31/05/2024
আমি তুমায় অনেক ভালবাসি তাই তু বারবার গিয়ে ও ফিরে আসি।।
অনেক বড় একটা মিত্থে কথা এইটা,,। বার-বার যাওয়ার পর ও ফিরে আসি এই কথা গুলা যারা বলে বা যারা এই কাজ গুলা করে তারা হচ্ছে স্বার্থপর মানুষ, আর ছোটলোক।।
তুমি ফিরে আসই কেন?? থেকে গেলেই তু পার।।তুমাকে ফিরে আসতে হবে কেন?? তুমি না গেলেই তু হয়,,।।তুমি বারবার ফিরে না এসে একবারে কেন থেকে যাচ্ছ না??? বারবার যেহেতু আসতেই হবে তা হলে বার-বার চলে যাও কেন??
এই প্রশ্ন গুলা তাদের করেন,উত্তর দিতে পারবে না।
উত্তর গুলা আমি দিচ্ছি।
প্রথমত হচ্ছে তারা একবারেই চলে যায়।।কিন্তু যাওয়ার পর যখন কোন অপশন খুজে পায়না।ভালো কোন রাস্তা খুজে পায়না।বেটার কিছু পায়না।।দেখে যে সে নিজেই মহা পন্ডিত,, কিন্তু পন্ডিতি করে আসলে লাভ হয়নি।।
তখন আবারো ফিরে আসে।আর এসে বুঝায় যে আমি তুমায় অনেক ভালবাসি তাই তু ছেড়ে গিয়ে ও ফিরে আসছি আবারো।
কেউ যদি কাউকে ভালই বাসে,,সে তাকে ছেড়ে যাবেই না।।হয়তু রাগ অভিমান করবে,,কথা না বলে থাকবে, চোখের পানি নাকের পানি এক করে চোখমুখ গাল ফুলিয়ে বসে থাকবে।।কিন্তু দূরে কোথাও যাবে না।।।
কিন্তু কেউ একজন আপনাকে এত গুলা কথা শুনিয়ে বড় বড়,,তারপর চলে গেলো।আর কোন যোগাযোগ ই রাখলো না।আবার হুট করে একদিন এসে বল্লো আমি ফিরতে চাই।।বা আপনাকেই দোষ দিল,,যে আপনি কতটা স্বার্থপর, তাকে ছাড়া আছেন কিভাবে,,বা আপনি কেন সম্পর্ক ঠিক করতেছেন না এখনো।।
এরা হচ্ছে সব থেকে বড় সুবিধাবাদী মানুষ,,,, ছোটলোক মানুষ।।
তুমি যদি চলেই যাবা তা হলে যাও,ব্যাক্তিত্ব ধরে রাখো, তুমার যদি দোষ না ই থাকে ফিরে কেন আসো??? আর দোষ যদি থাকেই?? তা হলে চলে কেন যাও??।
আর এই মানুষ গুলার আরো একটা বড় স্বভাব বা অভ্যাস হচ্ছে।।তারা সবসময় হিসেব করে করে বলবে,,আপনি তাকে কি দিয়েছেন কি করেছেন তার জন্য,এইসব হাবিজাবি।।। কিন্তু সে কি করেছে তা কখনো দেখবে না আর আপনি যানতে চাইলে তখন আর উত্তর দিতে পারবে না।
সবশেষে একটা কথা হচ্ছে।চলেই যেহেতু যাবে একবারেই যাও।অন্তত নিজের ব্যাক্তিত্ব ধরে রাখো।।থাকতে হলে একবারেই থাকো ভালবাসা ধরে রাখো।।
আসবো যাবো, বলবো চলে যাই কিন্তু আবারো ফিরে আসি,, ভালবাসি বলে,,,, এইসব ভণ্ডামি ছাড়া কিছুই না।।
ভালবাসা এমন হয় না,,,যে তুমায় ভালবাসবে সে ছেড়ে যাবেই না ফিরে আসার প্রশ্ন তো পরে।।