16/10/2025
🏙️ রাজধানীতে আতঙ্ক! সাড়ে ৩ মাসে ৩২১টি বি*ষ/ধ/র সাপ উদ্ধার – বেশিরভাগই পদ্মগোখরা! 😨🐍
ঢাকার বিভিন্ন অভিজাত ও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে গত সাড়ে তিন মাসে *৩২১টি বি*ষধর সাপ* উদ্ধার করেছে *অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন*।
সংস্থার আহ্বায়ক *আদনান আজাদ* জানান, সাপগুলোর বেশিরভাগই ছিল *পদ্মগোখরা*, যা অত্যন্ত বিপজ্জনক।
উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, আফতাবনগর, বনশ্রী, মোহাম্মদপুর, মিরপুরসহ নামি আবাসিকে ঘন ঘন দেখা মিলছে এসব সাপের। সতর্ক না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা – বিশেষ করে বর্ষাকালে বাড়ছে ঝুঁকি। জনসচেতনতা ও সময়মতো উদ্ধারই পারে প্রাণ বাঁচাতে [This information is approximate, if you have the correct information, please send us an SMS.] 🤝✍️🙏 #খুন #কালিগঞ্জ #নারসিংদি #শাহীন #গাজীপুর #শাহীনআহমেদ #রূপান্তরবাংলাঅফিস #রূপান্তর #রূপান্তরনিউজ #দুর্ঘটনা #রূপান্তরবাংলা #রূপান্তরনাটক #সাপ