
04/06/2025
""****""
হানিফ বিন আব্দুল আজিজ
আকাশ সমান শখ ছিলো
পূরনের বেলায় শূন্য
তবুও তাহার চেষ্টা চলে
স্বপ্ন পূরণের জন্য।
নাম তার ফারজানা আক্তার
ঢাকা শহর বাড়ি
বাংলাদেশের রাজধানী হওয়ায়
সেটাই তার খ্যতি।
গুছিয়ে গুছিয়ে কথা বলে
দৃষ্টি নেয় কেরে
তার কাছে বুদ্ধি নিতে
প্রিয়জনরা ভিড়ে।
আপন থেকে শত্রু বেশি
নিত্য দিনের সঙ্গী
তবুও তাহার বুদ্ধিমতায়
হেরে যায় ভঙ্গি।
কৌশল করে জীবন যাপন
আপন মানুষ নিয়ে
সবার সাথে হাঁসি খুঁশি
সময় তাহার কাঁটে।
ভালোবাসে প্রিয় পরিবার
সঙ্গে তাহার আপনজন
প্রতিবেশী ও তাহার কাছে
করে না কোনো বিভাজন।
মুখে তাহার সেরা রুচি
মাছের রাজা ইলিশ
আম খেতে পছন্দ করে
যখন তখন দিবানিশি।
এখন তাহার মনের ইচ্ছা
জয় করবে ভুবন
কনটেন্ট কিয়েটার হয়ে
বেঁচে থাকবে সবার।
সুন্দর সুন্দর কনটেন্ট করে
মন ভুলায় সবার
শিক্ষামূলক আর পরামর্শে
জানতে পারে সবাই।
আপুর জন্য দোয়া রইল
শুভকামনার আলো
সবার মাঝে বেঁচে থাকোক
কাঙ্ক্ষিত সফলতা নিয়ে।।
আজকের কবিতা, স্বপ্ন পূরণ পরিবারের সদস্য, Farzana Akter প্রিয় আপুর জন্য আমার পক্ষ থেকে উপহার🥀🌺🫶