Ranjan Kumar Dhor

Ranjan Kumar Dhor সাংবাদিকতা একটি মহান ও পবিত্র পেশা। আয়নায় যেমন নিজের চেহারা প্রতিবিম্বিত হয়। একজন সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে কোন নিউজ সঠিকভাবে মানুষের মাঝে তুলে ধরা।

ইরানে যুক্তরাষ্ট্রের হা*ম*লা: আরব রাষ্ট্রগুলোর নীরব সহযোগিতাই কি বড় দায়ী?▪️সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বি...
23/06/2025

ইরানে যুক্তরাষ্ট্রের হা*ম*লা: আরব রাষ্ট্রগুলোর নীরব সহযোগিতাই কি বড় দায়ী?

▪️সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে দীর্ঘ প্রায় ৩৭ ঘণ্টার বিমান অভিযানে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হা*ম*লা চালিয়েছে। বিশ্বজুড়ে এই হা*ম*লার নিন্দা ও সমালোচনা চললেও বিশ্লেষকদের মতে, কেবলমাত্র যুক্তরাষ্ট্রই নয়—এই বর্বর ও অনৈতিক হা*ম*লার পেছনে পরোক্ষভাবে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো।

এই হা*ম*লায় ব্যবহৃত জ্বালানির বড় অংশই এসেছে মধ্যপ্রাচ্যের তেলসম্পদসমৃদ্ধ দেশগুলো থেকে। শুধু তাই নয়, হা*ম*লার রুটে এসব আরব দেশের আকাশসীমা ব্যবহার করেই ইরানে প্রবেশ করেছে মার্কিন যু*দ্ধ*বিমানগুলো। প্রশ্ন উঠেছে, আরব রাষ্ট্রগুলোর এই অব্যক্ত সমর্থন ও সহযোগিতা না থাকলে যুক্তরাষ্ট্র কি এত সহজে এই ধরণের অভিযান পরিচালনা করতে পারত?

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি

▪️বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৩৫টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে কুয়েতে সবচেয়ে বেশি ৫টি। এছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ওমানেও রয়েছে উল্লেখযোগ্য মার্কিন সামরিক ঘাঁটি। পাশাপাশি সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরেও রয়েছে মার্কিন সেনা উপস্থিতি।

বিশ্লেষকরা বলছেন, এসব সামরিক ঘাঁটি কেবল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতায় পশ্চিমা আগ্রাসনের এক করুণ চিত্র তুলে ধরে।

ই/স/রা/য়েল-ইরান দ্বন্দ্বে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা

▪️ই/স/রা/য়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপকে অনেকেই ‘প্রক্সি আগ্রাসন’ বলে আখ্যায়িত করছেন। তবে প্রশ্ন থেকে যায় আরব রাষ্ট্রগুলো যদি নিজেদের ভূখণ্ড ও আকাশসীমা যুক্তরাষ্ট্র বা ই/স/রা/য়েলের জন্য ব্যবহার করতে না দিত, তাহলে কি এই আ*ক্র*মণ বাস্তবায়ন সম্ভব হতো?

এই ঘটনায় মধ্যপ্রাচ্যের অনেক সাধারণ মানুষও মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়ে/লের আ*ক্রমণের চেয়ে বেশি ক্ষতি করছে আরব রাষ্ট্রগুলোর পরোক্ষ সহযোগিতা ও নীরবতা।

▪️ইরান থেকে ই/স/রা/য়ে/লের উদ্দেশ্যে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলো ই/স/রা/য়ে/লে/র ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় জর্ডান ও সৌদি আরবের আকাশসীমায়। এর মাধ্যমে আরব দেশগুলো কার্যত ইরানকে সহযোগিতা করার পরিবর্তে, ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে—এমনটিই প্রতীয়মান হয়।

ডলারের আধিপত্যে আরব ভূমিকা

▪️বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্যের নেপথ্যেও রয়েছে আরব রাষ্ট্রগুলোর ভূমিকা। পেট্রো-ডলার ব্যবস্থার আওতায় মার্কিন ডলারে অপরিশোধিত তেল বিক্রির কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা দিনদিন বেড়েছে। এতে করে যুক্তরাষ্ট্র যেমন অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, তেমনি বিশ্বব্যাপী অন্যান্য মুদ্রার উপর ডলারের আধিপত্য আরও সুদৃঢ় হয়েছে।

ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এসব আরব রাষ্ট্রগুলো আজ কীভাবে ইসলামী সংহতির প্রতিনিধি হয়ে থাকতে পারে? বরং তাঁদের ভূমিকাই আজ মুসলিম বিশ্বের স্বার্থের পরিপন্থী। অনেকের মতে, এসব আরব দেশ ইসলামী বিশ্বের প্রকৃত শত্রুতে পরিণত হয়েছে—যারা কথায় ইসলামপন্থী হলেও কাজে মুসলিম উম্মাহর ঐক্য ও স্বার্থকে পদদলিত করছে।

রূপগঞ্জে বালু নদী থেকে নিখোঁজের ৪০ ঘণ্টা পর কলেজছাত্র সৃজন সাহার মরদেহ উদ্ধার। দৈনিক ঐশী বাংলা বুধবার ১৮ই জুন ২০২৫
18/06/2025

রূপগঞ্জে বালু নদী থেকে নিখোঁজের ৪০ ঘণ্টা পর কলেজছাত্র সৃজন সাহার মরদেহ উদ্ধার।

দৈনিক ঐশী বাংলা
বুধবার ১৮ই জুন ২০২৫

৫ আগস্টের পর নেতৃত্বহীন আওয়ামী লীগ: জাতি কী ভুলে যাবে সেই নির্মম অধ্যায়, ইতিহাস কি আমাদের কিছু শেখায়?মাত্র কয়েক মাস আগে...
22/05/2025

৫ আগস্টের পর নেতৃত্বহীন আওয়ামী লীগ: জাতি কী ভুলে যাবে সেই নির্মম অধ্যায়, ইতিহাস কি আমাদের কিছু শেখায়?

মাত্র কয়েক মাস আগের ঘটনা। ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী-এমপি এমনকি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পর্যন্ত আত্মগোপনে চলে যান। এ এক নির্মম বাস্তবতা, যা দেশের জনগণের চোখের সামনে ঘটেছে।

অথচ এত বড় একটি ঘটনার পর মাত্র কয়েক মাস যেতে না যেতেই আমরা যেন সব কিছু ভুলে যাচ্ছি। প্রশ্ন উঠছে—আমরা কি বিগত দিনগুলো থেকে কোনো শিক্ষা গ্রহণ করেছি?

দুঃখজনক হলেও সত্য, আমাদের জাতিগত প্রবণতা হলো ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলোও যেন আমাদের উপলব্ধিকে নাড়া দেয় না। নিজেদের ভুল শুধরে নেওয়ার পরিবর্তে বারবার আমরা সেই একই পথে পা বাড়াই, যার পরিণতি ভয়াবহ। অথচ ইতিহাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়—ক্ষমতা বা শক্তি কখনোই চিরস্থায়ী নয়।

এমন বাস্তবতায় আমাদের উচিত অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগোনো। জাতি হিসেবে আমাদের আরও পরিপক্ব, সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

মহান আল্লাহ বলেন, ‘বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও। তুমি যাকে ইচ্ছা পরাক্রমশালী করো, আর যাকে ইচ্ছা হীন করো। কল্যাণ তোমার হাতেই। নিশ্চয়ই তুমি সব বিষয়ে সর্বশক্তিমান।’ -সুরা আলে ইমরান, আয়াত ২৬

মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ ও বিবেক দান করেন।

ভগীরথপুরে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও নাস্তা বিতরণমাধবদী প্রতিনিধি :নরসিংদী জেলার মাধবদী থানার মেহ...
09/05/2025

ভগীরথপুরে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ ও নাস্তা বিতরণ

মাধবদী প্রতিনিধি :

নরসিংদী জেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুরে অবস্থিত হাজী লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আজ সকাল ৯টায় আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের উদ্যোগে গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত থেকে নগদ অর্থ ও নাস্তা বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মোমেন মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী লালমিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, রোকেয়া বেগম আদর্শ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনিরুল ইসলাম, মাধবদী প্রেসক্লাবের
সাবেক সভাপতি এমদাদুল ইসলাম খোকন, মাধবদী
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সমাজসেবক আমিন উদ্দীন, সমাজসেবক আহাম্মদ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মোমেন মোল্লা বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই সামাজিক দায়বদ্ধতা থেকে নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রে*ফ*তারঅভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ...
09/05/2025

নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী গ্রে*ফ*তার

অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রে*ফ*তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ শহরের নিজ বাসা থেকে তাকে আ*ট*ক করা হয়।

নরসিংদীতে যুবক অপহরণের পর হত্যা, ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরানরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শেখের...
07/05/2025

নরসিংদীতে যুবক অপহরণের পর হত্যা, ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা

নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শেখেরচর ফুলতলা মোল্লা বাড়ির ২০ বছর বয়সী যুবক শুভকে অপহরণ করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল একদল সন্ত্রাসী। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় অপহরণকারীরা।

মঙ্গলবার (৬ মে) রাতে সাবেক নরসিংদী-টু-মদনগঞ্জ রেল সড়কের গনেরগাঁও এলাকার ৬ নম্বর ব্রিজের পাশে মানিক মোল্লার পুত্র শুভর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

শুভর পরিবার জানায়, অপহরণকারীরা তাদের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করেছিল। সময়মতো টাকা না পেয়ে শুভকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুভর পরিবার দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

https://sangbadsangrah.com/?p=4932
07/05/2025

https://sangbadsangrah.com/?p=4932

নরসিংদীর মাধবদী পৌরসভা ছোট গদাইরচর (গাংপাড়) নিবাসী মরহুম হাজী তালেব হোসেন সাহেবের মেজো ছেলে সাবেক কমিশনার মোবার...

Address

Madhabdi
Narsingdi
1604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranjan Kumar Dhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share