SS TV Bangla

SS TV Bangla Youtube Channel " SS TV" related post and videos published here

তুই করল্লা। করল্লার মতো হবি তুই কেন বিলাই বুলাই হবি।বুঝা আমারে🤔🤔
26/07/2025

তুই করল্লা। করল্লার মতো হবি তুই কেন বিলাই বুলাই হবি।
বুঝা আমারে🤔🤔

26/07/2025

১৫-১৬ বছর বয়সী ছেলেরা নৌকা ভাড়া করে নদীতে গান বাজায় নাচানাচি করে। ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন?

শোরুমেও এত থাকেনা
26/07/2025

শোরুমেও এত থাকেনা

26/07/2025

রাখেন মিঞা আপনার এই পাইলট বন্দনা! সে-ই তো হত্যার নায়ক।
হত্যাকারী শিক্ষাগত যোগ্যতায় যত উচ্চ স্তরের হোক, তার কারণেই মৃত্যু হয়েছে এত প্রাণের।
তাকে নায়ক বানাতে যাইয়েন না।

সে ছয় মাস আগে বিয়ে করেছে; এই সংবাদ দিয়ে আবেগে আপ্লুত হওয়ার সুযোগ নাই। প্রশিক্ষণের সব ধাপ শেষে সে প্রথমবার বিমান চালাতে এসেছে, এটা পারেনি। তার এই না পারার সঙ্গে ঝরে গেছে অগণন প্রাণ।

সে ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ। তার এই ব্যর্থতার মূল্য চুকাতে হয়েছে অনেকগুলো কমন নিস্পাপ প্রাণের বিনিময়ে।

সে তো এক্সিট করে বাচঁতেই চাইছিলো এবং বেঁচেও হয়তো যাইতো, সে তো পারতো বিমান টা স্কুলে ছেড়ে না দিয়ে অন্য কোথাও ফেলতে। সে যদি স্কুলটা বাঁচাতে চেস্টা করতো এতো গুলো কমল প্রান ঝড়তো না। বিমান এর এই স্কুলে সরাসরি আঘাত কারনে মনে হয় সে কেবল নিজে বাঁচার চেস্টাই শুধু করেছে। এর কিছু দিন আগে একটা বিমান যান্ত্রিক ত্রুটি হলে পাইলট সেটা নদীতে নিয়ে ফেলে, সেই পাইলট নিজের জীবেনের রিস্ক নিয়েছিলো সত্যিই।
আর এই পাইলট, আগে নিজের জীবন বাচাইছে চাইছে, সে খালি মাঠে ফেল্লেও এতগুলো প্রান বেচে যেতো। ভিডিওতে দেখলাম, সামনে কত বিশাল মাঠ ছিলো, সে বিমান ছেড়ে নিজে দিয়েছে যা হবার হউক, আমি আগে বাচি। কিছু ফেসবুক চাটুকার ভিউ আর টাকার লোভে গল্প চালিয়ে দিয়েছে সেই পাইলট নাকি স্কুল বাচাতে নিজের জীবন দিয়েছে, । আর সবাই সেটাই বিশ্বাস করেছে যে পাইলটও পুড়ে মরছে। পাইলট মরছে কেমনে সেটা একটু জানেন সবাই তাইলেই আর হিরো মহানয়ক এসব বলতে লজ্জা হবে । এই দেশে কোনটা সত্য, কোনটা মিথ্যা কোনটা উদ্দেশ্য প্রনোদিত ভাবে তৈরী কেউ যাচাইও করে না।

যাচাই করলে খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা হতো না ©️

22/07/2025
22/07/2025

কিছু বলার নাই

21/07/2025

📌 আপনার CIB রিপোর্ট ভালো রাখুন, ভবিষ্যতের আর্থিক সুযোগ নিশ্চিত করুন! 💼💳

আপনার ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড ব্যবহারের ইতিহাসই আপনার CIB রিপোর্ট। এটি খারাপ হলে ভবিষ্যতে লোন, ক্রেডিট কার্ড কিংবা ফাইনান্সিং সুবিধা পেতে সমস্যা হতে পারে।

🔎 কেন CIB রিপোর্ট ভালো রাখা গুরুত্বপূর্ণ? ✅ সহজে লোন পাওয়া যায়
✅ কম সুদে ঋণ সুবিধা
✅ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আস্থা অর্জন
✅ ভবিষ্যতের আর্থিক স্বাধীনতা

🛡️ কীভাবে CIB ভালো রাখবেন? ✔ সময়মতো EMI/লোন কিস্তি পরিশোধ করুন
✔ ওভারলিমিট এড়িয়ে চলুন
✔ একাধিক ঋণ নেওয়ার আগে চিন্তা করুন
✔ গ্যারান্টর হতে হলে ভালোভাবে বিবেচনা করুন
✔ নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট ও রিপোর্ট চেক করুন

💡 মনে রাখবেন, ভালো CIB মানে আর্থিক নিরাপত্তা ও সুযোগের চাবিকাঠি 🔐
নিজেকে আর্থিকভাবে সচেতন করুন, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন।

City Bank loan,Credit Card, FDR,Account service এর জন্য যোগাযোগ করার অনুরোধ রইলো।

Sakhawat Hossain
NCC Bank PLC

বউ কোলে অবুঝ শিশু নিয়ে কেউ সন্ত্রাসী করতে যায় না এটা কি পুলিশ বুঝে না।  গোপালগঞ্জে কারফিউ চলাকালে শিশুর জন্য দুধ কিনতে ব...
19/07/2025

বউ কোলে অবুঝ শিশু নিয়ে কেউ সন্ত্রাসী করতে যায় না এটা কি পুলিশ বুঝে না। গোপালগঞ্জে কারফিউ চলাকালে শিশুর জন্য দুধ কিনতে বের হওয়া ইলেকট্রিক মিস্ত্রি সাগর শেখ পুলিশের হাতে আ/ট/ক হোন ।পাশে তার স্ত্রী কোলে সন্তান অসহায়ভাবে কাঁদছে চোখে আ/ত/ঙ্ক আর করুণ আকুতি বাবার মুখে বেদনার চিৎকার ।মেয়ের মুখে না বোঝার একরাশ ভয় মায়ের চোখে অনুরোধ এই তিনটা মুখেই একই প্রশ্ন আমরা কি সত্যিই অপরাধ করেছি এমন দৃশ্য আমাদের বিবেক নাড়া দেওয়ার জন্য যথেষ্ট শিশুর দুধ আনতে গিয়ে যদি একজন বাবা এভাবে পুলিশের হাতে ধরা পড়ে ও হেনেস্তা হয় সেটা খুবই দুঃখজনক। তবে পুলিশ পরবর্তীতে নাকি তাদের ছেড়ে দিয়েছে এমন খবরও শুনা গেছে
[সংগ্রহিত পোষ্ট]

বাংলাদেশে মুলধন ঘাটতিতে থাকা ব্যাংকসমূহের লিস্ট।   ইনফরমেশন হচ্ছে একটা শক্তি,  যা আপনাকে ভবিষ্যৎ ঘটতে পারে সেই সব বিপদ থ...
17/07/2025

বাংলাদেশে মুলধন ঘাটতিতে থাকা ব্যাংকসমূহের লিস্ট। ইনফরমেশন হচ্ছে একটা শক্তি, যা আপনাকে ভবিষ্যৎ ঘটতে পারে সেই সব বিপদ থেকে সম্পর্কে ধারনা দিতে পারে। তাই সব সময় সঠিক তথ্য জানুন

ভালো ব্যাংক চিনে নিন, মন্দ ব্যাংকের নাম নাই দিলাম তাতে কি
17/07/2025

ভালো ব্যাংক চিনে নিন, মন্দ ব্যাংকের নাম নাই দিলাম তাতে কি

Address

Narsingdi
1603

Alerts

Be the first to know and let us send you an email when SS TV Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share