
16/05/2024
রাত জাগিয়া তোর লাগিয়া
লেখলাম কত গান
সে গান তো তুই শোনলিনা নারে
ওরে ও পাষান
চোখের পাতায় আর পানি নাই
কাদবো কেমনে বলোনা
বুক ফাটিয়ে চিৎকার করি
তোমার দেয়া যন্রনা
সুখে থাকা হইলোনা আর
সুখ পাইলাম না খোজিয়া
তবু তোমার আশায় আছি
দেখো রাএি বসিয়া
ঘুম আসেনা দুটি চোখে
তোমায় পড়ে মনে
বাবু পাগলা তোমার আশায়
আইজো কাদে গোপনে