21/08/2025
দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২১-০৮-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
👉 অভিযান ০১:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন সেবা কেন্দ্র পরিদর্শন করে। পরবর্তীতে টিম হাসপাতালের রান্নাঘর, স্টোর রুম ও বিভিন্ন ওয়ার্ডের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও পরিদর্শনকালে খাবারের মান ও পরিমাণ এবং হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা যাচাই করা হয় এবং কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলা হয়। দেখা যায়, এক্স-রে মেশিন অকেজো থাকায় রোগীদের বাইরে থেকে এক্স-রে করতে হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে দুদক টিম। টিম জানতে পারে, উক্ত হাসপাতালে ডাক্তারদের অনুমোদিত পদসংখ্যা ২৫ হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৮ জন। অপরদিকে বেড সংখ্যা ৫০ হলেও প্রতিদিন গড়ে শতাধিক রোগী ভর্তি থাকেন। ফলে সীমিত সংখ্যক ডাক্তার ও বেড নিয়ে রোগীদের সেবা প্রদান করা হাসপাতাল কর্তৃপক্ষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ছে মর্মে টিমকে জানানো হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
👉 অভিযান ০২:
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) -এ বিধিবহির্ভূতভাবে নিয়োগ ও পদোন্নতি প্রদান, অতিরিক্ত অর্থের বিনিময়ে বিসিএসসিএল-এ কার্যাদেশ প্রদান এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ প্রদানপূর্বক জাতীয় অর্থের ক্ষতিসাধনসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পরিচালক পদে পদোন্নতি সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন এবং ফিডার পদে চাকরির মেয়াদ পূর্ণ না হওয়ার অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি'র সাথে টেন্ডার প্রক্রিয়া ব্যতীত চুক্তি নবায়নের তথ্য-প্রমাণ পায় দুদক টিম, যে সংক্রান্ত রেকর্ডপত্র অভিযানকালে সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
👉 অভিযান ০৩:
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৩৩৪ কোটি টাকা ব্যয়ে রাঙ্গামাটিতে “কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প” বাস্তবায়নে নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি-তে উপস্থিত হয়ে নির্বাহী প্রকৌশলীর নিকট হতে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডসমূহ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, পানির ট্যাংক নির্মাণ প্রকল্পে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন রেসপন্সিভ দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। পরবর্তীতে, নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে নিরপেক্ষ প্রকৌশলীকে সঙ্গে নিয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প সরেজমিন পরিদর্শন করা হয়। অভিযোগের বিষয়সমূহ যাচাইয়ের স্বার্থে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। রেকর্ডপত্রসমূহ পর্যালোচনার পর টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে ?? [ This is a hypothetical assumption. If you know the exact information, please write it in the comments. 🤝✍️🙏 ] #মালিবাগ #প্রাইভেটকার #খুন #কালিগঞ্জ #নারসিংদি #গাজীপুর #শাহীন #রূপান্তরবাংলাঅফিস #রূপান্তর #রূপান্তরনিউজ #দুর্ঘটনা #রূপান্তরবাংলা #রূপান্তরনাটক #সাপ
#এনফোর্সমেন্ট_টিম_অভিযান