01/08/2025
"একজন সিঙ্গেল প্রবাসীদের হৃদয়ের কথা লিখেছেন "মোহাম্মদ সেলিম আহমেদ হৃদয়"
অনেক বন্ধুরা মেসেজ দেয়-"কিরে, কবে দেশে আসবি?"
"কবে বিয়ে করবি?"😆🫣
এই প্রশ্নগুলো যেন একরকমের চাপা হাসি আর গভীর এক কষ্টের মাঝে দোল খায়। তোরা কি চাস না আমি ভালো থাকি?
শান্তিতে থাকি?😎😊
দেখ...
আমি এখন একা, কিন্তু অনেক শান্তিতে আছি। কাজ শেষে ক্লান্ত শরীরটা যখন রুমে ফিরে আসে, নিজের মতো করে একটা এসি রুমে শুয়ে পড়ি-দেশে গেলে কি আর এইটুকু শান্তি পেতাম?
প্রবাসে থেকেও চলছি নিজের লড়াই নিয়ে।
শুধু টাকার জন্য নয়, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য, একটা সুন্দর আগামী গড়ার জন্য।
এই কষ্টের মাঝেও তোরা যদি একবার জিজ্ঞেস করতিস-
"কেমন আছিস রে ভাই?"
"খাবার ঠিকমতো খাস?""ঘুম হয় তো?"
কিন্তু না,
🔊তোদের মুখে শুধু একটাই প্রশ্ন-"বিয়ে করবি কবে?"বিয়ে করবি কবে?
বন্ধুরা,
*★বিয়ে করাটা সহজ। কিন্তু সংসার গুছিয়ে রাখা-ভালোবাসা টিকিয়ে রাখা-পরিবারকে আগলে রাখা-এই সবকিছু অনেক কঠিন।
বিশেষ করে একজন প্রবাসী ছেলের জন্য... যে প্রতিদিন হোমসিক হয়, মন চায় আপন মানুষের পাশে থাকতে, কিন্তু বাস্তবতা তাকে গিলে খায়।
*★আর জানিস, অনেকেই বলে-"দোস্ত, মোবাইলে বিয়ে করে ফেল।
দূরে থেকেও তো সংসার করা যায়!" কিন্তু তারা বোঝে না...
📱মোবাইলে বিয়ে করে থাকা আর বিয়ে না করে থাকা- একেবারে একই কথা। যেখানে হাত ধরে পাশে বসা যায় না, ভালোবাসার মানুষটাকে চোখে চোখে রাখা যায় না, দুজন দুজনের প্রতি বোঝাপড়া হয় না প্রিয় মানুষের সুখ দুঃখে পাশে থাকা যায় না-সেই বিয়ে শুধু কাগজে থাকে, মনের গভীরে গেঁথে যায় না।
আর একটা বাস্তবতা কি জানিস?
অনেক মেয়েই প্রবাসী ছেলেদের পছন্দ করে না। তারা ভাবে- "দূরের মানুষ, সংসার হবে কীভাবে?" প্রবাসী ছেলেরা পাষান নিঠুর মনের হয়।
কিন্তু তারা জানে না... প্রবাসী ছেলেদের মনটা কতটা বড়, তারা কতটা যত্ন নিয়ে প্রিয় মানুষকে আগলে রাখতে চায়। তাদের মনে কতটা মায়া থাকে। তারা এটাও জানে না একটা প্রবাসী ছেলে তাদের প্রিয় মানুষটাকে কতটা যত্ন করে ভালবাসতে পারে।
সব ছেলেই একরকম নয়। অনেকে আছে যারা টাকা নয়- সুন্দর মন মানসিকতা খোঁজে,
সংসার সামলাতে পারা একজন শান্ত স্বভাবের জীবনসঙ্গিনী খোঁজে। আর জানিস,
"বিয়ে"- এই শব্দটা মাত্র দুই অক্ষরের হলেও, এর ভার অনেক বড়।
এটা কাঁধে নেওয়ার মতো যোগ্যতা এখনো আমার হয়নি।
আমি এখনও নিজেকে সেইভাবে গুছিয়ে তুলতে পারিনি,
যে আমি একজন স্ত্রী, একটা সংসার, একটা পরিবার-
সবার দায়িত্ব একসাথে কাঁধে নিতে পারি।
আমি চাই, বিয়ের আগে নিজেকে গড়ে তুলতে। আমি চাই, আমার প্রিয় মানুষটা আমার কাঁধে মাথা রাখলে
সে নিশ্চিন্তে নিশ্বাস নিতে পারে। চাই, সংসারে অভাব না থাকুক- ভালোবাসা থাকুক। পরিবার মা-বাবা ভাই-বোন সবাই সবসময় সুখে শান্তিতে থাকুক।
প্রবাসীরা এমনই...
নিজে কত কষ্টে আছে তা কাউকে বুঝতে দেয় না। কিন্তু চায়, তার আপন মানুষগুলো সুখে থাকুক। তাদের হাসি- ওরাই নিজের পুরস্কার মনে করে।
আর বিয়ে?
আল্লাহ যদি কপালে রেখে থাকেন, ইনশাআল্লাহ একদিন করবই। তবে তখনই করব,
যখন আমি শুধু একজন স্বামী না, একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠব।
কারণ বিয়ে করাটা জীবনের শেষ গন্তব্য নয়-একটা সুন্দর জীবন, সুন্দর সংসার গড়ে তোলাটাই আসল।
#প্রবাসি #সিঙ্গেল