Taniya Akter Mim

Taniya Akter Mim আল্লাহর সাথে অপর কোন ইলাহ নির্ধারণ করো না।তাহলে তুমি নিন্দিত ও লাঞ্চিত হয়ে বসে পড়বে। বনি-ইসরাইল ২২

28/07/2025
27/07/2025

কে কে এখনো সজাগ 😯

26/07/2025

সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আমাদের যে ক্ষমতা এটা শুধুমাত্র আল্লাহ পাকের দান। আর এই ক্ষমতা নিয়েই কে`ড়ে নেই মানুষের জা ন! তাই কত বড় বেকুব আমরা আপনারাই ক মে ন্টে বলে যান 👇

দগ্ধদের চিকিৎসায় এবার চিন থেকে আসছে মেডিকেল টিম || #মাইলস্টোন_স্কুল_এন্ড_কলেজ  #ছবি
24/07/2025

দগ্ধদের চিকিৎসায় এবার চিন থেকে আসছে মেডিকেল টিম ||
#মাইলস্টোন_স্কুল_এন্ড_কলেজ #ছবি

23/07/2025
একটি শুকনো চারাগাছকে পাখি প্রতিদিন জল দিত, আর সেই চেষ্টায় গাছটি জীবন্ত বৃক্ষে পরিণত হয়। এতে প্রমাণিত হয়, চেষ্টা করলে সফল...
20/07/2025

একটি শুকনো চারাগাছকে পাখি প্রতিদিন জল দিত, আর সেই চেষ্টায় গাছটি জীবন্ত বৃক্ষে পরিণত হয়। এতে প্রমাণিত হয়, চেষ্টা করলে সফল হওয়া যায়।

সারমর্মঃ- ধৈর্য সহ প্রতিটি কাজে চেষ্টা করুন অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:"যখন তোমাদের কেউ বিছানায় শয়ন করে, তখন সে যেন তার লুঙ্গি বা কা...
18/07/2025

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
"যখন তোমাদের কেউ বিছানায় শয়ন করে, তখন সে যেন তার লুঙ্গি বা কাপড়ের এক প্রান্ত দ্বারা বিছানা ঝেড়ে নেয়। কেননা সে জানে না যে, তার অনুপস্থিতিতে কোনো কিছু তার বিছানায় প্রবেশ করেছে কি না। তারপর সে যেন এই দোয়া পড়ে: 'بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ إِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ' (বিসমিকা রব্বি ওয়াদ্বা’তু জানবি, ওয়াবিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা, ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহী ইবাদাকাস সালিহীন)।
অর্থাৎ: হে আমার রব, তোমার নামেই আমি আমার পার্শ্বদেশ রাখলাম (শয়ন করলাম) এবং তোমার নামেই তা উত্তোলন করব। যদি তুমি আমার আত্মাকে (ঘুমন্ত অবস্থায়) ধরে রাখো (মৃত্যু দাও), তাহলে তাকে রহম করো; আর যদি তুমি তাকে ছেড়ে দাও (পুনরায় জীবন দাও), তাহলে তাকে সেভাবে হেফাজত করো, যেভাবে তুমি তোমার নেক বান্দাদের হেফাজত করে থাকো।"
(সহীহ বুখারী, হাদিস নং ৬৩২০; সহীহ মুসলিম, হাদিস নং ২৭১৪)

17/07/2025
16/07/2025

শুটকি ভুনা" দিয়ে ভাত খাইছি,,
কিছুটা হাত জ্বালাপোড়া করছে।।
কি দিতে পারি হাতে??🥲

হুম ঠিক 👍
15/07/2025

হুম ঠিক 👍

আমি হলাম শুল্ক প্রেসিডেন্ট, কথা বললেই শুল্ক বাড়িয়ে দেবো 😁🤣

13/07/2025

ঘুম ধরতাছেনা কি যে করি 🤔

আমরা মানুষ হবো কবে?😭😡
11/07/2025

আমরা মানুষ হবো কবে?😭😡

Address

Dhaka
1610

Alerts

Be the first to know and let us send you an email when Taniya Akter Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taniya Akter Mim:

Share