04/03/2025
না*স্তিকদেরও আমি সম্মান করি, কিন্তু তস**লিমা নাস*রিনকে না।
একজন মুসলিম হওয়া সত্ত্বেও আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম, ও ধর্মাবলম্বীদের যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা করি। প্রত্যেকটি মানুষ তাদের নিজের ধর্মে প্রচলিত নিয়ম-নীতি মেনে চলুক। অন্য ধর্মকে ছোট করা কিংবা নিজের ধর্ম অন্যের উপর চাপিয়ে দেওয়ার শিক্ষা ইসলাম আমাকে দেয়নি। একজন মুসলিম কখনো অন্য ধর্মকে অবমাননা করতে পারে না। একজন হিন্দু, বৌদ্ধ, কিংবা খ্রিস্টানও ভিন্ন ধর্ম এবং ধর্মীয় নিয়মকানুনকে শ্রদ্ধা করে। এমনকি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস না থাকা একজন না*স্তিকও কোনো ধর্মকে ছোট করার চেষ্টা করে না। কেবল তারাই অন্য ধর্মকে অসম্মান করে যাদের ধর্মের ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান নেই এবং যারা ধর্মবিদ্বেষী।
কুরআন, হাদিস, নবি-রাসুল, এবং আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে যারা অবমাননা করে, তারা ইসলামবিদ্বেষী। দেব-দেবতা, মহাভারত, গীতাকে যারা অবমাননা করে, তারা হিন্দুবিদ্বেষী। তস**লিমা নাস**রিনও সেই দলের একজন। নিজেকে না**স্তিক দাবি করলেও সে প্রকৃতপক্ষে একজন কট্টর ইসলাম**বিদ্বেষী। তার দৃষ্টিতে নামাজ, রোজা, বোরখা, হিজাব এসব হাবিজাবি। যারা রোজা রাখে তারা নির্বোধ। এছাড়া অনেক আগে থেকেই সে নবি-রাসুলদের নিয়ে নানান কটুক্তি ও বাজে কথা বলে আসছেন। অন্য কোনো ধর্মের ব্যপারে তার খুব একটা মাথাব্যথা নেই। কিন্তু ইসলাম ধর্ম ও ধর্মাবলম্বীদের নিয়ে তার যত বিদ্বেষ।
হিন্দু সম্প্রদায় পূজার মাধ্যমে ভগবানের আরাধনা করে। মুসলিমরা নামাজ-রোজার মাধ্যমে আল্লাহর ইবাদত করে। আর তস**লিমা নাস**রিন সকাল-সন্ধ্যা ইসলাম ধর্মের সমালোচনার মাধ্যমে তার খ**দ্দেরদের উপাসনা করে। সুস্থ মস্তিষ্কে এবং নিখুঁতভাবে অনুসন্ধান করে দেখেন, হয়তো এই অ**সভ্য মহিলা তস**লিমা নাস**রিন ইসলামবিরোধীদের বেতনভুক্ত গোলাম। ইসলামকে অবমাননা করা ও মুসলমানদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা তার পেশাগত দায়িত্ব।
একজন না*স্তিকও ভিন্ন মতাদর্শীদের সম্মান করে। ভিন্ন ধর্মীয় নিয়ম-নীতিকে শ্রদ্ধা করে। কিন্তু অর্থের কাছে নিজেকে বিক্রি করে দেওয়া তস**লিমা নাস**রিন সেটা পারে না। তাই এই অভ**দ্র মহিলা চিরদিনই আমার কাছে ঘৃণার পাত্র হয়ে থাকবে। আজ বুঝতে পারছি, কেন রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ লিখেছিলেন "তুমি বরং কুকুর পোষো"। আর ঠিক কোন কারণে বাংলাদেশের মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করেছিল। তাই সকল ধর্মাবলম্বীদেরই উচিত এই ধর্ম অবমাননাকারী ও উ**স্কানিদাতা তস**লিমা নাস**রিনকে বয়কট করা।
🖋️ রাসেল আহমেদ রুবেল