AbegGraphy - আবেগগ্রাফি

AbegGraphy - আবেগগ্রাফি আবেগ দিয়ে চলি বলেই জীবন এত কঠিন �

এক আকাশ শূন্যতার মাঝে, তুমি এক পূর্ণতার ছায়া, হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া!!
20/04/2025

এক আকাশ শূন্যতার মাঝে, তুমি এক পূর্ণতার ছায়া, হাজারো মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া!!

যাদের দেখে প্রেমে পড়েছিলাম এই বাংলাদেশ ক্রিকেটের! আজ তারা সবাই একে একে হারিয়ে গেলো! 💔🌸We'll miss you all 🙂
12/03/2025

যাদের দেখে প্রেমে পড়েছিলাম এই বাংলাদেশ ক্রিকেটের! আজ তারা সবাই একে একে হারিয়ে গেলো! 💔🌸
We'll miss you all 🙂

11/03/2025

বিষাদের আকাশ ছুঁয়ে বলি, 'ভালো আছি'।
'ভালো আছি'— ডেকে বলি অচেনা শহর।
অচেনা মানুষ বলে, 'কতটুকু কার ছিলি তুই?
কতটুকু কে তোর?'

আমি বলি, 'আমি নেই, হারিয়েছি সেই কবে —
পরবাসী মেঘের ভেতর'।

~ সাদাত হোসাইন

11/03/2025

তোমার ভালোবাসা তোমায় ভুলতে দেয় না। 💖
চলেই যদি যাবে তাহলে এত ভালোবাসলে কেন ? 🙂

08/03/2025

Happy International Women's Day Bangladesh 🙂

এই দেশ এমন এক দেশ যেখানে রাস্তায় তো নিরাপত্তা নেই ই মেয়েদের এমনকি নিজের বাড়িতেও নিরাপদ নয় 😅

বলতেও লজ্জা লাগে এই দেশেই থাকি আমরা,,, এই দেশেই জন্ম 🙂

বুড়ো থেকে কিশোর কোনো বয়সের পুরুষের কাছ থেকেই রেহাই পাচ্ছে না নারী থেকে শিশু 😅

আর রেহাই পাবেই না কি করে দেশের বিচার ব্যবস্থাই তো ঠিক নেই। এই দেশে খোলাভাবে সিগারেট খাওয়ার জন্য র
নারীবাদী নামের কুলাঙ্গার রা রাস্তায় নামে অথচ ধর্ষকের বিচারের জন্য কেউ রাস্তায় নামতে পারে না নামলে সেটা নামে মাত্র ই কার্যকর করার ক্ষেত্রে জোর দেয় না কেউ ই।

এটাই বাংলাদেশ,,, 😅
এই দেশে জন্মানোই পাপ 🇧🇩

07/03/2025

এই দেশে উড়না ঠিক করতে বললে তাকে ফুলের মালা গলায় ঝুলিয়ে বুকে কুরআন দিয়ে সাধুবাদ জানানো হয়
অথচ একটা বাচ্চা মেয়ে (৬/৭ বছর বয়স) তার বড় বোনের বাসায় গিয়ে ধর্ষণের স্বীকার হলে সেখানে তৌহিদ জনতার ছিটেফোঁটা পাওয়া যায় না।
হা হা
এটাই বাংলাদেশ
এখানেই থাকি আমরা
যেখানে শিশু,,মেয়ে,,নারী কেউ নিরাপদ নয়
ইয়েস আই রিপিট কেউ নিরাপদ নয় 😅

রমজান মাসে শয়তান কে আল্লাহ বন্দি করে রাখেন কিন্তু যাদের ভেতরেই জানুয়ারের বাস তাদের এই জানুয়ার বন্দির কি কোনো ব্যবস্থা নেই ?

প্রকাশ্যে যদি তাদের জবাই করা যেতো ❗
পাথর নিক্ষেপ করে যদি তাদের মাথা থেঁতলে দেওয়া যেতো ❗
গুলি করে যদি হৃদপিন্ড ছিদ্র করা যেতো ❗

আহা এই দেশে যদি ধর্ষক এর সঠিক বিচার হতো 🙂

এই দেশের ছাত্রজনতা আন্দোলন করে সরকার কে দেশ ছাড়া করার ক্ষমতা রাখে তাহলে এই মানুষরূপি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করে না কেন ❓

02/03/2025

মেয়েদের ইফতারের টেবিলে সবকিছুই থাকে,শুধু একটা সময় এসে মা-বাবা,ভাই-বোন থাকে না!

বিয়ে জীবন সাজিয়ে দেয় আবার উজাড় ও করে দেয়। খুব কপাল করেই মানুষ মনের মতো জীবনসঙ্গী পায়।দু'টি বিশ্বস্ত হাত পায় সারা জীবন পথ...
28/02/2025

বিয়ে

জীবন সাজিয়ে দেয় আবার উজাড় ও করে দেয়। খুব কপাল করেই মানুষ মনের মতো জীবনসঙ্গী পায়।
দু'টি বিশ্বস্ত হাত পায় সারা জীবন পথ চলার জন্য।যে ভালোবেসে আগলে রাখে।

আর কপাল খারাপ হলে এমন সঙ্গী পায় যে পথ চলা তো দূর সারাক্ষণ মনের ভেতর ঝড় চলে 😅 নিজের সাথে নিজের যুদ্ধ করে কাটাতে হয় দিন,,,সপ্তাহ,,,মাস,,,বছর। এক কথায় পুরো জীবন 🙂

28/02/2025

জীবন আর আবেগ
দুইজন খুব প্রিয় বন্ধু
একজন কে ছাড়া আরেকজনের চলেই না 🥀

Address

Judge Court Road
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when AbegGraphy - আবেগগ্রাফি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share