
19/12/2023
৫ সন্তানের পিতা 'নওয়াব সিরাজ-উদ-দৌলা' ফিল্মে বাংলার শেষ স্বাধীন নওয়াবের স্বার্থক অভিনেতা আনোয়ার হোসেন!
এক ছেলে থাকেন সুইডেন। বাকী তিন ছেলে ও এক মেয়ে থাকেন আমেরিকায়। জীবনের সব আয় খরচ করেছেন সন্তানদের প্রতিষ্ঠিত করার পেছনে। পেটের তাগিদে জীবনের শেষ বয়স পর্যন্ত তাকে করতে হয়েছে চাকর-বাকরের অভিনয়।
কিন্তু তার মৃত্যুর সময় সেই উচ্চ শিক্ষিত একটি ছেলে-মেয়েও দেশে আসেননি, বাবাকে শেষ দেখাটাও দেখেননি!!
বর্তমানে অনেক উচ্চ শিক্ষিত, শিল্পপতি, ধর্নাঢ্য ব্যাবসায়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা, সচিব, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার'দের মা-বাবা'রাও বৃদ্ধাশ্রমে!
সর্বোপরি বলা যায় যে, শুধু উচ্চ ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায়না; ভালো সন্তান হওয়া যায়না। একজন আদর্শ মানুষ হতে হলে প্রয়োজন নিজের বিবেককে সুশিক্ষায় শিক্ষিত করা! কোথায় চলেছে আমাদের মানবিকতা, সামাজিক মুল্যবোধ ও পারিবারিক বন্ধন??
“Collected” …painful . That’s why shared …