28/07/2025
:এবার আমি কেবল আমার নিজের জন্য বাঁচবো!❤️🩹
আমি শুধু নিজেকে বুঝতে শিখেছি আর নিজেকেই ভালোবাসবো সবসময়। তাতে যদি তুমি আমায় বেইমান বলো তবে আমি বেইমান হবো, তুমি যদি স্বার্থপর বলে সম্বোধন করো তাহলে আমি স্বার্থপর হবো।
"তবুও আর কোনোদিন তোমায় ভালবাসি বলবো না!"
তোমাকে ভালোবাসা আমার জন্য মরা গাছে জল ঢালার মতোন বিনিময়ে কিছু পাওয়ার আশায় নয়;
তোমাকে ভালোবাসা কেবল নিজেকে বিলিয়ে দেওয়া, তোমাকে পাওয়া নয়!
আমি ঠিক করেছি যেখানে আমি কিছুই পাই না বরং নিজের সব কিছুই হারাই সেখান থেকে ফিরে আসবো,তাই তোমার থেকেও মন ফিরিয়ে নিলাম!
এবার তুমি স্বাধীন, তুমি মুক্ত!🕊️আর আমিও এখন থেকে আমার জন্য কিছু ভালোবাসা জমিয়ে রাখবো, যেনো অভাব হলেই নিজেকে ভালোবাসা যায়...!! 😊❤️🩹