
10/06/2024
টিনের চালে টিপটিপ বৃষ্টির শব্দ।মন চাচ্ছে রান্নাবান্না ছেড়ে দিয়ে শুধু ঘুমায়।
কিন্তুু পেটকে কি আর এসব আবেগ বুঝানো যায়। তাকে সময় মত খাবার দিতেই হবে।
তার চাহিদা পূরণ না করলে কিছুতেই শান্তি দিবে না।
তাই ইচ্ছের বিরুদ্ধে চলে গেলাম রান্না ঘরে।আজকের রান্না মুরগী ভুনা ও তিতা ছাড়া করলা ভাজি। আলহামদুলিল্লাহ পেট ভরে খাওয়া হল।