
26/12/2024
দেখতে দেখতে চলেই যাচ্ছে ডিসেম্বর মাসটা,, আর মাত্র কয়টা দিন তবে ডিসেম্বর গুলো এখন আর জীবনে আসে না লাস্ট এসেছিল ২০১৯ সালে, খুব সুন্দর একটা টাইম ছিল তখন। ডিসেম্বর মাস মানেই ছিল এক অন্যরকম আমিজে ভরপুর, পরীক্ষা শেষ হওয়ার আগের রাতে ব্যাগ গুছিয়ে রাখতাম নানু বাড়ি যাবো এই ভেবে,,, পরের দিন যখন পরীক্ষা শেষ হতো এসে কটা ভাত খেয়ে,,আর কোন দিকে না তাকিয়ে চলে যেতাম নানু বাড়ি, আহা সে কি আনন্দ সে কি আমেজ নানু বাড়ি ছিল খুব কাছে, কাজিনরা একসাথে হতাম মজা হত, বছরের শেষ, পিকনিক একটা মাস্ট হতোই, সবার ঘর থেকে চাল, ডাল,, তেল উঠিয়ে একসাথে রাতের উঠোনে বসে রান্না করে একসাথে খাওয়ার যে কি স্বাদ,,! সেদিন আর কোনদিন হয়তো ফিরে আসবে না সেই আনন্দগুলো আর ফিরে আসবেনা ভাবতে গেলে খুব কষ্ট হয়, কাজিনরা সবাই মিলে লুকোচুরি খেলতাম গান গাইতাম দৌড়াদৌড়ি খেলতাম ভাবতে গেলে এখনো খুব হাসি পায়, আর নানু ভাইয়ের চিল্লাচিল্লি অনেক রাত হইছে এইবার ঘরে আয়😀 নানু বাড়িটা ছিল বেশ বড়,, অনেক মানুষ,, কত যে ভাই বোন ছিলাম তখন আমরা,, এখন যে যার গন্তব্যে,, ভাইয়েরা চাকরি সুত্রে দূরে দূরে,,, যার যার বিয়ে হয়ে গেছে লেখাপড়ায় ব্যস্ত, যার লাইফ নিয়ে বিজি, এখন আর একসাথে হওয়া হয় না,, এখনকার ডিসেম্বর মাস গুলো বিষাদে ভরপুর,, এখন আর ডিসেম্বরে ছুটি নাই অন্য সব মাসের মত এই মাস কেটে যায় কোন প্ল্যান নেই ডিসেম্বর মাসে ভাই বোন নিয়ে কোন পিকনিকের আয়োজন নেই আহ কতটা বড় হয়ে গেলাম,এই তো সেদিন সবাই একসাথে ছুটোছুটি, খেলাধুলা করেছি,, কবে যে বড় হয়ে গিয়েছি! সময় কেন এত দ্রুত চলে যায়,, যদি আবার ফিরে পেতাম সেই ডিসেম্বর মাস, কিভালোই না হতো!!!