আবাবীল

আবাবীল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আবাবীল, Digital creator, Narsingdi.

মুহতারাম আলেমসমাজ! নিয়মিত অসংখ্য খেদমতের আপডেট সবার আগে পেতে আবাবীল পেইজটি লাইক এবং ফলো দিয়ে সাথেই থাকুন। মহান মালিক আপনার জন্য উত্তম রিজিকের ফায়সালা করুন। (আমিন)

সতর্কতাঃ খেদমতের বিনিময়ে কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে আমি জড়িত নয়।

03/07/2025

কিতাব বিভাগে আকর্ষণীয় বেতনে ৩জন শিক্ষক নিয়োগ দেয়া হবে🥰🥰
-------**-------

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া" (রাধানগর মাদরাসা) কিতাব বিভাগের জন্য ২জন মেহনতি আরবি শিক্ষক এবং কওমি সিলেবাসে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা, ইংরেজি এবং গণিত পাঠদানের জন্য ১জন জেনারেল শিক্ষক নেয়া হবে।
#সুযোগ-সুবিধাঃ
শিক্ষকদের থাকা-খাওয়ার সুবিধা এবং প্রতি ২ইদে দুইবার বোনাস, মাসিক ছুটি, ছুটি না কাটালে তার উপর ইনক্রিমেন্ট, প্রতি বছর বেতন বৃদ্ধি, বেতন বকেয়া না রাখাসহ নানান সুযোগ সুবিধা প্রদান করা হবে।
বেতনের পরিমাণঃ বেতন যোগ্যতা-মেহনত এবং অভিজ্ঞতার উপর নির্ধারণ করা হবে। এবং অবশ্যই আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক হবে। ইনশাআল্লাহ।

#যাতায়াতঃ ঢাকা থেকে গৌরিপুর হয়ে হোমনা। সেখান থেকে ১০টাকার সিএনজি ভাড়ায় জামিয়ার গেটে। অথবা ঢাকা থেকে আড়াইহাজর হয়ে বিশনন্দি ফেরিঘাট পার হয়ে ৭০টাকা সিএনজি ভাড়ায় মাদরাসা'য় আসা যায়।
রাধানগর বড় মাদরাসা, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
আসার আগে অবশ্যই কথা বলে আসবেন। যারা আসবেন, ইনশাআল্লাহ অবশ্যই যথাযথ সম্মান করা হবে।
আগ্রহীদের নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা গেলো
যোগাযোগ =
#01607383619
#01557755133
#01842510046

নিয়মিত আরও অসংখ্য খেদমতের নিউজ পেতে আবাবীল পেইজটি ফলো দিয়ে রাখুন।
18/06/2025

নিয়মিত আরও অসংখ্য খেদমতের নিউজ পেতে আবাবীল পেইজটি ফলো দিয়ে রাখুন।

নিয়মিত খেদমতের আপডেট পেতে আবাবীল পেইজটি ফলো করতে পারেন।
16/06/2025

নিয়মিত খেদমতের আপডেট পেতে আবাবীল পেইজটি ফলো করতে পারেন।

😄😄
14/06/2025

😄😄

নিয়মিত খেদমতের আপডেট পেতে আবাবীল পেইজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন।  (ধন্যবাদ)
11/06/2025

নিয়মিত খেদমতের আপডেট পেতে আবাবীল পেইজটি লাইক এবং ফলো দিয়ে রাখুন। (ধন্যবাদ)

🎋 খতিব নিয়োগ বিজ্ঞপ্তি 🎋যোগ্যতাঃ তাকমিল/ কামিল (মুফতি ও মুফাসসির অগ্রাধিকার থাকবে) ঠিকানা: সুখানদীঘি কেন্দ্রীয় জামে মসজি...
10/06/2025

🎋 খতিব নিয়োগ বিজ্ঞপ্তি 🎋
যোগ্যতাঃ তাকমিল/ কামিল (মুফতি ও মুফাসসির অগ্রাধিকার থাকবে)
ঠিকানা: সুখানদীঘি কেন্দ্রীয় জামে মসজিদ, দুর্গাপুর, রাজশাহী।
👉মোবাইল নম্বর: 01738527299
👉আবেদনের শেষ তারিখঃ ৩০ জুন ২০২৫ ইং

কিভাবে ১ কোটি কর্মসংস্থান তৈরি  করবেন,  এর একটা সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করেন।
10/06/2025

কিভাবে ১ কোটি কর্মসংস্থান তৈরি করবেন, এর একটা সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করেন।

চাইলে আপনারাও করতে পারেন।
10/06/2025

চাইলে আপনারাও করতে পারেন।

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘো...
25/05/2025

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘোর বিরোধী এই লোকটা জুলাইয়ের বিপ্লবের ফলে নেহাত ভাগ্যের জুরে বেঁচে এসেছেন; নইলে গলায় দড়ি পরতেই হতো।

কারামুক্তির পর থেকে রহস্যজনকভাবে লোকটার কোনো এক্টিভিটি নেই! যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে লোকটার জীবন-যৌবনের বড় একটা সময় কারাগারে চলে গেল, সেই লোকটা বাংলাদেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে একেবারে চুপ! অথচ, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ভারতের নাক গলানোর এই সময়ে তিনি চুপটি মেরে বসে থাকার কথা নয়!

একজন প্রভাবশালী নেতা জেলে ফাঁ সির দড়ির অপেক্ষা করছেন, ফ্যাসিবাদের আমলে সেই নেতাকে নিয়ে বিএনপির তেমন কোনো মাথাব্যথা দেখা যায়নি। এখন মুক্তির পর সেই লোকটাকে মিউট করে রাখা হয়েছে, আর ডিসপ্লেতে শো করা হয়েছে সালাহুদ্দিন সাহেবকে।

ভারতের কারণে ১৭ বছর যেই নেতা ফাঁ সির আসামি ছিলেন, তাকে সাইডে রেখে ১১ বছর যেই নেতা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অভিজাত বাংলোবাড়িতে জামাইআদরে ছিলেন তাকেই এখন সর্বেসর্বা বানিয়ে নেওয়া হয়েছে।

এই সমীকরণটা বুঝে নিলে খুব সহজেই বোঝে আসবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতীয় আধিপত্যের ঘোর বিরোধী ড. খলিলুর রহমানকে নিয়ে বিএনপির কেন এত আপত্তি!

 #ইমাম_নিয়োগ
24/05/2025

#ইমাম_নিয়োগ

24/05/2025

সালাউদ্দীন হলো ভারতের মাটিতে র এর মাধ‍্যমে নিখুতভাবে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলাদেশী যাকে হাসিনার বিকল্প হিসেবে তৈরী করে রেখেছিলো ভারত!

সালাউদ্দীন খুব সুন্দরভাবে স্বাধীন দেশের স্বপ্নকে নষ্ট করে দিচ্ছে তার প্রভুর উদ্দেশ‍্য হাসিল করছে।

সালাউদ্দীন অপদস্থ, অপমানিত হয়ে ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করে মানুষ।

(দল কানা কিছু মানুষ বাদে সবাই এটাই মনে করছে)!

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবাবীল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share