Azan Tv

Azan Tv একটি ইসলামিক চ্যানেল। লাইক দিয়ে পাশে থাকুন...
(1)

প্রিয় শিক্ষার্থীরা!
একজন শিক্ষক হিসেবে আমি জানি, তোমাদের হৃদয়ের ব্যথা কি? গ্রামার পড়তে গেলে তোমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। যেই প্রশ্নগুলোর সমাধান তোমরা হয়তবা কোনো জায়গায় মনের মত পাচ্ছ না। তাই তোমাদের জন্য আমার এই কলম ধরা। ইনশাআল্লাহ, EASY ENGLISH GRAMMAR বইটির সিরিজগুলো পড়লে তোমাদের সকল গ্রামারের বিষয়ে একেবারে স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে।

EASY ENGLISH GRAMMAR এর সিরিজের বইগুলো অর্ডার করতে ফোন করু

ন-
WhatsApp/Mobile- 01947360410 / 01986557540
অথবা ম্যাসেজ দিন, EASY ENGLISH GRAMMAR এই ফেসবুক পেইজটিতে।
Link: https://www.facebook.com/EasyEG1/

13/05/2025

রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে ১৯৪১ সালে, আর বাংলাদেশ হয়েছে ১৯৭১ সালে। এবার প্রশ্ন করেন যে তার লেখা গান বাংলাদেশের জন্য ছিলো কিভাবে?🤨

27/03/2025

আজ বৃহস্পতিবার দিবাগত রাতে
জুম্মাতুল বিদা একই রাতে সম্ভাব্য লাইলাতুল কদর।🤲

সবাই বলি আলহামদুলিল্লাহ!

13/04/2024

এতো উন্নয়ন যে হাওরের রাস্তায় ১৪ কি.মি. আলপনা আঁকা হয়! আর ঈদে স্ত্রী- সন্তানকে গরুর গোস্ত না খাওয়াতে পেরে পুরুষ আ-ত্ম-হ-ত্যা করে!

13/04/2024

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম যে মঙ্গল গ্রহে যাত্রার চূড়ান্ত প্রস্তুতি বাংলাদেশী বিজ্ঞানীদের।

11/04/2024

আপা, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি। আপনার মেয়েটাকে আমাদের বড় পছন্দ হয়েছে।
-আমাদের মেয়েকে কোথায় দেখেছেন, সে তো খাস পর্দা করে?
-জি, আপা আপনার মেয়ে খাস পর্দা করে সেটা আমরা জানি। তার ছবিটা আমরা অনলাইনে পেয়েছি।
-অনলাইনে? অসম্ভব। আমাদের মেয়ের কোনো ছবি অনলাইনে নেই।
-জি, আপু, আপনার কথা সত্য। তার পুরো ছবি অনলাইনে নেই।
-তাহলে কোথায় পেয়েছেন?
-আমরা ফেসবুক থেকে তার মেহেদীরাঙা ডানহাতের ছবি নিয়েছি। ওয়াটসএ্যাপ থেকে তার চেহারার একাংশের ছবি, ইনস্টাগ্রাম থেকে আরেকাংশের ছবি নিয়েছি। স্ন্যাপশট থেকে বামহাতের ছবি নিয়েছি। টুইটারে তার দীঘল কালো চুলের ছবি পেয়েছি। আলতা ও ঘুঙুর পরা পায়ের ছবি পেয়েছি ইমোতে।
পাজলের মতো বিচ্ছিন্ন অংশগুলো জোড়া লাগিয়ে পুরো ছবিটা পেয়েছি। মা শা আল্লাহ, আপনার মেয়েটা অনেক সুন্দর, লাজুক আর ‘পর্দানশীন’। আল্লাহ তাআলা তাকে আরো পর্দানশীন বানিয়ে দিন।

10/04/2024

গাজায় প্রায় ৩৫ হাজার শহীদের ১২ হাজারই শিশু।
ঈদ মোবারক

10/04/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

হে আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের উসিলায় প্রিয় শায়েখের মুক্তির ব্যবস্থা করে দিন
10/04/2024

হে আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের উসিলায়
প্রিয় শায়েখের মুক্তির ব্যবস্থা করে দিন

10/04/2024

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!
********************************
ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।
(সংগৃহীত)

09/04/2024

সৌদি তাকায়া আছে আকাশের দিকে, চাঁদপুর তাকায়া আছে সৌদির দিকে, বাংলাদেশ তাকায়া আছে চাঁদপুরের দিকে, আমি তাকায়া আছি ফেসবুকের দিকে!🙂

01/12/2023

অনুষ্ঠানে আমাদের যা করা উচিত

🔥 Suffix এবং Prefix শেখার একটি দুর্দান্ত বই! 💥☑️ মাত্র ২৯টি ম্যাজিক Rules দিয়ে স্কুল এবং মাদ্রাসার সকল বোর্ডের সকল Suffi...
29/11/2023

🔥 Suffix এবং Prefix শেখার একটি দুর্দান্ত বই! 💥

☑️ মাত্র ২৯টি ম্যাজিক Rules দিয়ে স্কুল এবং মাদ্রাসার সকল বোর্ডের সকল Suffix এবং Prefix-এর প্রশ্ন সমাধান করা হয়েছে।

☑️ মাত্র ২৯টি ম্যাজিক Rules দিয়েই পৃথিবীর সকল ইংরেজি বাক্যের প্রায় ৮০% ওয়ার্ড বাক্যে কেন, কোনটি, কোন জায়গায় বসেছে ও বসার কারণ সহ বলে দিতে পারবে।

☑️ মাত্র ২৯টি ম্যাজিক Rules দিয়েই সম্পূর্ণ বইটি লিখিত।

✅ বইটি কাদের জন্য?
যারা Suffix এবং Prefix শিখতে চান এবং অপরকে শিখাতে চান।
স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ও সরকারি-বেসরকারি সব ধরনের নিয়োগ পরীক্ষার বিশেষ সহায়িকা।

☑️ বইটির মূল্য - ১০০ টাকা

☑️ বই অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে ইনবক্স করুন অথবা কল করুন :
WhatsApp/Mobile- 01947360410 / 01986557540
অথবা ম্যাসেজ দিন, EASY ENGLISH GRAMMAR এই ফেসবুক পেইজটিতে।

Address

Narsingdi
Narsingdi

Telephone

+8801947360410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azan Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azan Tv:

Share

Category