03/07/2025
কিতাব বিভাগে আকর্ষণীয় বেতনে ৩জন শিক্ষক নিয়োগ দেয়া হবে🥰🥰
-------**-------
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া" (রাধানগর মাদরাসা) কিতাব বিভাগের জন্য ২জন মেহনতি আরবি শিক্ষক এবং কওমি সিলেবাসে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি এবং গণিত পাঠদানের জন্য ১জন জেনারেল শিক্ষক নেয়া হবে।
#সুযোগ-সুবিধাঃ
শিক্ষকদের থাকা-খাওয়ার সুবিধা এবং প্রতি ২ইদে দুইবার বোনাস, মাসিক ছুটি, ছুটি না কাটালে তার উপর ইনক্রিমেন্ট, প্রতি বছর বেতন বৃদ্ধি, বেতন বকেয়া না রাখাসহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হবে।
বেতনের পরিমাণঃ বেতন যোগ্যতা-মেহনত এবং অভিজ্ঞতার উপর নির্ধারণ করা হবে। এবং অবশ্যই আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক হবে। ইনশাআল্লাহ।
#যাতায়াতঃ ঢাকা থেকে গৌরিপুর হয়ে হোমনা। সেখান থেকে ১০টাকার সিএনজি ভাড়ায় জামিয়ার গেটে। অথবা ঢাকা থেকে আড়াইহাজর হয়ে বিশনন্দি ফেরিঘাট পার হয়ে ৭০টাকা সিএনজি ভাড়ায় মাদরাসা'য় আসা যায়।
রাধানগর বড় মাদরাসা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
আসার আগে অবশ্যই কথা বলে আসবেন। যারা আসবেন, ইনশাআল্লাহ অবশ্যই যথাযথ সম্মান করা হবে।
আগ্রহীদের নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা গেলো
যোগাযোগ =
#01607383619
#01557755133
#01842510046