Kagi Zakariya.00

Kagi Zakariya.00 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kagi Zakariya.00, Narsingdi, Narsingdi.

কাউকে হাওলাত টাকা দিবেন না দিলে দেওয়ার আগের সম্পর্কটা নষ্ট হয়ে শত্রুতে পরিনিত হবে
কারো উপকার না করতে পারলে ক্ষতি করবে না আল্লাহ সবাইকে হেফাজত করুন হেদায়েত করুন সুস্থ রাখার তৌফিক দিন আমিন।।

23/07/2025

প্রচন্ড গরম ঘুম আসেনা

এগুলা কি কেউ বলতে পারবেন কি
20/07/2025

এগুলা কি কেউ বলতে পারবেন কি

20/07/2025

ভালো মানুষের চেহারার মানুষের অভাব হয় না ভালো একটা চরিত্র এবং মনের অভাব থেকেই যায় স্বার্থপর দুনিয়ায় কেউ কারো নয় সময় থাকতে একা চলতে শেখো তাহলে তোমার হবে জয় 💯💯💯💯


#না #একটা #জয়

20/07/2025

দুনিয়ার মানুষের আজব নিয়ম চোরের সর্দারি চোরের বিচার করতে আসে সেই বিচারটা কেমন হতে পারে 😄😄😄🇧🇩

19/07/2025

সারাদিন শুধু ফেসবুকের টাকা গুলি দিনশেষে পকেট খালি কে কে কন্টেন মনিটাইজেশন পাইলি 😜💔🤲

#দিনশেষে_পকেট_খালি

#মনিটাইজেশন_স্বপ্ন
#ফেসবুকজীবন

#সারাদিন_রিলস
#কন্টেন্ট_করছি_কিন্তু_টাকা_কই

আর কত অপেক্ষা        রহস্যময় ঘর 00 Kagi Zakariya.00
18/07/2025

আর কত অপেক্ষা রহস্যময় ঘর 00 Kagi Zakariya.00

17/07/2025

🏝️🏝️শুক্রবারে রোগ মুক্তির জন্য যেসব আমল করলে উপকার হয়:

---

🌿 ১. সূরা আল-ফাতিহা বারবার পাঠ (শেফার সূরা)

🔹 রুকইয়াহ বা চিকিৎসার উদ্দেশ্যে সূরা ফাতিহা বারবার পড়ে ফুঁ দিলে আল্লাহর ইচ্ছায় শেফা পাওয়া যায়।
🔹 হাদিসে এসেছে, সাহাবারা একবার এক অসুস্থ ব্যক্তিকে সূরা ফাতিহা পড়ে শেফা দিয়েছিলেন (সহীহ বুখারী)।

---

🌿 ২. সূরা ইয়াসিন ও সূরা রহমান তেলাওয়াত

🔹 সূরা ইয়াসিন "ক্বলবুল কুরআন" (কুরআনের হৃদয়)। রোগীর পাশে বসে এটি পড়া, অথবা নিজে পড়ে দোয়া করা বরকতময়।
🔹 সূরা রহমান বারবার শোনা বা পড়া অনেকেই রুহানী প্রশান্তি ও আরোগ্য পেয়েছেন বলে জানিয়েছেন।

---

🌿 ৩. দারূদ শরীফ বেশি বেশি পাঠ

🔹 শুক্রবারে রাসুল (সাঃ)-এর উপর দারূদ পাঠের ফজিলত অনেক বেশি।
🔹 দারূদ শরীফের মাধ্যমে দোয়া দ্রুত কবুল হয় (তিরমিজি)।

---

🌿 ৪. আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করা

🔹 হাদিসে এসেছে, শুক্রবারে এক বিশেষ মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। অধিকাংশ আলেমের মতে, সেটি আসরের পর থেকে মাগরিবের আগে।
🔹 এই সময়ে দুই রাকাত নফল নামাজ পড়ে, দোয়া করা যেতে পারে রোগ মুক্তির জন্য।

---

🌿 ৫. “আসাল্লু আল্লাহাল ‘আজিম, রাব্বাল আরশিল ‘আজিম, আয়্যাশফিয়াক” দোয়া (৭ বার)

🔸 বাংলা অর্থ: “আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যিনি মহাসিংহাসনের অধিপতি, তিনি যেন তোমাকে আরোগ্য দান করেন।”
🔹 রোগীকে উদ্দেশ্য করে এই দোয়াটি ৭ বার পড়লে হাদিস অনুযায়ী শেফা আসতে পারে। (আবু দাউদ)

---

✅ সংক্ষিপ্তভাবে:

শুক্রবারে এই কাজগুলো করলে রোগমুক্তির আশায় অনেক উপকার হতে পারে ইনশাআল্লাহ:

দারূদ শরীফ পাঠ

সূরা ফাতিহা, ইয়াসিন, রহমান তেলাওয়াত

আসর থেকে মাগরিবের মাঝে দোয়া

রোগীর উপর ফুঁ দিয়ে দোয়া করা
Qura�🤲🤲
#শুক্রবারের_দোয়া #রোগমুক্তির_দোয়া #দারুদ_শরীফ #সূরা_ফাতিহা #আল্লাহ_শেফাদাতা #ইসলামিক_আমল

17/07/2025

বাদুড়ের খাওয়া কাঁঠালপাড়া গাছ থেকে

মনের অনেক কথা আড়ালে রয়ে গেল পরিস্থিতির কারণে বলতে পারলাম না
16/07/2025

মনের অনেক কথা আড়ালে রয়ে গেল পরিস্থিতির কারণে বলতে পারলাম না

15/07/2025

🌙💡💤🛌রাত যখন ঘুমায়

রাত যখন ঘুমায়, তখন শহরের বাতিগুলো একে একে জেগে ওঠে।
তারা জানে, মানুষের স্বপ্ন দেখার আগে, আলো দিয়ে তাকে সাহস দিতে হয়।
কিন্তু কেউ কি কখনো ভেবেছে—
বাতিগুলোও হয়তো ক্লান্ত হয়…
তবু তারা নিভে না, কারণ তারা জানে—
অন্ধকারে আলো হয়ে থাকা মানেই জীবনের আসল দায়িত্ব!"
#রাতের_দায়িত্ব #ভিন্নচোখে_জীবন

12/07/2025

👉তুমি যদি ভালো কিছু চাও, তাহলে আগে ভালো কিছু হও। জীবন আয়নার মতো— যা দেবে, তাই ফিরে পাবে।"
🇧🇩 Zakariy 🥀

#তাই #যা #চাও

Address

Narsingdi
Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Kagi Zakariya.00 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share