26/07/2025
রাখেন মিঞা আপনার এই পাইলট বন্দনা! সে-ই তো হত্যার নায়ক।
হত্যাকারী শিক্ষাগত যোগ্যতায় যত উচ্চ স্তরের হোক, তার কারণেই মৃত্যু হয়েছে এত প্রাণের।
তাকে নায়ক বানাতে যাইয়েন না।
সে ছয় মাস আগে বিয়ে করেছে; এই সংবাদ দিয়ে আবেগে আপ্লুত হওয়ার সুযোগ নাই। প্রশিক্ষণের সব ধাপ শেষে সে প্রথমবার বিমান চালাতে এসেছে, এটা পারেনি। তার এই না পারার সঙ্গে ঝরে গেছে অগণন প্রাণ।
সে ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ। তার এই ব্যর্থতার মূল্য চুকাতে হয়েছে অনেকগুলো কমন নিস্পাপ প্রাণের বিনিময়ে।
সে তো এক্সিট করে বাচঁতেই চাইছিলো এবং বেঁচেও হয়তো যাইতো, সে তো পারতো বিমান টা স্কুলে ছেড়ে না দিয়ে অন্য কোথাও ফেলতে। সে যদি স্কুলটা বাঁচাতে চেস্টা করতো এতো গুলো কমল প্রান ঝড়তো না। বিমান এর এই স্কুলে সরাসরি আঘাত কারনে মনে হয় সে কেবল নিজে বাঁচার চেস্টাই শুধু করেছে। এর কিছু দিন আগে একটা বিমান যান্ত্রিক ত্রুটি হলে পাইলট সেটা নদীতে নিয়ে ফেলে, সেই পাইলট নিজের জীবেনের রিস্ক নিয়েছিলো সত্যিই।
আর এই পাইলট, আগে নিজের জীবন বাচাইছে চাইছে, সে খালি মাঠে ফেল্লেও এতগুলো প্রান বেচে যেতো। ভিডিওতে দেখলাম, সামনে কত বিশাল মাঠ ছিলো, সে বিমান ছেড়ে নিজে দিয়েছে যা হবার হউক, আমি আগে বাচি। কিছু ফেসবুক চাটুকার ভিউ আর টাকার লোভে গল্প চালিয়ে দিয়েছে সেই পাইলট নাকি স্কুল বাচাতে নিজের জীবন দিয়েছে, । আর সবাই সেটাই বিশ্বাস করেছে যে পাইলটও পুড়ে মরছে। পাইলট মরছে কেমনে সেটা একটু জানেন সবাই তাইলেই আর হিরো মহানয়ক এসব বলতে লজ্জা হবে । এই দেশে কোনটা সত্য, কোনটা মিথ্যা কোনটা উদ্দেশ্য প্রনোদিত ভাবে তৈরী কেউ যাচাইও করে না।
যাচাই করলে খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা হতো না ©️