওয়াক থুহ!" (মানে, ভুলেই যান!)
কিন্তু একটা কথা মানতেই হবে…
সব সিনেমা সবার জন্য না। আপনি যদি প্রত্যেকটা দৃশ্যের পেছনে বার্তা খুঁজতে বসেন, তাহলে অবশ্যই হতাশ হবেন।
বরবাদ পিওরলি কমার্শিয়াল, এন্টারটেইনিং, হলমুখী দর্শকদের জন্য বানানো।
যারা "সিনেমা মানে ফান!" মনে করেন, তাদের জন্য বরবাদ হিট!
যারা "সিনেমা মানে গভীর দর্শন!" মনে করেন, তাদের জন্য বরবাদ মিসফায়ার!
সিদ্ধান্ত আপনার
✔ বিনোদন চান? হলে যান!
✔ তর্ক-সমালোচনা করতে চান? বাসায় থাকুন!
এখন প্রশ্ন একটাই—আপনি কোন দলে?