Arman studio

Arman studio তথ্য ও সেবা গ্রহণ করুন, অনলাইন-অফলাইন

25/09/2025

হাসবো নাকি কাঁদবো বুঝতেছি না।😂😭

25/09/2025

এমন এক দল সাপোর্ট করি,
১৩৬ টার্গেট তাও ক'ই"লজাত পানি নাই!!

25/09/2025

একজন বলে তুই পাকিস্তানি, আরেকজন বলে তুই ইন্ডিয়ানি, এভাবেই চলছে ৫৪ বছর।
আফসোস! আমরা এখনো বাংলাদেশী হতে পারলাম না।

25/09/2025

বাংলাদেশ কি আজকে জিততে পারবে? 🤗🤭

25/09/2025

Nid card অরজিনাল সাইজ কিভাবে করবেন 2

24/09/2025

জানি বাংলাদেশ আজ জিতবে না, তবুও সাইফ হাসানের খেলা দেখে মন জুড়ায় গেলো ❤

24/09/2025

কৃষি প্রধান দেশে ক্রিকেট আনছিলো কোন চাচায়! 🙂

⚡🚀 Ctrl Key দিয়ে কম্পিউটারে ২০টি সবচেয়ে দরকারি শর্টকাট 💻✨💡 কম্পিউটার ব্যবহার করেন?      তাহলে আপনাকে অবশ্যই জানা দরকার ...
24/09/2025

⚡🚀 Ctrl Key দিয়ে কম্পিউটারে ২০টি সবচেয়ে দরকারি শর্টকাট 💻✨

💡 কম্পিউটার ব্যবহার করেন?
তাহলে আপনাকে অবশ্যই জানা দরকার Ctrl Key-এর সেই ম্যাজিক শর্টকাটগুলো
যা আপনার কাজকে করবে অনেক দ্রুত, অনেক সহজ! 🖥
⏳ সময় বাঁচান, এক ক্লিকে কাজ করুন, আর মনে রাখুন — প্রো ইউজারের মতো কাজ
করা যায় Ctrl-এর সাহায্যে! 😎

🔥 Top 20 Ctrl Shortcuts (বিস্তারিত ব্যাখ্যা সহ)
1️⃣ Ctrl + C → Copy (কপি করা)
👉 কোনো লেখা, ছবি বা ফাইল সিলেক্ট করে কপি করার জন্য।
2️⃣ Ctrl + V → Paste (পেস্ট করা)
👉 কপি/কাট করা লেখা বা ফাইল অন্য জায়গায় বসানোর জন্য।
3️⃣ Ctrl + X → Cut (কাটা)
👉 কোনো লেখা বা ফাইল কেটে নেওয়ার জন্য (অর্থাৎ সরানো)।
4️⃣ Ctrl + Z → Undo (আগের কাজ বাতিল)
👉 ভুল করে কিছু ডিলিট বা পরিবর্তন করলে আগের অবস্থায় ফিরে যায়।
5️⃣ Ctrl + Y → Redo (Undo ফিরিয়ে আনা)
👉 Undo করা কাজ আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য।
6️⃣ Ctrl + A → Select All (সব নির্বাচন করা)
👉 পুরো ডকুমেন্ট বা ফোল্ডারের সব ফাইল একসাথে সিলেক্ট হয়।
7️⃣ Ctrl + S → Save (সেভ করা)
👉 কোনো কাজ করা ডকুমেন্ট বা ফাইল দ্রুত সেভ করার জন্য।
8️⃣ Ctrl + P → Print (প্রিন্ট দেওয়া)
👉 লেখা বা ডকুমেন্ট প্রিন্ট করার জন্য প্রিন্ট ডায়ালগ ওপেন হয়।
9️⃣ Ctrl + N → New (নতুন ফাইল/উইন্ডো)
👉 নতুন ডকুমেন্ট, নতুন ব্রাউজার উইন্ডো বা ফাইল ওপেন করার জন্য।
🔟 Ctrl + O → Open (ফাইল ওপেন করা)
👉 আগে থেকে সেভ করা ফাইল ওপেন করার জন্য।
________________________________________
1️⃣1️⃣ Ctrl + F → Find (সার্চ করা)
👉 ডকুমেন্ট বা ওয়েবপেজে কোনো শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য।
1️⃣2️⃣ Ctrl + H → Replace (খুঁজে পরিবর্তন করা)
👉 একসাথে অনেক জায়গার লেখা পরিবর্তন করার জন্য (যেমন Word-এ)।
1️⃣3️⃣ Ctrl + B → Bold (গাঢ় লেখা)
👉 টেক্সট মোটা/গাঢ় করার জন্য।
1️⃣4️⃣ Ctrl + I → Italic (বাঁকা লেখা)
👉 লেখাকে স্টাইলিশভাবে বাঁকা করার জন্য।
1️⃣5️⃣ Ctrl + U → Underline (আন্ডারলাইন)
👉 টেক্সটের নিচে দাগ দেওয়ার জন্য।
1️⃣6️⃣ Ctrl + T → New Tab (নতুন ট্যাব ওপেন করা)
👉 ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করার জন্য।
1️⃣7️⃣ Ctrl + W → Close Tab (ট্যাব/উইন্ডো বন্ধ করা)
👉 ব্রাউজারের কোনো ট্যাব দ্রুত বন্ধ করার জন্য।
1️⃣8️⃣ Ctrl + Shift + T → Closed Tab Reopen (বন্ধ ট্যাব খোলা)
👉 ভুল করে বন্ধ হ

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশ...
23/09/2025

জন্ম নিবন্ধন করার জন্য আমাদের ইউপি সদস্যের পেছনে ঘুরতে ঘুরতে পায়ের সেন্ডেল ক্ষয় হয়।
এখন আর ওনাদের পেছনে ঘুরতে হবে না, দেশে এখন ডিজিটাল ইউ‌নিয়ন সেন্টার, অনলাইন সার্ভিস, চালু করা হয়েছে।
দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার✌️, নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন।
★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application
★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction
★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search
★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status
★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print
★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥
Collected

16/04/2025

এটা বৃষ্টি না রে ভাই এটা এইচ এসসি পরিক্ষার্থীদের চোখের পানি! 🙂💔

16/04/2025

আলহামদুলিল্লাহ বাইরে রহমতের বৃষ্টি হচ্ছে! ❤️🌧️

08/04/2025

বাটার এক জোড়া জুতা ছিলো, আর পড়া যাবে না, পড়লেই মানুষ চোর ভাববে 🙂

Address

Narsingdi
1630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share