Fahad Khan

Fahad Khan কিছুই থেমে থাকে না,তুমায় ও থেমে থাকা যাবে না।

একবার আল্লাহ এর কাছে কোন এক জিনিস এমন করে চাইছিলাম।।যে আল্লাহ খুব নারাজ হলো মনে হয় এই কারনে যে।।আমায় তু কখনো এমন করে চাও...
13/08/2025

একবার আল্লাহ এর কাছে কোন এক জিনিস এমন করে চাইছিলাম।।যে আল্লাহ খুব নারাজ হলো মনে হয় এই কারনে যে।।আমায় তু কখনো এমন করে চাও নি।।।

তারপর কেটে গেলো বহু মাস বহু বছর।কে আসলো কে গেলো মনেই থাকে না।।এক মূহুর্ত ও লাগে না কাউকে ছাড়তে কিংবা ভুলতে।।মনে হয় কিছুই ঘটেই নি।।।ছিলই না এমন কিছু।

মনে হয় কোন কিছু হারানোর ভয় কিংবা আফসোস। বা কাউকে মিস করা কিংবা তার অভাব। এই বিষয় গুলা আমার থেকে এমন ভাবে মুছে দিয়েছে যে। আমি আর ফিল ই করতে পারি না এইগুলা।।

আবার মাঝে মাঝে এমন ও লাগে যে সামান্য কিছু ও কেন আছে?? সব হারিয়ে যাক।।। ইস, একলা থাকা কতই না মজার।।।। মনে হয়না i am so lonely মনে হয় এর থেকে বেটার আর নেই।।।।

আমি তুমায় অনেক ভালবাসি তাই তু বারবার গিয়ে ও ফিরে আসি।।অনেক বড় একটা মিত্থে কথা এইটা,,।  বার-বার যাওয়ার পর ও ফিরে আসি এই ক...
31/05/2024

আমি তুমায় অনেক ভালবাসি তাই তু বারবার গিয়ে ও ফিরে আসি।।

অনেক বড় একটা মিত্থে কথা এইটা,,। বার-বার যাওয়ার পর ও ফিরে আসি এই কথা গুলা যারা বলে বা যারা এই কাজ গুলা করে তারা হচ্ছে স্বার্থপর মানুষ, আর ছোটলোক।।

তুমি ফিরে আসই কেন?? থেকে গেলেই তু পার।।তুমাকে ফিরে আসতে হবে কেন?? তুমি না গেলেই তু হয়,,।।তুমি বারবার ফিরে না এসে একবারে কেন থেকে যাচ্ছ না??? বারবার যেহেতু আসতেই হবে তা হলে বার-বার চলে যাও কেন??

এই প্রশ্ন গুলা তাদের করেন,উত্তর দিতে পারবে না।

উত্তর গুলা আমি দিচ্ছি।

প্রথমত হচ্ছে তারা একবারেই চলে যায়।।কিন্তু যাওয়ার পর যখন কোন অপশন খুজে পায়না।ভালো কোন রাস্তা খুজে পায়না।বেটার কিছু পায়না।।দেখে যে সে নিজেই মহা পন্ডিত,, কিন্তু পন্ডিতি করে আসলে লাভ হয়নি।।

তখন আবারো ফিরে আসে।আর এসে বুঝায় যে আমি তুমায় অনেক ভালবাসি তাই তু ছেড়ে গিয়ে ও ফিরে আসছি আবারো।

কেউ যদি কাউকে ভালই বাসে,,সে তাকে ছেড়ে যাবেই না।।হয়তু রাগ অভিমান করবে,,কথা না বলে থাকবে, চোখের পানি নাকের পানি এক করে চোখমুখ গাল ফুলিয়ে বসে থাকবে।।কিন্তু দূরে কোথাও যাবে না।।।

কিন্তু কেউ একজন আপনাকে এত গুলা কথা শুনিয়ে বড় বড়,,তারপর চলে গেলো।আর কোন যোগাযোগ ই রাখলো না।আবার হুট করে একদিন এসে বল্লো আমি ফিরতে চাই।।বা আপনাকেই দোষ দিল,,যে আপনি কতটা স্বার্থপর, তাকে ছাড়া আছেন কিভাবে,,বা আপনি কেন সম্পর্ক ঠিক করতেছেন না এখনো।।

এরা হচ্ছে সব থেকে বড় সুবিধাবাদী মানুষ,,,, ছোটলোক মানুষ।।

তুমি যদি চলেই যাবা তা হলে যাও,ব্যাক্তিত্ব ধরে রাখো, তুমার যদি দোষ না ই থাকে ফিরে কেন আসো??? আর দোষ যদি থাকেই?? তা হলে চলে কেন যাও??।

আর এই মানুষ গুলার আরো একটা বড় স্বভাব বা অভ্যাস হচ্ছে।।তারা সবসময় হিসেব করে করে বলবে,,আপনি তাকে কি দিয়েছেন কি করেছেন তার জন্য,এইসব হাবিজাবি।।। কিন্তু সে কি করেছে তা কখনো দেখবে না আর আপনি যানতে চাইলে তখন আর উত্তর দিতে পারবে না।

সবশেষে একটা কথা হচ্ছে।চলেই যেহেতু যাবে একবারেই যাও।অন্তত নিজের ব্যাক্তিত্ব ধরে রাখো।।থাকতে হলে একবারেই থাকো ভালবাসা ধরে রাখো।।
আসবো যাবো, বলবো চলে যাই কিন্তু আবারো ফিরে আসি,, ভালবাসি বলে,,,, এইসব ভণ্ডামি ছাড়া কিছুই না।।

ভালবাসা এমন হয় না,,,যে তুমায় ভালবাসবে সে ছেড়ে যাবেই না ফিরে আসার প্রশ্ন তো পরে।।

মানুষ নিজেরে অর্ধের নস্ট করে,,ভুল ঠিক করতে গিয়া।আর বাকি অর্ধেক নস্ট করে তার ভাগ্য,,,,,,,
12/04/2024

মানুষ নিজেরে অর্ধের নস্ট করে,,ভুল ঠিক করতে গিয়া।আর বাকি অর্ধেক নস্ট করে তার ভাগ্য,,,,,,,

25/02/2024

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -
"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."
এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical !! 👏
বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো ।
তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-
'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !' 🙂

স্ক্রিপ্ট রানা

#ফাহাদ #ফাহাদ_খান

23/02/2024

এখনকার ছেলেরা মেয়েদের কেন সম্মান করেনা জানেন? কারন মেয়েরা নিজেরাই চায়না।তারা নিজেরাই এখন নিজেদের সব কিছু ভাবে ।এখনাকার মেয়েদের মাঝে অহংকার এমন পর্যায় চলে গেছে যে তারা এখন কাউকে আর হিসেবই করে না। নিজেদের তারা এখন স্বয়ং সম্পুর্ণ মনে করে আর ছেলেদেরকে তাদের প্রতিপক্ষ মনে করে। যেখানে হওয়ার কথা ছিলো সহযোগী।একটা ছেলে একটা মেয়েকে ভালো রাখার জন্য খুশি রাখার জন্য সারা দিন বাহিরে কস্ট করে সারা দুনিয়ার সাথে ফাইট করে। কত টর্চার সহ্য করে চুরি বাটপারি ও যারা করে যাই করে সে তার নিজের জন্য শুধু করে না ।তার ফ্যমিলিকে ভালো রাখার জন্য করে।কই? ছেলেরা তু অভিযোগ বা কথা বলতে পারে না এইসব নিয়ে কোথাও বা কথা বলে ও না।কিন্তু মেয়েরা সবসময় মনে হয় সুযোগে থাকে কখন কি অভিযোগ করা যায়। একটা মেয়ের উপর নির্ভর করে সমাজ কেমন হবে।এত বড় ক্ষমতা তাদের হাতে থাকার পরেও তারা বলে তাদেরকে নাকি ছোট করে দেখা হয়।এখন তাদের হাতে ক্ষমতা গিয়েছে আর মাত্র কয়েক বছরেই দেখতে পারবেন তারা এই সমাজ এর কি অবস্থা যে করে।

Address

Dhaka
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Khan:

Share