
11/07/2025
#কোন #সরকারের #পতন #বাংলাদেশের #কোন #সালে #কিভাবে #হয়েছিল #আসুন #আমরা #জানি #সংক্ষিপ্ত।
✅ এরশাদের পতন (১৯৯০):
১৯৮২ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন হুসেইন মুহাম্মদ এরশাদ। দীর্ঘ ৯ বছর স্বৈরশাসনের পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে তিনি পদত্যাগে বাধ্য হন।
✅ খালেদা জিয়ার পতন (১৯৯৬):
১৯৯১ সালে নির্বাচিত হলেও, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের পর গণআন্দোলনের মুখে মাত্র ৪০ দিনেই ক্ষমতা ছাড়তে হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।
✅ শেখ হাসিনার পতন (২০২৪):
২০০৯ থেকে টানা ক্ষমতায় থাকা শেখ হাসিনা ২০২৪ সালে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ফের ক্ষমতায় আসেন। বিরোধী দলের বর্জন, আন্তর্জাতিক সমালোচনা ও বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে আগস্টে তার সরকারের পতন ঘটে।
📢 এই প্রতিবেদন কারো প্রতি বিদ্বেষ নয়—শুধু মনে করিয়ে দেওয়া যে ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস সবার জন্য শিক্ষা।