27/08/2025
                                            মাইগ্রেন কোন ভং না, জমিদারী অ*সুখও না
ইচ্ছা করেও কেউ মাইগ্রেন বাধায় না।
যার আছে সে জানে মাইগ্রেন কি জিনিস !!
সহমর্মীতা না দেখাতে পারেন ক্রিটিসাইজ করে রো*গীর জীবন জাহা-ন্নাম বানাবেন না !!
মাইগ্রেন এমন এক অভি-শাপ যা দুইটা মিনিট রোদে গেলে বাড়ে,গরম পড়লে বাড়ে, স্ট্রেস নিলে বাড়ে। রান্নাঘরে গেলে বাড়ে, শীতের দমকা হাওয়া নাকে লাগলে বাড়ে।
চোখে দুম করে লাইট পড়লে বাড়ে। খুব জোরে কোথাও সাউন্ড হলে বাড়ে, জার্নি করলে বাড়ে। রুটিন মাফিক খাবার খেতে বা গোসল দশটা মিনিট দেরী করে করলেও বাড়ে !!
যারা মাইগ্রেনের রোগী তারা কোন কনর্সাটে যেতে পারে না। বিয়েবাড়ির লাইটিং এর সামনে দাড়াতে পারে না, এসি বাসে চড়তে পারে না, রান্নাঘরে যে দাড়াতে পারে না এটাও কাউকে বোঝাতে পারে না !!
একটু ট্যুরে যেতে সাহস করতে না। বে*ক্কলের মত সারাদিন ব্যাগে ছাতা আর পানির বোতল আর টাফনীল নিয়ে নিয়ে ঘুরে।
সোজা কথা বেচে থাকে কলের পুতুলের মত এটা করা যাবে না সেটা করা যাবে না থিওরী বুকে নিয়ে।
এই মাইগ্রেন যার হয় সেই বুজে কতটা কষ্ট🥲🥲
©