Narsingdi News 24.com

Narsingdi News 24.com Breaking & Instant news of 24 hours around the world.

ব্রেকিং নিউজঃনরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের অধীনস্থ কোন্দারপাড়ায়,এক মাদ্রাসা ছাত্রী ধর্ষক নারায়ণ চন্দ্র পাল...
10/04/2025

ব্রেকিং নিউজঃ
নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের অধীনস্থ কোন্দারপাড়ায়,এক মাদ্রাসা ছাত্রী ধর্ষক নারায়ণ চন্দ্র পালকে,কুমিল্লায় তার মেয়ের জামাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

তথ্য: আমাদের শিবপুর

জুলাই অভ্যুত্থানে গড়া রাজনৈতিক দল এনসিপিতে যোগ না দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক প্লাটফর্ম - ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ...
10/04/2025

জুলাই অভ্যুত্থানে গড়া রাজনৈতিক দল এনসিপিতে যোগ না দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক প্লাটফর্ম - ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

দলটির আহ্বায়ক হিসেবে আছেন সাবেক ঢাবি শিবির সভাপতি ও জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক- আলী আহসান জোনায়েদ।

ফেব্রুয়ারি মাসে এনসিপি দলটি ঘোষণা হওয়ার পর থেকেই নানা তর্ক-বিতর্কের মধ্যে পরে দলটি। অনেকেই দায়িত্ব প্রদানের ক্ষেত্রে বৈষম্যের কথাও বলেন। আবার অনেক দায়িত্বশীলদের নিয়েও নানা সমালোচনা শোনা যায়।

✅ তথ্য সংগ্রহ: নিউজ ডেস্ক। এই লোকটা ড. ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড়। আপনারা দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, আপনারা ইউনু...
10/04/2025

✅ তথ্য সংগ্রহ: নিউজ ডেস্ক।

এই লোকটা ড. ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড়। আপনারা দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, আপনারা ইউনুস সাহেবের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলো না।

বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক সাহেব যে কতোটা শক্ত খেলোয়াড়, তা টের পাবেন মাস ছয়েক পরেই। এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েশের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না; দেশ বদলে দেয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিন প্লিজ।

ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর ১০০ কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে।

৫টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে, রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে; ৪ টা আন্তর্জাতিক মানের হাসপাতাল (বিদেশী বিনিয়োগে) তৈরির প্রক্রিয়া চালাচ্ছে; ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশী বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই ১০টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে...
ভাই মাত্র কয়েক দিনে এগুলা করেছে সে। যদি সে ৩৬৫ দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগ গুলা...

তার লক্ষ্য ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে। যা দেশের ৩ কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও ১ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে ৩ বছর। ইনশাআল্লাহ।.

★ছবি: মেহেদী হাসান শরীফ "Global Strike for Gaza" এর সমর্থনে এবং ফিলিস্তিনে ই*সরা*ইলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী। ...
07/04/2025

★ছবি: মেহেদী হাসান শরীফ
"Global Strike for Gaza" এর সমর্থনে এবং
ফিলিস্তিনে ই*সরা*ইলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী।
হাজার হাজার শিক্ষার্থী - শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই প্রতিবাদ কর্মসূচীতে যোগদান করেছে৷

✒️ আমাদের নরসিংদী জেলা ✒️★লেখা: ফজলে রাব্বি চৌধুরী নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী , রায়পুরা ও বেলাব উপজেলা এই ৬টি উপ...
02/04/2025

✒️ আমাদের নরসিংদী জেলা ✒️
★লেখা: ফজলে রাব্বি চৌধুরী

নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী , রায়পুরা ও বেলাব উপজেলা এই ৬টি উপজেলা নিয়ে নরসিংদী জেলা। ১৯৭৮ সালে নরসিংদী মহকুমা এবং ১৯৮৪ সালে নরসিংদীকে একটি পূর্ণাঙ্গ জেলায় পরিণত করা হয়। দক্ষিন পূর্বাঞ্চল মেঘনা বিধৌত নিম্নভূমি, পশ্চিমাঞ্চল উচ্চ সমতল ভূমি, উত্তরাঞ্চলে ছোট ছোট পাহাড়, টিলা, টেক নয়নাভিরাম অরণ্য আবরণে আবৃত। এ জেলার উত্তরাঞ্চলে পাহাড়ি ভূমি বাংলাদেশের আদি ভুমির অন্তর্গত।



এ জেলার আদি ভূমিতে অবস্থিত বেলাব উপজেলার ‘ওয়ারী বটেশ্বর’ গ্রামে পরিত্যক্ত ভিটা ও অসমরাজার গড়’ আবিস্কৃত হয়েছে, যা নব্য প্রস্তর যুগীয় সভ্যতার নিদর্শন । ওয়ারীতে খৃষ্টপূর্বকালের ছাপাঙ্কিত পর্যাপ্ত রৌপ্যমুদ্রা পাওয়া গেছে। এসব মুদ্রা নরসিংদী অঞ্চলের আদি সভ্যতার স্পষ্ট ইঙ্গিত বহন করে। নরসিংদী জেলার শিবপুর উপজেলার ‘জয়মঙ্গল’ নামে পাহাড়ী গ্রামে আবিস্কৃত হয়েছে গুপ্তযুগের স্বর্ণমুদ্রা। একই উপজেলার আশ্রাফপুরে আবিস্কৃত হয়েছে সপ্তম শতাব্দীর মহারাজা দেব খড়গের তাম্রলিপি এবং অষ্টধাতুর নির্মিত বৌদ্ধ নিবেদন স্ত্তপ। এই আশ্রাফপুরেই আবিস্কৃত হয়েছে গৌড়ের স্বাধীন নরপতি আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসির উদ্দিন নসরৎ শাহের রাজত্বকালে নির্মিত একটি অতি প্রাচীন মসজিদ। পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে আনুমানিক ১৭১৬ খ্রিষ্টাব্দে দেওয়ান শরীফ ও তার স্ত্রী জয়নব বিবি নির্মিত মোগল স্থাপত্যরীতির একটি প্রাচীন মসজিদ রয়েছে। এ অঞ্চলের জনসাধারণের আধ্যাতিক ও নৈতিক জীবনে যাঁদের প্রভাব আলোকবর্তিকারূপে কাজ করেছে সে সব পীর আউলিয়াদের পবিত্র মাজার শরীফ রয়েছে। নরসিংদী রেলওয়ে স্টেশনের অনতিদুরে পশ্চিমদিকে তরোয়া গ্রামে হযরত কাবুল শাহের মাজার, কুমরাদী গ্রামে হযরত শাহ মনসুরের মাজার, পাটুলী ইউনিয়নের হযরত শাহ ইরানী মাজার, ওয়ারী গ্রামে হযরত সোলায়মানের মাজার, এবং পারুলিয়া দেওয়ান সাহেবের মাজার বিশেষভাবে উলে­খযোগ্য।



নরসিংদী জেলার একটি বিশেষ এবং উলে­খযোগ্য ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। ‘প্রাচ্যের ম্যানচেষ্টার’ বলে খ্যাত শেখেরচর (বাবুরহাট) এ জেলায় অবস্থিত। বাংলাদেশের তাঁত বস্ত্রের চাহিদার প্রায় সিংহভাগ পূরণ করছে এ জেলার তাঁত শিল্প। শিক্ষা-সাহিত্য, ও সংস্কৃতি জগতে যারা্ আলোকবর্তিকা প্রজ্জ্বলিত করে নরসিংদীকে ঐতিহ্যমন্ডিত করেছেন তাঁরা হলেন উপমহাদেশের প্রথম বাঙালি আই সি এস স্যার কে, জি, গুপ্ত, পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশ চনদ্র সেন। অন্যদের মাঝে যাঁরা চিরকস্মরণীয় হয়ে রয়েছেন তাঁরা হচ্ছেন বিখ্যাত কবিয়াল হরিচরণ আচার্য, যিনি ‘কবিগুণাকর’’ উপাধিতে ভূষিত হয়েছেন, মৌলভী সেকান্দর আলী, কবি দ্বিজদাস, আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রাহমান, আলাউদ্দিন আল-আজাদ এ জেলার গর্ব। আব্দুল মোমেন খান(প্রাক্তন খাদ্য মন্ত্রী) আহমদুল কবির মনু মিয়া(সম্পাদক, দৈনিক সংবাদ) প্রমূখ নরসিংদী জেলারই কৃতি সন্তান।



মহান মুক্তিযুদ্ধেও গৌরবময় ইতিহাস সৃষ্টিতেও নরসিংদীর ঐতিহ্য রয়েছে। যাঁর বুকের তাজা রক্ত মুক্তি পাগল জনতার মিছিলকে বেগবান করে স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে নিয়েছিল সেই উনসত্তরের গণ আন্দোলনের শহীদ ‘আসাদ’ এবং স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান এ জেলারই সন্তান। কলা, কাঁকরোল, শশা, সিম,বেগুন ,ধান, পাট, আলু ও লটকন উৎপাদনে উলে­খযোগ্য নরসিংদী বাংলাদেশের একটি অন্যতম কৃষি সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত হয়েছে।

Mohanmad Rakibul Hasan: "দাগি" মুভি রিভিউ! গতকাল দাগি সিনেমা দেখলাম। দুই বছর পর আফরান নিশোর তার অভিনয় যাদু দিয়ে দর্শকদের...
02/04/2025

Mohanmad Rakibul Hasan: "দাগি" মুভি রিভিউ!

গতকাল দাগি সিনেমা দেখলাম। দুই বছর পর আফরান নিশোর তার অভিনয় যাদু দিয়ে দর্শকদের আবারও মুগ্ধ করেছে। এর আগে সুরঙ্গ মুভি দিয়ে নিশো তার অভিনয় প্রতিভার প্রমান দিয়েছে।
একজন দাগী আসামীর জীবনের ঘটনা ও জেল পরবর্তী জীবনে সমাজে তার টিকে থাকার লড়াই চিত্রিত হয়েছে এই মুভিতে।
নিশোর পাশাপাশি তমার অভিনয় ছিল চোখে পড়ার মতো। সুনেরার তার চরিত্র খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন। খুব সিগ্ধ সুন্দর লেগেছে তাকে।
ভিলেনের চরিত্রে শহীদুজজামান সেলিম ও অপুর অভিনয় এভারেজ লেগেছে।
মনিরা ও গাজী রাকায়েত তাদের সর্বোচচ দেয়ার চেষ্টা করেছে।
ছবির বিজিএম ও সিনেমাটোগ্রাফি এর কোয়ালিটি ভালো ছিলো।
তবে সিনেমাতে আরো বেশি কমার্শিয়াল ভাইব আনা যেতো আরও কয়েকটা গান যোগ করে। বিশেষ করে একটি আইটেম গান ছবির কমার্শিয়াল ভ্যালু অ্যাড করতো। আর অন্যান্য চরিএ গুলি আরেকটু ইলাবোরেট করা যেতো। পুরো সিনামা নিশো একাই টেনে নিয়ে যাচ্ছে, এমন মনে হয়েছে। ২য় হাফে মুভি টা র গতি শ্লথ হয়ে গিয়েছে।

রেটিং : ৮.৫/১০

মোহাম্মদ ইউসুফ এর ওয়াল থেকে: বরবাদ Review! ★ বরবাদের একদম সাচ্চা অনেস্ট রিভিউঃ✅ বরবাদ একটি পয়সা উসুল মুভি। (অবশ্য পয়সা ন...
02/04/2025

মোহাম্মদ ইউসুফ এর ওয়াল থেকে: বরবাদ Review!

★ বরবাদের একদম সাচ্চা অনেস্ট রিভিউঃ

✅ বরবাদ একটি পয়সা উসুল মুভি। (অবশ্য পয়সা নিজের না হলে উসুলের হিসাব একটু আলাদা)
✅ বরবাদ একটি সময় উসুল মুভি। (অর্থাৎ, এই সময়টা অন্য কোথাও নষ্ট করার দরকার পড়বে না)
✅ বরবাদ একটি মাথা নষ্ট মুভি। (কিন্তু সেই মাথা নষ্ট হওয়াটা পজিটিভ সেন্সে)
✅ বরবাদ একটি হৃদয়স্পর্শী মুভি। (তবে হৃদয়ের কোন অংশে স্পর্শ করবে, সেটা নির্ভর করছে আপনার এক্সপেরিয়েন্সের ওপর)

★ কিছু টেকনিক্যাল আলোচনা (নাকি আর্টিস্টিক?):

🎵 গানগুলো আহামরি লাগেনি, কিন্তু হলে বসে শুনলে ইয়ারফোনের গান থেকে ভালো লাগতে পারে।
🔥 অ্যাকশন সিকোয়েন্সগুলো একদম চোস্ত! (কিছু জায়গায় মনে হতে পারে, শাকিব খান নাকি জন উইক!)
😎 শাকিবের সোয়াগ নিয়ে কোনো কথা হবে না! (ভাই, এখনো বুঝতে পারছেন না, শাকিব মানেই স্টাইল?)
🥰 ইধিকা পালের কিউটনেস অতি মাত্রায় চোস্ত! (শুধু কিউট বললে কম বলা হবে, ওনার চাহনি দিয়ে একবারে মার ডাল্লা! যাক, বেশি কিছু বলা গেল না। বউ দেখলে মাইন্ড করবে 🙂)
🎭 যিশুকে আরও স্ক্রিন টাইম দিলে ভালো লাগত। (কারণ, শিরায় শিরায় রক্ত, আমি যিশুর ভক্ত!)
🎥 সিনেমাটোগ্রাফি লা-জওয়াব! (ক্যামেরার কাজ এত ভালো যে, মাঝে মাঝে মনে হবে পরিচালক নিজেই ক্যামেরার মধ্যে ঢুকে গেছেন!)
📖 গল্পের গাথুনি আরেকটু স্ট্রং হলে মুভিটা মাস্টারপিস হতে পারত। (কিছু জায়গায় গল্প একটু ডগমগ করে, কিন্তু হু কেয়ারস?)

★ পারসোনাল এক্সপেরিয়েন্সঃ

❤️ মুভি দেখে বউ খুশি। (এই লাইনে কোনো ফাঁকি নেই, এটা অতি গুরুত্বপূর্ণ রিভিউ পয়েন্ট!)
😎 মুভি দেখে আমিও খুশি। (কারণ, মুভি দেখে বউ খুশি!)

★ কিছু তুলনা-টুলনা দিইঃ

🌀 তুফানের চেয়ে বরবাদ ফার ব্যাটার। (এই ব্যাপারে তর্ক করা নিষিদ্ধ। কেউ অযথা ত্যানা প্যাচালে অগ্রিম রিপ্লাইটা কী দেব বলে দিচ্ছি-"আপনার মহামূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂"
🎬 রাফির চেয়ে মেহেদী হাসানের ডিরেকশন বেশি পোক্ত। (ডিরেক্টর রাফি এই পোস্ট দেখলে মন খারাপ করতে পারেন! ভাই, "তান্ডব" আমি ফার্স্ট ডে না হলেও সেকেন্ড ডে ফার্স্ট শো দেখব, কথা দিলাম।)
💰 বাজেটের প্রোপার ইউটিলাইজেশন হয়েছে। (মানে, "প্রোডাকশন ডিজাইন" বলতে কিছু একটা দেখেছি!)


যারা যারা গতকাল থেকে ইনবক্স, ফোনকল, মেসেঞ্জারে পিং দিয়ে মুভির রিভিউ চাচ্ছিলেন, এখন আমার বিকাশ নাম্বারে সালামি পাঠান। সালামির অঙ্ক ঠিক না করলে, "বরবাদ" না হয়ে যাবেন "ক্ষতিগ্রস্ত"!


এখন সবশেষে আমার ব্রুটাল লেভেলের অনেস্ট অপিনিয়ন (রিভিউ না) দেই?

অনেকে বলে, "সিনেমা মানেই বিনোদন!" আবার কেউ বলে, "সিনেমা মানেই আর্ট!"
বরবাদ দেখতে যাওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে—আপনি কোন দলে?

আপনি যদি সিনেমাটাকে বিনোদন হিসেবে দেখেন...

🔥 বড় ক্যানভাসের গল্প উপভোগ করতে পারেন,
🔥 লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স নিতে চান,
🔥 হলে বসে শিস দিতে ভালোবাসেন,
🔥 শাকিব খানের সোয়াগ দেখে মুগ্ধ হন,
🔥 একটু ওভার দ্য টপ একশন, একটু ড্রামা, একটু ইমোশন চাই—

তাহলে বলব, বরবাদ দেখুন, খুশি থাকুন!

কিন্তু আপনি যদি সিনে-বোদ্ধা হন...

🧐 ক্যামেরার অ্যাঙ্গেল, কালার গ্রেডিং, স্ক্রিপ্টের গঠন—সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেন,
🧐 হিরোর জাম্প দেখে নিউটনের থিওরি মিলিয়ে নিতে চান,
🧐 গল্পের প্রতিটি মোড়ে লজিক খোঁজেন,
🧐 প্রত্যেক দৃশ্যের আর্টিস্টিক ভ্যালু যাচাই করা আপনার অভ্যাস,

তাহলে ভাই/আপু, মারহাবা! আপনার অভিযোগের শেষ থাকবে না।

যেমন:
❌ "লবণ হয় নাই!" (মানে, ফ্লেভার কম!)
❌ "মশলা হয় নাই!" (মানে, গল্পের রেসিপি ঠিকঠাক লাগে নাই!)
❌ "হেন বানাইছে!" (মানে, জমে নাই!)
❌ "তেন বানাইছে!" (মানে, আশা পূরণ হয় নাই)
❌ "বাল হয়েছে!" (মানে, শাউয়া ঘরানার মুভি)
❌ "ওয়াক থুহ!" (মানে, ভুলেই যান!)

কিন্তু একটা কথা মানতেই হবে…

সব সিনেমা সবার জন্য না। আপনি যদি প্রত্যেকটা দৃশ্যের পেছনে বার্তা খুঁজতে বসেন, তাহলে অবশ্যই হতাশ হবেন।
বরবাদ পিওরলি কমার্শিয়াল, এন্টারটেইনিং, হলমুখী দর্শকদের জন্য বানানো।

যারা "সিনেমা মানে ফান!" মনে করেন, তাদের জন্য বরবাদ হিট!
যারা "সিনেমা মানে গভীর দর্শন!" মনে করেন, তাদের জন্য বরবাদ মিসফায়ার!

সিদ্ধান্ত আপনার

✔ বিনোদন চান? হলে যান!
✔ তর্ক-সমালোচনা করতে চান? বাসায় থাকুন!

এখন প্রশ্ন একটাই—আপনি কোন দলে?

ফিলিস্তিনের নিপীড়িত ভাই - বোনদের রক্তাক্ত ঈদ৷হে আরশের মালিক, রহম করো৷ সকল অপশক্তিকে ধ্বংস করে দাও।
30/03/2025

ফিলিস্তিনের নিপীড়িত ভাই - বোনদের রক্তাক্ত ঈদ৷

হে আরশের মালিক, রহম করো৷ সকল অপশক্তিকে ধ্বংস করে দাও।

ফিলিস্তিনের নিপীড়িত ভাই - বোনদের ঈদ৷
30/03/2025

ফিলিস্তিনের নিপীড়িত ভাই - বোনদের ঈদ৷

নরসিংদী জেলার মানুষের স্বপ্নের ট্রেন - "নরসিংদী কমিউটার"।
30/03/2025

নরসিংদী জেলার মানুষের স্বপ্নের ট্রেন - "নরসিংদী কমিউটার"।

💚 EID MUBARAK 💚[ সত্য ও মানবতার কল্যাণে পালিত হোক, সকল ঈদ ]
30/03/2025

💚 EID MUBARAK 💚
[ সত্য ও মানবতার কল্যাণে পালিত হোক, সকল ঈদ ]

Address

Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi News 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share