21/08/2025
PUBG MOBILE | PDP Ultimate Set Design Contest
PUBG MOBILE এবার XPPen এর সাথে মিলে আয়োজন করছে PDP-এর ৪র্থ Ultimate Set Design Contest! ✏️
এই কনটেস্টে থাকবে বড় ক্যাশ প্রাইজ ও দুর্দান্ত রিওয়ার্ডস।
🏆 পুরস্কারসমূহ:
$120,000 প্রাইজ পুল থেকে জেতার সুযোগ।
XPPen-এর Flagship Drawing Tablet।
সবচেয়ে দারুণ বিষয় → তোমার ডিজাইন সিলেক্ট হলে সেটা PUBG MOBILE-এ যোগ হবে, আর সারা বিশ্বের মিলিয়নস অফ প্লেয়ার তোমার ক্রিয়েটিভ ভিশন উপভোগ করবে।
📅 Submission Stage
এখনই শুরু হয়েছে।
শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫।
👉 মানে সংক্ষেপে: তুমি ডিজাইন জমা দিলে শুধু প্রাইজই না, তোমার ডিজাইন PUBG MOBILE গেমেও আসতে পারে!
চাও কি আমি এটাকে ভিডিও ঘোষণার স্ক্রিপ্ট স্টাইলে বাংলায় সাজিয়ে দিই, যাতে তুমি সরাসরি ভিডিওতে বলতে পারো?
https://sg.creatorhub.pubgmobile.com/t/Dem0vK