MASUD RANA SAGOR

MASUD RANA SAGOR This is an educational,entertainment, tour video based page

29/04/2025

এ দেশের অনেক মানুষই সুযোগের অভাবে সৎ!

গত রবিবার আমি আর Najmun Hasan Ankun চৌরাস্তা বাজার থেকে অটোরিকশা করে বাড়িতে আসলাম।বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্ত ভাড়া জন প্রতি ১০ টাকা করে।গড়ি থেকে নেমে দুজনের ভাড়া দিলাম ২০ টাকা।২০ টাকা দেওয়াতে ড্রাইভার বলতেছে আরো ১০ টাকা দিতে হবে!জিজ্ঞেস করলাম কেন?বলতেছে রাতে নাকি বিদ্যুৎ ছিলনা তাই সবার গাড়ির ব্যাটারিতে চার্জ নাই।তাই বাজারে বেশি গাড়িও নাই।এজন্য ভাড়া ২০ টাকা দিলে হবে না ৩০ টাকা দিতে হবে!
মানে বুঝতে পারছেন?একদিনের জন্য সবার গাড়ির ব্যাটারিতে চার্জ না থাকায় জন প্রতি ভাড়া ১.৫ গুণ করে দিল!
অনেক সময় পরিস্হিতি অনুযায়ী ইচ্ছাকৃতভাবেই ১০ টাকা বেশি দেই।কিন্তু ওইদিন ড্রাইভারের যুক্তি শুনে রাগ উঠে গেল।রাগান্বিত সুরেই বল্লাম ভাড়া কি কম দেওয়া হইছে নাকি?আর বিদ্যুৎ না থাকার কারণে সবার গাড়িতে চার্জ নাই বুঝলাম,এজন্য আপনার গাড়ি চার্জ করতে খরচ বেশি পড়ছে নাকি?আর বিদ্যুতের বিল ঐ দিন বাড়িয়ে ধরছে নাকি?
প্রশ্নগুলোর সঠিক কোনো জবাব নাই।তার শুধু এক কথাই আইজ্জা অত অটালা গাড়ি আছে বাজার,কোনোহান?
শুধু সরকারি আমলা,অফিসার,প্রশাসনের লোকের মধ্যে না রিকশাওয়ালা,মুদি দোকানদার,সবজি বিক্রেতা,বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে নিম্ন,মধ্যম,উচ্চ সব শ্রেণির পেশাতে এমন বাটপারের অভাব নাই!

25/04/2025

"পানের সুগন্ধ,মাটির টান–চাষির গর্ব"
#

19/04/2025

"বৃষ্টির পূর্ব সংগীত- মেঘে ঢাকা আকাশ।"

সৈন্য বাহিনীদের সাথে দারুণ মুহূর্ত
18/04/2025

সৈন্য বাহিনীদের সাথে দারুণ মুহূর্ত

13/04/2025

পাখির কিচিরমিচির

11/04/2025

ঐতিহাসিক লালবাগকেল্লার সৌন্দর্য
#লালবাগকেল্লা

08/04/2025

রাজহাঁসকে পড়ানো হচ্ছে স্কুলে!পড়ে নাকি ৩য় শ্রেণীতে! 🤣🤣ভালো করে পোষ মানছে ঠিক আছে তাই বলে স্কুলে ভর্তি করিয়ে বাচ্চাদের সাথে ক্লাস করানো এটা আবার কি ধরনের কান্ড!

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়ে...
07/04/2025

গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর ফলে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে, যা মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্পষ্টত ইসরায়েল বারবার আন্তর্জাতিক আবেদনের তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান তীব্র হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে।

বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নির্বিচার বিমান বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সব সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার দায়িত্ব পালনের দাবি জানাচ্ছে।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে আবেদন করছে যে তারা নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে তার নৈতিক ও আইনি দায়িত্ব পালন করুক।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনার প্ল্যাটফর্মে ফিরে আসার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের ওপর সহিংসতা ও দুর্ভোগের অবসান ঘটাতে কূটনীতি এবং সংলাপের পথে নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং শান্তি, মর্যাদা ও ন্যায়বিচারের জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে কাজ করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সরকার আরও অবিচল এবং দ্ব্যর্থহীন আহ্বান জানাচ্ছে।

06/04/2025

Global strike for Ga'za 7th April.

06/04/2025

গাজায় ইসরাইলীদের বিভৎস হামলা😥হামলার আঘাতে পাখির মতো আকাশে উড়ছে মানুষ!😥
হে আল্লাহ তুমি নিষ্ঠুর ইসরাইলীদের ধ্বংসের মাধ্যমে এই জুলুমের শেষ পরিণতি দেখিয়ে দাও

আলহামদুলিল্লাহ,রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।সাব্বাশ ডঃ মুহা...
04/04/2025

আলহামদুলিল্লাহ,রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার।
সাব্বাশ ডঃ মুহাম্মদ ইউনুস স্যার।এদেশের মানুষ দেশ পরিচালনার জন্য যোগ্য ব্যক্তিকেই পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা মেনে নেওয়ার জন্য এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে

Address

Monohardi, Dhaka
Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASUD RANA SAGOR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share