
20/07/2025
মনে একরাশ স্বপ্ন, চোখে অজানা জল।
পরিবার, প্রিয় মুখগুলো, আপন গলি, মাটির গন্ধ – সব কিছু পেছনে ফেলে একটা নতুন যাত্রার পথে...
কারও চোখে এটা সুযোগ,
কারও চোখে বেঁচে থাকার লড়াই।
আমার কাছে এটা– দূর দেশে গিয়ে দেশের জন্য, পরিবারের জন্য কিছু করে দেখানোর শপথ।
ভিসা, টিকিট, ব্যাগ সব গুছিয়ে ফেলেছি,
তবুও মায়ের কাঁপা হাতে দেওয়া দোয়ার চিরকুটটা যেন সবচেয়ে বড় সম্বল।
কী আছে সামনের দিনে, জানি না...
তবে জানি, এই যাত্রা শুধুই নিজের জন্য নয় — প্রিয় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য।
দোয়া রাখবেন, আমি যেন সৎ পথে থেকে সফল হতে পারি।
দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও –
বাংলাদেশ যেন প্রতিটি নিঃশ্বাসে বেঁচে থাকে।