20/08/2025
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে যুবককে গলা কেটে হত্যা
নরসিংদীর হাজিপুরে পানি খাওয়া কেন্দ্র করে মোজাম্মেল নামে (২০) কে, দিনের আলোতে দিবালোকে প্রকাশ্য গলা কেটে হত্যা করে।
আজ বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে নরসিংদী শহরের হাজীপুর ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনেএই হত্যা ঘটনা ঘটেছে বলে যানা যায় ।
নিহত মোজাম্মেল রায়পুরার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চানমিয়ার ছেলে। জানা যায়, শহরের হাজীপুরের একটি বাসায় ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকান রয়েছে তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়স্থ মদিনা ওয়ার্কশপের সামনে মোজ্জাম্মেল দাড়িয়ে অবস্থান করছিলেন, সে সময়ে কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে ঘটনা স্থল ত্যাগ করে পালিয়ে যায় , পরে স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।