MD TAMAL KHAN

MD TAMAL KHAN Vedio creator

৫ সন্তানের পিতা  'নওয়াব সিরাজ-উদ-দৌলা' ফিল্মে বাংলার শেষ স্বাধীন নওয়াবের স্বার্থক অভিনেতা আনোয়ার হোসেন!এক ছেলে থাকেন সুই...
19/12/2023

৫ সন্তানের পিতা 'নওয়াব সিরাজ-উদ-দৌলা' ফিল্মে বাংলার শেষ স্বাধীন নওয়াবের স্বার্থক অভিনেতা আনোয়ার হোসেন!

এক ছেলে থাকেন সুইডেন। বাকী তিন ছেলে ও এক মেয়ে থাকেন আমেরিকায়। জীবনের সব আয় খরচ করেছেন সন্তানদের প্রতিষ্ঠিত করার পেছনে। পেটের তাগিদে জীবনের শেষ বয়স পর্যন্ত তাকে করতে হয়েছে চাকর-বাকরের অভিনয়।

কিন্তু তার মৃত্যুর সময় সেই উচ্চ শিক্ষিত একটি ছেলে-মেয়েও দেশে আসেননি, বাবাকে শেষ দেখাটাও দেখেননি!!

বর্তমানে অনেক উচ্চ শিক্ষিত, শিল্পপতি, ধর্নাঢ্য ব্যাবসায়ী, উচ্চ পদস্থ কর্মকর্তা, সচিব, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার'দের মা-বাবা'রাও বৃদ্ধাশ্রমে!

সর্বোপরি বলা যায় যে, শুধু উচ্চ ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না, ভালো মানুষ হওয়া যায়না; ভালো সন্তান হওয়া যায়না। একজন আদর্শ মানুষ হতে হলে প্রয়োজন নিজের বিবেককে সুশিক্ষায় শিক্ষিত করা! কোথায় চলেছে আমাদের মানবিকতা, সামাজিক মুল্যবোধ ও পারিবারিক বন্ধন??

“Collected” …painful . That’s why shared …

14/08/2023

যেখানে গেলে শান্তি মিলে । পথ শিশুদের সাথে আনন্দঘন একটি মুহূর্ত ।❤️🧡💛💚💙🤎🤍💜🖤

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
15/06/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

বাবা ছিলেন জমিদার। লন্ডন তখন পাশ করা এই ডাক্তার চাইলে ই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের...
12/04/2023

বাবা ছিলেন জমিদার। লন্ডন তখন পাশ করা এই ডাক্তার চাইলে ই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষ ধনী।

কিন্তু তিনি তা হলেন না তিনি হয়ে উঠলেন গরীবের ডাক্তার। এক শার্ট আর এক প্যান্ট পড়া গরীবের জাফর ভাই 💔

গুড বাই “দ্যা গুড ডক্টর জাফর উল্লাহ চৌধুরী”

আপনার মতো করে আর কেউ শহীদ মিনারে ছুটে যাবে না।

দাবী আদায় না হলে বজ্রকন্ঠে এখন আর কেউ বলবে না “ তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবী মেনে না নিলে আমি হুইল চেয়ার নিয়ে একটুও সরবো না” 💔

আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন

11/04/2023
07/04/2023

সত্যি দেখতে খুব ভালো লাগে যখন নিজ হাতে লাগানো গাছগুলো এমনভাবে বড় হতে থাকে

24/03/2023

দারুণ লাগলো লেখাটা! তাই ভাগ করে নিলাম সবার সাথে ll
জেরুজালেমে ঘোড়ার আস্তাবলে
যীশুর জন্মাতে তখনও
তিনশো চুরাশি বছর দেরি ;
জন্ম নিলেন এ্যারিস্টটল!
শুধু গ্রীস নয়
সারা বিশ্ব নড়েচড়ে উঠলো
মানুষটার কথাবার্তায়!
গ্রীক বীর আলেকজান্ডারকে
টিউশন পড়িয়ে ফেরার পথে
গার্জেনদের জটলায় দাঁড়িয়ে
বললেন,
"শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও ফল মিষ্টি" ;
এতগুলো বছর পরে
মানুষটা নেই,
রয়ে গেছে কথাগুলো
আগুনের মতো সত্যি হয়ে!
তারও আগে
এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে
সোচ্চার কন্ঠে
বলে গেলেন প্লেটো,
"রাজনীতিতে অংশগ্রহণে অনীহার
অন্যতম শাস্তি হলো
নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া!"
মিথ্যে নয়!
মিথ্যে নয় কথাগুলো!
দুহাজার ছশো বছর আগেই বোধহয়
মানুষটা জানতেন
এমএলএ এমপি হয়ে
বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছাতে গেলে
এমএ এমএসসি পিএইচডি
অথবা
মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই
বরং
এমএ এমএসসি পিএইচডি'রাই
নন ম্যাট্রিক এমএলএ এমপি'দের পিছনে
হাত কচলাতে কচলাতে
স্যার স্যার করে ঘুরবে!
তার চেয়েও বহু আগে
পৃথিবীতে যীশু আসার
চারশো সাতাশ বছর আগে
হেমলক ভর্তি কাপে
নিশ্চিন্তে চুমুক দিতে দিতে
প্লেটোর মাস্টারমশায় সক্রেটিস বলে গেলেন,
"এমন একটা সময় আসবে
যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে
অনুশোচনা করবে,
মুর্খরা তাদের মুর্খতার জন্য
গর্ব করবে,
আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য
উল্লাস করবে!"
সক্রেটিস থেকে শুরু করে
প্লেটো এ্যারিস্টটল হয়ে
জিওর্দানো ব্রুনো কোপারনিকাস গ্যালিলিও ---
রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জতার
ধারাবাহিক ইতিহাস ;
সত্যের কন্ঠরুদ্ধ করার ট্র্যাডিশনাল বর্বরতা ;
যার লেটেস্ট বাংলা ভার্সন :
"মাস্টারমশাই, আপনি কিছুই দেখেননি!"
পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই
সবকিছু দেখেশুনে
মৃত্যু নিশ্চিত জেনেও
হাসতে হাসতে তুলে নিলেন
এ কাপ ফুল অফ হেমলক ;
দাউদাউ আগুনে
পুড়ে গেলেন জিওর্দানো ;
নিশ্ছিদ্র খুপরিতে
মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মূহুর্ত পর্যন্ত
গ্যালিলিও উচ্চারণ করে গেলেন,
ইট মুভস্
ঘুরছে, ঘুরছে, পৃথিবী ঘুরছে!
হ্যাঁ! ঘুরছে!
পৃথিবী ঘুরছে!
আজও ঘুরেই চলেছে
ঘুরবেও অনন্তকাল ---
এটা বিশ্বাস নয়, বিজ্ঞান ।
# সংগৃহীত

21/03/2023

তোমাকে একটা পাহাড় কিনে দেবো,
বারান্দায় দাঁড়ালেই পাহাড়টা তুমি দেখতে পাবে।
চিলেকোঠার চারটে জানালায় চার টুকরো আকাশ থাকবে তোমার জন্য রাত্রিদিন।
টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ এনে দেবো তোমার ঘুম পাড়ানি গান হিসেবে।
বারান্দা জুড়ে একটা জাঁকাল পাতাবাহার গাছ দেবো।
চাইলে এক টুকরো জমিও কিনে দেবো আস্ত একটা বাগান করার জন্য।
খুব সকালে অ্যালার্ম ঘড়ি হিসেব এনে দেবো অসংখ্য পাখির ডাক।
জানলা গলিয়ে ঢুকে পড়া জোছনা এনে দেবো তোমার বিছানায়।
মাঝ দুপুরে উত্তপ্ত ধরণীর বুকে ঝরে পড়া বৃষ্টি ফোঁটার স্পর্শে— জেগে ওঠা মাটির মিষ্টি গন্ধ দেবো।
দেবো নাম না জানা কয়েক গুচ্ছ অপূর্ব সব ঘাসফুল।

বিনিময়ে? বিনিময়ে আমাকে কেবল তোমার একটুখানি হাসি দিয়ো!

'বিনিময়'
০৬.০৭.২০২০

20/03/2023

কষ্টগুলো একদিন শক্তিতে পরিণত হবে, ইনশাআল্লাহ! ❤️

19/04/2022

Hello

24/01/2022

নরসিংদী সরকারী কলেজ। narsingdi government college, Narsingdi

Address

Narsingdi
1600

Telephone

+8801707801852

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD TAMAL KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD TAMAL KHAN:

Share

Category