Danga Secret Crush & Confession

Danga Secret Crush & Confession Welcome to the crush and confession page. Do the best

This is for you guys who can't share their feelings in front of their loved one....Here this page we will hide your information and secretly share you love to everyone..

12/10/2024

দেশটা দুই বার স্বাধীন হয়ে গেলো অথচ আমি এখনো একটা প্রেম করতে পারলাম না 😒

12/10/2024

বুঝলাম না হাসিনার আপার সাথে ডাংগার মেয়েরাও কি হারিয়ে গেলো নাকি??

কারও কোন খোঁজ খবর নাই 🫣🤣😆

08/07/2024

রাসেল ভাইপার সাপ থেকে বেশি আতংকে থাকে আমাদের ডাংগার মেয়েদের কে নিয়ে 😁😜

26/02/2024

হয় থাকো না হয় চলে যাও 🥰 আমার ছোট একটা মন নিয়ে খেলা করার কি দরকার 😔

07/01/2024

বউ ছাড়া আর একটা নির্বাচন 🥺

07/01/2024

ভোট দিতে গিয়ে কিছু মেয়েদের প্রেমে পড়ে গেলাম 💔💔

Reveal no - 12To: From your class From: নামটা অজানাএকদিন বন্ধুদের সাথে রাস্তা দিয়ে হাটার সময়  কথা বলছিলাম। ঠিক তখনই তুমি...
10/12/2023

Reveal no - 12

To: From your class
From: নামটা অজানা

একদিন বন্ধুদের সাথে রাস্তা দিয়ে হাটার সময় কথা বলছিলাম। ঠিক তখনই তুমি আমার তীক্ষ্ম নজর কেরেছ। আমার তখন মনের ভেতর বসন্তের বাতাস প‍্রবাহিত হচ্ছিল।😊 মনে হচ্ছিল এখনই বুকটা ধুপধুপ করে ফেটে যাবে।🤯 তুমার সেই বিরির টান আমার দেখতে অসাধারণ ছিল। এমনিতে তুমার বাসার ছাদে যেমনে বিরি টান ঐটা বেশি সুন্দর হয়। তুমার সাথে আমার Love হোক বা নাহোক।💔 তুমি তুমার বিরির টান ছাইর না। আমি সেই বিরির টান দেখেই সারাটা জীবন কাটিয়ে দিব। 😌

ইতি তোমার বিরি ফেন। 💓

Reveal no - 11From : আমিTo :  Jhumi IsLam জানি না কিভাবে শুরু করবো ! 😑তোমার সাথে তেমন কথা ও হয়নাই আমার আসলে , কিভাবে যে...
22/08/2023

Reveal no - 11

From : আমি

To : Jhumi IsLam

জানি না কিভাবে শুরু করবো ! 😑
তোমার সাথে তেমন কথা ও হয়নাই আমার আসলে , কিভাবে যে বলবো? 😐 সামনে তো কখনো যেতে পারবো নাহ!🥲 এজন্য কনফেশন দিলাম আমার মনের কথা বলার জন্য, আর আমি জানতে পেরেছি যে তুমি এই পেইজে অ্যাড আছো,😍 তাই এখানেই আমার মন কথা গুলো বলে দিলাম!!🥰

তোমায় ভালোবাসী খুব বেশি!!🖤

আগে যখন অন্য ছেলের সাথে সম্পর্ক দেখেছিলাম তখন বলার সাহস হয়নি।😶 যদি তোমার এখন অন্য কেউ থাকে তাহলে তাকে বাদ করে দেও !! 🥺
তোমার বিষয়ে আর কি ই বা বলবো যত বলি তত কম হবে,আর হ্যা - কনফেশন দিছি বলে রাগ করো নাহ কেমন !!🥹🥹

Reveal no -10He is also in Reveal no - 5From - তিন্নি 💔To -প্রিয়  Limon Ghumacche - 😗তোমাকে অনেক ভালোবাসি💚তোমাকে কখনও ওই...
22/08/2023

Reveal no -10
He is also in Reveal no - 5

From - তিন্নি 💔

To -প্রিয় Limon Ghumacche
-
😗
তোমাকে অনেক ভালোবাসি💚
তোমাকে কখনও ওই ভাবে বলা হয় নাই🙂
অনেক বার বলতে চাইছিলাম কিন্তু সাহস পাই নাই বলার।
তোমাকে আমি যেদিন প্রথম দেখি সেদিনই ভালো লাগে তোমাকে💖
আজকে সাহস করে বলতেসি তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি 💗🌻❤️
তোমার পাশে অন্য কাউকে দেখতে চাই না
আমি চাই তুমি আমারই থাকো সবসময়।
হঠাৎ করে তোমার প্রতি একটা অনুভুতি কাজ করতে শুরু করলো।
নিজের অজান্তেই ভালোবেসে ফেলি তোমাকে।
আসা করি আমার অনুভুতি টা বুঝবা🥀❤️‍🩹

ইতি তোমার অচেনা এক নাড়ি🖤

Reveal no - 9From -  উষা ,ইমি To -  Ri Zon Ahmadআর কতো দুরে রাখবে , এখনি সময় কাছে টেনে নাও , হয়তোবা এই সময়টা হারিয়ে ফেলব...
20/08/2023

Reveal no - 9

From - উষা ,ইমি

To - Ri Zon Ahmad

আর কতো দুরে রাখবে , এখনি সময় কাছে টেনে নাও , হয়তোবা এই সময়টা হারিয়ে ফেলবে , তখন ইচ্ছে হলেও কাছে পাবেনা 😜 ওয়ান সাইড লাভ💋
কথা গুলো আমার তোমাকে আদও বলা হয়নি , তোমাকে যতই দেখি ততই কাছে পেতে ইচ্ছে করে , মনে হয় জেন সারাজীবনের জন্যে আমার বুকের বা-পাশে আগলে রাখি , তোমার প্রতি এতো মায়া এতো ভালবাসা এতো আবেগ জানিনা কেন- শুধু জানি তোমাকে পেলে পাওয়া হবে পৃথিবীর ৫০% সুখ 👨‍❤️‍👨

মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার মাঝে ধরা দেই , কিন্তু আমি যদি তোমার যোগ্য হয়ে না উঠি তাই আর সামনে যেতে ইচ্ছে করে না - ভালবাসি তোমাকে আমার সব কিছু দিয়ে ,তোমাকে পেতেও ইচ্ছে হয় ,

তোমাকে ভালবাসার কারণে আসেপাশের কাউকে আর ভালো লাগেনা , ভালবাসা বুঝি এমনি হয় , নিম তিতাও বুঝি মধুর মতো মিস্ট্রি হয় 😁 মুরুর বুকেও লাল গোলাপের বাগান দেখতে পাই ,পাথরের বুকেও ফুল ফুটায় ,আর সবই সম্ভব তোমাকে ভালবেসে😍

জানিনা তুমি কার প্রতি আসক্ত ,কিন্তু আমি তোমাতেই সিক্ত 😍😍

প্রিয় রেডি থেকেও খুব তারাতারি তোমার কাছে ধরা দিচ্ছি ,

#প্রিয়

From: senior কেউ To: Anita  আমি তুমার ফ্রেন্ডলিস্টের কোনায় পরে থাকা ছেলেটা।☹️তুমাকে দেখার পর থেকে আমার আর কোনো মেয়েকেই ভ...
27/07/2023

From: senior কেউ
To: Anita

আমি তুমার ফ্রেন্ডলিস্টের কোনায় পরে থাকা ছেলেটা।☹️তুমাকে দেখার পর থেকে আমার আর কোনো মেয়েকেই ভালোলাগে না। 😓আমার চোখে তুমি অসাধারণ🥰 তুমার চোখ ২ টা অনেক মায়ার,তুমার হাসি যে কতটা সুন্দর তা আমি বলে বুঝতে পারব না🥰। আর তুমার চেহারা তো মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ ❤️।তুমাকে নিয়ে যদি আমি একটা ইতিহাস ও লিখি তাও তুমার সুন্দরতা লিখে শেষ করতে পারব না।🥀তুমাকে আমি রাস্তায় দেখি তখন Follow করি, কিন্তু তুমি বুজতে পার না,জানি এখন আর আগের মতো দেখতে পারি না কারন তুমি পড়ালেখার কারন এ দূরে থাক😓। কিন্ত তুমি বাসায় আসলে যদি রাস্তায় দেখি ওই দিন আমার রাতের ঘুম হারাম হয়ে যায় 🥹। তুমি আমার এক না পাওয়া ভালবাসা 🥹। তুমাকে আমার ভালবাসার কথা বলার মতো সাহস পাই না🥹 🥹তাই এই Confection দেওয়া 🥺।
আজকে আর বেশি কিছু বলব না। 🥹

Love You 😍

Reveal no- 7To: অ রি ত্র From: Unknown "তোমারেই যেন ভালোবাসিয়াছি         শত রূপে শত বারজনমে জনমে, যুগে যুগে অনিবার।" প্র...
30/06/2023

Reveal no- 7
To: অ রি ত্র
From: Unknown

"তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।"

প্রিয় ,
এই উক্তির মাধ্যমে তোমায় বলে দিলাম আমার মনের কথা। তোমাকে প্রথম দেখাতেই আমার অনেক ভালো লাগে। হয়তো তখনিই তোমার প্রেমে পড়ে গেছিলাম। এখন তোমার কথা না ভেবে থাকতে পারি না। এই চোখে সাগর দেখেছি নীল রাঙা ঢেউ , জানি শুধু জানবে না কেউ ।
কি সুন্দর মায়া তোমার চোখে। আমার যে ভীষণ প্রিয় তোমার ঐ চোখজোড়া ।

"তোমার ঐ কাজল কালো দুটি চোখের মায়ায়,
সৃষ্টিকর্তার কলমের কালিতে যেন লেখা কবিতায়।"
তোমার হাসিতেও আমি অসহায় । অসম্ভব রকম হাসি।

শোন, তোমার চাহনিতে গভীর রহস্য লুকিয়ে আছে।কাব্যের ভাষায় কিংবা বৈজ্ঞানিক ভাষায় কি বলে জানা নাই। যেইটা তুমি, যখন সুন্দর হাসিটা দাও তখন প্রকাশ পায়।

তোমাকে অনেকবার বলার সাহস করেছি কিন্তু পারিনি। একটা মানুষ কত টা সুন্দর হতে পারে যেন উপরওয়ালা পরম যত্নে সুন্দর করে এঁকেছে। তোমায় যেন পুরো বসন্ত, তোমাতেই সীমাবদ্ধ। তোমাকে সাথে নিয়ে অচিন পথে হাঁটতে চাই। পরিশেষে বলতে চাই প্রিয়, তোমার অনেক ভালোবাসি।

Address

Danga
Narsingdi
1720

Alerts

Be the first to know and let us send you an email when Danga Secret Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share