Umme Habiba

Umme Habiba Assalamu Alaikum

Alhamdulillah
29/07/2025

Alhamdulillah

Sanji Da
23/07/2025

Sanji Da

22/07/2025

মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না-

১। সাইবা জাহান (ক্লাস ফোর, আইডি- ২২৭৬)
২। সাজিদ আহমেদ সানি (এইচএসসি ক্যান্ডিডেট)
৩। মাহতাব রহমান (ক্লাস সেভেন, আইডি- ১০১৪)
৪। নুসরাত জাহান আনিকা (ক্লাস থ্রি, মারা গেছে বাবুটা)
৫। এরিকসন (জাতীয় বার্ন ইন্সটিটিউটে আছে)
৬। নাজিহা (ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আছে)
৭। মোনতাহা তোয়া কর্নো (ক্লাস থ্রি, আইডি- ২০৩১)
৮। আফিয়া উম্মে মরিয়ম (ক্লাস থ্রি, বিভাগ- আকাশ)
৯। সোহান হাসান নিহাদ (খোঁজ পাওয়া গেছে, সুস্থ আছে)
১০। মুহতাসিম হক ফুয়াদ (ক্লাস এইট, সুস্থ আছে পাওয়া গেছে)
১১। আসমাউল হুসনা জায়রা (ক্লাস থ্রি, সুস্থ তবে অভিভাবক খোঁজা হচ্ছে)
১২। সাদ সালাহউদ্দিন (ক্লাস থ্রি)
১৩। লামিয়া আক্তার সোনিয়া (পোড়া রোগীর পকেট থেকে আইডি কার্ড পাওয়া গেছে)
১৪। রাফসি আক্তার রাফি (ক্লাস ফোর, আইডি- ২৩৫৭ ওর বাবা-মা'কে খুঁজছি)
১৫। সায়মা আক্তার (ক্লাস থ্রি, বিভাগ- ক্লাউড, সিএমএইচে মারা গেছে)
১৬। এমডি জিহাদ (কলেজ শিক্ষার্থী, সুস্থ আছে পাওয়া গেছে)
১৭। মেহনাজ আফরিন হুমাইরা (ক্লাস টু, আইডি-১৮২৫ বাবুটা মারা গেছে)
১৮। রাইসা (ক্লাস থ্রি, বার্ন ইনস্টিটিউটে পাওয়া গেছে)

(এই পোস্টটি আপডেট হতে থাকবে)

বার্ণ ইন্সটিটিউট, ঢাকা মেডিকেল কলেজ
– এ সর্বশেষ দগ্ধ রোগীদের ভর্তির তালিকা-

তালিকাভুক্ত দগ্ধরা হলেন:
1. শামীম ইউসুফ (১৪)
2. কাব্য (বয়স অনির্দিষ্ট)
3. আবিদূর রহমান (১০)
4. রুফিয়া বড়ুয়া (১০)
5. সায়েম ইউসুফ (১৪)
6. তানভির (বয়স অনির্দিষ্ট)
7. মুনতাহা (১০)
8. নাফি (৯)
9. মেহেনুর (১২)
10. আয়ান (১৪)
11. জায়মা (১৩)
12. লোরিন (৩০)
13. রোহান (১৪)
14. আবিদ (৯)
15. আশরাফ (৩৭)
16. ইউশা (১১)
17. পায়েল (১২)
18. আলবেরা (১০)
19. তাসমিয়া (১৫)
20. মাহিয়া (বয়স অনির্দিষ্ট)
21. সায়েবা (৯)
22. ফয়েজ (১৪)
23. মাসুমা (৩৮)
24. মাহাতাব (১৪)
25. শামীম (১৪)
26. জাকির (৫৫)
27. নিলয় (বয়স অনির্দিষ্ট)
28 . সায়রা (১০)
29. নাফিজ (বয়স অনির্দিষ্ট)
30. তৌফিক (১৩)
31. নিশি (২৮)
32. নুসরাত (১২)
33. আরিয়ান (১৩)
34. বাপ্পি (১০)
35. জুনায়েদ (১২)
36. তাসনুবা মাহবিন (১১)
37. ফারজানা ইয়াসমিন রিনা (৪৫)
38. মাকিন (১৫)
39. শ্রেয়া (৯)
40. ইরিকশন (১৩)

এই রোগী গুলো বর্তমানে ভর্তি রয়েছেন। যাদের সন্তান নিখোঁজ, অনুগ্রহ করে নাম দেখে মিলিয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।

বিঃদ্রঃ- বিস্তারিত জানতে ও সহযোগিতার জন্য বার্ণ ইনস্টিটিউটে যোগাযোগ করুন।

জান্নাতের পাখি
22/07/2025

জান্নাতের পাখি

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিগন শহীদ হিসেবে গণ্য হন।আল্লাহ তাআলার সকল জান্নাতের পাখি গুলোকে শহীদের মর্যাদা দান করুন।
21/07/2025

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিগন শহীদ হিসেবে গণ্য হন।আল্লাহ তাআলার সকল জান্নাতের পাখি গুলোকে শহীদের মর্যাদা দান করুন।

মাইলস্টোন এবং জরুরী কিছু ছবি-পুরো মেট্রোজুড়ে হাহাকার, যে ছেলেটি মাথায় হাত দিয়ে রেখেছে তার ছোট ভাই বার্ণ ইউনিটে, ছেলেটি জ...
21/07/2025

মাইলস্টোন এবং জরুরী কিছু ছবি-

পুরো মেট্রোজুড়ে হাহাকার, যে ছেলেটি মাথায় হাত দিয়ে রেখেছে তার ছোট ভাই বার্ণ ইউনিটে, ছেলেটি জানে না বেঁচে আছে কীনা তার ভাই! ছোট্ট আপু দু'টির বা'পাশের জন একটি কথা বলতে পারছে না, এ ট্রমা এই কয়েক শত গ্রামের ব্রেইন সইবে কী করে! শরীর পুড়ে ছাই হয়ে গেছে, যাচ্ছে, বাচ্চারা পুড়ে তরল হয়ে এক মুঠো হয়ে গেছে। যে শিক্ষক একটু আগেই পড়াচ্ছিলেন আর শিক্ষার্থীরা পড়ছিলেন হয়তো আজই তাদের জানাজার নামাজ হবে, কিন্তু তাদের দেহই তো নেই, ফ্লাইট লেফটেন্যান্ট হয়তো কিছুক্ষণ আগেই মায়ের সাথে, স্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন, তিনি এখন ছাই, প্যারাসুট বেয়ে নিচে নামারও সুযোগ পান নি, বিমান যখন ছাদ ভেঙে ঢুকে পড়ে তখন আর ক'জনই বাঁচবে।
আল্লাহ তুমিই পারো এ জাতির ভবিষ্যত বাঁচাতে, তাই তোমার দিকেই চেয়ে আছি।
কার্টেসি :Khaled Speak

21/07/2025

একটা দেশ এর সিস্টেম কতটা কতটা আনঅর্গানাইজড হলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান এত ব‍্যস্ততম একটা শহরের উপর দিয়ে যায়!!

কিভাবে সব কিছু চলে !!
আল্লাহর ওয়াস্তে ই চলে!!
করো কোনো দায়িত্ববোধ কিছুই নাই !!

আমার প্রিয় বাংলাদেশ ! আহা!
আহারে বাচ্চা গুলো , নিরীহ মানুষ গুলো!!

21/07/2025

দয়া করে বাচ্চাদের পোড়া ছবি,ভিডিও আপলোড না দিয়ে উত্তরা,দিয়াবাড়ি,ঢাকা মেডিকেলের আশেপাশে যারা আছেন যদি পারেন রক্ত দিয়ে আসবেন। প্রচুর পরিমানে ব্লাড প্রয়োজন।

সূত্রঃ সময় টেলিভিশন(লাইভ)

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ। যে সকল পরিবা...
21/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ। যে সকল পরিবারের সন্তানরা আহত ও নিহত হয়েছে তাদেরকে শোক সইবার তৌফিক দান করুক।

❤️
19/09/2024

❤️

12/09/2024

Practice Always Makes A Man Perfect.

Address

Pachdona
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umme Habiba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share