
29/07/2025
"শুভ রাত্রি"
BPES
শুভ রাত্রি, প্রিয়তমা! নিশিথ রাতে চাঁদ হাসে,
তোমার স্মৃতি বুকের ভেতর চুপিসারে প্রকাশে।
তারার মেলা আঁকে ছবি, স্বপ্ন পটে রঙিন আঁচ,
তোমার হাসি মনে পড়ে, নিশ্বাসে জাগে প্রেমের পাছে।
আধো আলো, আধো অন্ধকার, চাঁদের মুখে ঘুমের ছায়া,
তোমার চোখের রূপ সন্ধ্যায় হৃদয় করে যে মায়া।
ঘুমাও তুমি শান্ত হয়ে, আমার ভালোবাসা পাশে,
রাতের আঁধার ভেঙে জেগে তোমায় খুঁজি আশার ভাষে।
শুভ রাত্রি, হে চিরসাথী! দুঃখ যাক আজ ঘুমিয়ে,
আমার ভালোবাসা থাকুক তোমার স্বপ্নের ভূমিয়ে।
বৃথা নয় এ জীবনের ক্লান্তি, নয় অভিমানী হাহাকার—
তুমি আছ বলেই বুঝি, আঁধার রাতও আজ সুস্নিগ্ধ-সার।
জীবন তো এক বক্ররেখা, সুখের চেয়ে শূন্যতা ভারী,
তবু তুমি থাকলেই যেন শত আঁধারেও জোনাক জ্বলি।
মৃত্যু বলে — “ঘুমাও চিরকাল”, আমি বলি — “ঘুমাও একটু,
কাল নতুন আলো আসবে, তাতে থাকবে ভালোবাসা মিঠু।”
শুভ রাত্রি, হে চেতনার দীপ্ত জোনাক-জ্বলা নাম,
তুমি আমার হৃদয়-মন্দির, তুমি আমার প্রণামের ধাম।
এই রজনীর গভীর ডাকে, আমি শুধু এটুকু চাই—
স্বপ্নে এসো, প্রেম দিও, আর বলো— “ভালোবাসি তোরে ভাই!”