Kp New Power Ips

Kp New Power Ips Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kp New Power Ips, Digital creator, Dhaka.

এখানে আইপিএস পাইকারি ও খুচরা বিক্রি করা হয় এবং আইপিএস,ইউপিএস, ফ্রিজ, এসি,ইলেকট্রনিক্স সামগ্রী যত্ন সহকারে মেরামত করা হয়।
ঠিকানা : করিমপুর বাজার, মরিচ পুট্টি, সরকার মার্কেট।

চেনা চেনা লাগে দেখি কে বলতে পারে
26/04/2025

চেনা চেনা লাগে দেখি কে বলতে পারে

20/04/2025
18/04/2025

সূরা ফাতিহা (সূরা ১)
আল-ফাতিহা – সূচনা

আরবি:
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহিম
অর্থ: পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি।

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আল্‌হামদু লিল্লাহি রাব্বিল ‘আলামীন
অর্থ: সকল প্রশংসা আল্লাহরই জন্য, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক।

الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আর্‌রাহ্‌মানির রাহিম
অর্থ: যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মালিকি ইয়াওমিদ্‌দীন
অর্থ: বিচার দিনের মালিক।

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়া-কানা‘বুদু ওয়া ইয়া-কানাস্‌তা‘ইন
অর্থ: আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই।

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহ্‌দিনাস্‌সিরাতাল মুস্তাকীম
অর্থ: আমাদেরকে সরল পথ দেখাও।

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ، غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
উচ্চারণ: সিরাতাল লাযীনা আন‘আমতা ‘আলাইহিম, গাইরিল মাগদুবি ‘আলাইহিম ওয়ালাদ্‌দাল্লীন
অর্থ: সে সকল মানুষের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো; যারা পথভ্রষ্ট নয় এবং তোমার গজবের শিকারও নয়।

নববর্ষের আলো— কেপি নিউ পাওয়ার আইপিএস এর পক্ষ থেকেপহেলা বৈশাখ এলো আজ, হাসে সূর্য ধীরে,নতুন স্বপ্ন, নতুন আলো—ভরুক মন ঘিরে...
14/04/2025

নববর্ষের আলো
— কেপি নিউ পাওয়ার আইপিএস এর পক্ষ থেকে

পহেলা বৈশাখ এলো আজ, হাসে সূর্য ধীরে,
নতুন স্বপ্ন, নতুন আলো—ভরুক মন ঘিরে।
পুরনো ক্লান্তি ভুলে গিয়ে, চলি নব পথে,
আনন্দেরই রঙ ছড়িয়ে দেই, হৃদয়ের প্রতিটে।

ঘরে ঘরে শান্তি আনুক, বিদ্যুৎ যেন ঠিক,
কেপি নিউ পাওয়ার আছি পাশে, সর্বদা নিঃশব্দ নিক।
আইপিএস, ইউপিএস হোক, ভরসার এক নাম,
সেবা, গুণ আর টেকসই শক্তি—আমরাই দিই দাম।

ফ্রিজ হোক বা এসি সার্ভিস, নির্ভরতার হাত,
নববর্ষে প্রতিশ্রুতি দিই—থাকবো পাশে রাতদিন সাত।
বাংলার প্রাণে জয় হোক আজ, উন্নয়নের বারতা,
কেপি নিউ পাওয়ার নিয়ে এলো—নতুন বছরের তারকা।

শুভ নববর্ষ!

ভাবিয়া করিও কাজ..."চারজন এল, সময় কেটে গেল গল্পে,একজন উঠল, হারালো কিছু স্বপ্নের তলে।ফিরে এসে বুঝি, যা ছিল তা আর নেই,সৌন...
11/04/2025

ভাবিয়া করিও কাজ..."

চারজন এল, সময় কেটে গেল গল্পে,
একজন উঠল, হারালো কিছু স্বপ্নের তলে।
ফিরে এসে বুঝি, যা ছিল তা আর নেই,
সৌন্দর্য পড়ে থাকে, নিঃশব্দ চোখের ঠাঁই।

মাঝে মাঝে দূরে থাকাও প্রয়োজন,
সব কিছু প্রকাশ নয়, কিছুতে লুকিয়ে আছে মন।

— কেপি নিউ পাওয়ার আইপিএস-এর পক্ষ থেকে
শুভ রাত্রি ও শুভকামনা

আলহামদুলিল্লাহ!KP New Power IPS এখন মোটামুটি ভালোই সেল হচ্ছে। এটা এলাকাবাসীর ভালোবাসা আর সাপোর্টের ফল।আপনাদের দোয়া আর ভ...
11/04/2025

আলহামদুলিল্লাহ!
KP New Power IPS এখন মোটামুটি ভালোই সেল হচ্ছে। এটা এলাকাবাসীর ভালোবাসা আর সাপোর্টের ফল।
আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আমরা আমাদের আইপিএস আরও অনেক জায়গায় পৌঁছে দিতে পারব।
আমরা চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার, আপনাদের পাশে থাকাটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
সবাই দোয়া করবেন — আমরা যেন আরও এগিয়ে যেতে পারি।

করিমপুর বাজার – স্মৃতি, সম্পর্ক ও ভালোবাসার কেন্দ্রআজ মনটা খুব ভারাক্রান্ত। করিমপুর বাজারে আমাদের যাদের সঙ্গে প্রতিদিনের...
10/04/2025

করিমপুর বাজার – স্মৃতি, সম্পর্ক ও ভালোবাসার কেন্দ্র
আজ মনটা খুব ভারাক্রান্ত। করিমপুর বাজারে আমাদের যাদের সঙ্গে প্রতিদিনের দেখা-সাক্ষাৎ, হাসি-মজার কথা, আর নির্ভরতার বন্ধন ছিল—তাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই।
যাদের কাছ থেকে বারবার সদাই করেছি, যাদের সঙ্গে জীবনের অনেকটা সময় কাটিয়েছি, তারা আজ এই দুনিয়ায় নেই।

আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমাদের ভালোবাসা, দোয়া ও শ্রদ্ধা তাদের জন্য রইল।
যারা এখনো আমাদের মাঝে আছেন, আসুন আমরা একে অপরের পাশে থাকি, সম্পর্কগুলোকে আরও মজবুত করি।
কারণ এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়—এটা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

09/04/2025

good night

08/04/2025

শুভ রাত্রি, প্রিয় বন্ধু।
রাতের নীরবতা যেন তোমার সব ক্লান্তি দূর করে, আর তোমার মনকে শান্তি দেয়।
আল্লাহ তায়ালা তোমার রাতটা মিষ্টি, সুন্দর এবং স্বপ্নময় করে দিন।
শুভ রাত্রি, ভালো থেকো।
আল্লাহ হাফিজ!

07/04/2025

শিরোনাম: “শেষ ঠিকানা”
(লেখা: তাইজুল ইসলামের ভাবনার ছোঁয়ায়)

পৃথিবীটা মায়ার খাঁচা, তবু একদিন ছাড়তেই হবে,
দালান-কোঠা, জমি-জমা—সবকিছুই রবে রবে।
যা নিয়ে আজ হানাহানি, তা তো মাটির নিচে যায়,
মানুষ ভুলে, শেষ গন্তব্য—এক টুকরো কাফনের চায়।

চাকচিক্যে ঢেকে রাখি মনের ভেতর কালো দাগ,
ভালোবাসা ভুলে গিয়ে, চলি অহংকারের আগ।
একটুখানি লাভের জন্য, ঠকাই যারে পারি ঠকাই,
কিন্তু জানি না, একদিন আমরাও মাটি খুঁজি ঠাঁই।

হাসিমুখে যে শিশুটি আজ হাত বাড়িয়ে দেয়,
কতজনই বা তাকে দেখে একটু ভালোবেসে কেঁদে!
মানুষ হয়ে মানুষ যদি না হয় মানুষের পাশে,
তবে কীসের এই সভ্যতা, কীসের এত আভিজাত্যে?

একদিন ডাক আসবেই ভাই, সময় থেমে যাবে হঠাৎ,
তখন শুধু ভালো কাজই রবে, সবকিছুর হবে পাঠ।
তাই চলো আজই ঠিক করি, থাকবো না আর ভুলের পাশে,
ভালোবাসা ছড়িয়ে দেবো, সত্য থাকুক হৃদয় মাঝে।

06/04/2025

KP New Power IPS-এর পক্ষ থেকে সবাইকে জানাই গুড নাইট।

আমাদের এখানে অত্যন্ত যত্নসহকারে ফ্রিজ, এসি ও আইপিএস রিপেয়ারিং করা হয়।
আপনার যেকোনো সমস্যায় আমরা আছি নির্ভরযোগ্য সমাধান নিয়ে।

যোগাযোগ করুন আজই –
বিশ্বাসের সাথে পাশে থাকবো সব সময়।

Address

Dhaka

Opening Hours

Monday 15:00 - 16:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 16:00 - 17:00
Saturday 09:00 - 10:00
Sunday 10:00 - 11:00

Telephone

+8801882757700

Alerts

Be the first to know and let us send you an email when Kp New Power Ips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share