Imran hossain 2.0

Imran hossain 2.0 Bike Rider

বাবা মেয়ের ঈদ
10/06/2025

বাবা মেয়ের ঈদ

28/08/2024

সাকিব যদি বাংলাদেশের সম্পদ হয়
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি ছিল? ১০০ উপর মামলা দিয়েছে সাকিবের আপা। তখন আপনাদের বিবেক কই রাখছিলেন?

23/08/2024

সেভেন সিস্টার্স বা পাল্টা বাঁধ নির্মাণের আলাপ পরে করা যাবে। এগুলো সময়সাপেক্ষ এবং রাষ্ট্রীয় ব্যাপার। এই মুহুর্ত থেকে ব্যক্তি পর্যায়ে আপনি আমি যেটা করতে পারিঃ

১.বন্যার্তদের সামর্থ্য অনুযায়ী নিরাপদ আশ্রয়, খাবার এবং জামা কাপড় সাধারণ সদাকা হিসেবে দেয়া।

২.ভারতীয় পণ্য বয়কট করুন। বাংলাদেশ হচ্ছে ভারতের অনেক বড়ো একটা বাজার। তাদের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় এমন দেশের মধ্যে বাংলাদেশ ৫ম। আজ থেকে এসব কেনা বন্ধ করে দিন।

৩. ইন্ডিয়ান মুভি, সিরিয়াল দেখা বন্ধ করে দিন। সম্ভাব্য সকল উপায়ে অসহযোগিতা করুন।

৪. ইন্ডিয়া ভ্রমণে যাওয়া বন্ধ করে দিন। ভারত ভ্রম‌ণে যাওয়া দে‌শের তা‌লিকায় বাংলা‌দেশ ২য়। ওদের একটা বড়ো অর্থনৈতিক সাপোর্ট আসে টুরিস্ট সেক্টর থেকে। এটা অফ করে দিন।

৫. ভারতের চিকিৎসা সেবা আপাতত না নেয়ার চেষ্টা করুন। ভার‌তে চি‌কিৎসা নি‌তে যাওয়া দে‌শের তালিকায় বাংলা‌দেশ ২য়।
এই খাতে আপাতত বাংলাদেশ থেকে অর্থের যোগান বন্ধ করে দিন।

৬. অনেকে ভারত যায় কেনাকাটা করতে। বিশেষত কলকাতার নিউ মার্কেটে বাংলাদেশীদের বেশ ভীড় দেখা যায়। এটা বন্ধ করে দিন।

শুনেন, বয়কট জিনিসটা শুনতে হালকা হলেও ওজনে বেশ ভারী। কোক বয়কটের কথা মনে আছে না?


23/08/2024

কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

২০২৪ সালের বিজয়ে ছেলে মেয়েকে নিয়ে। ইতিহাসের সাক্ষী হিসাবে রেখে দিলাম
05/08/2024

২০২৪ সালের বিজয়ে ছেলে মেয়েকে নিয়ে। ইতিহাসের সাক্ষী হিসাবে রেখে দিলাম

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Imran hossain 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran hossain 2.0:

Share