SS TV Bangla

SS TV Bangla Youtube Channel " SS TV" related post and videos published here

13/05/2025

বাড়ছে সোনার দাম! এই মুহূর্তে বিনিয়োগ কি লাভজনক না ঝুঁকিপূর্ণ? | Gold Investment in Bangladesh 2025---[Intro – 0:00](ব্যাকগ্রাউন্ড মিউজিক + টাইমল...

11/05/2025

বাংলাদেশে ২০০৯ সালেই প্রয়োজনের তুলনায় দ্বিগুণের বেশি ব্যাংক ছিলো। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ২০১১-২০২১ সময়কালে আরও ১৪ টি ব্যাংকের অনুমোদন দিয়েছে।

বলাই বাহুল্য, এই সব ব্যাংকের অনুমোদন ছিলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

1. Citizens Bank (2021) পেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রথমে তার মা, পরবর্তীতে তার বান্ধবী এই ব্যাংকের চেয়ারম্যান হন।

2. Bengal Commercial Bank (2020) পেয়েছেন আওয়ামী সাংসদ মোরশেদ আলম। তার ভাই মো: জসিম উদ্দিন এই ব্যাংকের চেয়ারম্যান।

3. Community Bank (2019) পেয়েছে পুলিশ।

4. Shimanto Bank (2016) পেয়েছে বিজিবি।

5. Meghna Bank (2013) পেয়েছেন আওয়ামী সাংসদ এইচ এন আশিকুর রহমান।

6. Midland Bank (2013) পেয়েছেন আওয়ামী সাংসদ কাজী জাফরুল্লাহ।

7. Modhumoti Bank (2013) পেয়েছেন আওয়ামী সাংসদ শেখ ফজলে নূর তাপস।

8. NRB Bank (2013) পেয়েছেন প্রবাসী ব্যবসায়ী ইকবাল আহমেদ। পরবর্তীতে দুবাই প্রবাসী ব্যবসায়ী মাহতাবুর রহমান এটি দখল করেন।

9. NRB Commercial Bank (2013) এর লাইসেন্স পেয়েছিলেন প্রবাসী ফরাসত আহমেদ। পরবর্তীতে রাশিয়া প্রবাসী তথাকথিত অলিগার্ক পারভেজ তমাল এটি দখল করেন।

10. Global Islami Bank (2013) এর লাইসেন্স পেয়েছিলেন প্রবাসী উদ্যোক্তা নিজাম চৌধুরী। পরবর্তীতে ব্যাংকটি দখল করেন এস আলম।

11. SBAC Bank (2013) এর লাইসেন্স পেয়েছিলেন ব্যবসায়ী এস. এম. আমজাদ হোসেন। লাইসেন্স পেতে কলকাঠি নাড়েন খুলনার মেয়র তালুকদার খালেক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিহুর রহমান।

12. Union Bank (2013) এর লাইসেন্স পান লেজেহুমু এরশাদ। লাইসেন্স হাতে পাওয়ার পরদিনই বিপুল অর্থের বিনিময়ে লাইসেন্স বিক্রি করে দেন এই বিশ্ববেহায়া সাবেক স্বৈরাচার। পরবর্তীতে ব্যাংকটি দখল করেন এস আলম।

13. Padma Bank (2013, Renamed 2019) এর লাইসেন্স পান তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর। তখন এর নাম ছিলো দ্য ফারমার্স ব্যাংক। পরবর্তীতে চৌধুরী নাফিজ শারাফাত ব্যাংকটি দখল করেন।

14. Probashi Kollyan Bank (2011) এটি একটি বিশেষায়িত সরকারি ব্যাংক। বিদেশগামী এবং প্রবাসীদের সেবা দেবার জন্য এটি প্রতিষ্ঠা করা হয়, যা সম্পূর্ণ অপ্রয়োজনীয় ছিলো। সরকারি কোনো ব্যাংকে এরকম একটা উইং করে দিলেই এই কাজ করা যেতো।

এই ১৪ টি ব্যাংক প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের অর্থনীতিকে নানামুখী সংকটের দিকে ঠেলে দেয় আওয়ামী সরকার।

ব্যাংকিং সিস্টেম হয়ে পড়ে ভারসাম্যহীন। অসম প্রতিযোগিতায় পড়ে ব্যাংকাররা হয়ে পড়েন দিশেহারা।

২০০৯ সালে বাংলাদেশের সব ব্যাংক মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ ছিলো মাত্র ২২,০০০ কোটি টাকা।

২০২৪ সালের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২০ শতাংশ।

খেলাপি ঋণ ব্যাপক পরিমাণে বাড়ায়, ২০টি ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে ২০২৪ সালের ডিসেম্বরে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকায় পৌঁছেছে।

ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল শেষে বাংলাদেশের সব ব্যাংক মিলিয়ে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

এই ১৪টি নতুন ব্যাংক না দিলে দেশের অর্থনীতিতে এতোটা সংকট হতো না।

পাশাপাশি লুটেরা এস আলম এবং সালমান এফ রহমানকে দিয়ে অনেকগুলো ব্যাংক লুট করিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা।

সব মিলিয়ে, দেশের অর্থনীতিতে লুটপাটের যে অভিঘাত, সেটা থেকে আমাদের মুক্তি সহজে মিলবে বলে মনে হয়না।

03/05/2025

৫% সুদে নারীদের জন্য ব্যাংক লোন সুবিধা। যোগাযোগ করুন এনসিসি ব্যাংকে

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
01/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

Address

Narsingdi
1603

Alerts

Be the first to know and let us send you an email when SS TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share