Hanif official 90

Hanif official 90 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hanif official 90, Digital creator, Narsingdi.

""****""হানিফ বিন আব্দুল আজিজ আকাশ সমান শখ ছিলোপূরনের বেলায় শূন্য তবুও তাহার চেষ্টা চলে স্বপ্ন পূরণের জন্য।নাম তার ফারজা...
04/06/2025

""****""

হানিফ বিন আব্দুল আজিজ

আকাশ সমান শখ ছিলো
পূরনের বেলায় শূন্য
তবুও তাহার চেষ্টা চলে
স্বপ্ন পূরণের জন্য।

নাম তার ফারজানা আক্তার
ঢাকা শহর বাড়ি
বাংলাদেশের রাজধানী হওয়ায়
সেটাই তার খ্যতি।

গুছিয়ে গুছিয়ে কথা বলে
দৃষ্টি নেয় কেরে
তার কাছে বুদ্ধি নিতে
প্রিয়জনরা ভিড়ে।

আপন থেকে শত্রু বেশি
নিত্য দিনের সঙ্গী
তবুও তাহার বুদ্ধিমতায়
হেরে যায় ভঙ্গি।

কৌশল করে জীবন যাপন
আপন মানুষ নিয়ে
সবার সাথে হাঁসি খুঁশি
সময় তাহার কাঁটে।

ভালোবাসে প্রিয় পরিবার
সঙ্গে তাহার আপনজন
প্রতিবেশী ও তাহার কাছে
করে না কোনো বিভাজন।

মুখে তাহার সেরা রুচি
মাছের রাজা ইলিশ
আম খেতে পছন্দ করে
যখন তখন দিবানিশি।

এখন তাহার মনের ইচ্ছা
জয় করবে ভুবন
কনটেন্ট কিয়েটার হয়ে
বেঁচে থাকবে সবার।

সুন্দর সুন্দর কনটেন্ট করে
মন ভুলায় সবার
শিক্ষামূলক আর পরামর্শে
জানতে পারে সবাই।

আপুর জন্য দোয়া রইল
শুভকামনার আলো
সবার মাঝে বেঁচে থাকোক
কাঙ্ক্ষিত সফলতা নিয়ে।।

আজকের কবিতা, স্বপ্ন পূরণ পরিবারের সদস্য, Farzana Akter প্রিয় আপুর জন্য আমার পক্ষ থেকে উপহার🥀🌺🫶

04/06/2025

আসসালামু আলাইকুম
শুভ সকাল প্রিয় ভাই ও বোনেরা।

****হানিফ বিন আব্দুল আজিজসৃষ্টিকর্তার ডাকে যেদিননিঃশ্বাস বন্ধ হবে আমার পৃথিবীর মায়া ত্যাগ করিয়া চলে যাবো একাই।কেউ যায়'...
03/06/2025

****

হানিফ বিন আব্দুল আজিজ

সৃষ্টিকর্তার ডাকে যেদিন
নিঃশ্বাস বন্ধ হবে আমার
পৃথিবীর মায়া ত্যাগ করিয়া
চলে যাবো একাই।

কেউ যায়'বে কবর করতে
কেউ কাঁটবে বাঁশ
কেউ আনবে কাফনের কাপড়
কেউ জানাবে খবর।

প্রিয়জন'রা কান্না করবে
ভিড় জমাবে সবাই
আপন মানুষের কান্না দেখে
অশ্রু ফেলবে সবাই।

জন্ম নিলে মৃত্যু হবে
এটাই হলো সৃষ্টিকর্তার রীতি
আমার মতন সবাই যাবে
যতই করুক বিথী।

অজুহাতের দোহায় দিয়ে
কেউ করোনা দেরি
যত পারো তাড়াতাড়ি
আমাকে রেখে এসো ঐখানে।

যেখানে গেলে কেউ ফিরে না
অজানা এক গন্তব্য
এটার পরে দুনিয়া হবে
তার জন্য সমাপ্ত।

কে আসিলো, কে আসলো না
অপেক্ষা নাহি করো
অতি শীগ্রই আমার দাফন
সম্পন্ন যেন করো।

আমি মরলে তোমরা যেন
কাঁন্নাকাঁটি না করো
মহান রবের কাছে যেন
আমার জন্য প্রার্থনা করো।

জানাযার সামনে রেখে
আমায় নিয়ে করো না প্রশংসা
মন থেকে দোয়া কইরো
এটাই আমার আহ্বান ।

সময় হলে হারিয়ে যাবো
ভূবনে থাকবো না আমি
কারো মনে কষ্ট দিয়ে থাকলে
ক্ষমা করে দিবেন সকলে।

আমার যত ঋণ আছে
বলবেন আমার পরিবারকে
না দিতে পারলেও
ক্ষমা করে দিবেন আমাকে।

আমার মৃত্যু উপলক্ষে
কেউ করোনা বে'দাত
কোরআন এবং সহি হাদিস মতে
আমার জন্য করো সেটাই।

আমার মৃত্যুর নামে যেন
খাওয়া-দাওয়ার আয়োজন না হয়
দান-সদকা করলে হবে
আমার উপকার ঐখান।

মৃত্যবার্ষিকী পালন করা
আমার যেন না হয়
ধর্মের রীতি অনুসরণ করে
সেটাই যেন হয়।

বিদায় জানানোর সময় হবে না
বলতে পারব না কাউকে
কেউ যদি শুনতে পাও
জানাযায় আইসো নিজ দায়িত্বে।

আল্লাহতালার প্রিয় বান্দাদের
অন্তর্ভুক্ত যেন হই
এটাই আমার শেষ ইচ্ছা
মহান আল্লাহ যেন কবুল করে নেয়।।

আমিন চুম্মা আমিন।।

""****""হানিফ বিন আব্দুল আজিজ গরিবের ঘরের জন্ম আমার নাইতো কোন বড়ায়অর্থ  আর শক্তিবল নায় করিনা কোন লড়াই।সাধারণভাবে জীবন...
02/06/2025

""****""

হানিফ বিন আব্দুল আজিজ

গরিবের ঘরের জন্ম আমার
নাইতো কোন বড়ায়
অর্থ আর শক্তিবল নায়
করিনা কোন লড়াই।

সাধারণভাবে জীবন যাপন
সাধ্যমত চলার ধরন
সীমারেখা অতিক্রম করে
চলতে চায়না এই ভুবন।

নাম হানিফ বিন আব্দুল আজিজ
নোয়ানগর গ্রামে জন্ম
মনোহরদী থানা আমার
নরসিংদী জেলার অধীনস্থ।

বাবার নাম আব্দুল আজিজ
মা মনোয়ারা বেগম
দুই ভাই এই মধ্যে
আমি হলাম বড়।

লেখাপড়ায় কালো মেঘ
কোনরকম বেড়ে উঠা
জ্ঞান ও তেমন নাই
কেউ গর্ব করবার মতন।

অহংকার করে বাঁচতে চাই না
হিংসা রাখতে চাই দূরে
সৃষ্টিকর্তার প্রিয়ভাজন হয়ে
বাঁচতে চাই পৃথিবীর বুকে।

আমায় নিয়ে গর্ব করবে
এমন কিছু নাই আমার উপাধি
তবুও আমি কেমন মানুষ
বলবে আমার চলার সঙ্গী।

মা-বাবার আদরের সন্তান
সবারই ছিলাম প্রিয়
তবে কারো মন রক্ষা করতে পারি না
আমার নাইতো সাধ্য।

তবুও আমি চেষ্টা করি
সবার মন করতে জয়
সফলতা আসবে কখন
বারবার হয়ে যায় ক্ষয়।

ভালোবাসি প্রিয় মানুষ
আপন মানুষও বটে
প্রতিবেশীকেও কম ভালোবাসি না
সবার প্রতি টান রাখি।

মুখে আমার অনেক রুচি
খেতে পারি সব
তবে আমার মায়ের হাতের রান্না
করি অনুভব।

পোশাকের প্রতি রুচি নাই তেমন
যেমন তেমন একটা চলে
ঘোরাফেরা আর বিশ্ব ভূবন দেখা
হৃদয়ে টান থাকে।

স্বপ্ন দেখি পলকে পলকে
হারিয়ে যায় নিঃশ্বাসে নিঃশ্বাসে
তবুও আমি হতাশা নয়
ভেঙ্গে যাওয়ার পরেও ঠিক রয়।

কারো উপকার করতে পারিনা
নাইতো আমার পুঁজি
তবে কারো ক্ষতি করি না
এটাই আমার রীতি।

চেষ্টা করি সবার সাথে
মিলেমিশে থাকতে
তবে কারো শত্রু হতে
চায়না কখনো মন থেকে।

কেউ আমার উপকার করলে
কৃতজ্ঞতা থাকি সবসময়
কেউ আমার ক্ষতি করলেও
চাইনা আমি তার দরণ।

জেনে বুঝে ভুল করিতে
চাইনা কারো সাথে
অজান্তে করে ফেলিলে
জানতে পারলে শোধরে নেয় সাথে সাথে।

সবার কাছে হয়তো আমি
ভালো মানুষ নয়
তবে আমি এত ভালো
সেটাও বলি নয়।

শান্ত মনে চলাফেরা
কথা বলি অল্প
উচিত কথা বলতে আমি
চেষ্টা করি স্বল্প।

কেউ আমাকে ভালবাসলে
বুকে টেনে নেয় দিব্যি
অনাহাসে কেউ দূরে গেলে
নিরব হয়ে রয় তেমনি।

সবার সুখে আমি খুশি
আমি থাকি যেমনই
তবুও সবার ভাল চাই
এটাই আমার মনের গতি।

কেউ আমার ভালো চাইলো
কেউ চাই মন্দ
এটা নিয়ে আমার মাথায়
নাই কোন দ্বন্দ্ব।

সবার জন্য দোয়া করি
নিঃশ্বাসে নিঃশ্বাসে
ভালো থাকুক সবার সবাই
এটাই রাখি বিশ্বাসে।

কেউ আমার ভুল ধরলে
লাগে খুশি মনে
মন চায় আপ্যায়ন করি
ঐ প্রিয় মানুষটাকে।

ভুল থেকে শিক্ষা নিয়ে
গরবো নতুন পথ
নিষ্পাপ হয়ে বেঁচে থাকবো
এই দুনিয়ায় আছি যতক্ষণ।

কেউ যেন কষ্ট না পায়
আমার কোন আচরণে
তবুও কেউ কষ্ট পেলে
জানাবেন আমাকে নির্জনে।

স্মৃতিকথার ইতি টানবো
লেখলাম অনেক কিছু
কোন কথায় কষ্ট পেলে
ক্ষমার দৃষ্টিতে দেখবেন সকলই।

ইচ্ছা আমার অনেক কিছু
সবাইকে নিয়ে ভাবনা
সবার কথা তুলে ধরবো
আমার প্রতি পৃষ্ঠায়।

আবার লিখবো অন্য পৃষ্ঠায়
থাকবেন সবাই পাশে
নিঃস্বার্থভাবে ভালবেসে
জয় করবেন হৃদয়টাকে।।

আজকের কবিতা আমাকে নিয়ে লেখলাম, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আশা করি সবাই পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন, আমিও আপনাদের ভালবাসায় মুগ্ধ হয়ে আপনাদের পাশে থাকতে চাই, 🫶🌼🥀

""****""হানিফ বিন আব্দুল আজিজ স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া চেষ্টা করে সারাক্ষণ তবুও তাহার পাইনা দেখাচোখে তাহার অশ্রু জল।সাধ্য...
01/06/2025

""****""

হানিফ বিন আব্দুল আজিজ

স্বপ্ন দেখে আকাশ ছোঁয়া
চেষ্টা করে সারাক্ষণ
তবুও তাহার পাইনা দেখা
চোখে তাহার অশ্রু জল।

সাধ্যমত চেষ্টা করে
দিবানিশি বেলা
সৃষ্টিকর্তা সহায় হলে
সফলতা আসবে কোন বেলা।

নাম তার আলমগীর হোসাইন
চর ছায়েট গ্রাম
বেলাব থানা তার
নরসিংদীর ভিতর।

মনের কোণে হাজার স্বপ্ন
ছবি আঁকে রোজ রোজ
ভালো মন্দ চিন্তা করে
পা বাড়ায় অনুকূল।

ভাবনা তাহার সততা
উচিত কথা বলা
ভয় করে না কোন কিছু
সৃষ্টিকর্তা ছাড়া।

পছন্দ তাহার দেশীয় খাবার
হরেক রকম রান্না
মায়ের হাতের খাবার পেলে
খুশিতে তাহার বন্যা।

মনের মত মানুষ খুঁজে
পাইনা তাহার দেখা
সুযোগ মত পেয়ে গেলে
পরাবে তাহাকে মালা।

আশায় আশায় দিন কেটে যায়
রাত হয়ে যায় অন্ধকার
তবুও সে নিরাশা নয়
ভরসা আছে আল্লাহর উপর।

ফেসবুক তাহার সোনার হরিণ
চেষ্টা করে দিন-রাত
ভালোবাসা বিলিয়ে দিয়ে
আনন্দ পাই হৃদয় তার।

প্রিয় মানুষ নাই তো বটে
খুঁজে বেড়ায় একান্তে
মনের মতন পেয়ে গেলে
ভালোবাসা দিবে যুগ যুগান্তে।

অল্পতে বিশ্বাস করে
ঠকে যাই বারবার
তবুও তাহার হৃদয় জুড়ে
ভালোবাসার সমাহার।

মেজাজ তাহার অনেক গরম
তবে দিলটা নরম
সৎ আর নিষ্ঠাবান মানুষ পাইলে
বুকে টেনে নেয় সব সময় ।

আমি বলব চেষ্টা করলে
হইবে একদিন সফল
সবার মাঝে বেঁচে থাকুক
ভালোবাসায় গৌরব।

সবার কাছে ভালো থাকতে
ইচ্ছা করে রোজ রোজ
মনের কথা প্রকাশ করে
দূর করে হৃদয়ের ক্ষুব।

প্রিয় ভাইটির কথা মনে থাকবে
অন্তরে রাখবো গেঁথে
আমার বিপদে পাশে থেকে
হৃদয় দিয়েছে খুলে।

যেঁথায় থাকুন ভালো থাকুন
দোয়া করি আমি
মানবসেবা করে যেন
সবার পাশে থাকুন।।

আজকের কবিতা, স্বপ্ন পূরণ পরিবারের সদস্য, Alamgir official 900 প্রিয় ভাইটির জন্য আমার পক্ষ থেকে উপহার 🥀🌼🫶

""****""হানিফ বিন আব্দুল আজিজ কারো বাড়িতে যেতে পারি না চার দেওয়ালে বন্দী ফেসবুক মামা সুযোগ করে দিলে করবো আবার সন্ধি। য...
01/06/2025

""****""

হানিফ বিন আব্দুল আজিজ

কারো বাড়িতে যেতে পারি না
চার দেওয়ালে বন্দী
ফেসবুক মামা সুযোগ করে দিলে
করবো আবার সন্ধি।

যারা আমায় নিত্য দিনে
দিচ্ছেন এসে ভালোবাসা
তাদের প্রতি কৃতজ্ঞতা
হৃদয়ে থাকবে স্মৃতি ।

সবার প্রতি ভালোবাসা
মনে আমার ঢেউ
কেউ যেন কষ্ট পেয়ো না
আমার হৃদয়ের সঁই।

যখন আমি সুযোগ পাবো
আসবো সবার বাড়ি
যখন তখন ভালোবাসা দিয়ে
গরবো সবার সিঁড়ি।

সবার বাড়ি যেতে আমার
ছটফট করে মন
কখন সেটা পূর্ণ হবে
হৃদয়ে ভাবনা যখন তখন।।

""****""হানিফ বিন আব্দুল আজিজ সবার মনে ঘুরে বেড়ায়দিবানিশি বেলা সাধ্যমত চেষ্টা করে ভালোবাসা দেওয়ার। সার্থকতা আর হিংসারয...
31/05/2025

""****""

হানিফ বিন আব্দুল আজিজ

সবার মনে ঘুরে বেড়ায়
দিবানিশি বেলা
সাধ্যমত চেষ্টা করে
ভালোবাসা দেওয়ার।

সার্থকতা আর হিংসারযোগে
এমন মানুষ আছে?
সার্বক্ষণিক হৃদয় থেকে
অন্যের ভাল খুঁজে।

নাম তার শাহিদ আহমেদ
পশ্চিম সিঙ্গুর গ্রাম
কুলাউড়া থানা তার
মৌলভীবাজার জেলা।

সরল মনে চলাচলতি
হিংসা বিদ্বেষ দূরে
পাঞ্জাবি আর সুতীর প্যান্ট
পড়তে পছন্দ করে।

রুচি তার যেমন তেমন
ভাবনা তাহার অন্যের
প্রতি বেশি কেমন থাকে
নজর তার ঐদিকে।

সখ তার ধর্ম প্রেমী
ভালোবাসে আলেম-ওলামা
যখন তখন মক্কা মদিনা যাওয়া
ইচ্ছা তার বারে বার।

ভবিষ্যৎ পরিকল্পনা
হৃদয়তে গেঁথে
সাধ্যমত চেষ্টা করবে
অসহায় আর গরিব দুঃখী মানুষের পাশে থাকবে।

মন থেকে চেষ্টা করে
সবাইরে কাছে পেতে
সবার সুখে হাঁসি তার
ভাবনা তাহার স্মৃতি।

সম্পর্ক নষ্ট করা
করে সে ঘৃণা
সু-সম্পর্কে বেঁচে থাকতে চায়
সবার ভালবাসা নিয়া।

ভালোবাসা ছিটিয়ে দিতে
মেলা জমায় রোজ রোজ
স্বপ্ন পূরণ পরিবারে আসলে কেউ
ভালোবাসা পেয়ে যায় ভরপুর।

তার জেলা সুনামধন্য
সবার চেনা জানা
চা'র জন্য বিখ্যাত বলে
সবার কাছে সেরা।

হার জিতার ধার ধারে না
মনটা তাহার নির্ভেজাল
অনুভূতির ছোঁয়া দিলে
বুকে টেনে নেয় হৃদয়ের টান।

পরিশেষে বলবো আমি
এমন মানুষ পাওয়া দায়
নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে
আনন্দে মেতে উঠে সেই ভাই।

মন থেকে দোয়া করি
ভালো থাকেন আপনি
সবার মনে জায়গা করে
বেঁচে থাকুন আল্লাহর সহায়ে।

আজকের কবিতা, স্বপ্ন পূরণ পরিবারের কর্ণধার, সবারই প্রিয় মানুষ Sahid ahmed bd প্রিয় ভাইটির জন্য আমার পক্ষ থেকে উপহার 🫶🥀

30/05/2025

আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক।

29/05/2025

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hanif official 90 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share