আবাবীল

আবাবীল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবাবীল, Narsingdi.

মুহতারাম আলেমসমাজ! নিয়মিত অসংখ্য খেদমতের আপডেট সবার আগে পেতে আবাবীল পেইজটি লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন। মহান মালিক আপনার জন্য উত্তম রিজিকের ফায়সালা করুন। (আমিন)

সতর্কতাঃ খেদমতের বিনিময়ে কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে আমি জড়িত নয়।

যে কথাটি এখনো বলেনি হাসনাত 😄😄
28/08/2025

যে কথাটি এখনো বলেনি হাসনাত 😄😄

দেশে মৌলবাদীদের উত্থান হলে বিরাট সমস্যা। তখন আর কর্মীরা চান্দাবাজী করতে পারবে না। নেতার পকেটেও চান্দার ভাগের ১০% ঢুকবে ন...
18/08/2025

দেশে মৌলবাদীদের উত্থান হলে বিরাট সমস্যা। তখন আর কর্মীরা চান্দাবাজী করতে পারবে না। নেতার পকেটেও চান্দার ভাগের ১০% ঢুকবে না৷ আজকাল বিদেশে জীবনযাপনের খরচ যে কত! আপনার কি জানেন? মৌলবাদীদের উত্থান হলে/ দেশে চান্দাবাজী বন্ধ হয়ে গেলে কিভাবে চলবে নেতার সংসার? নিজের ভবিষ্যত নিয়ে বেচারা খুবই শঙ্কিত। তাই এসব আবোলতাবোল বকতেছে। আপনারা কিছু মনে কইরেন না। প্রিয় লিডারের চান্দার পার্রসেন্টিজটা আরেকটু বাড়ানো যায় কি না, একটু ভেবে দেখেন।

জনাব, Tarique Rahman!
মৌলবাদ মানে কি? মৌলবাদ বলতে আপনি কি বুঝেন? আর আমাদেরই বা কি বোঝাতে চান? ক্লিয়ার করতে পারবেন? জবাব দিন।

24/07/2025

24/07/2025

টেসলার ড্রাইভার এর অসাধারণ খেল, আমার জীবনের দেখা সেরা রেস।
না দেখলে চরম মিস!!!

20/07/2025

আম্লীগের পতন না হলে কখনো জানতেই পারতাম না "দুলু, বুলু, টুকু, খুকু, দুদু, নুনু" এইগুলো বিম্পি নেতাদের নাম। 😄😄

"প্রিয় তাহমিদ,ওপারে কি শ্রাবণ আছে?মুষলধারে বৃষ্টি নামে?"রোজ বাসা থেকে বের হলে তাহমিদের নামের গ্রাফিতিটা  দেখতে পাই আমি। ...
18/07/2025

"প্রিয় তাহমিদ,ওপারে কি শ্রাবণ আছে?
মুষলধারে বৃষ্টি নামে?"

রোজ বাসা থেকে বের হলে তাহমিদের নামের গ্রাফিতিটা দেখতে পাই আমি। গত এক বছর ধরে একই লেখা পড়ছি, তাও পুরনো লাগে না। প্রতি সকালে আমার মনে কখনও না দেখা এই বাচ্চাটার জন্য অদ্ভুত মা মা টাইপ মায়া জন্ম নেয়। আমার এলাকার ঈদগাহে ওর নামাজের জানাজা হয়েছিল। এশার নামাজের পর আমাদের মসজিদে মাইকিং করা হলো...... আমার কেউ না এমন একটা বাচ্চার জন্য কান্নায় ভেসে গিয়েছিলাম আমি । ওর কবর দেখতে মাঝে মাঝে রাস্তা বদলে যাই আমি। থামি না কবরস্হানের সামনে। সাহস হয় না। দূর থেকে একটু দেখে আসি বাচ্চাটাকে।

যে মিছিলে তাহমিদ ছিল, সেখানে আমিও ছিলাম আমার ছেলেটার পেছনে পেছনে। জাষ্ট জোহরের নামাজ পড়ে উঠেছিলাম তখন আমি। বাসার জামার উপরে নামাজের হিজাব পরেই দৌঁড়ে বের হয়েছিলাম ছেলেকে দরজা দিয়ে বের হতে দেখে। গুলির শব্দ আমিও শুনেছিলাম। টিয়ার গ্যাস থেকে রক্ষা পেতে আমরা একটা বাসার গ্যারাজে ঢুকলাম। আমি ছিলাম বলে আমার ছেলেটা ধীরে হাঁটছিল। আমার ধারনা আমি সাথে না থাকলে ও ঠিকই দৌঁড়ে সামনের দিকে চলে যেত। খুনী হাসিনার পোষা পুলিশ সামনের দিকে থাকা নিরীহ অরাজনৈতিক বাচ্চাগুলাকেই গুলি করেছিল এই আজকের দিনে নরসিংদিতে, জেলখানার মোড় ভেলানগরে।

আজকের দিনে তাহমিদ শহীদ হয়েছিল। বেঁচে থাকলে আজ ও কলেজে উঠতো। ওর স্কুল থেকে এ বছর শতভাগ এ প্লাস পেয়েছে। এই বাচ্চাটাও পেত। কিন্তু ওর জীবন থমকে গেলে ক্লাশ নাইনেই। হায়েনার খপ্পর থেকে প্রিয় স্বদেশকে মুক্ত করতে জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে চেয়েছিল এই বাচ্চাগুলা।

ওপারে ভালো থাক বাবা। বেহেশতে নিরাপদে হেসে খেলে থাক। সব সময়ই আমাদের দোয়া/ আর্শীবাদে থাকবে তোমরা, আমাদের জুলাই শহীদরা। আমাদের মত সাধারণ মানুষদের আর কিইবা করার আছে??

আমরা পারিনি তোমাদের রক্তের ঋণ শোধ করতে, মনে হচ্ছে না বাংলাদেশ তা পারবে!
যে স্বৈরাচারী শাসনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাইয়ে আমাদের বাচ্চাদের রক্ত ঝরলো, আদৌ কি সেই স্বৈরতন্ত্রের অবসান হয়েছে? লক্ষ্মণ তো দেখছি না।
আল্লাহ আমাদের হেফাজতে করুন।
#জুলাই
#বাংলাদেশ 🇧🇩
(এক মায়ের টাইমলাইন থেকে)

নিয়মিত খেদমতের বিজ্ঞপ্তি পেতে আবাবীল পেইজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন।
16/07/2025

নিয়মিত খেদমতের বিজ্ঞপ্তি পেতে আবাবীল পেইজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন।

15/07/2025

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when আবাবীল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share