নরসিংদী আমার অহংকার

নরসিংদী আমার অহংকার নরসিংদী জেলা কে জানতে আমাদের সাথেই থাকুন� নরসিংদী আমার অংহকার পইজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন

19/06/2025

একজন মুমূর্ষ রোগীর জন্য O(+)পজেটিভ রক্ত প্রয়োজন
যদি কেউ দিতে আগ্রহী হন এই নাম্বারে 01710230945 করার অনুরোধ রইলো
স্থান ঢাকা বারডেম হাসপাতাল

12/06/2025

গতকাল মনোরদী উপজেলাতে স্বৈরাচারের দোসর কাজী শরিফুল ইসলাম শাকিলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনোহরদী শাখার ছাত্রবৃন্দের হাতে গণধোলাইয়ের শিকার বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বহু মানুষকে হয়রানি চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে

12/06/2025

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীর বেলাব উপজেলার চর বেলাব ও বেলাব মাটিয়ালপাড়া গ্রামের মধ্যে চলছে সংঘর্ষ, নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুঁড়ছে পুলিশ, একজনের মৃত্যু, বহু হতাহতের শঙ্কা

অদ্য ইং-০৮/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন জেলাখানার মোড়ে অজ্ঞাতনামা একটি পুরুষ ব্যক্তি...
08/06/2025

অদ্য ইং-০৮/০৬/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.০০ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধীন জেলাখানার মোড়ে অজ্ঞাতনামা একটি পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যায়। উক্ত ব্যক্তিকে কেউ চিনে থাকলে নরসিংদী মডেল থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো

07/06/2025

আত্মত্যাগ ও আত্মশুদ্ধি বয়ে আনুক সকলের জীবনে নরসিংদীবাসীকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক

আপনারা যারা নরসিংদী স্টেশনের যাত্রী তারা ঢাকা যাওয়ার জন্য একদিনে ট্রেন পাবেন ভোর ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যথাক্রমে.......
29/05/2025

আপনারা যারা নরসিংদী স্টেশনের যাত্রী তারা ঢাকা যাওয়ার জন্য একদিনে ট্রেন পাবেন ভোর ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যথাক্রমে....
✅ উপবন এক্সপ্রেস (৭৪০) ভোর ০৪:৩৩
✅ ঢাকা মেইল ভোর ৫:০৪
✅ ৩৩ তিতাস ভোর ৬:৪৫
✅ নরসিংদী কমিউটার সকাল ৭:৩৩
✅ এগারোসিন্দুর প্রভাতী সকাল ৯:০২।
✅ উপকূল এক্সপ্রেস সকাল ১০:০৫ *বুধবার বন্ধ
✅ চট্টলা এক্সপ্রেস সকাল ১১:২৭ *শুক্রবার বন্ধ
✅ কালনী এক্সপ্রেস সকাল ১১:৪৩ *শুক্রবার বন্ধ
✅ ৩৫ তিতাস দুপুর ২:১৫
✅ এগারসিন্দুর গোধূলী বিকাল ৩:২৯ *বুধবার
✅ কর্ণফুলী কমিউটার বিকাল ৪:৩৬
✅ মহানগর এক্সপ্রেস বিকাল ৫:২৭ *রবিবার বন্ধ
✅ কিশোরগঞ্জ এক্সপ্রেস সন্ধ্যা ৬:২৭
✅ মহানগর গোধুলী (৭০৩) রাত ০৭:৩৫

এবং ঢাকা থেকে নরসিংদী আসার ট্রেন পাবেন সকাল ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত যথাক্রমে....
✅ এগারোসিন্দুর প্রভাতী সকাল ৭:১৫ *বুধবার বন্ধ
✅ মহানগর প্রভাতী সকাল ৭:৪৫
✅ কর্ণফুলী কমিউটার সকাল ৮:৪৫
✅ ৩৪ তিতাস সকাল ৯:৪৫
✅ কিশোরগঞ্জ এক্স. সকাল ১০:৩০ *মঙ্গলবার বন্ধ
✅ নরসিংদী কমিউটার সকাল ১০:৪৫ (চালু হয়নি)
✅ চট্টলা এক্সপ্রেস বিকাল ২:১৫ *শুক্রবার বন্ধ
✅ উপকূল এক্সপ্রেস বিকাল ৩:১০ * মঙ্গলবার বন্ধ
✅ ৩৬ তিতাস সন্ধ্যা ৫:৪৫
✅ নরসিংদী কমিউটার সন্ধ্যা ৬:৩০
✅ এগারসিন্দুর গোধূলী সন্ধ্যা ৬:৪৫
✅ সুরমা মেইল রাত ০৯:০০
✅ মহানগর এক্সপ্রেস রাত ০৯:২০ *রবিবার বন্ধ
✅ উপবন এক্সপ্রেস রাত ১০:০০ * বুধবার বন্ধ
✅ চট্টগ্রাম মেইল রাত ১১:৪৫

নরসিংদীর লটকন পেল জিআই( GI-Geographical Indication)পণ্যের স্বীকৃতি. নরসিংদীর লটকনবাংলাদেশের গর্বিত কৃষিপণ্যগুলোর মধ্যে ন...
07/05/2025

নরসিংদীর লটকন পেল জিআই( GI-Geographical Indication)পণ্যের স্বীকৃতি. নরসিংদীর লটকন

বাংলাদেশের গর্বিত কৃষিপণ্যগুলোর মধ্যে নরসিংদীর লটকন অন্যতম। সম্প্রতি এই রসালো ফলটি ভৌগোলিক নির্দেশক (Geographical Indication - GI) পণ্যের স্বীকৃতি পেয়েছে, যা নরসিংদী জেলাকে একটি বিশেষ সম্মান এনে দিয়েছে।

নরসিংদীর লটকন স্বাদে, রঙে ও গুণে দেশের অন্যান্য অঞ্চলের লটকনের তুলনায় অনন্য। এটি মূলত মনোহরদী, শিবপুর ও বেলাবো উপজেলায় বাণিজ্যিকভাবে ব্যাপক হারে চাষ করা হয়। এর পাতলা খোসা ও মিষ্টি, রসালো শাঁস দেশের ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়।

জিআই স্বীকৃতি পাওয়া মানে হলো — নরসিংদীর লটকন এখন থেকে দেশের ও আন্তর্জাতিক বাজারে নরসিংদী জেলার বিশেষ পণ্য হিসেবে পরিচিত হবে। এতে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে এবং এই ফলের রপ্তানির সুযোগও আরও প্রসারিত হবে।

জিআই ট্যাগ পাওয়ার সুবিধাসমূহ:

পণ্যের স্বাতন্ত্র্যতা ও খ্যাতি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়

বাজারমূল্য বৃদ্ধি পায়

কৃষকের আর্থিক লাভ বাড়ে

পণ্যের ভেজাল রোধ করা সহজ হয়

নরসিংদীর লটকন এখন শুধু একটি ফল নয়, এটি একটি ভৌগোলিক পরিচয়ের প্রতীক।

নিচে **নরসিংদী জেলা** সম্পর্কে **শিক্ষা, সাহিত্য, অর্থনীতি, কৃতি ব্যক্তিত্ব, কৃষি ও ভ্রমণ** বিষয়ক **২০টি MCQ (বহুনির্বা...
07/05/2025

নিচে **নরসিংদী জেলা** সম্পর্কে **শিক্ষা, সাহিত্য, অর্থনীতি, কৃতি ব্যক্তিত্ব, কৃষি ও ভ্রমণ** বিষয়ক **২০টি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)** প্রশ্ন-উত্তরের ফরম্যাটে দেওয়া হলো। প্রতিটি প্রশ্নে ৪টি অপশন ও সঠিক উত্তর উল্লেখ আছে।

# # 📘 **নরসিংদী জেলা বিষয়ক MCQ কুইজ (উত্তরসহ)**

# # # 🏫 শিক্ষা (Education)

1. **নরসিংদী জেলার অন্যতম প্রধান সরকারি কলেজ কোনটি?**
A) ভৈরব কলেজ
B) নরসিংদী সরকারি কলেজ
C) মধুপুর কলেজ
D) রায়পুরা কলেজ
✅ **উত্তর:** B) নরসিংদী সরকারি কলেজ

2. **নরসিংদীর কোন উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) অবস্থিত?**
A) মনোহরদী
B) বেলাবো
C) সদর
D) শিবপুর
✅ **উত্তর:** C) সদর

3. **নরসিংদীর কোন শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান শিক্ষায় অগ্রগামী?**
A) পলিটেকনিক ইনস্টিটিউট
B) নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ
C) স্কুল অব কমার্স
D) এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার
✅ **উত্তর:** B) নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ

---

# # # 📖 সাহিত্য (Literature)

4. **নরসিংদীর কোন সাহিত্যিক "নিশিকাব্য" গ্রন্থের জন্য পরিচিত?**
A) আহমদ ছফা
B) আল মাহমুদ
C) সৈয়দ শামসুল হক
D) আবুল ফজল
✅ **উত্তর:** C) সৈয়দ শামসুল হক

5. **নরসিংদী জেলার কোন উপজেলায় কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হকের জন্ম?**
A) মনোহরদী
B) রায়পুরা
C) শিবপুর
D) বেলাবো
✅ **উত্তর:** B) রায়পুরা

6. **“সাহিত্য মেলা” নরসিংদীতে সাধারণত কোথায় অনুষ্ঠিত হয়?**
A) কলেজ মাঠ
B) কেন্দ্রীয় শহীদ মিনার
C) পাবলিক হল
D) ডিসি অফিস প্রাঙ্গণ
✅ **উত্তর:** C) পাবলিক হল

---

# # # 💰 অর্থনীতি (Economy)

7. **নরসিংদী কোন শিল্পের জন্য বিশেষভাবে বিখ্যাত?**
A) চামড়া
B) তাঁত ও বস্ত্র শিল্প
C) জাহাজ নির্মাণ
D) তথ্যপ্রযুক্তি
✅ **উত্তর:** B) তাঁত ও বস্ত্র শিল্প

8. **নরসিংদী জেলার অর্থনীতির বড় অংশ আসে—**
A) পর্যটন থেকে
B) কৃষি থেকে
C) গার্মেন্টস থেকে
D) বস্ত্র ও কৃষি উভয় থেকে
✅ **উত্তর:** D) বস্ত্র ও কৃষি উভয় থেকে

9. **নরসিংদীতে কোন ধরনের কাপড় সবচেয়ে বেশি উৎপাদিত হয়?**
A) নাইলন
B) খাদি
C) কটন/সুতি
D) সিল্ক
✅ **উত্তর:** C) কটন/সুতি

---

# # # 🏅 কৃতি ব্যক্তিত্ব (Famous Personalities)

10. **নরসিংদী জেলার বিখ্যাত চিত্রপরিচালক কে?**
A) জহির রায়হান
B) আমজাদ হোসেন
C) তানভীর মোকাম্মেল
D) মোস্তফা সরয়ার ফারুকী
✅ **উত্তর:** B) আমজাদ হোসেন

11. **নরসিংদীর সাবেক রাষ্ট্রপতি কে ছিলেন?**
A) আবদুর রহমান বিশ্বাস
B) মো. জিল্লুর রহমান
C) মোস্তাফিজুর রহমান
D) কেউই না
✅ **উত্তর:** D) কেউই না

12. **নরসিংদীর কৃতি ফুটবলার যিনি জাতীয় দলে খেলেছেন—**
A) সাব্বির নাসির
B) মোস্তাক আহমেদ
C) জামাল ভূঁইয়া
D) শেখ আসলাম
✅ **উত্তর:** D) শেখ আসলাম

---

# # # 🌾 কৃষি (Agriculture)

13. **নরসিংদী জেলায় সবচেয়ে বেশি উৎপাদিত ফসল কোনটি?**
A) পাট
B) ধান
C) গম
D) ভুট্টা
✅ **উত্তর:** B) ধান

14. **নরসিংদী জেলায় সবজির জন্য বিখ্যাত এলাকা কোনটি?**
A) মনোহরদী
B) শিবপুর
C) বেলাবো
D) রায়পুরা
✅ **উত্তর:** B) শিবপুর

15. **নরসিংদীতে “সবজি মডেল গ্রাম” হিসেবে পরিচিত গ্রামটি কোথায়?**
A) চরাঞ্চল
B) কামারগাঁও
C) জিনারদী
D) সররাবাদ
✅ **উত্তর:** C) জিনারদী

---

# # # 🧳 ভ্রমণ (Travel & Tourism)

16. **“উয়ারী-বটেশ্বর” কোন উপজেলায় অবস্থিত?**
A) মনোহরদী
B) বেলাবো
C) শিবপুর
D) পলাশ
✅ **উত্তর:** B) বেলাবো

17. **নরসিংদীর অন্যতম প্রাচীন নিদর্শন “হাজীপুর জমিদার বাড়ি” কোন উপজেলায়?**
A) রায়পুরা
B) মনোহরদী
C) সদর
D) শিবপুর
✅ **উত্তর:** A) রায়পুরা

18. **নরসিংদীর কোন এলাকাটি “চর ভ্রমণ” ও নদীঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত?**
A) চরসিন্দুর
B) জিনারদী
C) চালাকচর
D) সালন্দর
✅ **উত্তর:** C) চালাকচর

19. **নরসিংদীর প্রধান নদী কোনটি?**
A) আড়িয়াল খাঁ
B) মেঘনা
C) যমুনা
D) পদ্মা
✅ **উত্তর:** B) মেঘনা

20. **নরসিংদীর “পলাশ উপজেলা” কোন কারণে পরিচিত?**
A) বিমানবন্দর
B) ইন্ডাস্ট্রিয়াল জোন
C) ফলের বাগান
D) ওয়াটার পার্ক
✅ **উত্তর:** C) ফলের বাগান

পোস্টটি শেয়ার করে সবাইকে শিখার ও জানার সুযোগ করে দিন

03/05/2025

নরসিংদীর পৃথক স্থানের পুকুর থেকে দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পলাশে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রাম ও শিবপুর উপজেলার ঘোড়ারগাঁও গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃতরা হলো- নরসিংদীর পলাশে হাবিব মিয়া (১২) ও শিবপুরে সিফাত (৮)।
নিহত হাবিব জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং সিফাত শিবপুরের কুমরাদী গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। রাতে বেড়াতে গেছে ভেবে তার বাবা-মা তার খোঁজ রাখেনি। পরে শুক্রবার সকাল ৯টার দিকে পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পুকুরে গোসলে নেমে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
পলাশ থানার এসআই রেজাউল করিম বলেন, “হাবিব নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“এ মৃত্যুর ঘটনায় পরিবার কাউকে সন্দেহ করছে না। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে হাবিব সাঁতার জানার পরও কিভাবে পুকুরের পানিতে ডুবে মারা গেল সেটি জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার।

এদিকে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “নিজ বাড়ি থেকে আইয়ূবপুর ইউনিয়নের ঘোড়ারগাঁও গ্রামে ফুফা সাইফুল ইসলামের বাড়িতে বেড়াতে যায় স্কুলছাত্র সিফাত। সেখানে যাবার পর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি স্বজনরা।

“শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়ারগাঁও গ্রামে রুহুল আমিনদের পুকুরে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ভাসতে দেখে। পুকুরে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন স্বজনরা।”

নরসিংদী স্মার্ট সিটি Ai প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত স্মার্ট সিটি
30/04/2025

নরসিংদী স্মার্ট সিটি Ai প্রযুক্তির মাধ্যমে পরিকল্পিত স্মার্ট সিটি

নরসিংদীর নতুন জেলখানা।
30/04/2025

নরসিংদীর নতুন জেলখানা।

নরসিংদীর শিবপুরে গোপনে ধারণ করা প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে...
27/04/2025

নরসিংদীর শিবপুরে গোপনে ধারণ করা প্রবাসীর স্ত্রীর ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আল মামুন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে বুধবার ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন।

আল মামুন উপজেলার বাঘাব ইউনিয়নের হামুরদিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, রাতে নিজ ঘরে প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলেন ভুক্তভোগী। এ সময় মামুন বেড়ার ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাঁর সন্তানকে অপহরণ করার হুমকি দেন।

এ ঘটনায় বুধবার শিবপুর মডেল থানায় মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) সকালে তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন জানান, আটক মামুন গোপনে ভিডিও ধারণ করে টাকা দাবি করলে ভুক্তভোগী পরিবার বুধবার একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তকে আজ সকালে আটক করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Address

Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when নরসিংদী আমার অহংকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category