Tahsin Digital Online Shop

Tahsin Digital Online Shop My Love Muhammad (sm.)

19/08/2023

কেউ কারাগারে বসে লক্ষ কোটি মানুষের দোয়া পায়,আর কেউ সিংহাসনে বসেও লক্ষ কোটি মানুষের লানত পায়,এটাই জালেম ও আলেমের মধ্যে পার্থক্য।

 #চট্টগ্রামের_বিয়ে :-(দয়া করে সবাই পড়বেন) পৃথিবীর অন্য জায়গা থেকে চট্টগ্রাম হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারন চট্টগ্রামের মানুষ...
28/07/2023

#চট্টগ্রামের_বিয়ে :-
(দয়া করে সবাই পড়বেন)
পৃথিবীর অন্য জায়গা থেকে চট্টগ্রাম হচ্ছে সম্পূর্ণ আলাদা। কারন চট্টগ্রামের মানুষ যৌতুক ছাড়া বিয়ে করে না। চট্টগ্রামের মানুষ যৌতুককে বৈধতা দিয়েছে দীর্ঘকাল থেকে। এখানে যৌতুক নেওয়াটা ফ্যাশনে পরিণত হয়েছে। চট্টগ্রামের মানুষ বিয়ের সময় নগদ টাকা নেওয়াকে যৌতুক মনে করে আর বাকি রীতি গুলোকে বরপক্ষের অধিকার মনে করে।
যৌতুকের বিভিন্ন ধরনের রূপ নিম্নে উল্লেখ করা হল।

১: #খাবারের_পর্ব :-
চট্টগ্রামের বিয়ের সময় বর পক্ষের ৫০০/৮০০/১০০০/২০০০ মানুষকে খাওয়াতে হয়। খাওয়ার ম্যানুতে থাকে চিংড়িমাছ,গরুর মাংস,খাসির মাংস,রূপচাঁদা মাছ,ডিম,পোলাওভাত,মুরগি,চিকেন টিক্কা,পায়েস,মিনারেল ওয়াটার,কুক ও বিভিন্ন ধরনের সবজিসহ আরো অনেক আইটেম। এসব আইটেম থেকে কিছু কম হলে বা কোন আইটেমে সামান্য লবণ বেশি বা কম হলে শুরু হয়ে যাবে কনে পক্ষের সাথে তর্কবিতর্ক । এগুলো তদারকির জন্য বরপক্ষ একজন ব্যারিষ্টার রাখে যার কাজ হল কনে পক্ষের দোষ বের করা। এরপর বরকে দিতে হয় স্বর্ণের চেইন ও স্বর্ণের আংটি । তবে বিয়ের পূর্বে যদি আকদ হয় তখন কিন্তু প্রায় ২০০/৩০০ জন মানুষের খাবারের আয়োজন করতে হয়। বিয়ের পর শুরু হয় বিভিন্ন পর্বের দাওয়াত। নতুন জামাই বিয়ের পর শাশুর বাড়িতে যাবে তবে একা যেতে পারবে না বা ১০-১৫ জনকেও নিয়ে যেতে পারবে না। নতুন জামাইকে ৮০/১০০/১৫০ জনের বিশাল বহর নিয়ে শাশুর বাড়িতে যেতে হবে। যার নাম চট্টগ্রামের ভাষায় (চোরা বেরানি)। এখানে কিন্তু খাবারের আইটেম রাখতে হবে বিয়ের খাবারের আইটেমের চেয়ে বেশি। এখানে কিন্তু অনেক কু-প্রথা চালু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ''চোরা বেরানিতে'' কনে পক্ষের জিনিস চুরি করা। এবার নতুন জামায়ের পর্ব শেষ হলে কিছুদিন পর শুরু হবে শাশুর ও শাশুড়িদের পর্ব কারন নতুন জামায়ের সাথে শাশুড়ি আসতে পারবে না কারন এটা তথাকথিত ''বুড়া/বুড়ির'' মানা (নিষেধ)।
শাশুড়িও তাদের বিশাল বহর নিয়ে এসে খেয়ে যাবে এবং সাথে অনেক খাবার নিয়েও যাবে। এখানে কিন্তু শেষ না। বিয়ের সময় বরের ভাই/বোনের জামায় বা অন্য কেউ বিদেশে ছিল যার কারনে সে বিয়েতে আসতে পারে নাই। তাই সে যখন দেশে আসবে তখন সে ১২-১৫ নিয়ে নিয়ে যাবে। তবে সে শুধু খেয়ে আসলে হবে না। খাবারের পর তাকে একটা স্বর্ণের আংটিও দিতে হবে।
বিয়ের পর শুরু হবে চট্টগ্রামের ভাষায়
''বছরি জিনিস'' দেয়ার পালা। অর্থাৎ আমের মৌসুম আসলে দিতে হয় ৫০-৬০ কেজি আম, আনারস, কাঠালসহ আরো বাহারি রকমের ফল।

রমজানের সময় দিতে হয় মেয়ের শাশুর বাড়ির চৌদ্দ গোষ্টিকে ইফতারি আরো অনেক আইটেম।

ঈদের সময় বরের পরিবার এবং বরের বোনের পরিবারের সবাইকে মার্কেটে নিয়ে শপিং করে দিতে হয়।

কুরবান আসলে দিতে হবে গরু, গরু রান্না করার জন্য তৈল, মসাল্লা, পিয়াজ ইত্যাদি। কুরবানের দিন আবার বেশি করে মাংস, রুটি, কলা,কুক এগুলো দিতে হয়।
মহরম আসলে দিতে হবে ১৫/১৬টি মুরগি, ডিম ও ৮/১০ কেজি গরুর মাংস রান্না করে।
এছাড়া দিতে হবে তিচ্ছেলি বানানোর সব আইটেম। (তিচ্ছেলি হল এক প্রকারের খাবার যেটা চট্টগ্রামের মহরমে খাওয়া হয়)

শীতকাল আসলে দিতে হবে কয়েকশ শীতেরপিটা, তালপিটা ইত্যাদি। এছাড়া বাৎসরিক জিনিসের মধ্যে আরো অনেক আইটেম রয়েছে যেগুলু সময়ের কারনে উল্লেখ করা হয় নাই।

২: #ফার্নিচার_টয়লেটের_বদনা_ইত্যাদি:- চট্টগ্রামের বিয়ের পূর্বেই বর পক্ষের বাড়িতে ফার্নিচার পৌঁছে দিতে হয়। ফার্নিচারের মধ্যে থাকে দামি বিভিন্ন ধরনের উন্নতমানের জিনিস। যেমন দামী খাট, সোফা, চেয়ার,টেবিল, আলনা,ট্রি টেবিল, ফ্রিজ, টিভি, গ্যাসের চুলা ইত্যাদি। এছাড়া কনে পক্ষের অতিথিদের দেয়া সব উপহারের জিনিসও বর পক্ষকে দিয়ে দিতে হয়। এখানে কিন্তু শেষ না সাথে একটি টয়লেটের বদনা (লুড়া) ও দিতে হয়।

৩: #আকিকা:-
বিয়ের পর যখন কনের বাচ্চা হয় তখন কিন্তু আকিকার গরুটাও কনে পক্ষ থেকে দিতে হয়। এছাড়া বাচ্চার দোলনা, বিভিন্ন ধরনের কাপড়সহ আরো অনেক কিছু দিতে হয়।

এখানে কিন্তু আরো কিছু আছে যেগুলো সময়ের অভাবে লিখতে পারছি না।

#বিশেষ_দৃষ্টাব্য:-:এখানে আমি চট্টগ্রামের বিয়ের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি, যদিও আমার চিত্রের সাথে অনেক জায়গার চিত্র মিল আছে। আবার অনেক জায়গার অবস্থা আরো খারাফ। এছাড়া চট্টগ্রামে মহানগরীতে এসব কু-প্রথা কিছু কম কারন সেখানে সবাই প্রকৃত চাঁটগাইয়া না। অনেক বাইরের জেলা থেকে এসে স্থায়ী বাসিন্দা হয়েছে। যদিও চট্রগ্রামে কিছু যৌতুক ছাড়া বিয়ে হয় কিন্তু সেরকম বিয়ে হয় হাজারের মধ্যে মাত্র কয়েকটি।
এছাড়া চট্টগ্রামের মানুষ এগুলো নিয়ে লজ্জিত হওয়া দূরের কথা বরং এগুলো নিয়ে আরো গর্ববোধ করে। আরো বলবে চাঁটগাইয়াদের মন অনেক বড়,
হাতের সব আঙ্গুল সমান না।
সব চাঁটগাইয়া এক না। আরো অনেক কিছু। আবার বেশি বাড়াবাড়ি করলে বলবে বিয়েতে কনে পক্ষ কাবিন বেশি ধরে তাই আমরা এগুলো বেশি করে নিয়। তবে কাবিন বেশি ধার্য করা উতিত না। কাবিনের কারনে বেশির ভাগ বিয়ে শুদ্ধ হয় না। কাবিনের কথা বলে আমাদের চাঁটগাইয়া মানুষ যৌতুকের বিষয়টা এড়িয়ে যাবে। যেন আপনি আর বেশি কিছু বলতে না পারেন। কিন্তু কাবিন ধার্য করতে নগদে তাই সিংসভাগ ভাগ মানুষ ৫০ লক্ষ টাকা কাবিনে বিয়ে করতে রাজি কিন্তু নগদে ১ লক্ষ টাকা কাবিনে বিয়ে করতে রাজি হবে না। যদিও ১ লক্ষ টাকা কাবিন ধার্য করলেও কনের পরিবার ১টাকা পাবে না ৫০ লক্ষ টাকা কাবিন ধার্য করলেও কনের পরিবার ৫ টাকা পাবে না। এগুলো শুধু ফরমালেটি। কিন্তু কাবিনটা শুদ্ধ না হলে বিয়েও শুদ্ধ হবে না।
যুগের সাথে তাল মিলিয়ে বদলে গেছে সমগ্র বিশ্ব। এমনকি আমাদের দেশও অনেক বদলে গেছে। কিন্তু বদলাতে পারি নাই আমরা চট্টগ্রামের মানুষ গুলো। আমাদের সমাজ থেকে দূর করতে হবে এসব অপসংস্কৃতি গুলো। দু:খের বিষয় হচ্ছে এসব অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা চালানোর মানুষ খুবই কম আর যারা আছে তাদের কেউ মূল্যায়ন করে বরং তাদের নাজেহাল করতেছে। যার ফলে তারাও নিশ্চুপ হয়ে যাচ্ছে।
আসুন আমরা সকলে এসব অপসংস্কৃতি বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

সংগৃহীত।।।।।।।

লেখাটা আপনার মতের পক্ষে বা বিপক্ষেও যেতে পারে।কিন্তু এ বিষয়ে যথেষ্ট পরিমাণে লেখা ও বলা উচিত। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশে...
24/07/2023

লেখাটা আপনার মতের পক্ষে বা বিপক্ষেও যেতে পারে।
কিন্তু এ বিষয়ে যথেষ্ট পরিমাণে লেখা ও বলা উচিত। দুঃখজনক হলেও সত্য, অধিকাংশের কলম বা কণ্ঠ এখানে থাকে নীরব.......

বিষয়টা হলো: বাড়িতে যুবতি স্ত্রী রেখে এক বা একাধিক বছরের জন্য বিদেশ চলে যাওয়া।
ইসলাম এ ব্যাপারে কী বলে?

প্রথমেই ওমর (রাঃ)-এর একটা ঘটনা জেনে নেই।

খলিফাতুল মুসলিমিন হযরত ওমর (রাঃ) অন্যান্য সময়ের ন্যায় এক রাতে জনগণের অবস্থাদি জানার জন্য বের হলেন। পথিমধ্যে এক নারীর কণ্ঠে কবিতা আবৃতি করতে শুনতে পেলেন,

تطاول هذا الليل واخضل جانبه 🥀 و أرقني إذ لا خليل ألاعبه،
فلو لا حذار الله لا شيئ مثله 🥀 لزعزع من هذا السرير جوانبه.

অর্থ, এই রাত্রটি দীর্ঘ হয়েছে, পার্শ্বদেশ (চোখের জলে) ভিজে গেছে। রাত আমাকে জাগ্রত রেখেছে, আর আমার সঙ্গীও নেই যে তার সাথে আমোদ-প্রমোদ করবো।
যদি আল্লাহর ভয় আমার মাঝে না থাকতো, তবে এ খাটের চারপাশে কম্পন সৃষ্টি হতো। ( যিনায় লিপ্ত হতো)

রাত কেটে যখন ভোর হলো। তখন ওমর (রাঃ) ঐ নারীকে ডেকে আনার জন্য লোক প্রেরণ করলেন।
দরবারে যখন সে উপস্থিত হলো ওমর (রাঃ) বললেন, গত রাতে তুমি কি এমন এমন বলেছো? উত্তর দিলো, হ্যাঁ। জিজ্ঞেস করলেন, কেনো বলেছো?
সে বললো, চার মাস হয়ে গেছে আপনি আমার স্বামীকে জি Ha দের জন্য দূরে পাঠিয়েছেন অথচ আমি তাকে পেতে ব্যাকুল।
ওমর (রাঃ) বললেন, তুমি কি মন্দ কিছুর ইচ্ছা করতেছো?
সে বললো, আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, (এমন কোনো ইচ্ছায় আমার নেই)।
ওমর (রাঃ) বললেন, তবে তুমি নিজেকে নিয়ন্ত্রিত রাখো।
এরপর তিনি সে বাহিনীকে ফিরে আনার জন্য একজন দূত প্রেরণ করলেন।

নিজ কন্যা হযরত হাফসা (রাঃ) ঘরে প্রবেশ করে খলিফাতুল মুসলিমিন বললেন, আমি তোমাকে একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাচ্ছি যা আমাকে পেরেশান করে রেখেছে। তুমি আমার এই পেরেশানি দূর করে দাও।
নারীরা স্বামী ছাড়া কতদিন ধৈর্যধারণ করে থাকতে পারে?
প্রশ্নটি শুনে হাফসা (রাঃ) লজ্জা পেয়ে মাথা নিচু করলেন। তখন ওমর (রাঃ) বললেন, নিশ্চয় আল্লাহ তা'আলা সত্য বলতে লজ্জাবোধ করেন না। এ শুনে হাফসা (রাঃ) ইশারা করে বুঝালেন তিন বা চার মাস।

তারপর থেকে ওমর (রাঃ) শাহী ফরমান জারি করে দিলেন,
কোনো বাহিনীকে চার মাসের অধিক সময়ে যুদ্ধে লিপ্ত রাখা যাবে না।
[ المصنف لعبد الرزاق ٧/١١٨ رقم ١٢٦٤٤ ]

খুলাফায়ে রাশেদার সোনালী যুগেও স্ত্রীর জন্য চার মাসের অধিক সময় স্বামীর সঙ্গ ছাড়া থাকাটা কষ্টকর হতো। আর বর্তমানের এ ফেৎনা ও অশ্লীলতার যুগে কি স্ত্রীর জন্য স্বামীর সঙ্গ ছাড়া বছরের পর বছর থাকা খুব সহজ হয়ে গেলো? তারা কি সোনালী যুগের থেকেও বেশি মুত্তাকী তবে?
ভেবে দেখুন.....

শুধু টাকা-পয়সা দিয়েই কি স্ত্রীর চাহিদা পূরণ হয়ে যায়? তার কি আর কোনো চাহিদা নেই? তা পূরণ করবে কীভাবে? যখন স্বামী তা পূরণে ব্যর্থ হয়ে যাচ্ছে তখন হয়তো বিচ্ছেদ হয়ে যাচ্ছে সুখের সংসার বা বাধ্য হয়ে স্ত্রী ধ্বংসাত্মক এক পথ 'পরকিয়া'-তে জড়িয়ে পরছে।
কিন্তু পরকিয়াতে জড়ানোর পিছনের কারণটা কী ছিলো? সেটা নিয়ে তেমন কেউ ভাবে না। ভাবে পরবর্তী বিষয়টা নিয়ে।

ওলামায়ে কেরামের ইজমা হলো, প্রতি চার মাসে একবার স্ত্রী সহবাস করা স্বামীর উপর আবশ্যক। এটা স্ত্রীর হক। এখন প্রবাসী স্বামী কি স্ত্রীর এ আবশ্যক হক আদায় করেছে? যদি না করে থাকে তবে স্ত্রীর আগে স্বামীকে শাস্তি দেওয়া উচিত।
কিন্তু এটা বলতে গেলেই তো বন্ধু বেজার........

কথা আর লম্বা করবো না।
এ সংক্রান্ত তিনটা ফাতওয়ার কিতাব থেকে মাসআলা উল্লেখ করেই শেষ করছি।

১. و يجب ديانة أحيانا ولا يبلغ مدة الإيلاء إلا برضاها

অর্থ: কখনো কখনো স্ত্রী সহবাস করা স্বামীর উপর ওয়াজিব হয়ে যায়। আর স্ত্রীর সম্মতি ছাড়া সহবাস বিহীন সময় চার মাস পর্যন্ত যেনো না পৌঁছায়।
[ الدر المختار مع رد المحتار ٤/ ٣٧٩-٣٨٠ ]

২. ভরণপোষণ ছাড়াও স্ত্রীর আরো কিছুর চাহিদা আছে তার জন্য কী ব্যবস্থাপনা রয়েছে? স্ত্রী যদি যুবতী হয় এবং নিজেকে নিয়ন্ত্রিত রাখা তার জন্য কষ্টকর হয় (সহবাস না করলে) তবে তো স্ত্রীর হক নষ্ট করা হলো।
হ্যাঁ, যদি নিজের উপর নিয়ন্ত্রণ থাকে এবং স্বেচ্ছায়, প্রফুল্লতার সাথে এত দীর্ঘ সময়ের জন্য স্বামীকে অনুমতি দেয় এবং গুনাহে জড়িয়ে পড়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে অনুমতি রয়েছে। অন্যথায় প্রতি চার মাসে একবার স্ত্রীর নিকট আসা-যাওয়া করতে হবে।
[ فتاوى محمودية ٢٩/٤٨ ]

৩. স্ত্রীকে ভরণপোষণ দেওয়া এবং প্রতি চার মাসে একবার সহবাস করা স্বামীর উপর ওয়াজিব।
[ احسن الفتاوى ١/٣٩٩ ]

সুতরাং স্বামী যদি স্ত্রীর নিকট থেকে চার মাসের বেশি সময় দূরে থাকতে চায় তবে স্ত্রীর অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় এবং এ সময়ে নিজের উপর নিয়ন্ত্রণ থাকার পূর্ণ আস্থা থাকে এবং গুনাহে জড়িয়ে পড়ার কোনো আশঙ্কা না থাকে তবে সে ক্ষেত্রে স্বামী এর চেয়ে বেশি সময় দূরে থাকতে পারবে। অন্যথায় প্রতি চার মাসে একবার স্ত্রীকে সঙ্গ দেওয়া তার উপর আবশ্যক।

উল্লেখ্য, স্বামী-স্ত্রী পরষ্পরে দূরে থাকার কারণে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে চার মাসের কম সময়েও দূরে থাকা তাদের জন্য উচিত হবে না।

সংগৃহীত।।।।।।।।

ব্রিটিশ আমলের অ্যালার্ম ঘড়ি Price :-650 tk.cash on delivery.... Delivery charge 🛵Inside:-pabna  65 tk.Outside:-pabna 13...
23/07/2023

ব্রিটিশ আমলের অ্যালার্ম ঘড়ি

Price :-650 tk.
cash on delivery....
Delivery charge 🛵
Inside:-pabna 65 tk.
Outside:-pabna 130 tk.

Advance:-150 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

D18 smart watch ⌚⌚⌚✅ সময়,তারিখ তিনটি আলাদা✅ হার্টবিট নির্নয়।✅ ব্লাড প্রেশার নির্নয়।✅ কত ক্যালরী বার্ন করলেন সেটা জানতে প...
23/07/2023

D18 smart watch ⌚⌚⌚

✅ সময়,তারিখ তিনটি আলাদা
✅ হার্টবিট নির্নয়।
✅ ব্লাড প্রেশার নির্নয়।
✅ কত ক্যালরী বার্ন করলেন সেটা জানতে পারবেন।
✅ আপনার ফোনের কল,ম্যাসেজ কিংবা ফেসবুকের নোটিফিকেশন গুলো পাবেন। কে কল দিয়েছে সেটা দেখতে পাবেন।
✅ কত স্টেপ হাটলেন সেটা জানতে পারবেন।
✅ কত কিলোমিটার পথ হাটলেন সেটাও জানতে পারবেন।
✅ ঘড়িটি ওয়াটার রেসিস্টেন্ট ।
✅ চার্জিং ব্যাকাপঃ ফোনের সাথে কানেক্ট করা থাকলে ১/২ দিন চার্জ থাকবে। ফোনের সাথে কানেক্ট না থাকলে ৩/৪ দিন চার্জ পাবেন।

Price :-800 tk.
cash on delivery....
Delivery charge 🛵
Inside:-narayanganj 80 tk.
Outside:-narayanganj 140 taka.

Advance:-140 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

❤️নামঃ মহুয়া বোরকা 👉লং : ৫০/৫২/৫৪/৫৬👉বডি : ফ্রী সাইজ 👉ফেব্রিক্স : অর্জিনাল দুবাই চেরি কাপুর👉রেডি হিজাব, এডজাস্ট নিকাব,এ...
23/07/2023

❤️নামঃ মহুয়া বোরকা
👉লং : ৫০/৫২/৫৪/৫৬
👉বডি : ফ্রী সাইজ
👉ফেব্রিক্স : অর্জিনাল দুবাই চেরি কাপুর
👉রেডি হিজাব, এডজাস্ট নিকাব,এডজাস্ট কটি বোরকা

বিঃদ্রঃ কেউ যদি এলেক্স চেরি কাপুরের বোরকাটা নেন,তাহলে 200 টাকা কম ধরা হবে।

Price :-1600 tk.
cash on delivery....
Delivery charge 🛵
Inside:-Dhaka 80 tk.
Outside:-Dhaka 130 tk.

Advance:-150 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

সাইজ: ১২ হাতমেড ইন বাংলাদেশPrice :-450 tk.cash on delivery.... Delivery charge 🛵Inside:-kurigram 130 tk.Outside:-kurigra...
23/07/2023

সাইজ: ১২ হাত
মেড ইন বাংলাদেশ

Price :-450 tk.
cash on delivery....
Delivery charge 🛵
Inside:-kurigram 130 tk.
Outside:-kurigram 150 tk.

Advance:-150 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

❤️নামঃ মহুয়া বোরকা ৫👉লং : ৫০/৫২/৫৪/৫৬👉বডি : ফ্রী সাইজ 👉রেডি হিজাব, নিকাব, বোরকা ৩ পার্ট👉ফেব্রিক্স : দুবাই চেরিনোট:;-ডেল...
23/07/2023

❤️নামঃ মহুয়া বোরকা ৫
👉লং : ৫০/৫২/৫৪/৫৬
👉বডি : ফ্রী সাইজ

👉রেডি হিজাব, নিকাব, বোরকা ৩ পার্ট

👉ফেব্রিক্স : দুবাই চেরি

নোট:;-ডেলিভারী ম্যান থাকা কালিন প্রডাক্ট দেখে চেক করে তারপর পেমেন্ট করবেন।ডেলিভারি ম্যান চলে গেলে পরে কোনো অভিযোগ গ্রহন যোগ্য হবে না

Price :-1900 tk..
cash on delivery....
Delivery charge 🛵
Inside:-Dhaka:80 tk
Outside:-Dhaka:150 tk

Advance:-150 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

🔥Mosquito killer Lamp💥মশা তাড়ানাের জন্য আপনি কি প্রতিদিন কয়েল জ্বালানঅথবা এ্যারােসল ব্যবহার করেন?আপনি কি জানেন একটি কয...
12/07/2023

🔥Mosquito killer Lamp💥

মশা তাড়ানাের জন্য আপনি কি প্রতিদিন কয়েল জ্বালান
অথবা এ্যারােসল ব্যবহার করেন?
আপনি কি জানেন একটি কয়েল প্রায় ৭০ টি সিগারেটের
সমমান ক্ষতিকর।

এতে করে আপনাদের নিজের ক্ষতি তো করেছেন সাথে আপনাদের ছোট বাচ্চাদের ও অনেক ক্ষতি করছেন...

তাই আমরা নিয়ে এসেছি Mosquito killer Lamp.
এটি বৈদ্যুতিক সংযােগে চলবে যার কোনাে ক্ষতিকর
প্রভাব নেই।

USB photocatalyst mosquito killer lamp quiet LED

ইউএসবি ফটোক্যাটালিস্ট মশা ঘাতক ল্যাম্প শান্ত LED

350 বর্গফুটের মধ্যে বাগ, মশা, মাছি, মথ এবং অন্যান্য উড়ন্ত পোকামাকড়কে নিরাপদ এবং কার্যকরভাবে মেরে ফেলুন, যা বাড়িতে, বহিঃপ্রাঙ্গণ, বাগান, উঠোন, বারান্দা, ডেক, তাঁবু ক্যাম্পিং লাইট বা রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে বাণিজ্যিকভাবে পোর্টেবল ব্যবহার করতে পারে। ব্যবহার

মশা নিধনকারী বাতি বৈদ্যুতিক

রাসায়নিক মুক্ত - Uv বৈদ্যুতিক জ্যাপার, কোন বিপজ্জনক রাসায়নিক নেই

আবেদন: বাড়ি, শয়নকক্ষ, বসার ঘর, রান্নাঘর / আউটডোর, বাগান, বহিঃপ্রাঙ্গণ, ডেস্ক ইত্যাদি।।।।

Price :-700 tk.
cash on delivery....
Delivery charge 🛵
Inside:- Dhaka 80 tk.
Outside:-Dhaka 130 tk.

Advance:-130 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

M10 copy....Model Number: M10 TWSwireless: YesBluetooth Version: 5.1Vocalism Principle: DynamicVolume Control: YesPrivat...
12/07/2023

M10 copy....

Model Number: M10 TWS
wireless: Yes
Bluetooth Version: 5.1
Vocalism Principle: Dynamic
Volume Control: Yes
Private Mold: Yes
Battery Indicator: Digital Display
Style: In-Ear, TWS
Communication: Wireless
Use: For iPod, Gaming, HiFi Headphone, Mobile Phone, Portable Media Player, Sports, Travel, COMPUTER, PROFESSIONAL, HEARING AID
Function: Waterproof, Noise Cancelling, Microphone, LED Display, Power Bank
Cord Length: Wireless Earbuds with 2000mah Power bank
Waterproof Standard: IPX-7
Active Noise-Cancellation: Yes
Wireless delay time: Above 60 ms
Game atmosphere light: Multicolor
BT Profile: A2DP, AVRCP, HFP, HSP
Charging voltage: 5V / 1A
Battery capacity of the headset: 50 mAh
Battery capacity of the storage box: 2000 mAh
Transmission distance: 10 Meter
Call time: 3-5 hours
Play time: 3-5 hours
Charging time: 1-2 hours

Price :-485 tk.
cash on delivery....
Delivery charge 🛵
Inside:-Dhaka:60 tk.
Outside:-Dhaka:110 tk.

Advance:-110 tk.

আপনি যদি এই পণ্যটি নিতে চান,
তাহলে ইনবক্স করুন।
অথবা,,,
WhatsApp এ নক দিন।
Add me as a contact on WhatsApp. https://wa.me/qr/YZ2H7W6Z2G6UH1

আপনি কি অনলাইনে অর্ডার করতে আগ্রহী ?
তাহলে নিচের এই অপশন গুলো পূরণ করুন।

আপনার নামঃ
যোগাযোগের নাম্বারঃ
লোকেশনঃ

প্রোডাক্ট মডেলঃ
ইমেইলঃ

আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

01647645394....

বি.দ্র.ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে।

Address

Trisha, Noyadia, Shibpur
Narsingdi

Telephone

+8801647645394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tahsin Digital Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahsin Digital Online Shop:

Share