H r i D o Y / হৃ দ য়

H r i D o Y / হৃ দ য় Everyone joins a new page and everyone adds friends, I hope I can post some videos or photos or text to make you happy, and make you happy

01/08/2025

"একজন সিঙ্গেল প্রবাসীদের হৃদয়ের কথা লিখেছেন "মোহাম্মদ সেলিম আহমেদ হৃদয়"
অনেক বন্ধুরা মেসেজ দেয়-"কিরে, কবে দেশে আসবি?"
"কবে বিয়ে করবি?"😆🫣

এই প্রশ্নগুলো যেন একরকমের চাপা হাসি আর গভীর এক কষ্টের মাঝে দোল খায়। তোরা কি চাস না আমি ভালো থাকি?
শান্তিতে থাকি?😎😊
দেখ...
আমি এখন একা, কিন্তু অনেক শান্তিতে আছি। কাজ শেষে ক্লান্ত শরীরটা যখন রুমে ফিরে আসে, নিজের মতো করে একটা এসি রুমে শুয়ে পড়ি-দেশে গেলে কি আর এইটুকু শান্তি পেতাম?

প্রবাসে থেকেও চলছি নিজের লড়াই নিয়ে।
শুধু টাকার জন্য নয়, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য, একটা সুন্দর আগামী গড়ার জন্য।

এই কষ্টের মাঝেও তোরা যদি একবার জিজ্ঞেস করতিস-
"কেমন আছিস রে ভাই?"
"খাবার ঠিকমতো খাস?""ঘুম হয় তো?"
কিন্তু না,
🔊তোদের মুখে শুধু একটাই প্রশ্ন-"বিয়ে করবি কবে?"বিয়ে করবি কবে?
বন্ধুরা,
*★বিয়ে করাটা সহজ। কিন্তু সংসার গুছিয়ে রাখা-ভালোবাসা টিকিয়ে রাখা-পরিবারকে আগলে রাখা-এই সবকিছু অনেক কঠিন।
বিশেষ করে একজন প্রবাসী ছেলের জন্য... যে প্রতিদিন হোমসিক হয়, মন চায় আপন মানুষের পাশে থাকতে, কিন্তু বাস্তবতা তাকে গিলে খায়।

*★আর জানিস, অনেকেই বলে-"দোস্ত, মোবাইলে বিয়ে করে ফেল।
দূরে থেকেও তো সংসার করা যায়!" কিন্তু তারা বোঝে না...
📱মোবাইলে বিয়ে করে থাকা আর বিয়ে না করে থাকা- একেবারে একই কথা। যেখানে হাত ধরে পাশে বসা যায় না, ভালোবাসার মানুষটাকে চোখে চোখে রাখা যায় না, দুজন দুজনের প্রতি বোঝাপড়া হয় না প্রিয় মানুষের সুখ দুঃখে পাশে থাকা যায় না-সেই বিয়ে শুধু কাগজে থাকে, মনের গভীরে গেঁথে যায় না।

আর একটা বাস্তবতা কি জানিস?
অনেক মেয়েই প্রবাসী ছেলেদের পছন্দ করে না। তারা ভাবে- "দূরের মানুষ, সংসার হবে কীভাবে?" প্রবাসী ছেলেরা পাষান নিঠুর মনের হয়।
কিন্তু তারা জানে না... প্রবাসী ছেলেদের মনটা কতটা বড়, তারা কতটা যত্ন নিয়ে প্রিয় মানুষকে আগলে রাখতে চায়। তাদের মনে কতটা মায়া থাকে। তারা এটাও জানে না একটা প্রবাসী ছেলে তাদের প্রিয় মানুষটাকে কতটা যত্ন করে ভালবাসতে পারে।

সব ছেলেই একরকম নয়। অনেকে আছে যারা টাকা নয়- সুন্দর মন মানসিকতা খোঁজে,
সংসার সামলাতে পারা একজন শান্ত স্বভাবের জীবনসঙ্গিনী খোঁজে। আর জানিস,

"বিয়ে"- এই শব্দটা মাত্র দুই অক্ষরের হলেও, এর ভার অনেক বড়।
এটা কাঁধে নেওয়ার মতো যোগ্যতা এখনো আমার হয়নি।
আমি এখনও নিজেকে সেইভাবে গুছিয়ে তুলতে পারিনি,
যে আমি একজন স্ত্রী, একটা সংসার, একটা পরিবার-
সবার দায়িত্ব একসাথে কাঁধে নিতে পারি।
আমি চাই, বিয়ের আগে নিজেকে গড়ে তুলতে। আমি চাই, আমার প্রিয় মানুষটা আমার কাঁধে মাথা রাখলে
সে নিশ্চিন্তে নিশ্বাস নিতে পারে। চাই, সংসারে অভাব না থাকুক- ভালোবাসা থাকুক। পরিবার মা-বাবা ভাই-বোন সবাই সবসময় সুখে শান্তিতে থাকুক।
প্রবাসীরা এমনই...
নিজে কত কষ্টে আছে তা কাউকে বুঝতে দেয় না। কিন্তু চায়, তার আপন মানুষগুলো সুখে থাকুক। তাদের হাসি- ওরাই নিজের পুরস্কার মনে করে।
আর বিয়ে?
আল্লাহ যদি কপালে রেখে থাকেন, ইনশাআল্লাহ একদিন করবই। তবে তখনই করব,
যখন আমি শুধু একজন স্বামী না, একজন দায়িত্বশীল মানুষ হয়ে উঠব।
কারণ বিয়ে করাটা জীবনের শেষ গন্তব্য নয়-একটা সুন্দর জীবন, সুন্দর সংসার গড়ে তোলাটাই আসল।
#প্রবাসি #সিঙ্গেল

পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় —সকাল আসে, যায় অন্ধকার; ঝরে ফুল, ফোটে আবার।সুখ আর দুঃখ মিলে বোনা এ জীবনের কারুকাজ,অস্থায়...
23/07/2025

পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয় —
সকাল আসে, যায় অন্ধকার; ঝরে ফুল, ফোটে আবার।
সুখ আর দুঃখ মিলে বোনা এ জীবনের কারুকাজ,
অস্থায়ী বেদনা পেরিয়ে সুখ খোঁজাই আমাদের সাজ।

ডিপ্রেশনের অন্ধ গলিতে একা থেকো না, হায়!
রোদ উঠবে, মুছবে অশ্রু — এ নিয়ম কখনো নায়।
ভালোবাসো ছোট ছোট ক্ষণ, ধরো মায়ার হাত,
শূন্য হাতে এসেছি সবাই, তবু বুক ভরা প্রহর সাথ।

স্বপ্ন ভাঙে, নতুন স্বপ্ন গড়ে ওঠে ধুলোয় ধুলোয়,
হার মানে না জীবন — দেখো, হাসে কুঁড়ি মাটির ঢুলোয়।
জীবনটাকে ভালোবাসো, দাও হৃদয়ের ছোঁয়া,
যত ক্ষণ আছো, বাঁচো জেগে — জীবনই সর্বস্ব হোক তোমার!

নিঃশ্বাস ভারী আজ উত্তরার আকাশে,ধ্বংসস্তূপে শুয়ে আছে ভাঙা স্বপ্ন গোপনে।মাইলস্টোনের উঠোনে ছিটকে পড়েছে কান্না,বাংলাদেশ বি...
21/07/2025

নিঃশ্বাস ভারী আজ উত্তরার আকাশে,
ধ্বংসস্তূপে শুয়ে আছে ভাঙা স্বপ্ন গোপনে।
মাইলস্টোনের উঠোনে ছিটকে পড়েছে কান্না,
বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ আজ থমথমে আর্তনাদে ভরা।

আমরা বাঙালি—সবই পারি নিঃসংকোচে,
আহতকে বাঁচাই না, ছবি তুলি লোভে।
রক্ত মুছি না, চোখ ভেজাই না সহানুভূতিতে,
ভিডিও ভাইরাল—এটাই আমাদের জিতে।

লাশের পাশে দাঁড়াই রাজনীতির ব্যানারে,
কে বাঁচলো কে মরলো—তুচ্ছ ভীড়ের কোলাহলে।
সংবাদে শিরোনাম, শোকেও হিসাবি ব্যবসা,
মানবতার মৃত্যু—নতুন শোকের ভাষা।

আল্লাহ, তুমি শোনো সেই আহতের হাহাকার,
সেই মায়ের আর্তি, যে পুত্রের খোঁজে অশ্রুপাত।
তুমি তাদের ফিরিয়ে দাও সুস্থতার আলো,
ভাঙা বুকের কান্না মোছো—দাও শান্তির ভালো।

ধৈর্য দাও পরিবারে, হারানোর এ বেদনা ভারি,
তাদের বুকের ব্যথা তুমি একাই সইতে পারি।
আমরা যেন শিখি—মানুষের পাশে দাঁড়াতে,
ভাইরাল নয়—ভালোবাসায় জড়িয়ে রাখতে।

হে আকাশ, ফিরিয়ে দাও ভাঙা ডানা নতুন করে,
এই শোক হোক শিক্ষা—মানবতা বাঁচুক স্বরে।
আমরা বাঙালি—সবই পারি, যদি চাই,
ভালোবাসা আর সহানুভূতিই হোক শক্তির ঐক্যতান!

21/07/2025

আগামীকালকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

হে আল্লাহ, দয়া করো         হৃদয়হে আল্লাহ, দয়া করো —আহতকে দাও সহনশক্তি, মৃতকে করো শহীদের যোগ্য।উচ্চ মাকাম দান করো জান্নাত...
21/07/2025

হে আল্লাহ, দয়া করো
হৃদয়
হে আল্লাহ, দয়া করো —
আহতকে দাও সহনশক্তি, মৃতকে করো শহীদের যোগ্য।
উচ্চ মাকাম দান করো জান্নাতে,
ধৈর্য দাও পরিবারে, হৃদয়ের ঘরে।

উত্তরার আকাশে নেমেছে শোক,
মাইলস্টোন কলেজ আজ নিস্তব্ধ ও নিঃশব্দ।
প্রশিক্ষণ বিমানে আগুন লেলিহান,
কাঁদে আকাশ, কাঁদে ভূমি-জ্ঞান।

ধোঁয়ায় ঢেকে যায় স্বপ্নের চিহ্ন,
আতঙ্কে ছুটে চলে জনতা নিরন্তর।
জীবনের চেয়ে কিছুই দামী নয়,
তবু কেন পোড়ে এই প্রাণ – এই অশ্রুবর্ণ?

দগ্ধ দেহ, ছাইয়ে স্বপ্ন –
মায়ের কোল খালি, নিঃশ্বাসে কান্না জমে।
"হে আরশের মালিক", ডাকি বারবার –
রহম করো, দাও শান্তি আবার।

নিরীহ প্রাণে আর না আসুক ক্ষয়,
চোখের নদীতে থেমে যাক হৃদয়ব্যথার প্রবাহ।
এই জাতি আজ তোমার কাছে প্রার্থনায় মাথা নত,
তোমার রহমতেই ফিরুক শান্তির পথ।
H r i D o Y / হৃ দ য়

18/07/2025

আবারো বৈষম্য, বাংলাদেশের সবাই ফ্রি ইন্টারনেট পেলো
কিন্তু প্রবাসীরা তো ফ্রি ইন্টারনেট পেল না 😅😊
এটা কি মানা যায়
এটার জন্য একটা আন্দোলনের ডাক দিতে হবে ✊

তেমন কিছু না ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দিবে তাই আর কি সিমগুলা প্রস্তুত 🫣😀.....
17/07/2025

তেমন কিছু না ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট দিবে তাই আর কি সিমগুলা প্রস্তুত 🫣😀.....

17/07/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)‌❤️‍🩹

16/07/2025

একজন নারীর জন্য আমি আমার জীবন উৎসর্গ করতে পারি; তিনি হলেন আমার আম্মা"!❤️‍🩹🫶

চেলসি বিশ্ব চ্যাম্পিয়ন। 🏆 অভিনন্দন চেলসি। বর্তমানে সেরা দল পি এস জি কে ০-৩ গোলে হারালো চেলসি।
13/07/2025

চেলসি বিশ্ব চ্যাম্পিয়ন। 🏆 অভিনন্দন চেলসি। বর্তমানে সেরা দল পি এস জি কে ০-৩ গোলে হারালো চেলসি।

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when H r i D o Y / হৃ দ য় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share