29/04/2025
এ দেশের অনেক মানুষই সুযোগের অভাবে সৎ!
গত রবিবার আমি আর Najmun Hasan Ankun চৌরাস্তা বাজার থেকে অটোরিকশা করে বাড়িতে আসলাম।বাজার থেকে আমাদের বাড়ি পর্যন্ত ভাড়া জন প্রতি ১০ টাকা করে।গড়ি থেকে নেমে দুজনের ভাড়া দিলাম ২০ টাকা।২০ টাকা দেওয়াতে ড্রাইভার বলতেছে আরো ১০ টাকা দিতে হবে!জিজ্ঞেস করলাম কেন?বলতেছে রাতে নাকি বিদ্যুৎ ছিলনা তাই সবার গাড়ির ব্যাটারিতে চার্জ নাই।তাই বাজারে বেশি গাড়িও নাই।এজন্য ভাড়া ২০ টাকা দিলে হবে না ৩০ টাকা দিতে হবে!
মানে বুঝতে পারছেন?একদিনের জন্য সবার গাড়ির ব্যাটারিতে চার্জ না থাকায় জন প্রতি ভাড়া ১.৫ গুণ করে দিল!
অনেক সময় পরিস্হিতি অনুযায়ী ইচ্ছাকৃতভাবেই ১০ টাকা বেশি দেই।কিন্তু ওইদিন ড্রাইভারের যুক্তি শুনে রাগ উঠে গেল।রাগান্বিত সুরেই বল্লাম ভাড়া কি কম দেওয়া হইছে নাকি?আর বিদ্যুৎ না থাকার কারণে সবার গাড়িতে চার্জ নাই বুঝলাম,এজন্য আপনার গাড়ি চার্জ করতে খরচ বেশি পড়ছে নাকি?আর বিদ্যুতের বিল ঐ দিন বাড়িয়ে ধরছে নাকি?
প্রশ্নগুলোর সঠিক কোনো জবাব নাই।তার শুধু এক কথাই আইজ্জা অত অটালা গাড়ি আছে বাজার,কোনোহান?
শুধু সরকারি আমলা,অফিসার,প্রশাসনের লোকের মধ্যে না রিকশাওয়ালা,মুদি দোকানদার,সবজি বিক্রেতা,বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে নিম্ন,মধ্যম,উচ্চ সব শ্রেণির পেশাতে এমন বাটপারের অভাব নাই!