04/10/2025
Rough Sea⚓⚓
এমন উত্তাল সমুদ্রে আমরা কিভাবে বেঁচে থাকি, আমাদের কি ভয় হয় নাহ? এমন হাজার প্রশ্নের সম্মুখীন হয়েছি। সত্যি বলতে গেলে এই প্রফেশনে আমরা যারা আসি আমরা জেনে শুনেই আসি। আল্লাহ আমাদেরকে সমুদ্রের জন্য ই বেছে নিয়েছেন। আমরা আল্লাহর সৃষ্টি কে খুব কাছ থেকে দেখি, কত বৈচিত্র্যময় এই সামুদ্রিক জীবন। রাস্তা ঘাটে ও গাড়ি এক্সিডেন্ট হয় কত ভাবে কত দূর্ঘটনা ঘটতে পারে আমাদের জীবনে। সমুদ্রে থাকি বলেই যে সব সময় রিস্কে থাকি তেমন না, বিপদ সব জায়গায় হয়। বরং এক্সিডেন্টের দিক ভাবলে সমুদ্র পথ আরো নিরাপদ। রোমাঞ্চকর, উত্তাল সমুদ্র আমরা বুক ভরা সাহস নিয়ে পাড়ি দেই। আমরা ভালোবেসে জাহাজে কাজ করি,,, অথচ সমুদ্রের জীবন নিয়ে আমাদের কত ভুল ধারনাও আছে সবার মনে।