26/08/2025
নরসিংদী নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে আব্দুল্লাহ বাজারে যাবার রাস্তায় প্রতিদিনই পথযাত্রীরা রাত ৮টার পর ডাকাতের কবলে পরে সর্বস্ব হারাচ্ছে বলে জনশ্রুতি আছে। ডাকাত দলের এমন কর্মকান্ডে অতিষ্ট জনসাধারন। আজও উপরোল্ল্যেখিত রাস্তায় ডাকাতদের কবলে পরে এক রিক্সা চালকের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গিয়েছে।
ডাকাত দলের এহেন কর্মকান্ডের প্রতিরোধে নরসিংদীর আইনশৃঙ্খলা বাহিনীর সদয় দৃষ্টি কামনা করেন নরসিংদীবাসী। দ্রুত একটি পুলিশ ক্যাম্প স্থাপন করার জন্য ঢাকা রেঞ্জের ডিআইজি মহোদয় ও নরসিংদী জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি জেলা পুলিশ, নরসিংদী - District Police Narsingdi