Abir world

Abir world আমরা অল্প টাকায় দুবাইয়ের টুরিস্ট ভিসাএবং কাজের ভিসা করে থাকি

05/05/2025
27/04/2025

আপনি ১০ জন বন্ধু না বানিয়ে ভালো বন্ধু ১ জন হলেই যতেষট

19/04/2025

সকল বন্ধুদের
রিকোয়েস্ট করতেছি
আমার পেজে একটু প্রবলেম
সবাই লাইক কমেন্ট করে হেল্প করবেন প্লিজ

18/04/2025

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি🟢
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিন✅
নোটিফিকেশন পাওয়া মাএই 𝗕𝗔𝗖𝗞 দিবো💯

গোল্ডেন ষ্টার পার্ক
18/04/2025

গোল্ডেন ষ্টার পার্ক

কিছু শপিং করতে আসলাম
18/04/2025

কিছু শপিং করতে আসলাম

ঢাকা বিভাগ তথা অন্যতম নরসিংদী জেলায় হোক চীনের উপহার পাওয়া ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,তাহলে নরসিংদী জেলা সহ আশেপাশের ১১ ...
17/04/2025

ঢাকা বিভাগ তথা অন্যতম নরসিংদী জেলায় হোক চীনের উপহার পাওয়া ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল,
তাহলে নরসিংদী জেলা সহ আশেপাশের ১১ জেলার মানুষ অত্যন্ত উপকৃত হবে,
ইনশাআল্লাহ

নরসিংদী জেলার পক্ষে আমি মত প্রকাশ করলাম,
আর আপনি ?

আমি একজন দুবাই প্রবাসী

বিস্তারিত নিউজ:সংযুক্ত আরব আমিরাত (UAE) ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। দেশটি শীঘ্রই একটি অত্যাধুনিক ডিজ...
16/04/2025

বিস্তারিত নিউজ:
সংযুক্ত আরব আমিরাত (UAE) ডিজিটাল রূপান্তরের পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। দেশটি শীঘ্রই একটি অত্যাধুনিক ডিজিটাল পরিচয় সিস্টেম চালু করতে যাচ্ছে, যার ফলে নাগরিক ও প্রবাসীদের বিভিন্ন সেবা গ্রহণের সময় আর Emirates ID-এর ফিজিক্যাল কার্ড বহন করতে হবে না।

নতুন এই সিস্টেমে ব্যবহার করা হবে মুখের চেহারা শনাক্তকরণ (facial recognition) এবং বায়োমেট্রিক তথ্য। ফলে ব্যবহারকারীর পরিচয় যাচাই করা যাবে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতিতে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, হোটেল, টেলিকমিউনিকেশনসহ বিভিন্ন খাতের সেবাগুলোতে প্রবেশ করা যাবে আরও সহজ, নিরাপদ এবং দ্রুতভাবে।

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে Federal Authority for Identity, Citizenship, Customs, and Port Security (ICP)। তারা ইতোমধ্যে e-Emirates ID ব্যবহারের ক্ষেত্রগুলোতে সম্প্রসারণ কাজ শুরু করেছে। এর লক্ষ্য হলো একটি একক ডিজিটাল পরিচয় সিস্টেম গড়ে তোলা, যা সার্বজনীনভাবে গ্রহণযোগ্য এবং কার্যকর।

এই বিষয়ে আলোচনা ওঠে ফেডারেল ন্যাশনাল কাউন্সিল (FNC)-এর এক অধিবেশনে, যেখানে সদস্য আদনান আল হাম্মাদি প্রশ্ন তোলেন—"যখন UAE এতটাই উন্নত ডিজিটাল সিস্টেমে এগিয়েছে, তখনও কেন বিভিন্ন ক্ষেত্রে ফিজিক্যাল Emirates ID কার্ড দেখাতে হয়?" এর জবাবে কর্তৃপক্ষ জানায়, আগামী এক বছরের মধ্যেই নতুন ডিজিটাল পরিচয় সিস্টেম চালু হবে এবং ফিজিক্যাল কার্ডের উপর নির্ভরতা কমিয়ে আনা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু নাগরিকদের সুবিধা বাড়াবে না, বরং ডিজিটাল নিরাপত্তা, তথ্য সংরক্ষণ এবং প্রশাসনিক কার্যকারিতা অনেক গুণে উন্নত করবে।

এই ডিজিটাল সিস্টেম চালু হলে, UAE হবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রথম দেশ যারা পূর্ণাঙ্গভাবে বায়োমেট্রিক-ভিত্তিক পরিচয় যাচাই ব্যবস্থা বাস্তবায়ন করবে।

14/04/2025

যখন ই ভাবি জীবনে এবার কিছু ভালো হবে পরিস্থিতি সব উল্টোপাল্টা করে দেয়,শুভ রাত্রি🌃🌃

14/04/2025

Good afternoon

14/04/2025

বছরের শুরু হোক নতুন স্বপ্নে,
পুরনো গ্লানি কাটিয়ে উঠি ভালোবাসার রঙে।
শুভ বাংলা নববর্ষ।

Address

Dubai

Alerts

Be the first to know and let us send you an email when Abir world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir world:

Share